Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চালু]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আচালা
(p. 85) ācālā বিণ. চালুনি দিয়ে বা অন্য কোনোভাবে চালা হয়নি এমন; অপরিষ্কৃত। [বাং. আ + চালা]। 11)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
চলিত
(p. 281) calita বিণ. প্রচলিত, চালু (চলিত প্রথা)। [বাং. √চল্ + ইত]। চলিত ভাষা বি. বর্তমানে প্রচলিত ও কথ্য ভাষা; ভাষার শিষ্ট কথ্য রূপ। 12)
চাউর
(p. 281) cāura বিণ. প্রচারিত, সুবিদিত (খবরটা চাউর হয়ে গেছে)। [তু. চালু]। 23)
চাবি, চাবি-কাঠি
(p. 281) cābi, cābi-kāṭhi বি. 1 তালা বন্ধ করার বা খোলার শলাকাবিশেষ, কুঞ্চিকা; 2 যন্ত্রাদি চালু করার কলবিশেষ (ঘড়ির চাবি, হারমানিয়ামের চাবি)। [পো. chave]। চাবি দেওয়া ক্রি. বি. তালা বন্ধ করা ('সমস্ত অলঙ্কার লৌহ-সিন্ধুকে পুরিয়া চাবি দিল': শরত্)। 124)
চালনি, চালুনি
(p. 281) cālani, cāluni বি. গম আটা ইত্যাদির অখাদ্য বা অসার অংশ ঝেড়ে ফেলার জন্য ছিদ্রবহুল পাত্রবিশেষ; বৃহদাকার ছাকনিবিশেষ। [সং. √চল্ + ণিচ্ + অন + বাং. ই-তু. হি. চালনা]। 169)
চালা1
(p. 281) cālā1 ক্রি. 1 সঞ্চালন করা, নাড়া (হাত চালা, মাথা চালা); 2 চালুনির সাহায্যে পরিষ্কার করা বা ঝাড়া (শস্য চালা); 3 দাবা পাশা ইত্যাদি খেলায় ঘুঁটির দান দেওয়া; 4 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালা); 5 খাটানো, প্রয়োগ করা (চাল চালা); 6 চালানো (ব্যাবসা চালাচ্ছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চালি + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি, ইতস্তত সঞ্চালন (কথা চালাচালি)। 172)
চালানো
(p. 281) cālānō ক্রি. বি. 1 পরিচালনা করা (অফিস চালানো); 2 নির্বাহ করা (সংসার চালানো); 3 গতিযুক্ত করা বা চলিত করা (গাড়ি চালানো); 4 প্রয়োগ করা (কাঁচি চালানো, ছুরি চালানো); 5 প্রচলিত বা চালু করা (এ জিনিস বাজারে চালানো যাবে না); 6 অন্যের কাছে অন্যায়ভাবে গছানো (জাল টাকা চালানো); 7 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালানো); 8 নিয়ন্ত্রিত করা (ছেলেকে সত্ পথে চালানো); 9 করতে থাকা (তুমি গানবাজনা চালিয়ে যাও); 1 উপযোগী করা (এতেই চালিয়ে নেব)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চালা + আনো]। 177)
চালু
(p. 281) cālu বিণ. 1 প্রচলিত (কথাটা চালু হয়ে গেছে); 2 চলতি, চলন্ত (চালু মাল, চালু ব্যাবসা); 3 প্রবর্তিত (এই মত চালু করা সহজ নয়); 4 (সচ. নিন্দায়) অতিরিক্ত চালাক, ফন্দিবাজ (চালু ছেলে)। [বাং. √চলা + উ-তু. হি. চালু]। চালু মাল 1 বাজারে চলতি পণ্য; 2 (বিদ্রূপে) (অশোভন) ফন্দিবাজ লোক; লোকের মন জয় করে নিজের কাজ আদায় করতে দক্ষ ব্যক্তি। 182)
ছাঁকা
(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। বি. ছাঁকার কাজ। বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। 11)
দম2
(p. 398) dama2 বি. 1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে); 2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে); 3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়); 4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম); 5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); 6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস); 7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম); 8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)। [ফা. দম্]। দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া; 2 গাঁজা ইত্যাদির নেশা করা। দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া। দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্হির হওয়া। ̃ ফাটা হাসি বি. বুক ফেটে যাবার উপক্রম হয় এমন প্রবল হাসি। দম ফুরানো ক্রি. বি. ক্লান্ত হয়ে পড়া। দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া। 9)
নোঙর
(p. 481) nōṅara বি. শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশবিশেষ, যা জলের নীচে ফেলে জাহাজ নৌকা প্রভৃতি জলযান বেঁধে রাখা হয়। [ফা. লঙ্গর্]। নোঙর করা, নোঙর ফেলা ক্রি. বি. নোঙরের সাহায্যে জলযানের গতিরোধ করা। নোঙর তোলা ক্রি. বি. নোঙর উঠিয়ে জলযান চালু করা। 7)
প্রচল
(p. 538) pracala বি. প্রচলিত রীতি বা প্রথা, convention (বি. প.)। বিণ. প্রচলিত, চালু (প্রচল রীতি)। [সং. প্র + চল]। ̃ ন বি. প্রবর্তন, চালুকরণ; চলন; প্রচার (নতুন বেশভূষার প্রচলন, পাশ্চাত্য শিক্ষার প্রচলন)। প্রচলিত বিণ. প্রচলন করা হয়েছে এমন; প্রবর্তিত; চালু (প্রচলিত বিশ্বাস)। 15)
বহা1, (চলিত) বওয়া
(p. 580) bahā1, (calita) bōẏā ক্রি. বি. 1 বহন করা(ভার বইতে পারে); 2 সহ্য করা ('বহিব শতেক দুঃখ'); 3 ধারণ করা; 4 প্রবাহিত হওয়া ('বাতাস বহে বেগে': রবীন্দ্র); 5 অতিবাহিত হওয়া ('সখী বহে গেল বেলা': রবীন্দ্র, সময় বয়ে যায়); 6 চালু বা সমর্থ থাকা (শরীর আর বয় না); 7 ভেসে যাওয়া, ক্ষতি হওয়া, অনিষ্ট হওয়া (তার রাগ হল তো আমার ভারী বয়েই গেল)। [সং. √ বহ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বহন করানো; প্রবাহিত করা। বিণ. উক্ত উভয় অর্থে। 235)
লিভার2
(p. 760) libhāra2 বি. চাপ দিয়ে চালু করার বা বন্ধ করার যন্ত্রাংশবিশেষ [ইং. lever]। 57)
সচল
(p. 796) sacala বিণ. 1 গতিশীল, চলন্ত (সচল ট্রেন); 2 চলতে সক্ষম (সচল দেহ); 3 কার্যকর; 4 চালু (সচল যন্ত্র); 5 প্রচলিত (পণপ্রথা এখনও সচল)। [বাং. স2 + সং. চল]। 100)
স্প্রিং
(p. 849) spri বি. যন্ত্রাদি চালু রাখবার কাজে ব্যবহৃত একাধিক কুণ্ডলীযুক্ত, ধাতুনির্মিত স্হিতিস্হাপক ও প্যাঁচযুক্ত বলয়বিশেষ। [ইং. spring]। 40)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073992
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768648
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366035
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721041
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698030
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594632
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545140
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542292

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন