Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জ্বালাতন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তর্দীপন
(p. 32) antardīpana বি. মনের মধ্যে জ্ঞানের আলো জ্বালানো; মানসিক গুণাবলির উত্কর্ষসাধন। [সং. অন্তর্ + দীপন]। 54)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
উস্তম-পুস্তম, উস্তম-ফুস্তম
(p. 139) ustama-pustama, ustama-phustama বি. জ্বালাতন; বিরক্তি। [ফা. উস্তন্ খুস্তন্]। 21)
ওষ্ঠ
(p. 153) ōṣṭha বি. উপরের ঠোঁট; (বাং.) নীচের বা উপরের ঠোঁট। [সং. √ উষ্ + থ]। ̃ পুট বি. মিলিত ওষ্ঠদ্বয়। ̃ ব্রণ বি. ঠোঁটের বিষফোঁড়াবিশেষ ওষ্ঠাগত বিণ. 1 প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন, মুর্মূষু; 2 জ্বালাতনে অতিষ্ঠ; পরিশ্রম ইত্যাদিতে কাতর ও অতিষ্ঠ। ওষ্ঠাগত-প্রায় বিণ. মৃতপ্রায়। ওষ্ঠাধর বি. নীচের ও উপরের দুটি ঠোঁট। ওষ্ঠ্য বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত (ওষ্ঠ্যবর্ণ)। বি. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বর্ণ, ওষ্ঠ্যবর্ণ। [সং. ওষ্ঠ + য]। 65)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কেরো-সিন
(p. 207) kērō-sina বি. খনিজ জ্বালানি তেলবিশেষ. মেটে তেল। [ইং. kerosene]। 17)
কয়লা
(p. 166) kaẏalā বি. কালো রঙের কঠিন দাহ্য খনিজ পদার্থবিশেষ, জ্বালানি হিসাবে ব্যবহৃত কালো রঙের খনিজ পদার্থবিশেষ; অঙ্গার। [প্রাকৃ. কোইলা]। কয়লা ধুলে ময়লা যায় না স্বভাবে যে মন্দ, শত চেষ্টাতেও সে ভালো হয় না। 12)
খেপা2, খ্যাপা
(p. 232) khēpā2, khyāpā ক্রি. 1 ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া; 2 ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাত্ খেপেছে); 3 উদ্দাম হওয়া (সমুদ্র খেপেছে)। [সং. √ক্ষিপ্]। বিণ. 1 খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়); 2 উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া); 3 ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)। বি. 1 খ্যাপা লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ; 2 আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা, খেপা কোথাকার)। স্ত্রী. খেপি। ̃ নো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ মি বি. পাগলামি (এমন খ্যাপামি করছ কেন?)। 34)
গুল1
(p. 253) gula1 বি. 1 পোড়া তামাক; 2 (জ্বালানি হিসাবে) গোবর, কয়লার গুঁড়ো বা মাটি মিশিয়ে প্রস্তুত গুলি। [বাং. গুলি]। 35)
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
ঘুঁটে (বিরল) ঘুঁটিয়া
(p. 269) ghun̐ṭē (birala) ghun̐ṭiẏā বি. জ্বালানিরূপে ব্যবহৃত গোবরের শুকনো চাপড়া বা চাকতি। [সং. গোবিষ্ঠা গোইঠা গুঠা]। 20)
চেরাগ, চিরাগ
(p. 294) cērāga, cirāga বি. প্রদীপ, বাতি, দীপ।য [ফা. চিরাগ্]। চেরাগি, চিরাগি বি. পিরস্হানে নিত্য প্রদীপ জ্বালাবার ব্যয়নির্বাহের জন্য প্রদত্ত নিষ্কর জমি। 75)
জালাতন, জ্বালাতন
(p. 324) jālātana, jbālātana বি. উত্পাত, যন্ত্রণা বা বিরক্তি উত্পাদন (এই জালাতন আর সহ্য হয় না)। বিণ. অত্যন্ত উত্ত্যক্ত (জালাতন করা, জালাতন হওয়া)। [আ. জালাওতন-তু. সং. জ্বালা]। 9)
জালানি, জালানো, জালানো
(p. 324) jālāni, jālānō, jālānō যথাক্রমে জ্বালানি, জ্বালানো, জ্বালানে -র অধিকতর চলিত রূপ। 10)
জ্বলানো
(p. 331) jbalānō ক্রি. বি. (আঞ্চ.) 1 প্রজ্বলিত করা; 2 অগ্নি সংযোগ করা; 3 পোড়ানো; 4 উত্ত্যক্ত করা। [জ্বালানো দ্র]। 31)
জ্বালা-মালিনী
(p. 331) jbālā-mālinī বি. দুর্গাদেবীর রূপবিশেষ। [সং. জ্বালামালা + ইন্ + ঈ]। 43)
জ্বালা-ময়ী
(p. 331) jbālā-maẏī বিণ. (স্ত্রী.) তীব্র, তীক্ষ্ণ (জ্বালাময়ী বক্তৃতা)। [সং. জ্বালাময় + ঈ]। 42)
জ্বালাতন
(p. 331) jbālātana দ্র জালাতন। 38)
জ্বালানি
(p. 331) jbālāni বি. ইন্ধন; জ্বালাবার কাঠ তেল ইত্যাদি। বিণ. জ্বালাবার উপযুক্ত (জ্বালানি কাঠ)। [বাং. জ্বালা2 + নি]। বিণ. (স্ত্রী.) যে জ্বালে বা জ্বালায়। 39)
জ্বালানে, জ্বালানিয়া
(p. 331) jbālānē, jbālāniẏā বিণ. 1 জ্বালায় বা জ্বালাতন করে এমন, উত্ত্যক্ত করে এমন (জ্বালানে ছেলে); 2 অগ্নিসোযোগকারী (ঘরজ্বালানে)। [বাং. জ্বালা2 + নিয়া নে]। স্ত্রী. জ্বালানি। 40)
জ্বালানো
(p. 331) jbālānō ক্রি. 1 প্রজ্বলিত করা (আগুন জ্বালানো); 2 অগ্নিসংযোগ করা, আগুন ধরানো (উনুন জ্বালানো); 3 পোড়ানো, পুড়িয়ে ফেলা (জঞ্জাল জ্বালানো); 4 উত্ত্যক্ত করা, জ্বালাতন করা (আর আমাকে জ্বালিয়ো না)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 প্রজ্বলিত (জ্বালানো উনুন); 2 দগ্ধীভূত। [বাং. √ জ্বালা + আনো]। 41)
জ্বালিত
(p. 331) jbālita বিণ. 1 আগুন ধরানো বা জ্বালানো হয়েছে এমন, প্রজ্বলিত; 2 দগ্ধীকৃত, ভস্মীকৃত; 3 সন্তাপিত; 4 উত্ত্যক্ত। [সং. √ জ্বল্ + ণিচ্ + ত]। 46)
ঝাঁ
(p. 334) jhā অব্য. বি. অত্যন্ত ক্ষিপ্রতার ভাব, ধাঁ, বোঁ, চট। [ধ্বন্যা]। ঝাঁ ঝাঁ বি. 1 তীব্র উত্তাপের ভাব (রোদ ঝাঁ ঝাঁ করছে); 2 জ্বালাবোধ (মাথাটা ঝাঁ ঝাঁ করছে); 3 অত্যন্ত তাড়াতাড়ি (ঝাঁ ঝাঁ করে কাজ সারা)। বিণ. তীব্র উত্তাপের ভাবযুক্ত (এই ঝাঁ ঝাঁ রোদ্দুরে কোথায় যাচ্ছ?)। 52)
টিকা1
(p. 343) ṭikā1 বি. কয়লার গুঁড়ো ইত্যাদিতে প্রস্তুত গুটিকার আকৃতিবিশিষ্ট জ্বালানিবিশেষ। [হি. টিকিয়া]। 50)
ডিজেল
(p. 357) ḍijēla বি. জ্বালানি তেলবিশেষ; মোটরচালিত যানের জ্বালানি তেলবিশেষ। [ইং. diesel]। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080027
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770675
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368385
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722050
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699199
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595434
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547941
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542756

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন