Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কলঙ্কিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকলঙ্ক
(p. 2) akalaṅka বিণ. কলঙ্কশূন্য, নির্দোষ, অনিন্দা ('অকলঙ্ক নামে তব কলঙ্ক রটিবে')। [সং. ন+কলঙ্ক]। অকলঙ্কিত বিণ. কলঙ্কিত বা দূষিত নয় এমন, নির্মল। অকলঙ্কী (-ঙ্কিন্) বিণ. নিষ্কলঙ্ক, নির্দোষ, নির্মল ('অকলঙ্কী চাঁদ')। 22)
অঙ্কী
(p. 8) aṅkī (-ঙ্কিন্) বিণ. 1 দাগওয়ালা, দাগি; 2 কলঙ্কযুক্ত ('অঙ্কী কলানিধি')। [সং. √ অঙ্ক্+ইন্]। 29)
অপ-যশ
(p. 34) apa-yaśa (-শস্, -শঃ) বি. অখ্যাতি, দুর্নাম; বদনাম, কলঙ্ক। [সং. অপ + যশস্ অপ-যশস্কর বিণ. অখ্যাতিজনক; কলঙ্কজনক; নিন্দাজনক। 119)
কলঙ্ক
(p. 169) kalaṅka বি. 1 তামা পিতল ইত্যাদি ধাতুপাত্রের দাগ বা মালিন্য; 2 মরচে; 3 অখ্যাতি; 4 কেলেঙ্কারি। [সং. ক + √ লন্ক্ + অ]। কলঙ্কিত বিণ. কলঙ্কযুক্ত; কলঙ্কী; অপবাদগ্রস্ত। বিণ. (স্ত্রী.) কলঙ্কিতা। কলঙ্কী (-ঙ্কিন্) বিণ. দুর্নামগ্রস্ত, কলঙ্কগ্রস্ত। বিণ. (স্ত্রী.) কলঙ্কিনী। 43)
কালা-মুখ
(p. 186) kālā-mukha বিণ. 1 কলঙ্কলিপ্ত মুখবিশিষ্ট; 2 কলঙ্কী; 3 নির্লজ্জ, বেহায়া (এমন কালামুখ লোক আর দেখিনি)। বি. কলঙ্কলিপ্ত মুখ (ও কালামুখ আর দেখিয়ো না)। কালা-মুখো বিণ. কলঙ্কী; নির্লজ্জ। বিণ. (স্ত্রী.) কালা-মুখী। 52)
কালা2
(p. 186) kālā2 বি. শ্রীকৃষ্ণ। বিণ. 1 কৃষ্ণবর্ণ; 2 কলঙ্কিত (এই কালা মুখ আর দেখাতে চাই না)। [সং. কাল3]। কালা কানুন বি. প্রজাস্বার্থবিরোধী অন্যায় আইন, black act. ̃ চাঁদ বি. শ্রীকৃষ্ণ। 35)
কালিমা
(p. 188) kālimā (-মন্) বি. 1 মলিনতা, কৃষ্ণতা; 2 কলঙ্ক। [সং. কাল3 + ইমন্]। ̃ ময় বিণ. কলঙ্কযুক্ত। 11)
কাশী
(p. 188) kāśī বি. হিন্দুদের মহাতীর্থবিশেষ, বারাণসী। [সং. √ কাশ্ + অ + ঈ]। ̃ নাথ, ̃ শ, ̃ শ্বর বি. 1 কাশীর অধিদেবতা, শিব; 2 কাশীরাজ। ̃ প্রাপ্তি, ̃ লাভ বি. কাশীতে মৃত্যু; স্বর্গলাভ। ̃ য়াল, কেশেল বি. 1 কাশীর অধিবাসী; 2 স্বদেশে প্রচারিত লোকনিন্দা এড়াবার জন্য কাশীতে আশ্রয়গ্রহণকারী ব্যক্তি; 3 কলঙ্কযুক্ত ব্যক্তি। 30)
কুলাঙ্গার
(p. 199) kulāṅgāra বি. যে ব্যক্তির কুকর্মের জন্য তার নিজ বংশ কলঙ্কিত হয়। [সং. কুল3 + অঙ্গার]। 41)
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
কেচ্ছা
(p. 206) kēcchā বি. 1 কাহিনী, গল্প; 2 কুত্সা, কলঙ্ককাহিনী। [আ. কিস্সা]। 4)
কেলেঙ্কার
(p. 207) kēlēṅkāra বিণ. কলঙ্কজনক। [সং. কলঙ্ককর]। কেলেঙ্কারি বি. 1 কলঙ্ক, অপযশ; 2 কলঙ্ককর ব্যাপার; 3 ঢলাঢলি। 22)
খাওয়া
(p. 224) khāōẏā ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। বি. ভোজন। বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ̃ দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ̃ নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। বি. বিণ. উক্ত অর্থে। ̃ পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ̃ র জল. খাবার জল বি. পানীয় জল। 49)
গাবা1
(p. 246) gābā1 ক্রি. 1 কলঙ্কযুক্ত করা বা হওয়া; 2 নৌকায় গাবের কষ লাগানো। [বাং. গাব + আ]। ̃ নো1 ক্রি. গাবা। বি. বিণ. উক্ত অর্থে। 64)
গ্লানি
(p. 264) glāni বি. 1 ক্লান্তি, অবসাদ; 2 ক্ষয়, হ্রাস (ধর্মের গ্লানি); 3 মল (মনের গ্লানি) ; 4 কলঙ্কস্বরূপ ব্যক্তি বা বস্তু (বীরকুল-গ্লানি); 5 নিন্দা; কল্পিত দোষারোপ (আত্মগ্লানি)। [সং. √গ্লৈ + তি]। গ্লান বিণ. 1 ক্লান্ত, অবসন্ন ; 2 নোংরা; 3 কলঙ্কস্বরূপ; 4 নিন্দিত।
দাগা2
(p. 402) dāgā2 বি. 1 আঘাত, মর্মবেদনা (মনে দাগা দেওয়া); 2 বিশ্বাসঘাতকতা, বঞ্চনা (লোকটা ভালোরকম দাগা দিয়ে গেছে)। [ফা. দগা]। ̃ দার বিণ. 1 অনিষ্টকারী; 2 কলঙ্কসৃষ্টিকারী; 3 বিশ্বাসঘাতক। ̃ দারি বি. 1 অনিষ্টকারী বা কলঙ্কসৃষ্টিকারী ব্যক্তি; 2 বিশ্বাসঘাতক। ̃ বাজ বিণ. বিশ্বাঘাতক, প্রতারক, শঠ। ̃ বাজি বি. প্রতারণা, জুয়াচুরি। দাগা বুলানো ক্রি. বি. হস্তলিপির উপর রেখা টেনে শিক্ষার্থীর লেখা অভ্যাস করা। 49)
দাগি
(p. 402) dāgi বিণ. 1 দাগযুক্ত (দাগি আম); 2 কলঙ্কযুক্ত, কলঙ্কিত; 3 পূর্বে দণ্ডপ্রাপ্ত, ঘাগি (দাগি চোর)। [বাং. দাগ + ই]। 50)
নট৪
(p. 444) naṭa4 বিণ. নষ্টচরিত্র, ব্যভিচারী, লম্পট। [সং. নষ্ট]। ̃ খট, ̃ খটি বি. ছোটখাটো গোলমাল বা ঝঞ্ঝাট (দুই পরিবারের মধ্যে নটখটি লেগেই আছে)। ̃ খটে বিণ. 1 ছোটখাটো ঝঞ্ঝাটপূর্ণ, গোলমেলে; 2 ছোটখাটো বা তুচ্ছ বিষয় নিয়ে গোলমাল সৃষ্টিকারী। ̃ ঘট, ̃ ঘটি বি. 1 নষ্ট বা অবৈধ প্রণয়সূচক ঘটনা; 2 কলঙ্কজনক ব্যাপার। ̃ ঘটে বিণ. নটঘটিসম্পর্কিত। ̃ বর বিণ. লম্পটশ্রেষ্ঠ, মহা লম্পট ব্যক্তি। 29)
নিন্দা
(p. 461) nindā বি. কুত্সা, অপবাদ, অখ্যাতি, কলঙ্ক, বদনাম। ক্রি. (কাব্যে) 1 নিন্দা করা; 2 দোষ দেওয়া; 3 ভর্ত্সনা করা ('কেন নিন্দ মোরে')। [সং. √ নিন্দ্ + অ + আ]। ̃ জনক বিণ. কলঙ্কজনক। ̃ বাদ বি. কুত্সা। নিন্দার্হ বিণ. নিন্দার যোগ্য, নিন্দনীয়। ̃ সূচক বিণ. নিন্দা বুঝায় এমন। 41)
নিরঞ্জন
(p. 461) nirañjana বিণ. কলঙ্কহীন, নির্মল। বি. 1 পরব্রহ্ম; 2 শিব; 3 শূন্যরূপ দেবতা; ধর্মঠাকুর; 4 (বাং.) প্রতিমাবিসর্জন। [সং. নির্ + অঞ্জন]। নিরঞ্জনা বিণ. (স্ত্রী.) নির্মলা, কলঙ্কহীনা। বি. (স্ত্রী.) পূর্ণিমা তিথি। 128)
নিষ্কলঙ্ক
(p. 475) niṣkalaṅka বিণ. কলঙ্কহীন, নির্দোষ। [সং. নির্ + কলঙ্ক]। 4)
পোড়া
(p. 534) pōḍ়ā বি. ক্রি. পুড়া র চলিত রূপ। বিণ. 1 দগ্ধ (পোড়া মাটি); 2 বিড়ম্বিত, হতভাগ্য, প্রতিকূল (পোড়া কপাল, পোড়া দেশ); 3 কলঙ্কিত (পোড়া মুখ)। [পুড়া দ্র]। ̃ কপালে বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ কপালি। পোড়া-মুখো, পোড়ার-মুখো বি. বিণ. কলঙ্কিত মুখ যার। 9)
প্রীত
(p. 554) prīta বিণ. সন্তুষ্ট, তৃপ্ত, আনন্দিত, খুশি। বি. 1 (প্রা. কা.) প্রেম, প্রণয়, পীরিত ('কুলকলঙ্কিনী হইনু করিয়া প্রীত': চণ্ডী); 2 প্রীতিসাধন ('শ্রীরামের প্রীতে তাই মুখে বল হরি': কৃত্তি)। [সং. √ প্রী + ত]। 96)
বিগর্হিত
(p. 605) bigarhita বিণ. 1 অতিশয় নিন্দিত বা তিরস্কৃত; 2 নিষিদ্ধ; 3 বিশেষ কলঙ্কজনক বা নিন্দাজনক (বিগর্হিত আচরণ); 4 দূষিত। [সং. বি + গর্হিত]। তু. গর্হিত। 127)
ভঞ্জা
(p. 655) bhañjā (কাব্যে) ক্রি. ভঞ্জন করা, ভাঙা; দূর করা, ঘুচানো ('দাসীর কলঙ্কভঞ্জ': মধু)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। 30)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074482
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768772
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366216
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545319
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন