Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চৈতন্য)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-আত্মা
(p. 89) -ātmā (-ত্মন্) বি. 1 দেহের মধ্যে অধিষ্ঠিত চৈতন্যময় সত্তা, জীবাত্মা, soul; 2 পরমাত্মা, ব্রহ্ম; 3 স্বরূপ; স্বয়ং; 4 শরীর; 5 হৃদয়, মন; স্বভাব (পুণ্যাত্মা)। [সং. √ অত্ + মন্]। 21)
অচেতন, অচৈতন্য
(p. 8) acētana, acaitanya বিণ. 1 চেতনা বা সংজ্ঞা নেই এমন; অজ্ঞান (অচেতন দেহখানি, অচৈতন্য অবস্হা); 2 প্রাণহীন, জড় (অচেতন পদার্থ); 3 ভালো-মন্দ বোধহীন (এমন অচেতন লোকের উপর দায়িত্ব দেওয়া নিরাপদ নয়)। [সং. ন+চেতন, চৈতন্য]। অচেতনতা বি. সংজ্ঞাহীন অবস্হা; সচেতনতার অভাব। অচেতনা বি. সংজ্ঞাহীন অবস্হা; সচেতনতার অভাব। 73)
অচৈতন্য
(p. 8) acaitanya দ্র অচেতন। 77)
অদ্বৈত
(p. 17) adbaita বিণ. 1 দ্বৈতহীন; 2 দ্বিতীয়ত্বহীন অর্থাত্ জীব ও ব্রহ্ম ভেদশূন্য। বি. 1 ব্রহ্ম; 2 শ্রীচৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ ও অনুগামী। [সং. ন+দ্বৈত]। ̃ .বাদ বি. ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, ব্রহ্মই একমাত্র সত্য, জগত্ মিথ্যা-শংকরাচার্য-প্রতিষ্ঠিত এই দার্শনিক মত। ̃ .বাদী (-দিন্) বি. যিনি অদ্বৈতবাদ মানেন। বিণ. অদ্বৈতবাদসম্মত। 24)
আচ্ছন্ন
(p. 85) ācchanna বিণ. 1 আবৃত (মেঘাচ্ছন্ন আকাশ); পরিব্যাপ্ত; 2 অচৈতন্য (রোগীর আচ্ছন্ন অবস্হা কেটে গেছে); 3 অভিভূত (শোকাচ্ছন্ন)। [সং. আ + √ ছদ্ + ত]। বি. ̃ তা। ̃ .দৃষ্টি বি. কোনো কিছুর দ্বারা অভিভূত বা প্রভাবিত দৃষ্টি, আবিল দৃষ্টি, যে দৃষ্টি মুক্ত বা পরিষ্কার নয়। 13)
কপিল
(p. 163) kapila বিণ. পিঙ্গলবর্ণ ('চৈতন্যের কপিল সাগরে': বিষ্ণু)। বি. মুনিবিশেষ, যাঁর শাপে সগরবংশ ধ্বংস হয়েছিল; ইনিই প্রখ্যাত সাংখ্যদর্শনরচয়িতা। [সং. কপি + ল (লচ্), বানরের গায়ের মতো রং বলে]। কপিলা বি. (স্ত্রী.) 1 কপিল বর্ণের গোরু; 2 কামধেনু; 3 স্ত্রী-বাছুর, কইলা। 22)
কূটস্হ
(p. 202) kūṭasha বিণ. 1 (দর্শ.) সব অবস্হায় ও সব কালে একভাবে রয়েছে এমন, নিত্য, নির্বিকার-যথা, আত্মা, ঈশ্বর, আকাশ; 2 গূঢ়, অন্তর্ব্যাপ্ত (কূটস্হ চৈতন্য)। [সং. কূট (=গিরিশৃঙ্গবত্ নিশ্চল) + √ স্হা + অ]। 30)
গোরা
(p. 256) gōrā বিণ. 1 গৌরবর্ণ, ফরসা; 2 (ফরসা বলে) ইংরেজজাতীয় (গোরা পল্টন, গোরা সৈন্য)। বি. 1 শ্রীচৈতন্য ('কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে': বা. ঘো.); 2 ইয়োরোপের অধিবাসী; 3 ইয়োরোপীয় সৈন্য (একদল গোরা)। [সং. গৌর]। ̃ চাঁদ বি. শ্রীচৈতন্য, গৌরচন্দ্র। গোরার বাদ্য বি. ইয়োরোপীয় সৈনিকদের বাজনা। 134)
গৌর
(p. 261) gaura বিণ. ফরসা, উজ্জ্বল বর্ণবিশিষ্ট, দুধে-আলতায় গোলা বর্ণবিশিষ্ট (গৌরবর্ণ)। বি. শ্রীচৈতন্যদেব। [সং. গুর + অ]। ̃ চন্দ্র বি. শ্রীচৈতন্যদেব। ̃ চন্দ্রিকা বি. 1 মূল গীতের পূর্বে গৌরচন্দ্রের অর্থাত্ শ্রীচৈতন্যদেবের বন্দনা; 2 ভূমিকা, মুখবন্ধ। 30)
গৌরাঙ্গ
(p. 261) gaurāṅga বিণ. গৌরবর্ণ দেহবিশিষ্ট। বি. শ্রীচৈতন্যদেব। [সং. গৌর + অঙ্গ]। স্ত্রী. গৌরাঙ্গী। 32)
চমক
(p. 279) camaka বি. 1 ঝলক, ঝলকানি (বিদ্যুতের চমক); 2 বিস্ময় (দেখলে চমক লাগে); 3 আতঙ্ক; 4 চৈতন্য, জ্ঞান, হুঁশ (এতক্ষণে চমক হয়েছে)। [সং. চমত্]। ̃ ই, ̃ য়ে ক্রি. (প্রা. বাং) চমকিত হয় ('শুনইতে চমকই গৃহপতি রাব': গো. দা.)। চমক ভাঙা ক্রি. বি. হঠাত্ হুঁশ হওয়া; অন্যমনষ্ক ভাব সহসা কেটে যাওয়া। চমকা ক্রি. 1 হঠাত্ ভীত বা বিস্মিত করা, চমকিত করা। চমকানো ক্রি. চমকা। বি. বিণ. উক্ত সব অর্থে। চমকানি বি. হঠাত্ ঝলকানি, ঝিলিক। চমকিত বিণ. চমকে উঠেছে বা গেছে এমন। স্ত্রী. চমকিতা। 7)
চরিত
(p. 279) carita বি. 1 চরিত্র (সুচরিত); 2 আচরণ, কার্যকলাপ; 3 জীবনবৃত্তান্ত (জীবনচরিত)। বিণ. আচরিত, অনুষ্ঠিত; সম্পন্ন। [সং. √চর্ + ত]। ̃ কথা বি. জীবনকাহিনী। ̃ কার বি. জীবনবৃত্তান্তের লেখক। চরিতাবলি বি. জীবনবৃত্তান্তসমূহ; বিভিন্ন ব্যক্তির জীবনকাহিনী-সংবলিত গ্রন্হ। চরিতামৃত বি. অমৃততুল্য মধুর জীবনবৃত্তান্ত (চৈতন্য চরিতামৃত)। 33)
চিচ্ছক্তি
(p. 288) cicchakti বি. চৈতন্যশক্তি, চিত্রূপা শক্তি; পরম জ্ঞান যা ইন্দ্রিয়ের সম্পূর্ণ অগোচর (তু. জড়শক্তি)। [সং. চিত্ + শক্তি]। 11)
চিত্1
(p. 288) cit1 বি. চিত্ত, জ্ঞান, চৈতন্য (চিত্শক্তি)। [সং. √চিত্ + ক্বিপ্]। 29)
চিদম্বর
(p. 290) cidambara বি. 1 আকশবত্ নির্লিপ্ত পরব্রহ্ম; 2 চৈতন্যরূপ আকাশ; 3 মনোরূপ পরব্রহ্ম; 4 চিত্তরূপ আকাশ। [সং. চিত্ + অম্বর]। 2)
চিদাত্মা
(p. 290) cidātmā (-ত্মন্) বি. 1 চৈতন্যরূপ আত্মা; 2 জ্ঞানময় ব্রহ্ম। [সং. চিত্ + আত্মন্]। 4)
চিদানন্দ
(p. 290) cidānanda বি. 1 চৈতন্য ও আনন্দের স্বরূপ যিনি অর্থাত্ পরব্রহ্ম; 2 চিন্ময় শিব। [সং. চিত্ (=চৈতন্য) + আনন্দ]। 5)
চিদাভাস
(p. 290) cidābhāsa বি. 1 চৈতন্যের আভাস, চৈতন্য বা জ্ঞানের আভাস বা দীপ্তি; চৈতন্য বা জ্ঞানের অপূর্ণ প্রকাশ; 2 চৈতন্যের প্রতিবিম্বস্বরূপ জীবাত্মা। [সং. চিত্ + আভাস]। 6)
চিদ্রূপ
(p. 290) cidrūpa বি. চৈতন্যস্বরূপ জ্ঞানময় আত্মা, ব্রহ্ম। [সং. চিত্ + রূপ]। 7)
চিন্ময়
(p. 290) cinmaẏa বিণ. 1 চৈতন্যময়, জ্ঞানময়; 2 চৈতন্যস্বরূপ। বি. পরমেশ্বর। [সং. চিত্ + ময়]। বিণ. স্ত্রী. চিন্ময়ী। 20)
চেতন
(p. 294) cētana বিণ. 1 জ্ঞানযুক্ত, চেতনাযুক্ত; 2 সজীব, প্রাণযুক্ত (চেতন পদার্থ, অচেতন জগত্)। বি. 1 চৈতন্য, সংজ্ঞা; 2 আত্মা; 3 জীব। [সং. √চিত্ + অন]। 62)
চেতনা
(p. 294) cētanā বি. 1 চৈতন্য (জাতীয় চেতনা, নব চেতনার উন্মেষ); 2 সংজ্ঞা, হুঁশ (চেতনা ফিরে পাওয়া); 3 জ্ঞান, অনুভূতি; 4 প্রাণ, জীবন। [সং. √চিত্ + অন + আ]। 63)
চেতা
(p. 294) cētā ক্রি. 1 চেতনা লাভ করা, সংজ্ঞা লাভ করা, জাগা; 2 উদ্বুদ্ধ হওয়া ('চেত রে চেত রে চেত ডাকে চিদানন্দ': ভা. চ.); 3 সতর্ক হওয়া। [সং. √চিত্ + বাং. + আ]। ̃ নো ক্রি. 1 চৈতন্য জাগানো; 2 উত্তেজিত বা উদ্বুদ্ধ করা; 3 খেপানো, রাগানো (ওকে চেতিয়ো না); 4 আলস্য দূর করা; 5 সতর্ক করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 64)
চেতো-মান
(p. 294) cētō-māna বিণ. চেতনাযুক্ত; চৈতন্যবান। [সং. চেতস্ + মতুপ্]। 66)
চৈতন
(p. 294) caitana বি. টিকি, শিখা। [সং. চৈতন্য]। ̃ চুটকি বি. টিকি। 89)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074422
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768765
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366198
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721094
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698139
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594693
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545301
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন