Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্রোহের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
দেশ
(p. 421) dēśa বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম); 5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। ̃ কাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। ̃ কাল-পাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। ̃ কালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী। ̃ ছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। ̃ জ বিণ. দেশে উত্পন্ন, দেশি। ̃ জোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)। ̃ ত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া। ̃ ত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন। ̃ দ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা। ̃ দ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. ̃ দ্রোহিতা। ̃ প্রসিদ্ধ, ̃ বিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন। ̃ প্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়। ̃ প্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক। ̃ বন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ। ̃ বরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত। ̃ বাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন। ̃ বিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)। ̃ ব্যাপী (-পিন্), ̃ ময় বিণ. দেশজোড়া -র অনুরূপ। ̃ ভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো। ̃ ময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী। ̃ মাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি। ̃ সেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন। ̃ হিত বি. দেশের মঙ্গল। ̃ হিত-ব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। বিণ. দেশের মঙ্গলই যার ব্রত। ̃ হিত-ব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ। ̃ দেশান্তর বি. স্বদেশ ও অন্যদেশ; নানা দেশ। 31)
দ্রোহ
(p. 426) drōha বি. 1 (পৃথক শব্দ হিসাবে সচ. কাব্যে) শত্রুতা ('উচ্ছৃঙ্খলা স্বৈরিণীর দ্রোহে': সু.দ.); 2 (পরপদে) অন্যের অনিষ্টচিন্তা বা অনিষ্টাচরণ বা শত্রুতা (রাজদ্রোহ, সমাজদ্রোহ)। [সং. √ দ্রুহ্ + অ]। দ্রোহিতা বি. দ্রোহের ভাব বা কাজ, শত্রুতা। দ্রোহী (-হিন্) বিণ. দ্রোহকারী। 75)
ধর্ম
(p. 433) dharma বি. 1 ঈশ্বরোপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব (হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম); 2 পুণ্যকর্ম, সত্কর্ম, কর্তব্যকর্ম (ক্ষমা পরম ধর্ম); 3 অবশ্যপালনীয় কর্তব্য (নারীধর্ম, বীরের ধর্ম, রাজধর্ম); 4 স্বভাব, গুণ, শক্তি (কালের ধর্ম, আগুনের ধর্ম); 5 নৈতিক সততা (ধর্মহীন আচরণ); 6 সুনীতি, ন্যায়বিচার (ধর্মাধিকরণ); 7 ধর্মের অধিদেবতা যম (বকবেশধারী ধর্ম); 8 বিশেষ লক্ষণ (কলির ধর্ম); 9 সতীত্ব (স্ত্রীলোকের ধর্মনাশ); 1 (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে নবম স্হান। [সং. √ ধৃ + ম]। ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি। ̃ কর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম। ̃ কাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী। ̃ ক্ষেত্র বি. পুণ্যস্হান, তীর্থ। ̃ গুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু। ̃ গ্রন্হ, ̃ পুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র। ̃ ঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা। ̃ ঘটি বিণ. ধর্মঘটকারী। ̃ চক্র বি. 1 দুঃখের কারণ ও তার নিরসনের উপায় সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য নামেও পরিচিত; 2 বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা পথ; 3 ধর্মের চক্র বা আবর্তন। ̃ চর্চা বি. ধর্ম সম্বন্ধে আলাপ-আলোচনা। ̃ চর্যা বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা। ̃ চারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক। ̃ চিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা। ̃ চ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট। ̃ জীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন। ̃ জ্ঞ বিণ. ধর্মতত্ত্ব জানে এমন। ̃ ঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)। ̃ তত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন। ̃ তলা বি. ধর্মঠাকুরের নিয়মিত পূজার স্হান। ̃ ত্যাগ বি. 1 ধর্মের পথ ত্যাগ; 2 কোনো একটি ধর্ম ত্যাগ এবং অন্য ধর্ম গ্রহণ। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. 1 (অন্যের) ধর্মের নিন্দা করে বা বিরোধিতা করে এমন; 2 অধার্মিক। ̃ দ্রোহী, (-হিনঃ বিণ. ধর্মদ্বেষী -র অনুরূপ। বি. ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা। ̃ ধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন। ̃ ধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি। ̃ ধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী; 2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক। ̃ নাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতীত্বনাশ। ̃ নিষ্ঠ বিণ. ধার্মিক। ̃ নিষ্ঠা বি. ধার্মিকতা। ̃ পত্নী বি. বিবাহিতা স্ত্রী, সহধর্মিণী। ̃ পরায়ণ বিণ. ধার্মিক, ধর্ম অনুসরণ করে চলে এমন (যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ)। বি. ̃ পরায়ণতা। ̃ পালন, ধর্মাচরণ বি. পুণ্যকর্ম করা; ধর্মসংগত বা শাস্ত্রবিহিত কর্ম করা। ̃ পিতা (-তৃ), ̃ বাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা। ̃ পুত্র বি. 1 ধর্মের অধিদেবতা যমরাজের অংশজাত যুধিষ্ঠির; 2 ধর্মত যাকে পুত্র বলে স্বীকার করা হয়েছে। ধর্মপুত্র (ধর্মপুত্তুর) যুধিষ্ঠির (ব্যঙ্গে) যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলে যে নিজেকে জাহির করতে চায়। ̃ প্রবণ বিণ. ধর্মানুরাগী। বি. ̃ প্রবণতা। ̃ প্রবর্তক বিণ. বি. কোনো ধর্মের উদ্গাতা বা প্রতিষ্ঠাতা। ̃ প্রাণ বিণ. ধর্মকে নিজের প্রাণস্বরূপ মনে করে এমন; অত্যন্ত ধার্মিক। বি. ̃ প্রাণতা। ̃ বিদ, ̃ বিদ্ (-বিত্) বিণ. ধর্মের তত্ত্ব ও দর্শন জানে এমন। ̃ বিপ্লব বি. ধর্মসংক্রান্ত বিরাট পরিবর্তন। ̃ বিশ্বাস বি. ধর্মের প্রতি আস্হা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)। ̃ বুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা। ̃ ভয় বি. ধর্মহানির বা পাপের ভয়। ̃ ভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ̃ ভীরুতা। ̃ ভ্রষ্ট বিণ. ধর্মের পথ থেকে বিচ্যুত বা পতিত। ̃ ভ্রাতা (-তৃ), ̃ ভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই। ̃ মঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্হ। ̃ মত বি. ধর্মীয় বিশ্বাস। ̃ যাজক বি. ধর্মাচার্য; পুরোহিত। ̃ যুদ্ধ বি. ধর্মরক্ষার্থে যুদ্ধ, জেহাদ। ̃ রক্ষা বি. 1 স্বধর্ম বজায় রাখা; 2 ধর্মাচরণ; 3 সতীত্ব রক্ষা। ̃ রাজ বি. 1 যুধিষ্ঠির; 2 যম; 3 ধর্মঠাকুর; 4 বুদ্ধ। ̃ রাজ্য বি. যে রাজ্যে ন্যায়বিচার বিরাজমান; ন্যায়ের রাজ্য। ̃ লক্ষণ বি. ধার্মিকতার দশটি লক্ষণ, যথা ধৃতি ক্ষমা আত্মসংযম সততা পরিচ্ছন্নতা ইন্দ্রিয়দমন ধী বিদ্যা অক্রোধ এবং সত্যপ্রিয়তা। ̃ লোপ বি. ধর্মের অস্তিত্বহানি, ধর্মনাশ। ̃ শালা বি. 1 বিচারালয়; 2 অতিথিশালা; 3 পথিক বা সাধারণ লোকের আশ্রয়স্হান। ̃ শাসন বি. ধর্মের বা শাস্ত্রের অনুশাসন, ধর্মের নির্দেশ। ̃ শাস্ত্র বি. ধর্মবিষয়ক গ্রন্হ; স্মৃতিশাস্ত্র। ̃ শিক্ষা বি. ধর্মবিষয়ক শিক্ষা; যে-শিক্ষায় মনে ধর্মভাবের বা ধর্মজ্ঞানের উদয় হয়। ̃ শীল বিণ. ধার্মিক। ̃ সংগত বিণ. ধর্মশাস্ত্র বা নীতির সঙ্গে সংগতি আছে এমন। ̃ সংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন। ̃ সংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস। ̃ সংস্কারক বি. বিণ. যিনি ধর্মসংস্কার করেন। ̃ সংস্হাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন। ̃ সংস্হাপন বি. ধর্মের প্রতিষ্ঠা। ̃ সংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্হ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্হ। ̃ সভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্হাপিত বা আয়োজিত সভা। ̃ সম্মত বিণ. ধর্মসংগত। ̃ সাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়। বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করে বলছি)। ̃ সাধন বি. ধর্মচর্চা, ধর্মপালন। ̃ স্হান বি. 1 দেবতার স্হান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্হান। ̃ হানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ। ̃ হীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী। ধর্মাচরণ-ধর্মচর্যা -র অনুরূপ। ধর্মাচারী-ধর্মচারী -র অনুরূপ। ধর্মাত্মা (-ত্মন্) বিণ. বি. অতিশয় ধার্মিক। ধর্মাধর্ম বি. ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্য। ধর্মাধি-করণ বি. 1 বিচারালয়; 2 বিচারক। ধর্মাধি-করণিক বি. বিচারক। ধর্মাধি-কার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ। ধর্মাধি-কারী (-রিন্) বি. বিচারক। ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি। ধর্মানু-গত, ধর্মানু-মোদিত, ধর্মানু-যায়ী (-য়িন্) বিণ. ধর্মসংগত, ধর্মসম্মত; ন্যায়সংগত; শাস্ত্রবিহিত। ধর্মানুষ্ঠান বি. ধর্মপালন; শাস্ত্রবিহিত আচার-অনুষ্ঠান। ধর্মান্তর বি. অন্য বা ভিন্ন ধর্ম। ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)। ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী। বি. ধর্মান্ধতা। ধর্মাব-তার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত। ধর্মাব-লম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)। ধর্মারণ্য বি. তপোবন। ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ। ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)। ধর্মার্থে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মালয় বি. বিচারালয়, আদালত। ধর্মাসন বি. বিচারকের আসন। ধর্মিষ্ঠ বিণ. ধর্মের প্রতি নিষ্ঠাশীল, অত্যন্ত ধার্মিক ('আবার সপ্তম স্বর্গে স্হান পাবে ধর্মিষ্ঠ নহুষ': সু. দ.)। স্ত্রী. ধর্মিষ্ঠা। ধর্মী (-র্মিন্) বিণ. 1 বিশেষ কোনো স্বভাবযুক্ত বা গুণযুক্ত (প্রকাশধর্মী, আবেগধর্মী কবিতা); 2 ধার্মিক। ধর্মীয় বিণ. ধর্মসংক্রান্ত, ধর্মসম্বন্ধীয় (ধর্মীয় মত, ধর্মীয় আলোচনা)। ধর্মে সওয়া ক্রি. ধর্মের বা ভগবানের দণ্ড বা শাস্তি এড়ানো (এত অন্যায় ধর্মে সইবে না)। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না। ধর্মের ষাঁড় বি. 1 ধর্মের নামে উত্সর্গীকৃত মুক্ত ষাঁড়; 2 (ব্যঙ্গে) যে মুক্ত ব্যক্তিকে বাধা দেবার কেউ নেই। ধর্মের সংসার বি. যে সংসারে পাপাচরণ বা অন্যায় হয় না। ধর্মোদ্দেশে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মোপ-দেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ। ধর্মোপ-দেশক, ধর্মোপ-দেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন। ধর্মোপাসনা বি. ধর্মবিহিত উপাসনা বা পূজা; বিশেষ কোনো ধর্মসম্প্রদায়ে প্রচলিত উপাসনা। ধর্মোপাসক বি. বিণ. ধর্মাবলম্বী। স্ত্রী. ধর্মোপাসিকা। ধর্মোপেত বিণ. ধর্মসংগত, ধর্মানুমোদিত। ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য। 5)
বিদ্রোহ
(p. 616) bidrōha বি. 1 বিরুদ্ধ অভ্যুত্থান; রাজা জমিদার শাসক প্রভৃতির বিরুদ্ধে অভ্যুত্থান (সাঁওতাল বিদ্রোহ, রাজার বিরুদ্ধে বিদ্রোহ); 2 শাসন অগ্রাহ্য করা, শাসন না মানা, অবাধ্যতা (পিতামাতার বিরুদ্ধে বিদ্রোহ); 3 প্রতিকূলতা, প্রচলিত ব্যবস্থাদির প্রতিকূলতা; 4 বিরোধিতা। [সং. বি + দ্রোহ]। বিদ্রোহাচরণ বি. বিদ্রোহমূলক আচরণ, বিদ্রোহ; বিরোধিতা। বিদ্রোহাত্মক বিণ. বিদ্রোহমূলক। বিদ্রোহী (-হিন্) বিণ. বি. বিদ্রোহকারী। স্ত্রী. বিদ্রোহিণী। 9)
মাথা
(p. 692) māthā বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্হল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 1 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা। ̃ .ওয়ালা বিণ. বুদ্ধিমান। মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা। মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া। মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)। মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা। মাথা খাও মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ। মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উত্সন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)। মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা। ̃ .খারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্হ। মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্হির বা বিভ্রান্ত হওয়া। মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা ̃ .গরম বি. রাগ, ক্রোধ। বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)। মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া। মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা। মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা। মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা। বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ। মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা ঘোরা ক্রি. বি. 1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া; 2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা -র অনুরূপ। মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্হির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো। মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্হ হওয়া, উত্তেজনা দূর করা। মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্হিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া। মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা -র অনুরূপ। মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উত্সর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া। মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া। মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা মাথা নেই তার মাথা ব্যথা উক্তি অকারণ দুশ্চিন্তা। মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা। ̃ .পাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে ̃ .পিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে। মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা। মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা। ̃ .ব্যথা বি 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ। ̃ .মুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। মোটা বিণ. স্হূলবুদ্ধি বোকা মাথামোটা লোক মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া -র অনুরূপ। মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল মাথায় কাঠাল ভাঙা কি. বি ভাঙা দ্রব্য। মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া। মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি। মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া। মাথায় ঘোলা ঢালা দ্র ঘোলা। মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া। মাথায় ঢোকা ক্রি বোধগম্য হওয়া। মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া। মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল মাথায় রাখা ক্রি. বি. 1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা; 2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু। মাথায় হাত বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা দাম শুনে তাঁর তো মাথায় হাত। মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা। মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া। মাথার খুলি করোটি। মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা। মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি। মাথার ঠাকুর বি অতি শ্রদ্ধেয় ব্যক্তি মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া। মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাত্ আমার মৃত্যুর কারণ হও এই শপথ। ̃ লো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া। 118)
রাজ৪
(p. 738) rāja4 বি. বিণ. (সমাসে পূর্বপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (রাজপদ, রাজকার্য); 2 শ্রেষ্ঠ জন; 3 সরকার, গভর্নমেন্ট (রাজনীতি); 4 প্রধান, মস্ত (রাজরোগ, রাজসাপ)। [সং. রাজন্]। ̃ কন্যা বি. রাজার মেয়ে। ̃ কবি বি. 1 দেশের রাজা কর্তৃক নিযুক্ত ও সম্মানিত কবি; 2 দেশের শ্রেষ্ঠ কবি। ̃ কর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব। ̃ কর্ম (-র্মন্), ̃ কার্য বি. 1 রাজ্যশাসন; 2 সরকারি কাজ; 3 রাজার কর্তব্যকর্ম। ̃ কর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্হ সরকারি চাকুরে। ̃ কুমার বি. রাজার ছেলে, রাজপুত্র। ̃ কুমারী বি. (স্ত্রী.) রাজার মেয়ে, রাজকন্যা। ̃ কুল বি. 1 রাজার বংশ; 2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ। ̃ কোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি। ̃ চক্রবর্তী (-র্তিন্) বি. সার্বভৌম রাজা, সম্রাট। ̃ চ্ছত্র, (চলিত) ̃ ছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা। ̃ টিকা বি. রাজ্যাভিষেকের সময় রাজার ললাটে অঙ্কিত তিলক। ̃ তক্ত বি. 1 সিংহাসন; 2 রাজপদ। ̃ তন্ত্র বি. 1 নৃপতি কর্তৃক শাসনব্যবস্হা বা রাজার দ্বারা শাসিত রাষ্ট্র monarchy; 2 রাজ্যশাসননীতি। ̃ তরু বি. সোঁদালগাছ। ̃ তিলক বি. রাজটিকা। দণ্ড বি. 1 রাজপদের নিদর্শনস্বরূপ রাজা যে-দণ্ড হাতে বহন করেন; 2 রাজবিধি-অনুযায়ী শাস্তি; 3 (জ্যোতিষ.) ললাটদেশের ঊর্ধ্বরেখা। ̃ দত্ত বিণ. নৃপতি কর্তৃক প্রদত্ত, রাজা দিয়েছেন এমন। ̃ দন্ত বি. দুই পাটির সামনের চারটি দাঁত। ̃ দম্পতি, ̃ দম্পতী বি. রাজা ও তাঁর পত্নী। ̃ দরবার বি. রাজসভা, রাজকার্য পরিচালনার জন্য রাজা যে-সভায় বসেন। ̃ দর্শন বি. রাজাকে দেখা; রাজার সঙ্গে সাক্ষাত্কার। ̃ দূত বি. 1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক; 2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদানপ্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador. ̃ দ্বার বি. 1 রাজার দরবার, রাজসভা; 2 রাজার আদালত। ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা বি. প্রকাশ্যভাবে নৃপতির বা সরকারের (সচ. সশস্ত্র) বিরুদ্ধাচরণ। দ্রোহী (-হিন্) বিণ. বি. রাজদ্রোহকারী। ̃ ধর্ম বি. 1 রাজার কর্তব্য; 2 রাজার পালনীয় কর্তব্য; দেশশাসন ও প্রজাপালন; 3 রাজার আচরিত ধর্ম। ̃ ধানী বি. রাজ্যশাসনের প্রধান কেন্দ্রস্হল বা প্রধান নগর; রাজ্যের যে-নগরে রাজা বাস করেন বা উচ্চতম সরকারি দফতর থাকে। ̃ নটী বি. রাজার আশ্রিত ও রাজার দ্বারা সম্মানিত নর্তকী। ̃ নন্দন বি. রাজপুত্র। ̃ নন্দিনী বি. রাজার মেয়ে, রাজকন্যা। ̃ নামা বি. রাজাদের নামের তালিকা বা বংশপরিচয়; রাজাদের বংশের ইতিহাস। ̃ পট্ট বি. 1 রাজাসন, রাজপাট; 2 রাজপদ; 3 রাজদত্ত সনদ; 4 কালোরঙের রত্নবিশেষ। ̃ পাট বি. রাজাসন, সিংহাসন। ̃ পুত্র বি. রাজার ছেলে। ̃ পুত্রী বি. রাজার মেয়ে। ̃ পুরী বি. রাজার বা শাসকের বাসভবন; রাজধানী। ̃ পুরুষ বি. 1 রাজকর্মচারী; 2 (প্রধানত উচ্চপদস্হ) সরকারি কর্মচারী। ̃ প্রাসাদ বি. রাজার বাসভবন। ̃ বংশ বি. রাজার বংশ, রাজা যেবংশে জন্মেছেন। ̃ বংশীয় বিণ. 1 রাজবংশসংক্রান্ত 2 রাজবংশে জাত (রাজবংশীয় পুরুষ)। স্ত্রী. ̃ বংশীয়া। &tilde বন্দি বি. 1 রাজার আদেশে কারারুদ্ধ ব্যক্তি; 2 রাজনৈতিক বন্দি। ̃ বাড়ি, ̃ বাটি বি. রাজার বাসভবন, রাজপ্রসাদ। ̃ বালা বি. রাজকন্যা। ̃ বিধি বি. রাজার বা সরকারের আইন। ̃ বিপ্লব বি. রাজ্যশাসনের প্রচলিত ও গতানুগতিক নিয়মের আমূল ও সর্বাত্মক পরিবর্তন। ̃ বৃক্ষ বি. কর্ণিকার, সোঁদাল গাছ। ̃ বেশ বি. রাজার বা রাজ্যের উপযুক্ত পোশাক ̃ ভক্ত বিণ. রাজার প্রতি অনুরক্ত, রাজার অনুগত। ̃ ভক্তি বি. রাজার প্রতি অনুরাগ বা আনুগত্য। ̃ ভবন বি. 1 রাজপ্রাসাদ; 2 রাজ্যের সর্বোচ্চ সরকারি পদাধিকারীর বাসভবন; 3 রাজ্যপালের বাসভবন। ̃ ভয় বি. নৃপতি বা সরকার কর্তৃক দণ্ডিত হবার ভয়। ̃ ভৃত্য বি. 1 রাজার চাকর; 2 রাজকর্মচারী। ̃ ভোগ বি. 1 রাজার যোগ্য খাদ্য বা ভোগ্য সামগ্রী 2 (বাং.) বৃহদাকার রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ ভোগ্য বিণ. নৃপতি কর্তৃক উপভোগের যোগ্য। স্ত্রী. ̃ ভোগ্যা। ̃ মহিষী বি. নৃপতির প্রধান রানি যিনি রাজসম্মানের অংশভাগিনী পাটরানি। ̃ মান্য বি. প্রজাদের কাছ থেকে ভূস্বামীর প্রাপ্য উপঢৌকনাদি। মুকুট বি. 1 রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ; 2 (আল.) সর্বাপেক্ষা গৌরবজনক পদ। ̃ রাজ বি. 1 রাজার রাজা, সম্রাট; 2 কুবের। ̃ রাজড়া বি. বিভিন্ন নৃপতি ও তত্সদৃশ মান্য ব্যক্তি। ̃ রাজেশ্বর বি. রাজার রাজা, সম্রাট। ̃ রাজেশ্বরী বি. (স্ত্রী.) 1 সম্রাজ্ঞী; 2 দশমহাবিদ্যার অন্যতমা; 3 শিবজায়া ভগবতী। ̃ রানি, (বর্জি.) ̃ রানী, (বর্জি.) ̃ রাণী বি. রাজমহিষী পাটরানি। ̃ লক্ষ্মী বি. রাজ্যের অধিষ্ঠাত্রী ও মঙ্গলকারিণী দেবী, রাজশ্রী। ̃ শক্তি বি. নৃপতি বা সরকারের শাসনশক্তি বা সৈন্যবল। ̃ শয্যা বি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা। ̃ শেখর বি. রাজচক্রবর্তী সম্রাট। ̃ শ্রী বি. রাজলক্ষ্মী -র অনুরূপ। ̃ সদন বি. রাজপ্রাসাদ। সভা বি. রাজার দরবার। ̃ সভাসদ বি. মন্ত্রণাদি দানের জন্য যে ব্যক্তি রাজার দ্বারা নিযুক্ত হয়ে রাজসভায় বসে। ̃ সরকার বি. রাজার শাসন বা শাসনযন্ত্র, গভর্নমেন্ট। ̃ সাক্ষী বি. যে ফৌজদারি আসামি সরকার-পক্ষের হয়ে স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, approver. ̃ সিংহাসন বি. 1 রাজা রাজসভায় যে রাজাসনে বসেন; 2 রাজপদ। ̃ সেবা বি. রাজার সেবা বা পরিচর্যা; সরকারি বা রাজকীয় চাকরি। ̃ হস্তী (-স্তিন্) বি. 1 যে-হাতি রাজাকে বহন করে; 2 শ্রেষ্ঠ হাতি। 54)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074140
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768675
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366065
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721058
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698060
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545169
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542302

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন