Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফারাক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আখুঞ্জ, আখুনজি, আখনজি
(p. 82) ākhuñja, ākhunaji, ākhanaji বি. ফারসি-শিক্ষক। [ফা. আখুন্ + হি.জি]। 28)
আশ-মান
(p. 108) āśa-māna বি. আকাশ। [ফা.]। আশমান-জমিন ফারাক আকাশ-পাতাল তফাত, বিরাট পার্থক্য। আশমানি বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 আকাশের মতো হালকা নীল রঙের (আশমানি রং)। বি. আকাশি নীল রং। 16)
উর্দু
(p. 133) urdu বি. হিন্দুস্হানি ভাষা; মূলত আরবি হরফে লিখিত এবং আরবি-ফারসি ও হিন্দির সংমিশ্রণে গঠিত ভাষাবিশেষ। [তুর. ওর্দু]। ̃ নবিশ বিণ. উর্দু ভাষা জানে এমন। [তুর. ওর্দু + ফা. নবীস]। 148)
চড়ক
(p. 276) caḍ়ka বি. চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত শিবের পূজাবিশেষ ও উত্সব; গাজন। [সং. চক্র (বর্ষচক্রের পরিক্রমণান্তে অনুষ্ঠান) চক্র (ধ্বনিবিপর্যয়ে) চরক]। ̃ গাছ বি. যে খুঁটিতে আড়া বেঁধে গাজনের সন্ন্যাসীরা ঘুরপাক খায়। চক্ষু চড়কগাছ ভয়ে বা বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি। ̃ সংক্রান্তি বি. চৈত্র মাসের সংক্রান্তি বা শেষ দিন। 6)
ডেবরা, ড্যাবরা
(p. 357) ḍēbarā, ḍyābarā বিণ. 1 কাজকর্মে ডান হাতের চেয়ে বাঁ হাতের ব্যবহার বেশি করে এমন, ন্যাটা; 2 ডাগর, আয়ত, বিস্ফারিত (ড্যাবরা চোখ)। [হি. ডিবরিয়া]। 54)
দফা
(p. 398) daphā বি. 1 কিস্তি, বার (দফায় দফায় আক্রমণ, দুই দফা খাওয়া হল); 2 অবস্হা, ব্যাপার (আমার দফা রফা)। [আ. দফহ্]। ̃ ওয়ারি বিণ. ক্রি-বিণ. দফায় দফায়; দফা অনুযায়ী। ̃ নিকাশ, ̃ রফা, ̃ শেষ বি. সর্বনাশ, ধ্বংস (সম্পত্তির দফারফা)। 3)
নিকুচি
(p. 459) nikuci বি. (সচ. কথ্য) দফারফা, নিকাশ, শেষ (খেলার নিকুচি করে ছাড়ব)। [তু. সং. নিকুঞ্চিত (অল্পসূচক)]। 13)
নোক্তা
(p. 481) nōktā বি. আরবি-ফারসি অক্ষরে যে বিন্দু সংলগ্ন থাকে। [সা. নুক্তা]। 6)
পারসি
(p. 513) pārasi বি. 1 পারস্যদেশীয় ভাষা, ফারসি; 2 প্রাচীনকালে পারস্যদেশ থেকে আগত জরথুস্ত্রপন্হী ভারতীয় জাতিবিশেষ। বিণ. 1 পারস্যদেশজাত; 2 পারসি জাতি-সম্বন্ধীয় (পারসি রীতিনীতি)। [সং. পারস্য + বাং. ই]। ̃ ক বিণ. পারস্যদেশীয়। বিণ. বি. পারস্য দেশবাসী। 111)
পৃথক
(p. 530) pṛthaka বিণ. 1 স্বতন্ত্র, ফারাক (পৃথক জায়গা, পৃথক পোশাক); 2 ভিন্ন, আলাদা (পৃথগন্ন, ভাইয়েরা পৃথক হয়েছে); 3 অসংলগ্ন, ছাড়া-ছাড়া (পৃথক পৃথক ঘরবাড়ি)। [সং. √ পৃথ্ + অক্]। পৃথক্-করণ বি. বিযুক্ত বা আলাদা করা। বিণ. পৃথক্-কৃত। পৃথকী-করণ বি. (অশু.) সংযুক্ত বা সংলগ্ন বস্তুকে আলাদা করা। পৃথকত্ব বি. পার্থক্য; বিভিন্নতা। 7)
ফার-খত, ফার-কত
(p. 564) phāra-khata, phāra-kata বি. 1 ত্যাগপত্র, ছাড়পত্র; 2 মুসলমানের তালাকপত্র; 3 সম্পর্কচ্ছেদ। [আ. ফারিগ্খতি]। ফার-খতি বি ফার-খত -এর অনুরূপ। 24)
ফার-ফোর
(p. 564) phāra-phōra বিণ. 1 ছিদ্রযুক্ত; 2 ঝাঁঝরা; 3 ফাঁপা (ফারফোর বালা)। [ইং. perforated]। 26)
ফারম1, ফার্ম1
(p. 564) phārama1, phārma1 বি. ব্যাবসা প্রতিষ্ঠান। [ইং. firm]। 27)
ফারম2, ফার্ম2
(p. 564) phārama2, phārma2 বি. খামার। [ইং. farm]। 28)
ফারসি
(p. 564) phārasi বিণ. পারস্যদেশীয়। বি. পারস্যের ভাষা। [আ. ফার্সী]। 29)
ফারাক
(p. 564) phārāka বি. পার্থক্য, তফাত (চাহিদা ও জোগানের অনেক ফারাক)। বিণ. 1 বিচ্ছিন্ন, পৃথক, আলাদা (ফারাক হয়ে বসো); 2 মুক্ত, নিষ্কৃতিপ্রাপ্ত ('ফারাক করিয়া দেহ ব্যাধের নন্দনে': ক.ক)। [আ. ফারগ্]। 30)
বিস্ফার, বিস্ফারণ
(p. 630) bisphāra, bisphāraṇa বি. 1 বিস্তার, প্রসারণ; 2 স্ফূর্তি; 3 বিকাশ; 4 কম্পন। [সং. বি + √ স্ফুর্ + অ, অন]। বিস্ফারিত বিণ. বিকশিত; প্রসারিত বা বিস্তারিত (বিস্ময়-বিস্ফারিত নেত্র)। বিপ. সংকুচিত। 21)
ব্যব-হিত
(p. 648) byaba-hita বিণ. 1 ব্যবধানে অবস্হিত; ফারাক বা তফাত আছে এমন, ব্যবধানবিশিষ্ট; 2 দূরীকৃত, অন্তরিত; 3 আচ্ছাদিত; 4 অন্তর্হিত। [সং. বি + অব + √ ধা + ত]। 40)
বয়েত, (বর্জি.) বয়েত্
(p. 580) baẏēta, (barji.) baẏēt বি. 1 আরবি ফারসি বা উর্দুতে রচিত শ্লোক বা কবিতার চরণ; 2 আরবি ফারসি বা উর্দু কবিতা। [আ. বয়েত্]। 22)
যাবন
(p. 726) yābana বিণ. 1 যবনসম্বন্ধীয়; 2 যবনদেশে জাত। [সং. যবন + অ]। যাবনিক বিণ. যবনসম্বন্ধীয়, যাবন। যাবনী বি. যবনভাষা; আরবি বা ফারসি ভাষা। 38)
রফা
(p. 733) raphā বি. 1 নিষ্পত্তি, মিটমাট, আপোশ, মীমাংসা (বিবাদের রফা); 2 বিনাশ, শেষ (দফারফা)। [আ. রফ্আ]। ̃ .নামা বি. আপোশ-মীমাংসার শর্তসংবলিত লিপি। 63)
রুবাই-য়াত
(p. 747) rubāi-ẏāta বি. আরবি বা ফারসি ভাষায় রচিত চতুষ্পদী কবিতা বা কবিতাসমূহ। [আ. রুবাঈআত্]। 2)
রেফারি
(p. 749) rēphāri বি. 1 ফুটবল হকি প্রভৃতি খেলায় বিচারক; 2 কোনো বিতর্কিত বিষয়ে মধ্যস্হ। [ইং. referee]। 12)
সাফারি-সুট
(p. 827) sāphāri-suṭa বি. একই দামি কাপড়ের তৈরি শার্ট ও ট্রাউজারবিশেষ। [ইং. safari suit]।
স্ফার
(p. 849) sphāra বি. 1 বিকাশ, স্ফূর্তি; 2 বিস্তার। [সং. √ স্ফুর্ + ণিচ্ + অ]। ̃ ণ বি. 1 বিকাশ, স্ফূর্তি, স্ফুরণ; বিস্তার। স্ফারিত বিণ. 1 বিস্তারিত; 2 বিকশিত (তু. বিস্ফারিত নেত্র)। 42)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074482
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768772
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366217
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545319
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন