Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঠ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাঠ এর বাংলা অর্থ হলো -

(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ।
বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ।
[সং. কাষ্ঠ]।
কয়লা
বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা।
কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন।
কুড়ানি,কু়ড়নি
বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে।
খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র।
অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠাপরিশ্রম করা।
খোলা
বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)।
গড়া
বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock.গোলা বি. কাঠের আড়ত।
গোলাপ
বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ।
ঝুনো
বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন।
ঠোকরা
বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker.পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ।
ফড়িং
বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ।
ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)।
বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না।
বিড়াল
বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ।
স্ত্রী.বিড়ালী।
মল্লিকা
বি. বনমল্লিকা।
কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)।
30)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কেটলি, কেতলি
(p. 206) kēṭali, kētali বি. (প্রধানত চায়ের) জল গরম করার নলওয়ালা পাত্রবিশেষ। [ইং. kettle]। 6)
কুঁদা1
(p. 192) kun̐dā1 ক্রি. কুঁদযন্ত্রে ঘুরিয়ে কাটা; 2 খোদাই করা; 3 কেটে গঠন করা। বি. উক্ত সব অর্থে। [বাং. √কুঁদ্ + আ]। কুঁদন1 বি. খোদাই। 38)
কিরে2
(p. 191) kirē2 অব্য. প্রশ্ন বা সম্বোধনসূচক শব্দ (কিরে, কেমন আছিস?)। [বাং. কি + রে]। 2)
কন্দুক, কন্দূক
(p. 162) kanduka, kandūka বি. খেলার বল, ভাঁটা, গেণ্ডুক। [সং. কম্ + √ দা + উ + ক]। ̃ ক্রীড়া বি. গোলা বা বল নিয়ে খেলা। 18)
কারু
কর-তাল
কেয়ারি, কিয়ারি
কুবিন্দ
(p. 197) kubinda বি. তন্তুবায়, তাঁতি। [সং. কু + √ বিদ্ + অ]। 26)
কুটনি
কপনি
(p. 162) kapani বি. কৌপীন, ল্যাঙট। [সং. কৌপীন]। 28)
কানড়1
(p. 181) kānaḍ়1 বি. বিষধর সাপবিশেষ, কাঁদোড় সাপ। [দেশি]। 22)
কুঠরি
(p. 194) kuṭhari বি. 1 কক্ষ, কামরা, প্রকোষ্ঠ; 2 ছোট ঘর। [সং. কোষ্ঠ কুঠ (=বৃক্ষ) + বাং. রি]। 55)
কষা৪
(p. 172) kaṣā4 ক্রি. 1 (মাংসাদি) সাঁতলানো; 2 আঁট করে বাঁধা; 3 শক্ত করা (কষে বাঁধো); 4 শুষ্ক বা রুক্ষ হওয়া (শরীর কষে গেছে); 5 জটিল কৌশল করা (প্যাঁচ কষা)। বিণ. 1 আঁট, শক্ত, কড়া; 2 কৃপণ; 3 বদ্ধকোষ্ঠ (কষা ঘাত); 4 সাঁতলানো হয়েছে এমন, সাঁতলে রাঁধা হয়েছে এমন (কষা মাংস)। কষে ক্রি-বিণ. দৃঢ়ভাবে, শক্ত করে, সজোরে (কষে বাঁধো, কষে চড়)। [বাং. √ কষ্]। 63)
কাট৩
(p. 179) kāṭa3 বি. কাঠ এর কথ্য রূপ। কাট কাট বিণ. কাঠ কাঠ। 11)
কর্ম-কার
কাঁচল, কাঁচলা, কাঁচুলি, কাঁচলি
(p. 174) kān̐cala, kān̐calā, kān̐culi, kān̐cali বি. স্ত্রীলোকের বুকের আবরণ, স্তনাবরক বস্ত্র, বক্ষবাস। [সং. কঞ্চুলিকা]। 54)
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
কমি
(p. 164) kami বি. কমতি, অল্পতা, হ্রাস। [ফা. কম্ + বাং. ই]। ̃ বেশি বি. হ্রাস-বৃদ্ধি, তারতম্য (বয়সের কমিবেশি)। 57)
কেলে
(p. 207) kēlē বিণ. (অনাদরে বা ব্যঙ্গে) কালো, কালো রঙের। [বাং. কালিয়া ]। ̃ কার্তিক দ্র কার্তিক। ̃ ভূত বি. ভূতের মতো কালো ব্যক্তি। ̃ মানিক, ̃ সোনা (আদরে) বি. কালো ছেলে; কালাচাঁদ, শ্রীকৃষ্ণ। কেলে হাঁড়ি বি. বহুকাল ভাত রাঁধার ফলে যে (মাটির) হাঁড়ির তলদেশ কালো হয়ে গেছে। 21)
কুজা, (কথ্য) কুঁজো
(p. 194) kujā, (kathya) kun̐jō বি. মাটির জলপাত্রবিশেষ, সোরাই। [ফা. কুজা]। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2089879
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1774816
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1372538
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723687
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 701251
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596730
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 553178
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543580

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন