Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খোলায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকঞ্চুক
(p. 1) akañcuka বিণ. কঞ্চুক অর্থাত্ খোলস বা খোসা নেই এমন, খোসাবিহীন (ফলাদি সম্পর্কে); খোলসহীন (সরীসৃপাদি সম্পর্কে), achlamydeous (বি.প.)। [সং. ন+কঞ্চুক]। 18)
অঙ্কুট
(p. 8) aṅkuṭa বি. চাবি; যা দিয়ে তালা ইত্যাদি খোলা যায় ('সিদ্ধির অঙ্কুটে সোনার স্বর্গের দ্বার খুলিত না তবু': সু. দ.)। [সং. অন্ক্+উট]। 31)
অচ্ছদ
(p. 8) acchada বিণ. 1 ছদ বা আচ্ছাদন নেই এমন, অনাচ্ছাদিত, অনাবৃত, আঢাকা, খোলা (অচ্ছদ অঙ্গন); 2 পত্রহীন, (যে গাছে) পাতা নেই এমন। [সং. ন+ছদ (=আচ্ছাদন)]। 79)
অনাবৃত
(p. 24) anābṛta বিণ. আবৃত বা ঢাকা নয় এমন, খোলা। [সং. ন + আবৃত]। 30)
আখরোট
(p. 82) ākharōṭa বি. শক্ত খোলার মধ্যে শাঁস থাকে এমন পার্বত্য ফলবিশেষ, walnut. [সং. অক্ষোট, প. অখ্রোট্]। 24)
আখোলা
(p. 82) ākhōlā বিণ. খোলা নয় এমন, আটকানো, বন্ধ। [বাং. আ + খোলা]। 32)
আগলা1
(p. 82) āgalā1 বিণ. অনাবৃত, আঢাকা; খোলা (খাবারটা আগলা রয়েছে)। [সং. অলগ্ন, হি. অলগ]। 50)
আঢাকা
(p. 85) āḍhākā বিণ. ঢাকা বা আবৃত নয় এমন, খোলা। [বাং. আ + ঢাকা]। 105)
আদুড়
(p. 89) āduḍ় বিণ. খোলা, নগ্ন, অনাবৃত (আদুড় গায়ে থেকো না)। [বাং. আ + হি. উধড় = আউধড়]। 77)
আলগা
(p. 104) ālagā বিণ. 1 আটকানো বা সংলগ্ন নয় এমন; 2 এলায়িত, শিথিল (ফাঁস আলগা করা, আলগা খোঁপা); 3 ফসকা (আলগা গেরো); 4 অনাবৃত, পোশাক পরা নয় এমন (আলগা গা); 5 আঢাকা (আলগা ভাত, তরকারিটা আলগা আছে); 6 খোলা (দরজা আলগা); 7 বেফাঁস, অসংযত (মুখ আলগা); 8 আন্তরিকতাহীন (আলগা সোহাগ); 9 অসাবধান, উদাসীন (আলগা পুরুষ); 1 সহজেই কাবু হয় এমন (আলগা শরীর)। [সং. অলগ্ন - তু. হি. অলগ্, অল্গা]। 56)
আলানো
(p. 106) ālānō ক্রি. 1 আলুলায়িত করা, এলোমেলো করা; 2 ধান বা শস্যাদি ছড়িয়ে দেওয়া; 3 আলগা করা; 4 খোলা, খুলে দেওয়া (পাঁজি আলানো)। [সং. আকুল বাং. আউল + আনো]। 23)
ইট
(p. 114) iṭa বি. পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। [প্রাকৃ. ইট্টা সং. ইষ্টক]। ̃ খোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট তৈরি হয়। ̃ পাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো। ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কারও সঙ্গে দুর্ব্যবহার করলে বিনিময়ে দুর্ব্যবহার পেতেও হয়। ইটের পাঁজা পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ। 6)
উঠান, (কথ্য) উঠোন
(p. 119) uṭhāna, (kathya) uṭhōna বি. বাড়ির বা ঘরের সামনের খোলা জায়গা, প্রাঙ্গণ, আঙিনা। [তু. হি. উঠ আঁগন -তু. প্রা. বাং. উঠাঅণ। প্রাকৃ. উট্ঠাণ]। 85)
উত্-সব
(p. 123) ut-saba বি. আনন্দপূর্ণ বা জাঁকজমকপূর্ণ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান। [সং. উত্ + √ সু + অ]। ̃ প্রাঙ্গণ বি. যে খোলা জায়গায় উত্সব অনুষ্ঠিত হয়। ̃ মুখর বিণ. উত্সবের আনন্দে ব্যস্ত। 45)
উন্মুক্ত
(p. 130) unmukta বিণ. 1 খোলা; বাধা বা বন্ধন নেই এমন (উন্মুক্ত গতি); 2 অনাবৃত (উন্মুক্ত আকাশ); 3 উদার, অকপট (উন্মুক্ত প্রাণ)। [সং. উদ্ + মুক্ত]। বি. ̃ তা। 21)
এলা2
(p. 149) ēlā2 ক্রি. 1 খোলা, আলগা করা; আলুলায়িত বা এলোমেলো করা (বেণী এলানো); 2 ছড়িয়ে বা বিছিয়ে দেওয়া (ধান এলানো, দেহটা একটু এলিয়ে দেই); 3 অবশ হওয়া (এত খাটুনিতে শরীর এলিয়ে গেছে)। [সং. আলুলায়িত]। 15)
এলানো
(p. 149) ēlānō বিণ. আলুলায়িত; খোলা; শিথিল; এলো। [বাং √ এলা2 + আনো]। এলা2 দ্র। 17)
কঞ্চুক
(p. 156) kañcuka বি. 1 বর্ম, কবচ; 2 সাঁজোয়া; 3 কাঁচুলি; 4 জামা; 5 সাপের খোলস। [সং. √ কন্চ্ + উক]। 55)
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
কল2
(p. 169) kala2 বি. 1 যন্ত্র (ঘডির কল, সেলাইয়ের কল); 2 বন্দুকের ঘোড়া; 3 যন্ত্রসমন্বিত কারখানা (তেলকল); 4 ফাঁদ (কল পাতা, ইঁদুরের কল); 5 কৌশল, চাতুর্যপূর্ণ উপায় (কলেকৌশলে); 6 প্যাঁচ (তালার কল); 7 যা ঘুরিয়ে খোলা বা বন্ধ করা হয় (জলের কল)। [তু সং. √ কল্ (=গতি), হি. কল]। ̃ কব্জা বি. যন্ত্রপাতি। ̃ কার-খানা বি. যন্ত্র ও যন্ত্রের সাহায়্যে উত্পাদনের স্হান, মিল ( mill), ফ্যাক্টরি। ̃ ঘর বি. 1 (কারখানার) যে ঘরে মেশিন থাকে, মেশিনঘর; 2 বাথরুম, স্নানের ঘর যেখানে জলের কল থাকে। কল টেপা ক্রি. বি. গোপনে পরামর্শ বা প্ররোচনা দেওয়া। কলের গান আগের যুগের গ্রামোফোন যন্ত্র; রেকর্ড বাজিয়ে গান শোনার পুরোনো যন্ত্রবিশেষ। কলের পুতুল 1 যে পুতুলে এমন যন্ত্র বসানো থাকে যা পরিচালনা করে পুতুলকে নাড়ানো যায়; 2 (গৌণ অর্থে) অন্যের দ্বারা পরিচালিত হয় এমন ব্যক্তিত্বহীন লোক। কলের মানুষ মানুষের আকৃতিবিশিষ্ট যন্ত্রযুক্ত পুতুল; পরাধীন বা ব্যক্তিত্বহীন লোক. 37)
কাঁচ-কড়া
(p. 174) kān̐ca-kaḍ়ā বি. 1 কাছিমের খোলা, tortoise shell; 2 তিমির দন্তসংলগ্ন কোমল অস্হি, wale-bone; 3 রবার থেকে প্রস্তুত কাছিমের খোলার মতো পদার্থবিশেষ; vulcanite. [কাচ (কচ্ছ, কাছিম) + কড়া (কটাই); তু. হি. কচকড়া]। 51)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কাপ্তান1, কাপ্তেন
(p. 181) kāptāna1, kāptēna বি. 1 জাহাজের অধ্যক্ষ; 2 সেনাপতি; 3 খোলায়াড়দের প্রধান বা দলপতি; 4 (অশি.) হীন আমোদপ্রমোদরত ও ইয়ারদের পৃষ্ঠপোষক ধনী ব্যক্তি। [ইং. captain]। 63)
ক্রিকেট
(p. 215) krikēṭa বি. ইংরেজদের দ্বারা উদ্ভাবিত এবং বর্তমানে অন্যান্য দেশে প্রচলিত ও জনপ্রিয় খোলা মাঠের খেলাবিশেষ যাতে ব্যাট বল স্টাম্প ইত্যাদি উপকরণ নিয়ে দুই দলে বাইশজন খেলোয়াড় অংশ নেয়। [ইং. cricket]। 12)
কয়েত-বেল, কত-বেল
(p. 166) kaẏēta-bēla, kata-bēla বি. ছোট বেলের আকারের টক স্বাদের ও শক্ত খোলাযুক্ত ফলবিশেষ। [সং. কপিত্থ-বিল্ব]। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074243
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768710
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366123
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721073
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698081
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594672
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545225
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন