Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আমোদিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আমুদে
(p. 101) āmudē বিণ. আমোদপ্রিয়; আমোদ বা রঙ্গরসিকতা করতে পারে এমন (আমুদে লোক); রসিক; হাসিখুশি। [সং. আমোদ + বাং. ইয়া এ]। 47)
আমোদ
(p. 101) āmōda বি. 1 আহ্লাদ, হর্ষ, আনন্দ (খুব আমোদ পেয়েছে); 2 মজা; 3 উত্সব; 4 দূর থেকে ভেসে আসা গন্ধ; 5 সুগন্ধ। [সং. আ + √ মুদ্ + অ]। ̃ ন বি 1 বিনোদন, amusement; 2 আমোদ করা; 3 সুরভিত করা। আমোদিত বিণ. হর্ষযুক্ত; সুরভিত। আমোদী (-দিন্) বিণ. হর্ষযুক্ত; আমুদে; সুগন্ধজনক। 51)
আহ্লাদ
(p. 111) āhlāda বি. 1 আনন্দ, হর্ষ (আহ্লাদে আটখানা); 2 মজা; 3 স্নেহ বা আশকারা (বেশি আহ্লাদ পেলে ছেলে বিগড়ে যাবে, আহ্লাদ পেলে কুকুর মাথায় ওঠে)। [সং. আ + √ হ্লাদ্ + অ]। ̃ ন বি. আহ্লাদ উত্পাদন। আহ্লাদিত বিণ. আনন্দিত, হৃষ্ট। আহ্লাদী (-দিন্) বিণ. (স্ত্রী.) 1 আমোদপ্রিয়া; 2 নেকি; 3 অতিরিক্ত স্নেহ বা আশকারা পেয়েছে এমন। পুং. আহ্লাদে। আহ্লাদে আটখানা আনন্দে আত্মহারা।
কাপ্তান1, কাপ্তেন
(p. 181) kāptāna1, kāptēna বি. 1 জাহাজের অধ্যক্ষ; 2 সেনাপতি; 3 খোলায়াড়দের প্রধান বা দলপতি; 4 (অশি.) হীন আমোদপ্রমোদরত ও ইয়ারদের পৃষ্ঠপোষক ধনী ব্যক্তি। [ইং. captain]। 63)
কুতূহল
(p. 196) kutūhala বি. 1 ঔত্সুক্য, অজানা জিনিস বা বিষয় সম্বন্ধে জানবার আগ্রহ; 2 কৌতুক; 3 আমোদ। [সং. (1) কু + √তুলি + অ; হ আগম; (2) কুতু + √ হল্ + অ]। কুতূহলী (-লিন্) বিণ. 1 উত্সুক, আগ্রহযুক্ত; 2 আমোদিত, আনন্দিত। কুতূহলে ক্রি-বিণ. আনন্দে, আনন্দের সঙ্গে; আনন্দের জন্য ('ব্রাহ্মণ রাজার কুতূহলে': ক.ক.)। 8)
কৌতুক
(p. 210) kautuka বি. 1 আমোদ, মজা; 2 ঠাট্টা, তামাশা, পরিহাস; 3 উত্সব; 4 কৌতুহল, ঔত্সুক্য। [সং. কুতুক + অ]। কৌতুকাবহ বিণ. আমোদজনক, মজাদার; কৌতুহলজনক। কৌতুকী (-কিন্) বিণ. কৌতুকপূর্ণ; কৌতুককারী; আমোদপ্রিয়; কৌতূহলী। 76)
ক্রীড়া
(p. 215) krīḍ়ā বি. 1 খেলা; 2 তামাশা; 3 আমোদজনক অনুষ্ঠান (মল্লক্রীড়া)। [সং. √ ক্রীড়্ + অ + আ]। ক্রীড়ক বিণ. বি. খেলোয়াড়; যে খেলা দেখায়। ক্রীড়-নক বি. 1 খেলনা, খেলার সামগ্রী; 2 (আল.) অপরের নির্দেশে চলে এমন ব্যক্তি। ক্রীড়নীয় বিণ. খেলার যোগ্য। ক্রীড়-মান বিণ. ক্রীড়ারত। ̃ কন্দুক বি. খেলার গোলক বা বল। ̃ কৌতুক বি. রঙ্গতামাশা; খেলাধূলা। ̃ চ্ছলে ক্রি-বিণ. খেলার ছলে। ̃ ভূমি বি. রঙ্গভূমি; খেলার স্হান। 16)
খোশ
(p. 235) khōśa বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)। [ফা. খুশ্]। ̃ কবালা বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল। ̃ খবর বি. সুসংবাদ। ̃ খেয়াল বি. খামখেয়াল, মরজি। ̃ খোরাক বি. শৌখিন আহার। ̃ খোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। ̃ গল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। ̃ নবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক। ̃ নাম বি. সুনাম, সুখ্যাতি। ̃ পোশাক বি. শৌখিন পোশাক। ̃ পোশাকি বিণ. পোশাকবিলাসী। ̃ বু, খুশবু, ̃ বাই, ̃ বয় বি. সুগন্ধ ̃ মেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন। 9)
নিধুবন1
(p. 461) nidhubana1 বি. 1 রমণ, মৈথুন; 2 ক্রীড়াকৌতুক, আমোদপ্রমোদ। [সং. নি + ধুবন]। 33)
নির্দোষ
(p. 468) nirdōṣa বিণ. 1 দোষরহিত; 2 নিরপরাধ (নির্দোষ ব্যক্তির শাস্তি কাম্য নয়); 3 ত্রুটিশূন্য, নিখুঁত (নির্দোষ আচরণ); 4 আপত্তিকর নয় এমন (নির্দোষ আমোদপ্রমোদ, নির্দোষ কৌতুক)। [সং. নির্ + দোষ]। নির্দোষী (-ষিন্) বিণ. (বাং.) নিরপরাধ (নির্দোষীর সাজা হওয়া)। বি. নির্দোষিতা (নিজের নির্দোষিতা প্রমাণ করা)। 65)
প্রমুদিত
(p. 548) pramudita বিণ. 1 অতিশয় আহ্লাদিত বা আমোদিত; 2 পূর্ণ বিকশিত। [সং. প্র + √ মুদ্ + ত]। 55)
প্রমোদ
(p. 550) pramōda বি. 1 আনন্দ; 2 আমোদ; 3 বিলাস (প্রমোদভবন, 'প্রমোদে ঢালিয়া দিনু মন': রবীন্দ্র)। [সং. প্র + √ মুদ্ + অ]। ̃ ন বি. আনন্দদান। বিণ. আনন্দদায়ক। ̃ ভ্রমণ বি. আনন্দের জন্য ভ্রমণ। প্রমোদিত বিণ. প্রমোদবিশিষ্ট; তুষ্ট; আমোদিত। প্রমোদী (-দিন্) বিণ. আনন্দদায়ক। 3)
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বহ্নি
(p. 590) bahni বি. অগ্নি, আগুন (চিতা বহ্নিমান)। [সং. √ বহ্ + নি]। ̃ জ্বালা বি. আগুনের শিখা, আঁচ বা তাপ। ̃ মান বিণ. জ্বলন্ত, প্রজ্বলিত। ̃ মিত্র বি. আগুনের মিত্র বা সহায়ক অর্থাত্ বাতাস। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ সংস্কার বি. শবদাহ। ̃ সখ বি. বায়ু। বহ্ন্যুত্-সব বি. 1 হোলি বা দোলের আগের দিন আগুন জ্বেলে আমোদপ্রমোদ; 2 আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া। 3)
বিনোদ
(p. 618) binōda বি. 1 সন্তোষ বা সন্তোষসাধন, আনন্দ বা আনন্দিতকরণ; 2 আমোদ, আমোদ-প্রমোদ, বিহার। বিণ. মনোরম (বিনোদ বেণি); প্রিয়; সুন্দর (বিনোদ নাগর)। [সং. বি + √ নুদ্ + অ]। ̃ ন বি. 1 সানন্দে যাপন (অবসর-বিনোদন); 2 মোচন, অপনোদন, দূরীকরণ (ক্লান্তি-বিনোদন)। বিনোদিত বিণ. আমোদিত বা তুষ্ট বা দূরীকৃত হয়েছে এমন। বিনোদিয়া বিণ. (প্রা. কা.) আনন্দদায়ক, রমণীয় ('বিনোদিয়া বেণীর শোভায়': ভা. চ.)। বিনোদী (-দিন্) বিণ. 1 বিনোদনকারী; 2 আনন্দদায়ক। বিনোদিনী বিণ. বিনোদী-র স্ত্রীলিঙ্গে; 1 সুন্দরী; 2 আনন্দদায়িনী। বি. শ্রীরাধিকা। 18)
বিলাস
(p. 626) bilāsa বি. 1 সুখভোগ (ভ্রমণবিলাস); 2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত); 3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন); 4 শৌখিনতা (কল্পনাবিলাস); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)। [সং. বি + √ লস্ + অ]। ̃ কক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর। ̃ কানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান। ̃ দ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods. ̃ ব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা। ̃ সামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods. বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা। বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি ('ঊর্মিলা-বিলাসী': মধু.)। বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ। বি. 1 নারী; 2 প্রিয়া। 2)
ভুর-ভুর
(p. 668) bhura-bhura বি. অব্য. গন্ধে পূর্ণ বা আমোদিত হওয়ার ভাব (কাঁঠালের গন্ধে ভুরভুর করছে ঘরটা)। [ধ্বন্যা.]। 14)
ম-ম2
(p. 685) ma-ma2 বি. (সচ. মধুর) গন্ধে পূর্ণ বা আমোদিত হওয়ার ভাব (সারাটা বাড়ি ফুলের গন্ধে ম-ম করছে) [ধ্বন্যা.]। 6)
মজা1
(p. 676) majā1 বি. 1 আনন্দ (মজা পাওয়া); 2 আমোদ, কৌতুক (মজার কথা, মজার ব্যাপার); 3 তামাশা, রঙ্গ, রগড়; 4 ঠাট্টা উপহাস। [ফা. মজহ্]। মজা করা ক্রি. বি. রগড় করা; অপরকে অপদস্হ করে কৌতুক করা। মজা টের পাওয়া ক্রি. বি. জব্দ হয়ে অসুবিধা ভোগ করা। ̃ .দার বিণ. কৌতুকাবহ, আমোদজনক (মজাদার খেলা)। মজা দেখা ক্রি. বি. অন্যর কষ্টে বা বিপদে আনন্দ অনুভব করা। মজা দেখানো ক্রি. বি. বিপদে ফেলে জব্দ করা। মজা মারা, মজা লোটা ক্রি বি. আমোদ বা আনন্দ উপভোগ করা। 15)
মোদক2
(p. 719) mōdaka2 বিণ. আনন্দদায়ক, (আমোদক)।[মোদক 1 দ্র]। 10)
মোদিত
(p. 719) mōdita বিণ. 1 আমোদিত (সুগন্ধমোদিত); 2 আনন্দিত, প্রফুল্ল [সং. √ মুদ্ + ণিচ্ + ত]। স্ত্রী. মোদিতা। 12)
রঙ্গ2
(p. 733) raṅga2 বি. 1 কৌতুক ('যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী': রবীন্দ্র); 2 তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা); 3 রগড়, মজা (দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখা); 4 আমোদ, আনন্দ (রঙ্গে মাতা)। [ফা. রংগ]। ̃ .চিঙ্গা বি. 1 যে-বালক রঙ্গ দেখতে ভালোবাসে; 2 চ্যাংড়া ছেলে। রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস। ̃ .দার বিণ. মজাদার। ̃ .প্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন। বি. ̃ .প্রিয়তা। ̃ .ভঙ্গ বি. কৌতুকজনক অঙ্গভঙ্গি। ̃ .মহল, (চলিত) ̃ .রং-মহল, রঙ-মহল বি. 1 নৃপতিদের বিলাসভবন; 2 আনন্দনিকেতন। ̃ .রস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .রঙ্গী (-ঙ্গীন্) বিণ. ̃ .রঙ্গিণী -র পুংলিঙ্গ। 4)
হর্ষ
(p. 860) harṣa বি. 1 আনন্দ, পুলক; 2 উদ্ভেদ, উদগম, খাড়া হওয়া বা শিহরন (লোমহর্ষ)। [সং. √ হৃষ্ + অ]। ̃ ণ বি. হর্ষ। বিণ. 1 হর্ষজনক; 2 শিউরে বা খাড়া করে তোলে এমন (লোমহর্ষণ)। হর্ষান্বিত, হর্ষাবিষ্ট, হর্ষিত বিণ. আনন্দিত; তোষিত; আমোদিত। হর্ষোদয় বি. আনন্দের সঞ্চার। 49)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074258
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768720
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366126
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721080
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698081
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594673
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545229
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন