Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আকৃষ্ঠ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগম্য
(p. 6) agamya বিণ. 1 দুর্গম, যেখানে যাওয়া যায় না (অগম্য স্হানই তাকে বেশি আকৃষ্ট করে); 2 অগন্তব্য, যেখানে যাওয়া উচিত নয়; 3 দুর্বোধ্য, দুরূহ, যা বোঝা কঠিন (ঈশ্বরের মহিমা অগম্য); 4 নাগালের বাইরে (মনের অগম্য)। [সং. ন+গম্য]। 19)
অন্তর্বাহী
(p. 34) antarbāhī (-হিন্) বিণ. ভিতরের দিকে যায় বা আকৃষ্ট হয় বা প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + বাহিন্]। 12)
আকৃষ্ট
(p. 82) ākṛṣṭa বিণ. আকর্ষণ করা হয়েছে এমন; প্রলুব্ধ; মুগ্ধ (সমুদ্রের দৃশ্যে মন আকৃষ্ট হয়)। [সং. আ + √ কৃষ্ + ত]। 4)
আকৃষ্য-মাণ
(p. 82) ākṛṣya-māṇa বিণ. আকৃষ্ট হচ্ছে এমন, আকর্ষণ করা হচ্ছে বা টেনে আনা হচ্ছে এমন। [সং. আ + √ কৃষ্ + মান]। 5)
আবর্জন
(p. 98) ābarjana বি. 1 সম্পূর্ণ বর্জন, পরিত্যাগ; 2 অবনমন; 3 নিয়মন। [সং. আ + বর্জন]। আবর্জিত বিণ. সম্পূর্ণ পরিত্যক্ত; অবনমিত; আকৃষ্ট (আবর্জিতচিত্ত); নিয়মিত। 21)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চোখ
(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান। [সং. চক্ষুস]। চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া। চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা। চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো। চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া। ̃ খাগি, ̃ খাকি বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি। পুং. ̃ খেগো, ̃ খেকো। চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)। চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে। চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা। চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)। চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া। চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো। চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া। চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)। চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া। চোখপাকানো - চোখ ঘোরানো দ্র। চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা। চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)। চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো। চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া। (বইয়ের পাতায় চোখ বোলানো)। চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা। চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা। চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো। চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো। চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া। চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা। চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া। চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া। চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা। চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ। চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ। চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল। চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা। চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক। চোখের ভূল বি. দেখার ভূল। কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ। ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি। মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি। রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ। সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি। 4)
ছেলে
(p. 304) chēlē বি. 1 বালক, শিশু (ছেলেখেলা); 2 পুত্র (তাঁর তিনটি ছেলে); 3 লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); 4 বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল পা. ছাব-তু. সং. শাবক]। ̃ খেলা বি. 1 ছোটদের খেলা; 2 (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ̃ ছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ̃ ধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ̃ পিলে, ̃ পুলে বি. 1 ছোট ছেলেমেয়ে; 2 সন্তানসন্ততি। ̃ বেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ̃ মানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ̃ মানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)। ̃ মি বি. ছেলেমানুষি। ̃ মেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি। 144)
ঝুঁকা, ঝোঁকা
(p. 338) jhun̐kā, jhōn̐kā বি. ক্রি. 1 হেলে পড়া, সামনের দিকে বা নীচের দিকে নত হওয়া (ঝুঁকে দেখবার চেষ্টা করছে); 2 আকৃষ্ট হওয়া (খেলার দিকে মন ঝুঁকেছে)। বিণ. উক্ত সব অর্থে। [হি. √ ঝুক্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 হেলানো, নত করা; 2 আকৃষ্ট বা পক্ষপাতগ্রস্ত করা। বিণ. উক্ত সব অর্থে। 26)
টোপ৩
(p. 348) ṭōpa3 বি. 1 মাছ ধরার জন্য বঁড়শিতে গাঁথা খাবার; 2 (আল.) প্রলোভনের সামগ্রী। [দেশি]। টোপ গেলা ক্রি. বি. প্রলোভনের প্রতি আকৃষ্ট হওয়া। টোপ ফেলা ক্রি. বি. আকৃষ্ট করার জন্য প্রলোভন দেখানো। 10)
নিশি
(p. 473) niśi বি. 1 রাত্রি, নিশা (দিবানিশি, 'নিশিদিন ভরসা রাখিস': রবীন্দ্র); 2 প্রেতযোনিবিশেষ; রাত্রে এদের ডাকে আকৃষ্ট হয়ে আধঘুমন্ত মানুষ ওই ডাকের অনুসরণে গিয়ে প্রাণ হারায় বলে প্রাচীন বিশ্বাস। [ সং. নিশা]। ̃ দিন, ̃ দিশি ক্রি-বিণ. 1 রাত্রিদিন; 2 সর্বক্ষণ। ̃ পালক বি. রাতের প্রহরী। ̃ পালন বি. অমাবস্যা, পূর্ণিমা ও সংক্রান্তি উপলক্ষ্যে রাত্রে উপবাস। ̃ যাপন বি. রাত কাটানো। ̃ সমাগম বি. রাত্রির আগম, সন্ধ্যা। 28)
প্রলুব্ধ
(p. 550) pralubdha বিণ. 1 অত্যন্ত লোভযুক্ত (টাকার জন্য প্রলুব্ধ হয়ে একাজ করেছে); 2 আকৃষ্ট (রূপে প্রলুব্ধ হওয়া)। [সং. প্র + লুব্ধ]। স্ত্রী. প্রলুব্ধা। বি. ̃ তা।
বিকৃষ্ট
(p. 605) bikṛṣṭa বিণ. 1 আকৃষ্ট; 2 পৃথক্কৃত; 3 (বাং.) বিপরীত দিকে আকৃষ়্ট। [সং. বি + √ কৃষ্ + ত]। 103)
ভালো-বাসা
(p. 664) bhālō-bāsā ক্রি. 1 প্রণয়যুক্ত বা প্রেমযুক্ত হওয়া; 2 অনুরাগী হওয়া (গান ভালোবাসে); 3 স্নেহ করা বা প্রীতিভাবাপন্ন হওয়া (ভাইবোনকে ভালোবাসে); 4 শ্রদ্ধা করা, ভক্তি করা; 5 আসক্ত বা আকৃষ্ট হওয়া; 6 পছন্দ করা (তুমি কি আম ভালোবাসো?)। বি. প্রণয়, প্রেম; অনুরাগ; স্নেহ-প্রীতি; শ্রদ্ধা, ভক্তি; আসক্তি; টান, পছন্দ। [বাং. ভালো + বাসা3]। 24)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
মনো-গ্রাহী
(p. 676) manō-grāhī (-হিন্). বিণ. মনকে আকৃষ্ট করে এমন, চিত্তাকর্ষক। [সং. মনস্ + গ্রাহিন্]। 137)
মাধ্যাকর্ষণ
(p. 698) mādhyākarṣaṇa বি. জড়পদার্থের পরস্পর আকর্ষণশক্তি, যার ফলে পৃথিবীর সমস্ত প্রাণী ও পদার্থ পৃথিবীপৃষ্ঠে স্হির থাকে এবং পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, অভিকর্ষ মহাকর্ষ gravitation [সং. মাধ্য (=মধ্য অ) + আকর্ষণ]। 4)
হৃত
(p. 872) hṛta বিণ. 1 অপহৃত, লুণ্ঠিত; 2 আনীত; 3 আকৃষ্ট। [সং. √ হৃ + ত]। ̃ সর্বস্ব বিণ. যার যাবতীয় ধনসম্পত্তি চুরি বা লুঠ হয়ে গেছে। হৃতাধি-কার বিণ. অধিকার বা প্রভুত্ব হারিয়েছে এমন। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080509
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770844
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368595
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722120
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699301
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595485
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548132
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542784

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন