Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অবধান। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনব-ধান
(p. 22) anaba-dhāna বি. অমনোযোগ। বিণ. অমনোযোগী। [সং. ন+অবধান]। ̃ তা (বাং.) বি. অমনোযোগ।
অব-গত
(p. 43) aba-gata বিণ. জেনেছে বা জানা হয়েছে এমন, জ্ঞাত, বিদিত। [সং. অব + √ গম্ + ত]। অব-গতি বি. অবধান; জ্ঞান; সংবাদপ্রাপ্তি (আপনার অবগতির জন্য এই খবরটি জানালাম)। 29)
অব-ধান
(p. 44) aba-dhāna বি. একাগ্রতা; মনোযোগ, অভিনিবেশ; প্রণিধান; মনোযোগ দিয়ে শোনা। অনু-ক্রি. (নামধাতু) অবধান করুন, দয়া করে শুনুন ('অবধান নরপতি': রক্ষ)। [সং. অব + √ ধা + অন]। অব-ধেয় বিণ. মনোযোগের যোগ্য। 22)
অব-ধায়ক
(p. 44) aba-dhāẏaka বি. 1 রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি, caretaker; 2 মন দিয়ে শোনে এমন (ব্যক্তি)। [সং. অব + √ ধা + অক]। অব-ধেয় বিণ. অবধানের যোগ্য; প্রণিধানযোগ্য। 23)
অবধেয়
(p. 44) abadhēẏa দ্র অবধান। 27)
কেয়ার
(p. 207) kēẏāra বি. 1 অবধান, যত্ন, মনোযোগ (শরীর সম্বন্ধে যথেষ্ট কেয়ার নিয়ো); 2 গ্রাহ্য, সমীহ (বাপকে মোটেই কেয়ার করে না); 3 তত্ত্বাবধান (ছেলেটি এখন আমার কেয়ারে আছে); 4 ঠিকানা (রামবাবুর কেয়ারে পত্র দিয়ো)। [ইং. care]। 8)
জীবন
(p. 326) jībana বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান - জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা। 21)
নিরূপণ
(p. 468) nirūpaṇa বি. 1 নির্ধারণ, নির্ণয় (কর্তব্য নিরূপণ); 2 অবধারণ, ধার্য করা (শ্রেষ্ঠতা নিরূপণ)। [সং. নি + √ রূপ্ + অন]। নিরূপণ করা ক্রি. বি. নির্ণয় করা বা নির্ধারণ করা; অবধারণ করা। নিরূপিত বিণ. নিরূপণ করা হয়েছে এমন; নির্ণীত; স্হিরীকৃত। 32)
প্রতি-পন্ন
(p. 541) prati-panna বিণ. 1 প্রমাণসিদ্ধ; 2 যুক্তিদ্বারা সমর্থিত বা মীমাংসিত; 3 অবধারিত, নির্ধারিত (এই মত ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে)। [সং. প্রতি + √ পদ্ + ত]। 19)
প্রতি-সন্ধান
(p. 543) prati-sandhāna বি. 1 অনুসন্ধান, অন্বেষণ; 2 অনুচিন্তন, অবধান। [সং. প্রতি + সন্ধান]। 20)
প্রতিজ্ঞা
(p. 538) pratijñā বি. 1 সংকল্প, দৃঢ় পণ; 2 শপথ, অঙ্গীকার; 3 (জ্যামি.) প্রতিপাদ্য, সম্পাদ্য বা উপপাদ্য বিষয়। [সং. প্রতি + √ জ্ঞা + অ]। প্রতিজ্ঞ (সচ. সমাসের পরপদে) বিণ. প্রতিজ্ঞাযুক্ত (দৃঢ়প্রতিজ্ঞা)। ̃ ত্ব বিণ. 1 সংকল্পিত; অঙ্গীকৃত; স্বীকৃত; 2 প্রস্তাবিত; 3 অবধারিত। ̃ পত্র বি. অঙ্গীকারপত্র, প্রতিজ্ঞার লিখিত দলিল, একরারনামা। প্রতি-জ্ঞে.য় বিণ. শপথ বা অঙ্গীকারের যোগ্য বা বিষয়ীভূত। 87)
প্রমেয়
(p. 548) pramēẏa বিণ. 1 প্রমাণসাধ্য, প্রমাণের দ্বারা নির্ধারণযোগ্য; 2 প্রমাণের বিষয়ীভূত; 3 পরিমেয়, পরিমাণ নির্ণয় করা যায় এমন; 4 অল্প, কম; 5 অবধার্য, জ্ঞেয়, জানা যায় বা অবধারণ করা যায় এমন। [সং. প্র + √ মা + য]।
বটে
(p. 575) baṭē অব্য. 1 (অবধারণার্থক) সত্যই, প্রকৃতই (ঠিক বটে, তাই বটে); 2 (সন্দেহসূচক বা বিস্ময়সূচক প্রশ্নে) তাই নাকি ? (বটে?); 3 পক্ষান্তরে, যদিও ('রমণীর প্রাণ অনেক সহিতে পারে বটে, তবু/তারো সীমা আছে': দ্বি. রা.); 4 ব্যঙ্গে (বীর বটে?); 5 শাসনে বা ভয় প্রদর্শনে (বটে রে, এক আস্পর্ধা)। [বটা দ্রা]। 14)
বিভাবন
(p. 621) bibhābana বি. 1 বিবেচনা, চিন্তন; 2 অবধারণ; 3 প্রকাশন, খ্যাপন। [সং. বি + √ ভূ + ণিচ্ + অন]। বিভাবনা বি. 1 বিভাবন; 2 কাব্যালংকারবিশেষ-যথা বিনা মেঘে বজ্রপাত। বিভাবনীয়, বিভাব্য বিণ. বিভাবনযোগ্য। বিভাবিত বিণ. 1 বিবেচিত; 2 নির্ধারিত; 3 অনুভূত; 4 বিশেষভাবে ভাবাবিষ্ট ('গোরাভাবে বিভাবিত')। 34)
মাত্র
(p. 692) mātra বি. 1 পরিমাণ; 2 অবধারণ (মাত্র দুদিন দেরি); 3 সাকল্য, তত্সমূহ। (বাং.) বিণ. 1 পরিমিত (ক্ষণমাত্র, দু-সের মাত্র); 2 শুধু, কেবল (মাত্র একটা, মাত্র এক ছেলে)। ক্রি-বিণ. (বাং.) সঙ্গে দেখামাত্র, যাওয়ামাত্র)। অব্য. প্রত্যেক (মনুষ্যমাত্রেই)। [সং. √ মা + ত্র]। 115)
যদি
(p. 723) yadi অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ̃ ই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ̃ ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)। 16)
রহস্য
(p. 738) rahasya বি. 1 গূঢ় তাত্পর্য বা মর্ম, দুর্বোধ্য বা গুপ্ত তথ্য (রহস্যাবৃত, রহস্যময়, রহস্যের উদ্ঘাটন); 2 রসিকতা, হাস্যপরিহাস (কথাটা তিনি নিতান্তই রহস্য করে বলেছেন)। বিণ. গোপনীয় (রহস্য কথা)। [সং. রহস্ + য]। ̃ কাহিনি বিণ. রহস্যপূর্ণ গল্প। ̃ ঘন বিণ. যাতে রহস্য আছে এমন; অত্যন্ত গূঢ় বা জটিলতাপূর্ণ। ̃ চ্ছলে ক্রি-বিণ. রসিকতা করে বা ঠাট্টা করে (কথাটা রহস্যচ্ছলে বলেছে)। ̃ জনক, ̃ পূর্ণ, ̃ ময় বিণ. 1 গূঢ় তাত্পর্যপূর্ণ, গূঢ় তথ্যপূর্ণ; 2 দুর্বোধ্য। ̃ ভেদ বি. গূঢ় তথ্য আবিষ্কার বা উদ্ঘাটন, মর্ম উপলব্ধি বা অবধারণ। রহস্যালাপ বি. 1 গোপনীয় আলাপ; 2 রসালাপ, হাস্যপরিহাসযুক্ত কথাবার্তা। 11)
সাব-ধান
(p. 828) sāba-dhāna বিণ. সতর্ক, হুঁশিয়ার, অবহিত (সাবধান করা বা হওয়া)। (বাং.) অব্য. সতর্ক বা হুঁশিয়ার হও, অবহিত হও। [সং. সহ + অবধান]। বি. ̃ তা। সাব-ধানে ক্রি-বিণ. সতর্কতার সঙ্গে। 5)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073923
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768627
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366014
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721032
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698020
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594624
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545129
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542289

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন