Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যদি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যদি এর বাংলা অর্থ হলো -

(p. 723) yadi অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')।
[সং. যদ্ + ই]।
ই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)।
ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)।
যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও।
যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যমুনা
(p. 723) yamunā বি. 1 উত্তরভারতের প্রসিদ্ধ নদী, কালিন্দী; 2 বাংলাদেশের নদীবিশেষ; 3 যমের ভগিনী। [সং. √ যম্ + উন + আ]। 47)
যতী
যোক্তা
(p. 728) yōktā (-ক্তৃ) বিণ. যোগকর্তা, যোগকারী। [সং. √ যুজ্ + তৃ]। স্ত্রী. যোক্ত্রী। 35)
যত্র
(p. 723) yatra বি. সর্ব. 1 যে স্হানে বা বিষয়ে; 2 যে-পরিমাণ, যেমন (যত্র আয় তত্র ব্যয়)। [সং. যদ্ + ত্র]। যত্র আয় তত্র ব্যয় আয়ের সমস্তটাই ব্যয় হয়ে যায় অর্থাত্ কিছুই জমে না এমন অবস্হা। ̃ .তত্র ক্রি-বিণ. যেখানে-সেখানে স্হানের ভালোমন্দ বিচার না করে সর্বত্র (যত্রতত্র ঘুরে বেড়ানো)। 8)
যূথ
(p. 728) yūtha বি. পশুপাখির দল বা পাল। [সং. √ যু (=মিশ্রণ) + থ]। ̃ .চর, ̃.চারী (-রিন্) বিণ. (পশু সম্বন্ধে) দলবদ্ধভাবে বিচরণ করে এমন। ̃ .নাথ, ̃.পতি বি. দলের সর্দার; দলবদ্ধভাবে বিচরণকারী পশুদলের সর্দার। ̃ .ভ্রষ্ট বিণ. দলছাড়া, দল থেকে বিচ্ছিন্ন। 18)
যম1
(p. 723) yama1 বি. সংসম; 2 যোগসাধনার জন্য নির্দিষ্ট দশরকম নীতি বা আচার যথা অহিংসা সত্য অস্তেয় (চুরি নাকরা) ব্রহ্মচর্য দয়া সরলতা ক্ষমা ধৃতি মিতাহার শৌচ। [সং. √ যম্ + অ]। 40)
যজ্ঞ
(p. 722) yajña বি. 1 দেবতার উদ্দেশ্যে দ্রব্যত্যাগরূপ পূজার অনুষ্ঠান; 2 বৈদিক ক্রিয়াবিশেষ, যাগ, ক্রতু; 3 পূণ্যকর্ম; 4 (আল.) বিরাট ব্যাপার বা অনুষ্ঠান। [সং. √ যজ্ + ন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যাজক, যিনি যজ্ঞ করেন। ̃ কুণ্ডু বি. হোমাগ্নি জ্বালবার জন্য যজ্ঞ স্হলে যে-গর্ত খোঁড়া হয়। ̃ ডুমুর, (কথ্য) যজ্ঞি -ডুমুর বি. বড়ো ডুমুরবিশেষ। ̃ ধূম বি. যজ্ঞের ধোঁয়া। ̃ পশু বি. 1 যজ্ঞে বলি দেবার উপযোগী বা বলি দেবার জন্য নির্দিষ্ট প্রাণী; 2 ছাগ; 3 অশ্ব। ̃ পাত্র বি. যজ্ঞে র জন্য প্রয়োজনীয় বাসনকোসন। ̃ পুরুষ, যজ্ঞে শ্বর বি. নারায়ণ, বিষ্ণু। ̃ বেদি বি. যজ্ঞ স্হলে যে উঁচু বেদি তৈরি করা হয়। ̃ ভূমি, ̃ শালা, ̃ স্হল বি. যে স্হানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। ̃ সূত্র, যজ্ঞোপবীত বি. পইতে। যজ্ঞাংশ-ভুক বি. দেবতা। যজ্ঞাগ্নি, যজ্ঞানল বি. হোমের আগুন। যজ্ঞীয় বিণ. যজ্ঞ সম্বন্ধীয়, যজ্ঞ সংক্রান্ত। 13)
যন্ত্রিত
(p. 723) yantrita বিণ. 1 দমিত, শাসিত; 2 সংযমিত; 3 বদ্ধ; 4 মুদ্রিত, ছাপা হয়েছে এমন। [সং √ যন্ত্র্ + ত]। 25)
যোঝা-যুঝা
(p. 728) yōjhā-yujhā ও জুঝা -র চলিত রূপ। যোঝাযুঝি দ্র জোঝাজুঝি। 48)
যাচন1
(p. 723) yācana1 বি. যাচাই। [যাচা2 দ্র]। ̃ .দার বিণ. যাচাই করে দেখে এমন। 62)
যৌবরাজ্য
যুঝা
(p. 728) yujhā দ্র জুঝা। 6)
যেমতি, যেমত
(p. 728) yēmati, yēmata ক্রি-বিণ. (কাব্যে) যেমন, যেরূপ, যেপ্রকার ('আমার পরাণ যেমতি করিছে তেমতি হউক সে': চণ্ডী) [সং. যে + মতি, মত]। 28)
যাথার্থ্য
যাচ্ছে-তাই
(p. 726) yācchē-tāi বি. বিশ্রী বা জঘন্য ব্যাপার (কীসব যাচ্ছেতাই বলছ)। বিণ. বিশ্রী বা জঘন্য (যাচ্ছেতাই কথা)। [বাং. যা + ইচ্ছে + তা + ই]। 4)
যজন
(p. 722) yajana বি. 1 যজ্ঞ; 2 দেবতার পূজা করা, যজ্ঞ করা। [সং. √ যজ্ + অন]। যজনীয়, যজ্য বিণ. পূজার যোগ্য, উপাসনা করার বা ভক্তি করার উপযুক্ত। 9)
যব-ক্ষার
(p. 723) yaba-kṣāra বি. 1 তীব্র ক্ষারবিশেষ, carbonate of potash 2 (অশু.) শোরা বা শোরাজাতীয় ক্ষার। [সং. যব (জাত) + ক্ষার]। ̃ .জান বি. নাইট্রোজেন। 30)
যতি1
(p. 723) yati1 বি. 1 সন্ন্যাসী, তপস্বী; 2 ভিক্ষু; 3 পরিব্রাজক। [সং. √ যত্ + ই়]। 2)
যৌথ
যদবধি
(p. 723) yadabadhi ক্রি-বিণ. 1 যে সময় পর্যন্ত 2 যে সময় থেকে। [সং. যদ্ + অবধি]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584243
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192203
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795345
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038931
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903735
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849636
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710414
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 624987

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us