Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অকাল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অকাল এর বাংলা অর্থ হলো -

(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ।
বিণ. অপরিণত (অকাল বসন্ত)।
[সং. ন+কাল]।
অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়)কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক।
কুসুম
বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)।
জলদোদয়
বি. অকালে মেঘের আবির্ভাব।
পক্ব
বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা।
বৃদ্ধ
বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত।
.বোধন
বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণআরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)।
.মৃত্যু
বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু।
সন্ধ্যা
বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অভুক্ত
অধঃ
(p. 17) adhḥ (-ধস্) অব্য. 1 নীচে, নিম্নে; 2 পাতালে। [সং. অধর+অস্,লুপ্ত]। ̃ .করণ বি. 1 নীচে নামানো, অবনমন; 2 হীন করা, নীচে ফেলা; 3 পরাজিত করা। ̃ কৃত বিণ. নীচে ফেলা হয়েছে এমন; হীন করা হয়েছে এমন; পরাজিত। ̃ ক্রম বি. ক্রমশ কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, ক্রমশ কমে এমন ক্রম, descending order (বি. প.)। ̃ পতন, ̃ পাত বি. অবনতি, নীচে পড়ে যাওয়া। অধঃপাতে যাওয়া ক্রি. বি. উত্সন্নে অর্থাত্ উচ্ছন্নে যাওয়া, চরম অবনতি ঘটা। ̃ .পতিত বিণ. উচ্ছন্নে গেছে এমন। ̃ .পেতে বিণ. অধঃপাতে গেছে এমন। ̃ .শিরা বিণ. নীচের দিকে মাথা রয়েছে এমন। ̃ স্হ বিণ. 1 নীচে রয়েছে এমন; 2 অধীন। 33)
অনূদিত
(p. 32) anūdita বিণ. 1 অনুবাদ করা হয়েছে এমন, ভাষান্তরিত; 2 পরে বলা হয়েছে এমন; পরে উক্ত। [সং. অনু + √ বদ্ + ত]। 14)
অর্থাপত্তি
অনির্বেদ
(p. 25) anirbēda বিণ. অনুতাপহীন, গ্লানিহীন ('অনির্বেদ অটহাসি হেসে': সু. দ.)। [সং. ন + নির্বেদ]। 55)
অনু-যায়ী
অবিকল্প
(p. 48) abikalpa বিণ. 1 যার কোনো বিকল্প নেই এমন; 2 এক এবং অভিন্ন। [সং. ন + বিকল্প]। 9)
অসাড়
অব্রত
(p. 50) abrata বিণ. 1 ব্রত গ্রহণ করেনি এমন, ব্রতহীন; 2 উপনয়ন হয়নি এমন। [সং. ন + ব্রত]। অব্রতী (-তিন্) বিণ. ব্রতহীন; উপনয়ন হয়নি এমন। 43)
অভি-সরণ
(p. 50) abhi-saraṇa বি. অনুসরণ, অনুগমন, পিছন পিছন যাওয়া; অভিসার। [সং. অভি + √ সৃ + অন]। 137)
অগুনতি, অগুন্তি-অগনতি
(p. 6) agunati, agunti-aganati র রূপভেদ। 28)
অসম্বদ্ধ
অষ্টাবিংশ, অষ্টাবিংশতি, অষ্টাবিংশতিতম
অকর্মা
(p. 2) akarmā দ্র অকর্ম। 21)
অযথার্থ
অতসী
(p. 14) atasī বি. 1 সোনালি রঙের ফুলবিশেষ; 2 মসিনা, তিসি, commonflax; 3 শণ, Indian hemp. [সং. √ অত্+অস+ঈ (স্ত্রী.)]। 23)
অব-তারণ
(p. 44) aba-tāraṇa বি. 1 উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; 2 প্রসঙ্গ উত্থাপন। [সং. অব + √ তৃ + ণিচ্ + অন]। অব-তারণা বি. আলোচনার সূত্রপাত; ভূমিকা; প্রসঙ্গ উত্থাপন। অব-তারণী বি. সিঁড়ি; যে নীচে নামায়। 12)
অনন্বিত
(p. 22) ananbita বিণ. অন্বিত নয় এমন; অসংলগ্ন; সম্বদ্ধ বা সম্পর্কযুক্ত নয় এমন। [সং. ন+অন্বিত]। 16)
অহো-রাত্র
(p. 76) ahō-rātra অব্য. ক্রি-বিণ. দিনরাত; সর্বদা। [সং. অহন্ (অহঃ) + রাত্রি (=রাত্র)]। 11)
অন্দর
(p. 34) andara বি. 1 অভ্যন্তর, ভিতর; 2 অন্তঃপুর (তু. সদর)। [ফা. অন্দর্। তু. সং. অন্তর (ভিতর)]। ̃ মহল বি. অন্তঃপুর। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584262
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192211
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795373
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038950
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903742
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849641
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710421
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 624995

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us