Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অগ্নি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অগ্নি এর বাংলা অর্থ হলো -

(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্রদক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)।
[সং. √ অগ্ + নি়]।
কণা বি. স্ফুলিঙ্গ।
কর্ম
বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া।
কল্প
বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত।
কাণ্ড
বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)।
কার্য-অগ্নিকর্ম
-র অনুরূপ।
কুণ্ড
বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)।
কুমার
বি. কার্তিকেয়।
কেতু
বি. ধোঁয়া।
কোণ.বি.
পূর্বদক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)।
ক্রিয়া
- অগ্নিকর্ম-অনুরূপ।
ক্রীড়া
বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো।
.গর্ভ
বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)।
গৃহ বি. হোমগৃহ।
চূর্ণ
বি. বারুদ gunpowder.জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়।
জিহ্ব
বিণ. অগ্নির মতো জিহ্বা যার।
বি. বরাহরূপী বিষ্ণু।
.তপ্ত
বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ।
তূল্য
বিণ. আগুনের মতো।
এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয়দাক্ষিণ্য।
দগ্ধ
বিণ. আগুনে-পোড়া।
.দাতা
(-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে।
.দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি।
দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ।
.দাহ্য
বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible.দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন।
দীপন
বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন।
বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন।
দীপ্ত
বিণ. আগুনের দ্বারা আলোকিত।
.দেব,.দেবতা
বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর।
পক্ব
বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)।
পরীক্ষা
বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা।
পুরাণ
বি. অষ্টাদশ পুরাণের অন্যতম।
প্রবেশ
বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন।
.প্রভ
বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন।
প্রভা
বি. আগুনের আভা।
প্রস্তর
বি. চকমকি পাথর।
বর্ণ
বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট।
বর্ধক
বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন।
বর্ষণ,বৃষ্টি
বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন।
বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ।
বৃদ্ধি
বি. ক্ষুধাবৃদ্ধিবৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ।
.মন্ত্র
বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়।
.ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি।
.মান্দ্য
বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ।
.মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ।
.মূর্তি
বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র।
বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা।
.মূল্য
বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)।
যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ।
শর্মা
(-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী।
শিখা
বি. আগুনের শিখা।
শুদ্ধ
বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত।
ষ্টোম
বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ।
সংস্কার
বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ।
সখ,সখা
বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু।
সত্কার
বি. শবদাহ।
সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof.সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick..সহ মৃত্তিকা fire-clay.সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ।
.স্ফুলিঙ্গ্
বি. আগুনের ফুলকি।
হোত্র
বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম।
হোত্রী
(-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অবাধ
অপ্রিয়
(p. 43) apriẏa বিণ. অপ্রীতিকর, পছন্দ নয় এমন, বিরাগভাজন। [সং. ন + প্রিয়]। ̃ কারী (-রিন্) বিণ. অপ্রিয় বা অপ্রীতিকর কাজ করে এমন। ̃ বাদী (-দিন), ̃ ভাষী (-ষিন্) বিণ. অপ্রিয় কথা বলে এমন; কটুভাষী। বিণ. স্ত্রী. ̃ বাদিনী, ̃ ভাষিণী। 11)
অবিতর্কিত
(p. 48) abitarkita বিণ. 1 তর্কের ব্যাপার নয় এমন, সন্দেহাতীত; 2 চিন্তা করা হয়নি এমন, অচিন্তিতপূর্ব। [সং. ন + বিতর্কিত]। 24)
লো-প্যাথি
অংশু
অব-মোচন
অভ্রভেদী
(p. 55) abhrabhēdī দ্র অভ্র। 34)
অপ্রাপ্ত
(p. 43) aprāpta বিণ. পাওয়া যায়নি এমন, অলব্ধ। [সং. ন + প্রাপ্ত]। ̃ বয়স্ক বিণ. নাবালক, পূর্ণবয়স্ক নয় এমন। ̃ যৌবন বিণ. এখনও যৌবন লাভ করেনি এমন। স্ত্রী. ̃ যৌবনা। অপ্রাপ্তি বি. না পাওয়া, প্রাপ্তি বা পাওয়ার অভাব; অলাভ। অপ্রাপ্য বিণ. পাওয়া সম্ভব নয় এমন, দুষ্প্রাপ্য। 6)
অধি-শ্রিত
অপালন
অধি-বেশন
(p. 17) adhi-bēśana বি. 1 সভা সমিতি ইত্যাদির বৈঠক বা অনুষ্ঠান, meeting; 2 উপবেশন। [সং. অধি+√বিশ্+অন]। 81)
অহ-রহ, অহ-রহঃ
অশোক
(p. 66) aśōka বিণ. শোকহীন। বি. 1 গাঢ় লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; 2 মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। ̃ .কানন, ̃ .বন বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। ̃ লিপি বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। ̃ ষষ্ঠী বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। ̃ স্তম্ভ বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী। 12)
অনু-বিদ্ধ
(p. 29) anu-biddha বিণ. 1 যুক্ত; 2 গ্রথিত, খচিত (কণ্ঠহারে অনুবিদ্ধ রত্ন)। [সং. অনু + √ ব্যধ্ + ত]। 23)
অন্ত্যাক্ষরি
(p. 34) antyākṣari বি. কবিতা বা গানের প্রতি চরণের শেষ বর্ণ দিয়ে অন্য কবিতা বা গানের প্রথম চরণ শুরু করার প্রতিযোগিতা বা খেলা। [সং. অন্ত্য + অক্ষর (বর্ণ) + বাং. ই]। 35)
অবিরাম
(p. 49) abirāma বিণ. বিরাম নেই এমন, বিরতি বা ফাঁক নেই এমন; থামে না এমন। ক্রি-বিণ. সর্বদা, সতত, ক্রমাগত (অবিরাম বয়ে চলেছে)। [সং. ন + বিরাম]। 16)
অহ-মাল
(p. 75) aha-māla বি. (আদালতি ভাষায়) মালপত্র। [আ. হমল]। 17)
অপরি-স্রুত
(p. 39) apari-sruta বিণ. পরিস্রুত করা হয়নি বা ছেঁকে পরিষ্কার করা হয়নি এমন, unfiltered (অপরিস্রুত জল)। [সং. ন + পরিস্রুত]। 7)
অসম্ভ্রম
অভি-রাম
(p. 50) abhi-rāma বিণ. মনোরম, মনোহর, মনকে প্রীত করে এমন, রম্য; তৃপ্তিজনক (নয়নাভিরাম)। [সং. অভি + √ রম্ + অ]। 120)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073464
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768518
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365847
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720991
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697943
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594569
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544988
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542258

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন