Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্বাসন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অযোধ্যা-কাণ্ড
(p. 60) ayōdhyā-kāṇḍa বি. রামায়ণের দ্বিতীয় কাণ্ড বা অধ্যায় যেখানে অযোধ্যার যুবরাজ রামের রাজ্যাভিষেক ও নির্বাসনের কাহিনী বর্ণিত আছে। [সং. অযোধ্যা + কাণ্ড]। 16)
কালা-পানি
(p. 186) kālā-pāni বি. 1 (একসময় ভারতীয়দের কাছে সমুদ্রযাত্রা অশুভ ও নিষিদ্ধ ছিল বলে) সমুদ্র বা নিষিদ্ধ সমুদ্র; 2 আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসন; 3 দ্বীপান্তর দণ্ড। [বাং. কালা2 + হি. পানি]। 49)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
দ্বীপ
(p. 426) dbīpa বি. চারিদিকে জল বা সমুদ্রবেষ্টিত স্হলভাগ। [সং. দ্বি + অপ্ + অ]। দ্বীপান্তর বি. 1 অন্য দ্বীপ ('নব নব পবনভরে, যাব দ্বীপে দ্বীপান্তরে': রবীন্দ্র); 2 দূরবর্তী দ্বীপে নির্বাসন। দ্বীপান্তরিত বিণ. দূরবর্তী কোনো দ্বীপে নির্বাসিত। 29)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নির্বাসন
(p. 468) nirbāsana বি. (অপরাধের শাস্তিস্বরূপ) স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কার (নির্বাসনদণ্ড ভোগ করা)। [সং. নির্ + √ বাসি + অন]। নির্বাসন দেওয়া ক্রি. বি. স্বদেশ থেকে বহিষ্কার করা, শাস্তিস্বরূপ অন্য কোথাও চলে যেতে বাধ্য করা। নির্বাসিত বিণ. স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কৃত। স্ত্রী. নির্বাসিতা। 97)
নিষ্কাশ, (বিরল) নিষ্কাস
(p. 475) niṣkāśa, (birala) niṣkāsa বি. বার হওয়া, নিঃসরণ, নির্গমন, বহির্গমন। [সং. নির্ + √ কশ্ (কস্) + অ]। ̃ ন বি. 1 জল, রস ইত্যাদি তরল পদার্থ বার করা, বহিষ্করণ; নিঃসরণ (জলনিষ্কাশন); 2 দূরীকরণ; 3 নির্বাসন। নিষ্কাশিত বিণ. বার করা হয়েছে এমন; বহিষ্কৃত; নিঃসারিত; দূরীকৃত; নির্বাসিত। 8)
পুলিপোলাও
(p. 526) pulipōlāō বি. নির্বাসন; দ্বীপান্তর ('কত লোক যাবজ্জীবন পুলিপোলাও চলে যাচ্ছে': শরদিন্দু)। [ মাল. Pulo Penang]। 77)
প্রবাস
(p. 548) prabāsa বি. 1 বিদেশে বাস (এই প্রবাস আর কতদিন চলবে?); 2 বিদেশ ('প্রবাসে দৈবের বশে জীব তারা যদি খসে': মধু)। [সং. প্র + √ বস্ + অ]। ̃ ন বি. প্রবাসে প্রেরণ; নির্বাসন। প্রবাসী (-সিন্) বিণ. বি. প্রবাসে বাসকারী। স্ত্রী. প্রবাসিনী। 7)
প্রব্রাজন
(p. 548) prabrājana বি. 1 নির্বাসন; 2 পরিভ্রমণ। [সং. প্র + √ ব্রজ্ + ণিচ্ (ব্রাজি) + অন]। প্রব্রাজিত বিণ. নির্বাসিত। 23)
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণ ও আমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্না ও খাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বহিষ্করণ, বহিষ্কার
(p. 589) bahiṣkaraṇa, bahiṣkāra বি. 1 দূরীকরণ, বর্জন; 2 নির্বাসন (দল থেকে বহিষ্কার করা); 3 নিষ্কাশন; 4 আবিষ্কার (উপায়-বহিষ্করণ)। [সং. বহিস্ + করণ, কার]। বহিষ্কৃত বিণ. বার করে দেওয়া হয়েছে এমন; দূরীকৃত; নির্বাসিত; আবিষ্কৃত। বহিষ্ক্রান্ত বিণ. বার হয়ে গেছে এমন। 14)
বাসন2
(p. 605) bāsana2 বি. 1 জলপাত্র; 2 আধারবিশেষ; 3 বাক্স; 4 (বাং.) রান্না খাওয়া ইত্যাদি গৃহস্হালির কাজে ব্যবহৃত পাত্র; 5 বসবাস করতে সাহায্য বা প্রেরণাদান (পুনর্বাসন, অভিবাসন, নির্বাসন)। [সং. √ বস্ + ণিচ্ + অন]। 3)
বিবাসন, বিবাস
(p. 621) bibāsana, bibāsa বি. স্বদেশ থেকে দূরীকরণ, নির্বাসন। [সং. বি + বাসন, বাস]। বিবাসিত বিণ. নির্বাসিত। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074111
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768669
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366060
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698053
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545163
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন