Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিন্দিত]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অখ্যাত
(p. 6) akhyāta বিণ. 1 অপ্রসিদ্ধ, বিখ্যাত নয়; নগণ্য ('এসো কবি অখ্যাত জনের': রবীন্দ্র); 2 (বিরল) নিন্দিত। [সং. ন+খ্যাত]। ̃ নামা (-নামন্) বিণ. যার নাম সুপরিচিত নয় বা প্রসিদ্ধ নয় এমন। অখ্যাতি বি. অপযশ, নিন্দা। অখ্যাতি-কারক, অখ্যাতি-কর বিণ. নিন্দাজনক, অপযশকারক। 7)
অধি-ক্ষিপ্ত
(p. 17) adhi-kṣipta বিণ. 1 নিন্দিত, তিরস্কৃত; 2 অবজ্ঞাত, অনাদৃত। [সং. অধি+√ ক্ষিপ্+ত]। 57)
অনিন্দনীয়, অনিন্দ্য
(p. 25) anindanīẏa, anindya বিণ. 1 নিন্দা করা যায় না এমন, নিন্দার অযোগ্য; 2 প্রশংসাযোগ্য; 3 উত্কৃষ্ট; 4 সুন্দর; 5 নিখুঁত (অনিন্দ্যসুন্দর)। [সং. ন + √ নিন্দ্ + অনীয়, য]। অনিন্দিত বিণ. 1 নিন্দিত নয় এমন; 2 সুন্দর; 3 নিখুঁত (অনিন্দিত স্বভাব, অনিন্দিত কান্তি)। অনিন্দিতা বিণ. (স্ত্রী.) নিন্দিতা নয় এমন। 31)
অপ্রশংসা
(p. 42) apraśaṃsā বি. অখ্যাতি, নিন্দা; প্রশংসার অভাব। [সং. ন + প্রশংসা]। অপ্রশংসনীয় বিণ. প্রশংসা করা যায় না এমন, নিন্দাজনক, প্রশংসার অযোগ্য। অপ্রশংসিত বিণ. প্রশংসিত হয়নি এমন; নিন্দিত। 27)
অপ্রশস্ত
(p. 42) apraśasta বিণ. 1 চওড়া নয় এমন, সংকীর্ণ; 2 নিন্দিত; 3 অশুভ (অপ্রশস্ত সময়); 4 প্রতিকূল। [সং. ন + প্রশস্ত]। 29)
কুখ্যাত
(p. 192) kukhyāta বিণ. নিন্দিত, অখ্যাতিযুক্ত। [সং. কু + খ্যাত]। কুখ্যাতি বি. নিন্দা, অপযশ। 57)
গর্হিত
(p. 243) garhita বিণ. 1 অতীব নিন্দিত বা নিন্দনীয় (গর্হিত আচরণ, গর্হিত অপরাধ); 2 জঘন্য, কুত্সিত, অত্যন্ত মন্দ। [সং. √গর্হ্ + ত]। 19)
গ্লানি
(p. 264) glāni বি. 1 ক্লান্তি, অবসাদ; 2 ক্ষয়, হ্রাস (ধর্মের গ্লানি); 3 মল (মনের গ্লানি) ; 4 কলঙ্কস্বরূপ ব্যক্তি বা বস্তু (বীরকুল-গ্লানি); 5 নিন্দা; কল্পিত দোষারোপ (আত্মগ্লানি)। [সং. √গ্লৈ + তি]। গ্লান বিণ. 1 ক্লান্ত, অবসন্ন ; 2 নোংরা; 3 কলঙ্কস্বরূপ; 4 নিন্দিত।
জুগুপ্সা
(p. 327) jugupsā বি. 1 কুত্সা, নিন্দা; 2 ঘৃণা। [সং. √ গুপ্ + সন্ + অ + আ]। জুগুপ্সিত বিণ. নিন্দিত; ঘৃণিত। 22)
তিরস্কার
(p. 375) tiraskāra বি. 1 ভর্ত্সনা, ধমক; 2 অনাদর, অবজ্ঞা; 3 নিন্দা। [সং. তিরস্ + √ কৃ + অ]। তিরস্কৃত বিণ. 1 ভর্ত্সিত; 2 অনাদৃত; 3 নিন্দিত; 4 আচ্ছাদিত। 140)
দ্বিষ্ট
(p. 426) dbiṣṭa বিণ. 1 হিংসিত, যাকে হিংসা করা হয়েছে (বিদ্বিষ্ট); 2 নিন্দিত। [সং. √ দ্বিষ্ + ত]। 28)
ধিক, (বর্জিত) ধিক্
(p. 433) dhika, (barjita) dhik অব্য. নিন্দা লজ্জা অবজ্ঞা ভর্ত্সনা বিরক্তি ঘৃণা প্রভৃতি ভাবপ্রকাশক; ছিঃ। [সং. ধিক্]। ধিক্কার, ধিক্-কার বি. 1 ধিক ধিক উক্তি ওই উক্তি দ্বারা ঘৃণা নিন্দাবাদ অবজ্ঞা বিরক্তি প্রভৃতির প্রকাশ; 2 অপকর্ম বা অন্যায় বা ভূলের জন্য বিরাগ বা ঘৃণা (আমার মনে ধিক্কার জন্মেছে)। ধিক্-কৃত, ধিক্কৃত বিণ. ধিক উক্তি দ্বারা নিন্দিত; নিন্দিত, ভর্ত্ সিত ; অবজ্ঞাত; ঘৃণিত। 91)
নিন্দিত
(p. 461) nindita বিণ. 1 নিন্দা করা হয়েছে এমন; 2 নিন্দা বা কলঙ্কের পাত্র; 3 গর্হিত, নিন্দার যোগ্য; 4 যশ বা গুণ খর্ব করে এমন ('বীণানিন্দিত কণ্ঠে', কমলনিন্দিত)। [সং. √ নিন্দ্ + ত]। 43)
বিগর্হিত
(p. 605) bigarhita বিণ. 1 অতিশয় নিন্দিত বা তিরস্কৃত; 2 নিষিদ্ধ; 3 বিশেষ কলঙ্কজনক বা নিন্দাজনক (বিগর্হিত আচরণ); 4 দূষিত। [সং. বি + গর্হিত]। তু. গর্হিত। 127)
বিনিন্দিত
(p. 616) binindita বিণ. বিশেষভাবে বা ব্যাপকভাবে নিন্দিত (কাংস্যবিনিন্দিত কণ্ঠ, বিশ্ববিনিন্দিত)। [সং. বি + নিন্দিত]। স্ত্রী. বিনিন্দিতা। 52)
বীণা
(p. 630) bīṇā বি. সপ্ততারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। [সং. √ বী + ন + আ]। ̃ নিন্দিত বিণ. বীণার ধ্বনির থেকেও মধুর। ̃ পাণি বি. সরস্বতীদেবী। 66)
ভর্ত্-সন, ভর্ত্-সনা
(p. 658) bhart-sana, bhart-sanā বি. তিরস্কার, ধমক, বকুনি (এই ত্রুটির জন্য তাকে যথেষ্ট ভর্ত্ সনা করা হয়েছে); নিন্দা। [সং. √ ভর্ত্ স্ + অন + আ]। ভর্ত্-সক বিণ. বি. ভর্ত্ সনাকারী । ভর্ত্-সিত বিণ. তিরস্কৃত, নিন্দিত। স্ত্রী. ভর্ত্-সিতা।
মসি, মসী
(p. 688) masi, masī বি. 1 লেখবার কালি (মসিজীবি); 2 মাকড়সার ঝুল; 3 কলঙ্ক ('পূর্ণ শশী মাখে মসি': রবীন্দ্র)। [সং. √ মস্ + ই, ঈ]। ̃ কৃষ্ণ বিণ ঝুলকালির মতো কালো, ঘোর কালো (মসিকৃষ্ণ মেঘ)। ̃ জীবী (-বিন্) বিণ. বি. লেখক; কেরানি। ̃ নিন্দিত ̃ লাঞ্ছিত বিণ. কালিও হার মানে এমন ঘোর কালো। ̃ ময় বিণ. কালিতে মাখা; ঘোর কৃষ্ণবর্ণ। ̃ যুদ্ধ বি. লিখিত তর্কবিতর্ক, লেখার মাধ্যমে বাদ-প্রতিবাদ। 25)
রাসভ
(p. 743) rāsabha বি. গদর্ভ, গাধা। [সং. √ রাস্ + অভ]। স্ত্রী. রাসভী। ̃ .নিন্দিত (ব্যঙ্গে) বিণ. (সচ. কণ্ঠস্বর সম্বন্ধে) গাধাকেও হার মানায় এমন অতিশয় শ্রুতিকটু। 27)
লাঞ্ছিত
(p. 759) lāñchita বিণ. 1 ভর্ত্সিত , তিরস্কার; 2 নিন্দিত, অপমানিত, অপদস্হ; 3 উত্পীড়িত; 4 কলঙ্কিত; 5 চিহ্নিত, অঙ্কিত (চন্দনলা়ঞ্ছিত দেহ); 6 ধ্বজযুক্ত; 7 নামযুক্ত, নামাঙ্কিত। [সং. √ লাঞ্ছ্ + ত]। 9)
সমা-লোচন, সমা-লোচনা
(p. 808) samā-lōcana, samā-lōcanā বি. 1 দোষগুণের সম্যক বিচার; 2 সাহিত্য ও শিল্পকর্মাদির বিবরণসহ যথোপযুক্ত বিচার, criticism. [সং. সম্ + আলোচন, আলোচনা]। সমা-লোচনীয় বিণ. সমালোচনা করতে হবে এমন; সমালোচনার যোগ্য। সমা-লোচিত বিণ. 1 (যার) সমালোচনা করা হয়েছে এমন; 2 নিন্দিত। সমা-লোচ্য বিণ. সমালোচনার যোগ্য বা বিষয়ীভূত। 114)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074232
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768707
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366117
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721070
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698081
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545217
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন