Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তিলক। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অনির্বাণ
(p. 25) anirbāṇa বিণ. 1 নির্বাণ বা মুক্তিলাভ হয়নি এমন; 2 নেভে না বা নির্বাপিত হয় না এমন (অনির্বাণ দীপালোক, অনির্বাণ শোকাগ্নি); 3 জ্বলন্ত; 4 (-চির-) অশান্ত। [সং. ন + নির্বাণ]। 54)
অনু-লিখন, অনু-লিপি, অনু-লেখ
(p. 31) anu-likhana, anu-lipi, anu-lēkha বি. 1 অনুরূপ লিখন, কোনো লেখার যথাযথ নকল; 2 লিপ্যন্তর, অন্য অক্ষর বা হরফে লিখন, transliteration; 3 শ্রুতিলিখন, শুনে শুনে লেখা, dictation. [সং. অনু + লিখন, লিপি, লেখ]। 11)
অলকা-তিলক, অলকা-তিলকা
(p. 62) alakā-tilaka, alakā-tilakā বি. মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য চুলে চুর্ণকুন্তল এবং মুখে চন্দন দিয়ে চিত্র আঁকা; তিলক ফোঁটা; পত্রলেখা অর্থাত্ মুখে চিত্র রচনা ('অলকা তিলক ভালে': বি. প্র.)। [সং. অলকা + তিলক, তিলকা]। 39)
ইত্তিলা, ইত্তেলা-এত্তেলা
(p. 114) ittilā, ittēlā-ēttēlā র রূপভেদ। 16)
কপি2
(p. 163) kapi2 বি. 1 রচনাদির নকল বা প্রতিলিপি (এত বড় একটা উপন্যাস কপি করা কি সহজ কাজ?); 2 ছাপাখানায় যে পাণ্ডুলিপি দেখে মুদ্রণ করা হয় (প্রেসের লোকেরা কপি হারিয়ে ফেলেছে)। [ইং. copy]। কপি করা ক্রি. বি. 1 নকল করা, প্রতিলিপি প্রস্তুত করা; 2 পরীক্ষার সময় অসদুপায়ে অন্যের খাতা বা কাগজ দেখে লেখা; টুকলি করা (ও তো কপি করে পরীক্ষায় পাশ করেছে)। ̃ রাইট বি. বই বা কোনো মুদ্রিত রচনার স্বত্ব, গ্রন্হস্বত্ব। [ইং. copyright]। 15)
কলি2
(p. 172) kali2 বি. 1 কলিকা, কুঁড়ি; 2 কেশবিন্যাসের ভঙ্গিবিশেষ; 3 বৈষ্ণবদের তিলক কাটার ভঙ্গিবিশেষ (রসকলি); 4 কবিতা বা গানের চরণ। [সং. √ কল্ + ই]। 10)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কার-বন, কার্বন
(p. 185) kāra-bana, kārbana বি. মৌলিক পদার্থবিশেষ, যা অঙ্গার হীরা কৃষ্ণসীসা প্রভৃতির প্রধান উপাদান; অঙ্গার। [ইং. carbon]। ̃ পেপার বি. (লেখার সঙ্গে প্রতিলিপি গ্রহণের সহায়ক) এক পিঠে কালি-মাখানো কাগজবিশেষ। 16)
কুল৩
(p. 199) kula3 বি. 1 বংশ, গোত্র, গোষ্ঠী (কুলের গৌরব, কুলের কলঙ্ক); 2 সদ্বংশ (তাঁর কুলের উপযুক্ত অনুষ্ঠান); 3 সন্তানসন্ততি (তার কুল আজও আছে); 4 কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য (কুলশীল); 5 গৃহ; সমাজ; কুলধর্ম (কুলত্যাগ); 6 আবাস, ভবন (গুরুকুল); 7 জাতি, বর্ণ (রক্ষঃকুল); 8 গণ; সমুহ (বানরকুল, জীবকুল)। [সং. কু + √ লা + অ]। কুল করা ক্রি. বি. কুলীন বংশের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপন করা; নিজ কুলের উপযুক্ত বা নিজ কুলের সঙ্গে তুলনীয় অন্য কুলে পুত্রকন্যার বিবাহ দেওয়া। কুল মজানো ক্রি. বি. বংশের সুনাম নষ্ট করা। কুলে কালি দেওয়া ক্রি. বি. কুকার্য করে নিজের বংশকে কলঙ্কিত করা। কুলে বাতি দেওয়া ক্রি. বি. বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা (তার মৃত্যুতে তার কুলে বাতি দেওয়ার কেউ রইল না)। কুলের বাহির (বার) হওয়া ক্রি. বি. (স্ত্রীলোক সম্বন্ধে) স্বামীর গৃহ বা পিতৃগৃহ ত্যাগ করে কুলটা হওয়া। কুল-রাখি কি শ্যাম রাখি (প্র.) একদিকে (শ্যামের সঙ্গে) প্রণয় এবং অন্যদিকে সতীত্বধর্ম ও বংশের সম্মান -এই দুই বিপরীত আকর্ষণের মধ্যে পড়ে (রাধিকার) মানসিক দ্বন্দ্ব; (আল.) উভয়সংকট। ̃ কণ্টক বি. বংশের কাঁটা বা কলঙ্কস্বরূপ ব্যক্তি। ̃, ̃ নারী বি. সত্কুলজাত কন্যা বা নারী; সতী নারী। ̃ কর্ম, ̃ ক্রিয়া বি. কুলোচিত কাজকর্ম; কুলের প্রথানুযায়ী বা কুলীন বংশে পুত্রকন্যার বিবাহদান। ̃ কলঙ্ক বি. বংশের লজ্জাস্বরূপ ব্যক্তি। ̃ কলঙ্কিনী বি. (স্ত্রী.) যে রমণীর চরিত্রদোষে বংশের সুনাম ও গৌরব নষ্ট হয়। ̃ কামিনী বি. (স্ত্রী.) সত্কুলের বধূ। ̃ ক্রিয়া, কুলকর্ম -র অনুরূপ। ̃ ক্ষয় বি. বংশনাশ। ̃ গর্ব বি. বংশের মর্যাদার গর্ব, আভিজাত্য গর্ব। ̃ গুরু বি. বংশপরম্পরায় সকলেই যে-গুরুর শিষ্য। ̃ গৌরব বি. বংশের মর্যাদা; বংশের গৌরবস্বরূপ ব্যক্তি। ̃ ঘ্ন বিণ. বংশনাশক। ̃ জ বিণ. সত্কুলজাত, কুলীন। ̃ জি, (বর্জি.) ̃ জী বি. বংশতালিকা; বংশপরিচয়। [সং. কুলপঞ্জি, কুলপঞ্জী]। ̃ টা বিণ. বি. (স্ত্রী.) কুলত্যাগিনী, ভ্রষ্টা; স্বামীর গৃহ বা পিতার গৃহ ত্যাগ করে যে (নারী)। ̃ তিলক বিণ. বি. বংশের তিলক বা অলংকারস্বরূপ (ব্যক্তি); কুলচূড়ামণি। ̃ ত্যাগ বি. কুলটা হওয়া; সমাজ কুলধর্ম বা স্বামীর গৃহ ত্যাগ। ̃ ত্যাগিনী বিণ. (স্ত্রী.) কুলটা। ̃ দূষক, ̃ দূষণ বিণ. বি. কুলাঙ্গার; কুলের সুনাম নষ্ট করে এমন (ব্যক্তি)। &tilde ; দেবতা বি. বংশপরম্পরায় পূজিত দেবতা। ̃ ধর্ম বি. বংশগত আচার-আচরণ; কুলাচার। ̃ নারী বি. সত্ কুলের বধূ, কুলকামিনী। ̃ নাশন বিণ. কুলক্ষয়কারী। ̃ পঞ্জি, ̃ পঞ্জী বি. কুলজি। ̃ পতি বি. গোষ্ঠীপতি; দশ সহস্র মুনির প্রতিপালক ও শিক্ষাদাতা বিপ্রর্ষি। ̃ পুত্র বি. সত্কুলজাত পুরুষ। ̃ পুরোহিত বি. বংশপরম্পরাগত যাজক ব্রাহ্মণ। ̃ প্রদীপ বিণ. বি. নিজ বংশের গৌরববৃদ্ধিকারী (ব্যক্তি)। ̃ বতী, ̃ বধূ বি. সচ্চরিত্রা স্ত্রী। ̃ বালা বি. কুলকন্যা, কুলবধূ। ̃ ভঙ্গ বি. (সাধারণত হীনতর বংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্হাপনের ফলে) কৌলীন্যনাশ বা বংশমর্যাদাহানি। ̃ ভূষণ বিণ. বি. বংশের গৌরব। ̃ ভ্রষ্ট বিণ. নিজ বংশ থেকে চ্যুত। ̃ মর্যাদা বি. বংশের মানসম্মান; আভিজাত্য; কুলীনের প্রাপ্য দক্ষিণা; পারিবারিক গৌরব চিহ্ন। ̃ মান বি. বংশের সম্মান। ̃ লক্ষণ বি. সত্ কুলের গুণাবলি-যথা আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, বৃত্তি, তপঃ ও দান; কৌলীন্যের পরিচায়ক গুণ। ̃ লক্ষ্মী বি. সাধ্বী গৃহস্হ নারী; বংশের কল্যাণস্বরূপা গৃহিণী; বংশের অধিষ্ঠাত্রী ও হিতকারিণী দেবী। ̃ শীল বি. বংশ ও চরিত্র। 26)
খড়ি
(p. 221) khaḍ়i বি. 1 সাদা মাটিবিশেষ, লেখবার খড়িমাটি, chalk; 2 তিলকমাটি; 3 গণনা, অঙ্ক (খড়িপাতা); 4 ধুলো; শুকনো কাঠের গুঁড়ো, খুস্কি (খড়ি উড়ছে, গা থেকে খড়ি উঠছে)। [সং. খটিকা]। খড়ি পাতা ক্রি. চকখড়ির সাহায্যে জ্যোতিষিক গণনা করা। চা-খড়ি, ফুল-খড়ি বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি। হাতেখড়ি বি. 1 বালক-বালিকাদের বিদ্যারম্ভের অনুষ্ঠানবিশেষ; 2 (আল.) কোনো কাজ আরম্ভ করা, কার্যারম্ভ (পরিচারক হিসাবে তার সবে হাতেখড়ি হল)। 48)
খড়ি-মাটি
(p. 221) khaḍ়i-māṭi বি. খড়ি, তিলকমাটি। [বাং. খড়ি + মাটি]। 50)
গোপিকা, গোপিনী, গোপী
(p. 256) gōpikā, gōpinī, gōpī বি. 1 গোয়ালিনি; 2 গোপবধূ। [সং. গোপ+ক+আ; গোপ+বাং. ইনি]। গপিনী-বল্লভ, গোপী-জন-বল্লভ বি. শ্রীকৃষ্ণ। গোপী-চন্দন বি. বৈষ্ণবদের ব্যবহার্য তিলকমাটি। গোপী-যন্ত্র বি. এক তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। 96)
চর্চা
(p. 279) carcā বি. 1 আলোচনা (বিদ্যাচর্চা, পরচর্চা); 2 অনুশীলন, পুনঃ পুনঃ অভ্যাস, শিক্ষা (সংগীতচর্চা, শিল্পচর্চা); 3 চিন্তা, অনুধ্যান (মোক্ষচর্চা); 4 লেপন (তিলকচর্চা)। [সং. √চর্চ্ + অ + আ]। চর্চিত বিণ. 1 আলোচিত; 2 অনুশীলিত, অভ্যাস বা শিক্ষা করা হয়েছে এমন; 3 চিন্তিত, অনুধ্যাত; 4 প্রলিপ্ত (চন্দনচর্চিত মুখ)। 39)
চিত্রক2
(p. 288) citraka2 বি. 1 চিত্র; 2 তিলক। [সং. চিত্র + ক]। 44)
টিকা2
(p. 343) ṭikā2 বি. তিলক, কপালের ফোঁটা (রাজটিকা)। [প্রাকৃ. টিক্ক সং. তিলক]। টিকা পরানো বি. ক্রি. কপালে চন্দনাদির ফোঁটা দেওয়া। 51)
তিন
(p. 375) tina বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. তিন্ন]। ̃ কাল বি. শৈশব, যৌবন ও প্রৌঢ়ত্ব (তার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে)। ̃ কুল বি. পিতৃবংশ, মাতৃবংশ ও শ্বশুরবংশ (তার তিনকুলে কেউই নেই)। তিন লাফে ক্রি-বিণ. (আল.) অতি দ্রুত, সাততাড়াতাড়ি। ̃ সন্ধ্যা - ত্রিসন্ধ্যা -র অনুরূপ। তিনাঞ্জলি, (প্রা. বাং.) তিনাঞ্জলী বি. তিনবার অঞ্জলি ভরে জল নিয়ে তর্পণ ('আজি লাজক দিআ তিনাঞ্জলি': শ্রীকৃ.)। [তু. তিলাঞ্জলি]। 127)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
তিলং
(p. 375) tila বি. ভারতীয় মার্গসংগীতের রাগবিশেষ। [হি.]। 148)
তিলক
(p. 375) tilaka বি. দেহের নানা স্হানে চন্দন প্রভৃতির ফোঁটা বা ছাপ (তিলক কাটা)। বিণ. তিলকের মতো অলংকারস্বরূপ, শ্রেষ্ঠ (কুলতিলক)। [সং. তিল + ক]। তিলক কাটা ক্রি. বি. গায়ে তিলক আঁকা। ̃ মাটি বি. গঙ্গানদী বা অন্য তীর্থস্হানের যে মাটি দিয়ে তিলক আঁকা হয়। ̃ সেবা, ̃ ছাপা বি. বৈষ্ণবদের দেহের আটটি স্হানে তিলক এঁকে হরিনাম লেখা। তিলকা বি. গায়ে তিল ফুলের মতো চিহ্ন ('অলকা তিলকা ভালে')। তিলকী (-কিন্) বিণ. তিলকধারী (তিলকী বৈষ্ণব)। 149)
তিলক-কামোদ
(p. 375) tilaka-kāmōda বি. ভারতীয় মার্গসংগীতের মিশ্র রাগবিশেষ। [সং. তিলক + কামোদ]। 150)
তিলক-শ্যাম
(p. 375) tilaka-śyāma বি. ভারতীয় মার্গসংগীতের মিশ্র রাগবিশেষ। [সং. তিলক + শ্যাম]। 151)
তিলাঞ্জলি
(p. 375) tilāñjali বি. 1 মৃত আত্মার তৃপ্তির জন্য তার জীবিত বংশধরের দ্বারা তিল ও জল অঞ্জলি করে তর্পণ; 2 (আল.) সম্পূর্ণ সম্পর্কচ্ছেদ, সম্বন্ধত্যাগ ('তিলাঞ্জলি দিঁলু কুললাজে': অনন্তদাস)। [সং. তিল + অঞ্জলি-তু. তিনাঞ্জলি]। 152)
তিলার্ধ
(p. 375) tilārdha দ্র তিল। 153)
তিলি
(p. 375) tili বি. নবশাখ-এর অন্তর্গত বাঙালি হিন্দু জাতিবিশেষ। [দেশি]। তু. সং. তিল + বাং. ই]। 154)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073982
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768644
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366030
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721041
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698029
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594632
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545139
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542290

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন