Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পড়ত)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উঠতি
(p. 119) uṭhati বিণ. 1 বাড়ছে এমন, বয়ঃপ্রাপ্ত হচ্ছে এমন (উঠতি বয়েসের ছেলে); 2 বৃদ্ধিশীল, চড়তি (উঠতি বাজার); 3 উন্নতিশীল (উঠতি অবস্হা)। বি. উন্নতি; উত্থান; চড়তি (উঠতির সময়)। [বাং. √ উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠতি-পড়তি বি. ওঠা-নামা; উন্নতি ও অবনতি; হ্রাস-বৃদ্ধি। উঠতির মুখ বি. উন্নতির আরম্ভ। 80)
ওস, ওসা
(p. 153) ōsa, ōsā বি. হিম, শিশির (এ বছর যেন একটু আগেই ওস পড়তে শুরু করেছে)। [প্রাকৃ. ওসাঅ]। 66)
কুলাভি-মান
(p. 199) kulābhi-māna বি. আভিজাত্যের গর্ব (তার অবস্হা এখন পড়তি, কিন্তু তবু কুলাভিমান ছাড়ে না)। [সং. কুল3 + অভিমান]। কুলাভি-মানী (-নিন্) বিণ. আভিজাত্যগর্বী। 47)
গড়৩
(p. 236) gaḍ়3 বি. মোটামুটি হিসাব, মাঝামাঝি গণনা, average (গড় কষা, গড়ে পাঁচ টাকা)। [সং. গণ]। ̃ পড়তা ক্রি-বিণ. গড়ে, স্হূল গণনায়, মোটামুটি হিসাবে (গড়পড়তা পাঁচ টাকা)। 33)
ঘুম
(p. 270) ghuma বি. নিদ্রা, শরীর ও মনের যে (রাত্রীকালীন) অবস্হায় চোখ বন্ধ থাকে, নার্ভতন্ত্র নিষ্ক্রিয় থাকে এবং পেশি থাকে শিথিল। [দেশি]। ঘুম চটে যাওয়া ক্রি. বি. ঘুমের আবেশ কেটে যাওয়া। ঘুম দেওয়া, ঘুম যাওয়া, ঘুম লাগানো ক্রি. বি. ঘুমানো। ঘুম পাড়ানো ক্রি. বি. (কাউকে) নিদ্রিত করা। ̃ কাতুরে বিণ. নিদ্রালস; সর্বদাই ঘুমাতে চায় এমন; অনেকক্ষণ ঘুমাতে না পারলে কাতর হয় এমন। ̃ ঘোর বি. 1 গভীর ঘুম; 2 ঘুমের আবেশ (তখনও তার ঘুমঘোর কাটেনি)। ̃ ন্ত বিণ. নিদ্রিত (ঘুমন্ত শিশু, ঘুমন্ত বাঘ)। ̃ পাড়ানি বিণ. নিদ্রিত করায় এমন, ঘুমিয়ে পড়তে সাহায্য করে এমন (ঘুমপাড়ানি গান)। ঘুমা ক্রি. ঘুমানো। ঘুমিয়ে থাকা ক্রি. বি. (আল.) অলস বা অসতর্ক হয়ে থাকা (সামনে বিপদ। এখনও ঘুমিয়ে থাকবে?)। ঘুমানো ক্রি. নিদ্রিত হওয়া; নিদ্রিত থাকা। বি. উক্ত অর্থে। কাঁচা ঘুম বি. অপূর্ণ ঘুম। 3)
ঝড়তি-পড়তি
(p. 334) jhaḍ়ti-paḍ়ti বি. 1 যে অংশ নাড়াচাড়ায় বা গুদামে থেকে নষ্ট হয়; 2 যে অংশ সহজে ঝড়ে পড়ে যায়; 3 (আল.) যত্সামান্য; 4 (আল.) যা পড়ে থাকে, অবশিষ্ট অংশ (আমার ভাগে ছিল কিছু ঝড়তিপড়তি)। [বাং. ঝাড়তি (ঝাড়া জিনিস) + পড়তি (পড়ে থাকা অংশ)]। 23)
তাড়া2
(p. 373) tāḍ়ā2 ক্রি. 1 আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করা (তেড়ে যাওয়া); 2 তাড়ানো, উত্খাত করা (ওকে বাড়ি থেকে তাড়াও)। বি. 1 আক্রমণের জন্য পশ্চাদ্ধাবন (পুলিশের তাড়া খেয়েছে); 2 তাড়না, তিরস্কার, ধমক (মাস্টারমশাইয়ের তাড়া খেয়ে পড়তে বসেছে); 3 ভয়প্রদর্শন (তাড়া পেয়ে বাঘটা সরে পড়েছে)। [সং. √ তড়্ + বাং. আ]। 46)
তাস
(p. 375) tāsa বি. 1 খেলার জন্য চিত্রিত মোটা কাগজের খণ্ডবিশেষ; 2 সুতোর তাসা। [হি. তাশ আ. তাস্]। তাস পেটা ক্রি. বি. তাস নিয়ে খেলা (সারাদিন কেবল তাসই পিটছে)। তাসের ঘর, তাসের বাড়ি বি. 1 সহজেই ভেঙে পড়তে পারে এমন বাড়ি; 2 (আল.) অত্যন্ত বিপজ্জনক বা অনিশ্চিত বা ক্ষণস্হায়ী অবস্হা। তাসানো ক্রি. 1 গোছার ভিতরের তাস নেড়েচেড়ে তাদের স্হান অদলবদল করা; 2 ভেস্তে দেওয়া, ব্যর্থ করা (তুমিই তো ব্যাপারটাকে তাসিয়ে দিলে)। বি. বিণ. উক্ত দুই অর্থে। 107)
দব-দবা
(p. 398) daba-dabā বি. 1 তেজ, পরাক্রম; 2 জাঁকজমক, ঠাট (অবস্হা পড়তি, কিন্তু দবদবা এতটুকু কমেনি)। [আ. দব্দবহ্]। 6)
ধসকা
(p. 433) dhasakā বিণ. 1 ধসে পড়ার মতো ভাবযুক্ত, ধসে পড়বে বা পড়তে পারে এমন; শিথিল (ধসকা মাটি); 2 কমজোর, শক্তিহীন, অন্তঃসারশূন্য (ধসকা শরীর)। [ধস দ্র]। ̃ নো ক্রি. 1 ধসকা হওয়া; 2 ধসা, ভেঙে পড়া (নদীর পাড় ধসকেছে); 3 ধসানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 9)
নরম
(p. 447) narama বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 1 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। ̃ গরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার। নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতে ও কঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)। 68)
নোট
(p. 481) nōṭa বি. 1 মুদ্রার পরিবর্তে ব্যবহৃত কাগজি মুদ্রা, currency note; 2 স্মারক লেখন (আমি সবটা নোট করে নিয়েছি); 3 চিঠি (সবকিছু জানিয়ে তাকে একটা নোট পাঠানো হয়েছে); 4 অর্থপুস্তক, মানে বই (নোট ছাড়া ইংরেজি পড়তে পারে না)। [ইং. note]। 8)
পড়তা
(p. 486) paḍ়tā বি. 1 (পাশা খেলায়) ক্রমাগত জয়ের দান; 2 ভাগ্য (পড়তা ভালো নয়); 3 সুসময়, সৌভাগ্য (তার এখন পড়তা চলছে); 4 গড়ে হিসাব করলে যে-সংখ্যা মেলে (গড়পড়তা); 5 পণ্য উত্পাদনের বা সংগ্রহের মোট খরচ (পড়তা পোষানো); 6 বনিবনা (তার সঙ্গে আমার পড়তা হচ্ছে না)। [বাং. পড়া1 + তা]। 35)
পড়তি
(p. 486) paḍ়ti বি. 1 অবনতি, পড়ার বা পতনের অবস্হা (তাদের অবস্হা এখন পড়তির মুখে); 2 মূল্যহ্রাস, মন্দা (দামের উঠতি-পড়তি); 3 যা পড়ে যায় (ঝড়তি-পড়তি)। বিণ. 1 পতনোম্মুখ, অবনতি ঘটছে এমন (পড়তি দশা); 2 শেষ হতে বা লোপ পেতে চলেছে এমন (পড়তি বেলা, পড়তি ব্যাবসা)। [বাং. পড়া1 + তি]। পড়তি বাজার বি. পণ্যদ্রব্যের চাহিদা কমে যাওয়ার ফলে মূল্য হ্রাস হওয়ার অবস্হা। 36)
ভাটা, ভাঁটা
(p. 661) bhāṭā, bhān̐ṭā বি. 1 নদীতে বা সমুদ্রে জলস্ফীতির হ্রাস; 2 স্বাভাবিক স্রোতের দিক (উজানভাটা); 3 (আল.) অবনতি, পতনের দিকে গতি (যৌবনে ভাটা পড়তে শুরু করেছে)। [দেশি]। 20)
মাইনর
(p. 692) māinara বিণ. 1 অপ্রধান, গৌণ; 2 (বর্ত. অপ্র.) নিম্নস্তরের শিক্ষাসম্বন্ধীয় (মাইনর ক্লাসে পড়ত)। বি. নাবালক। [ইং. minor]। 26)
মোক্তা1
(p. 717) mōktā1 বিণ. মোটামুটি, গড়পড়তা (মোক্তা হিসাব)। [আ. মুকাত্তা]। 36)
রাখা
(p. 738) rākhā ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা। 35)
শ্রবণ
(p. 786) śrabaṇa বি. 1 শোনা, আকর্ণন; 2 কান (শ্রবণগোচর, 'বরিষ শ্রবণে তব জলকলরব': দ্বি. রা.)। [সং. √ শ্রু + অন]। ̃পথ বি. কান। ̃বিবর বি. কানের ছিদ্র। ̃বহির্ভূত, শ্রবণাতীত বিণ. শোনা অসাধ্য এমন; শ্রুতির বাইরে। ̃মধুর বিণ. শ্রুতিমধুর। ̃সুখ-কর বিণ. শুনতে ভালো লাগে এমন, শ্রুতিমধুর। শ্রবনীয়, শ্রব্য, শ্রাব্য বিণ. শ্রবণযোগ্য, শোনার যোগ্য, শুনতে পারা যায় এমন (শ্রাব্য-অশ্রাব্য অনেক কথা)। শ্রব্য-কাব্য যে কাব্য অভিনয়োপযোগী নয় অর্থাত্ যা কেবল শুনতে বা পড়তে হয় (তু. দৃশ্যকাব্য)। 54)
হরে-দরে
(p. 860) harē-darē ক্রি-বিণ. 1 মোটামুটি; 2 গড়পড়তা হরেদরে লাভ-লোকসান সমান)। [ফা. হর্ + দর্]। 44)
হার1
(p. 867) hāra1 বি. 1 কণ্ঠাভরণবিশেষ, যে গয়না গলায় ঝুলিয়ে পরতে হয়; 2 মালা; 3 (গণি.) হরণ, ভাগ; 4 (বাং.) দর, অনুপাত (শতকরা পাঁচ টাকা হারে)। [সং. হৃ + অ]। ̃ ক বিণ. হরণকারী। বি. ভাজক, divisor. হারা-হারি বি. অনুপাত-অনুযায়ী ভাগবাঁটোয়ারা। বিণ. ক্রি-বিণ. গড়পড়তা বা অনুপাত-অনুযায়ী (হারাহারি ভাগ, হারাহারি ভাগ করা)। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086638
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773396
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370987
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723148
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700509
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596308
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551288
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543281

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন