Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রকাশের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগোপন
(p. 7) agōpana বি. গোপনতার অভাব। বিণ. প্রকাশ্য। [সং. ন+গোপন]। অগোপনীয় বিণ. প্রকাশ্য, গোপন করবার অযোগ্য এমন. গোপন করা উচিত নয় এমন। 5)
অপ্রকাশ
(p. 40) aprakāśa বি. গোপন; প্রকাশ বা ব্যক্ত না হওয়া। বিণ. অপ্রকাশিত; গুপ্ত। অপ্রকাশিত বিণ. প্রকাশিত বা ব্যক্ত হয়নি এমন; গুপ্ত। অপ্রকাশ্য বিণ. প্রকাশ করা যায় না বা উচিত নয় এমন; গোপনীয়। [সং. ন + প্রকাশ]। 51)
অপ্রচার
(p. 40) apracāra বি. প্রচারের অভাব; লোকসমক্ষে প্রকাশের অভাব। [সং. ন + প্রচার]। অপ্রচারিত বিণ. প্রচার করা হয়নি এমন। 58)
অভি-নন্দন
(p. 50) abhi-nandana বি. আনন্দ প্রকাশের দ্বারা বা প্রশংসাবাদের দ্বারা সম্মান জানানো; সংবর্ধনা; আনন্দের সঙ্গে গৌরবের স্বীকৃতি জানানো। [সং. অভি + √ নন্দ্ + অন]। ̃ পত্র বি. সম্মানজ্ঞাপনের জন্য রচিত পত্র, মানপত্র। অভি-নন্দিত বিণ. বন্দিত, প্রশংসার দ্বারা সম্মানিত। 89)
অভি-শংসক
(p. 50) abhi-śaṃsaka বি. 1 যে ব্যক্তি প্রকাশ্যে আদালতে অন্যকে অভিযুক্ত করে, prosecutor (স.প.); 2 মিথ্যা অপবাদ দেয় এমন ব্যক্তি। [সং. অভি + √ শংস্ + অক]। 125)
অভি-শংসন
(p. 50) abhi-śaṃsana বি. 1 প্রকাশ্যভাবে অভিযুক্ত করা, prosecution, impeachment; 2 মিথ্যা অপবাদ। [সং. অভি + √ শংস্ + অন]। 126)
অশ্ব-ত্থামা
(p. 66) aśba-tthāmā বি. (মহা.) কুরুপক্ষের যোদ্ধা; দ্রোণাচার্যের পুত্র (জন্মমুহূর্তে অশ্বের মতো ডেকে উঠেছিলেন বলে তাঁর এই নাম)। [সং. অশ্ব + স্হা + মন্]। অশ্বত্থামা হত ইতি গজঃ সত্যের আবরণে মিথ্যা (মহাভারতে যুধিষ্ঠিরের একবারমাত্র মিথ্যাভাষণের উল্লেখ আছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি প্রকাশ্যে বলেন যে অশ্বত্থামা হত হয়েছেন, অবশ্য নিম্নস্বরে তিনি একথাও বলেন যে এই অশ্বত্থামা একটি হাতির নাম। কিন্তু দ্রোণাচার্য ধরে নিলেন যে তাঁর পুত্র অশ্বত্থামার কথাই বলা হয়েছে)। 19)
ইয়ে
(p. 114) iẏē বি. স্মরণ হয় না এই অবস্হায় অথবা বাঞ্ছিতভাব প্রকাশের উপযোগী শব্দ খুঁজে না পেলে ফাঁক পূরণের শব্দ। [দেশি]।
কাতর
(p. 179) kātara বি. 1 আর্ত; কষ্টে বা দুঃখে অভিভূত; 2 ব্যাকুল (কাতর প্রাণের প্রার্থনা); 3 কুণ্ঠিত (অর্থব্যয়ে কাতর; তু. অকাতরে অর্থব্যয়); 4 ভীত (ভয়ে কাতর)। [সং. কু (-ঈষত্) + তৃ + অ]। স্ত্রী. কাতরা1। বি. ̃ তা, (বিরল) কাতর্য। কাতরা2 ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা। কাতরানো ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা। কাতরানি বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ। কাতরোক্তি বি. কাতরতাপূর্ণ বাক্য। 46)
কৃষ্ণ
(p. 205) kṛṣṇa বি. বিষ্ণুর অবতার; কানাই, শ্যাম। বিণ. 1 কালো বা নীল (কৃষ্ণবর্ণ, কৃষ্ণতিল); 2 অন্ধকারময় (কৃষ্ণরাত্রি, কৃষ্ণপক্ষ) [সং. √কৃষ্ + ন]। ̃. কথা বি. কৃষ্ণলীলা, কৃষ্ণবিষয়ক কাহিনী।) ̃. কলি বি. ফুলবিশেষ বা তার গাছ। ̃. কীর্তন বি. 1 কৃষ্ণবিষয়ক লীলাগান বা কাব্য; 2 বড়ু চণ্ডীদাসরচিত শ্রীকৃষ্ণের লীলাবিষয়ক (সংগীত) কাব্য। ̃. দ্বৈপায়ন বি. ব্যাসদেব। ̃. পক্ষ বি. প্রতিবাদ জানাবার জন্য বা শোকপ্রকাশের জন্য ব্যবহৃত কালো রঙ্গের পতাকা। ̃. প্রাপ্তি বি. মৃত্যু। ̃. বর্ত্মা (-র্ত্মন্) বি. 1 অগ্নি; 2 রাহু। ̃. ভক্ত বি. কৃষ্ণের অনুরাগী। ̃. যাত্রা বি. শ্রীকৃষ্ণের জীবন বা জীবনকাহিনী। ̃. সর্প বি. কালসাপ, কেউটে। ̃. সার, ̃. শার বি. মৃগবিশেষ। ̃. সারথি বি. কৃষ্ণ যাঁর রথের সারথি অর্থাত্ অর্জুন। ̃. সীস বি. গ্রাফাইট, graphite. ̃. কৃষ্ণা বি. (স্ত্রী.) 1 দ্রৌপদী; 2 দাক্ষিণাত্যের নদীবিশেষ। বিণ. (স্ত্রী.) কৃষ্ণবর্ণা। কৃষ্ণাগুরু বি. কালাগুরু, কৃষ্ণচন্দন। কৃষ্ণাজিন বি. কৃষ্ণসার মৃগের চামড়া। কৃষ্ণাভ বিণ. কালো আভাযুক্ত। কৃষ্ণাষ্টমী বি. ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি অর্থাত্ কৃষ্ণের জন্মতিথি। 11)
গল
(p. 243) gala বি. গলা, কণ্ঠদেশ। [সং. √গল্ + অ (অচ্)]। ̃ কম্বল বি. গোরুর গলার নিম্নদেশে লম্বমান মাংসপিণ্ড, সাম্না। ̃ গণ্ড বি. গলদেশের মাংসস্ফীতি রোগবিশেষ। ̃ গ্রহ বি. 1 গলায় অনভিপ্রেত বোঝা; 2 (আল.) যাকে ইচ্ছা না থাকলেও প্রতিপালন করতে হয়; যে-দায়িত্ব বা যে-ব্যক্তিকে অনিচ্ছা সত্ত্বেও পালন করতে হয়। ̃ দেশ বি. গলা। ̃ নালি বি. অন্ননালির উপর অংশে মুখের ঠিক পিছনে নলাকার দেহাংশ। ̃ বস্ত্র বি. গলায় কাপড় জড়িয়ে বিনয় প্রকাশ; বিনীত ভাব প্রকাশের জন্য গলায় কাপড় জড়ানো। বিণ. অতি বিনীত (গলবস্ত্র হয়ে অনুরোধ করা)। ̃ বিল বি. অন্ননালির উপরিভাগের গহ্বর, pharynx. ̃ রজ্জু বি. গলায় দড়ি, ফাঁসি। ̃ লগ্নী-কৃত-বাস, ̃ বস্ত্র বিণ. সবিনয় প্রার্থনাকালে নিজের গলায় কাপড় জড়িয়েছে এমন; অতি বিনীত। ̃ হস্ত বি. গলাধাক্কা, অর্ধচন্দ্র। 21)
গুপ্ত
(p. 253) gupta বিণ. 1 অপ্রকাশ্য, লুকানো (গুপ্তধন, গুপ্তব্যাধি); 2 অদৃশ্য, প্রচ্ছন্ন ('কে বলে ঈশ্বর গুপ্ত, ব্যাপ্ত চরাচরে': ঈ. গু.); 3 (প্রায় অপ্রচলিত) রক্ষিত; 4 বৈদ্য বা বৈশ্য জাতির পদবিবিশেষ। [সং. √গুপ্ + ত]। স্ত্রী. গুপ্তা। ̃ কথা বি. গোপন কথা; গোপনীয় কথা; অজ্ঞাত কাহিনী। ̃ ঘাতক বি. গোপনে হত্যাকারী (গুপ্তঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন)। ̃ চর বি. যে গোপনে সংবাদ সংগ্রহ করে; গোয়েন্দা। ̃ ধন বি. সবার অজ্ঞাতে ও অগোচরে লুকানো ধন। ̃ বেশ বি. ছদ্মবেশ। ̃ ভোট, গুপ্ত মত বি. ব্যালট ভোট, গোপন ভোট, secret ballot. গুপ্তি বি. 1 গোপনে রক্ষণ (মন্ত্রগুপ্তি); 2 ফাঁপা লাঠির মধ্যে লুকিয়ে রাখা সরু তরবারি। 5)
গুহ্য
(p. 253) guhya বিণ. 1 গোপনীয়, অপ্রকাশ্য (গুহ্য ব্যাপার); 2 নিগূঢ় (গুহ্য রহস্য) ; 3 নিভৃত, নির্জন (গুহ্য বনভূমি, গুহ্য প্রান্তর)। বি. মলদ্বার (গুহ্যদ্বার)। [সং. √গুহ্ + য]। 55)
গোপ্তব্য, গোপ্য
(p. 256) gōptabya, gōpya বিণ. 1 গোপন করতে হবে বা করা উচিত এমন, গোপনীয়, অপ্রকাশ্য (গোপ্তব্য সংবাদ); 2 রক্ষণীয়। [সং. √গুপ্ + তব্য, য]। 103)
ঘরানা
(p. 266) gharānā বি. (সংগীতে) বংশবিশেষ কর্তৃক পুরুষানুক্রমে প্রচলিত অনুশীলনরীতি (বিষ্ণুপুর ঘরানা, পাতিয়ালা ঘরানা)। বিণ. 1 উচ্চবংশীয়; সদ্বংশজাত, বনেদি (ঘরানা লোক) ; 2 বংশীয় (নবাব ঘরানা); 3 পারিবারিক, সকলের কাছে প্রকাশ্য নয় এমন (ঘরানা কথা, ঘরানা ব্যাপার)। [হি. ঘরানা]। 33)
চিবুক
(p. 290) cibuka বি. দুই ওষ্ঠের নিম্নদেশ, থুতনি (চিবুক স্পর্শ করে স্নেহপ্রকাশ করলেন)। [সং. √চী + উ + ক (নি.)]। ̃ স্পর্শ বি. আদর বা স্নেহপ্রকাশের উদ্দেশ্যে থুতনি ছোঁয়া। 27)
টা-টা1
(p. 343) ṭā-ṭā1 বি. বিদায়দান বা বিদায়গ্রহণের সময় শুভেচ্ছা প্রকাশের উক্তি, সাধারণত শিশুদের ক্ষেত্রে প্রচলিত। [ইং. ta-ta]। 21)
ডাকাত, (বর্ত. অপ্র.) ডাকাইত
(p. 355) ḍākāta, (barta. apra.) ḍākāita বি. দস্যু, প্রকাশ্যে বলপূর্বক হরণকারী। [হি. ডকৈত, ডাকুয়া]। ডাকাত পড়া ক্রি. বি. ডাকাতের আক্রমণ হওয়া (জমিদারবাড়িতে ডাকাত পড়েছে)। ডাকাতি বি. 1 দস্যুবৃত্তি (ডাকাতি করে বড়লোক হয়েছে); 2 দস্যুবৃত্তির ঘটনা (প্রায়ই ডাকাতি হয়)। বিণ. 1 ডাকাতসংক্রান্ত; 2 ডাকাতিসংক্রান্ত। ডাকাতে বিণ. 1 ডাকাতসংক্রান্ত; ডাকাতদের; 2 ডাকাততুল্য (ডাকাতে সাহস)। ডাকাতে কালী ডাকাতদের উপাস্যা কালী বা কালিকাদেবী। 19)
তুড়িং-বিড়িং
(p. 375) tuḍ়i-mbiḍ়i বি. (ফড়িঙের মতো) হঠাত্ হঠাত্ লাফিয়ে ওঠার ভাব; বারবার লাফানো বা অত্যন্ত চঞ্চলতা প্রকাশের ভাব। [দেশি]। 118)
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
দীপ্য
(p. 408) dīpya বিণ. 1 প্রজ্বলনযোগ্য, জ্বালানো যায় এমন; 2 প্রকাশের যোগ্য। [সং. √ দীপ্ + য]। ̃ মান বিণ. 1 দীপ্তিশালী (দীপ্যমান অগ্নিশিখা); 2 উজ্জ্বল; 3 শোভমান (মহিমায় দীপ্যমান); 4 প্রকাশমান, প্রকাশিত হচ্ছে এমন। [সং. √ দীপ্ + শানচ্]। 69)
দৃশ্য
(p. 418) dṛśya বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্হানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ̃ কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।̃ পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ̃ মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)। ̃ সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য। 7)
নি৩
(p. 458) ni3 অব্য. বিবিধ ভাবপ্রকাশের উপসর্গ-যথা 1 সামীপ্য, নৈকট্য (নিকট); 2 আশ্রয় (নিলয়); 3 অভাব (নিখরচা, নিটোল, নিখুঁত); 4 বিরতি (নিবৃত্তি); 5 আতিশয্য (নিদারুণ); 6 সমূহ (নিকর)। [সং.]। 10)
প্রকাশ
(p. 537) prakāśa বি. 1 প্রদর্শন, প্রকটন (বীরত্ব প্রকাশ); 2 প্রচার (মহিমা প্রকাশ); 3 ব্যক্ত করা বা হওয়া (দুঃখ প্রকাশ); 4 উদয়, বিকাশ (সূর্যের প্রকাশ); 5 প্রস্ফুটন (ফুলের প্রকাশ); 6 সাধারণের কাছে জাহির (গুপ্তকথা প্রকাশ); 7 ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্হা (পত্রিকা বা পুস্তক প্রকাশ)। বিণ. ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ থাকে যে)। [সং. প্র + √ কাশ্ + অ]। ̃ ক বিণ. প্রকাশকারী। বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher. স্ত্রী. প্রকাশিকা। ̃ ন, ̃ না বি. পুস্তকাদি প্রকাশিত করা। ̃ নীয় বিণ. প্রকাশের যোগ্য। ̃ মান বিণ. প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে এমন; স্পষ্ট, ব্যক্ত। প্রকাশিত বিণ. প্রকাশ করা হয়েছে এমন। প্রকাশ্য বিণ. 1 প্রকাশযোগ্য; 2 প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য); 3 সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা); 4 খোলাখুলি, সকলের সামনের কৃত বা সংঘটিত (প্রকাশ্য বিচার)। প্রকাশ্য দিবালোকে ক্রি-বিণ. দিনের বেলায় এবং সকলের সামনে। প্রকাশ্যে, প্রকাশ্যত ক্রি-বিণ. সাধারণের সামনে। 6)
প্রতীক
(p. 544) pratīka বি. 1 অবয়ব, অঙ্গ; 2 প্রতিমা; 3 চিহ্ন; 4 ঈশ্বর ইত্যাদি অকল্পনীয় বা বিরাট ব্যাপারের কল্পনার সহায়ক বস্তু বা রূপ, (প্রতীক-উপাসনা)। বিণ. প্রতিকূল। [সং. প্রতি + √ ই + ঈক]। ̃ তা, ̃ বাদ, প্রতীকী-বাদ বি. সাহিত্যে, বিশেষত কাব্যে, সংকেত দ্বারা ভাবপ্রকাশের পদ্ধতি বা রীতি, symbolism. প্রতীকী বিণ. 1 সংকেতময়, ইঙ্গিতময়; 2 সাংকেতিক, symbolic ('ছাই হয়ে গেছে প্রতীকী স্বর্ণলঙ্কা': সু. দ.)। 7)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074065
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768665
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366053
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698047
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594635
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545161
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন