Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যাবন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যাবন এর বাংলা অর্থ হলো -

(p. 726) yābana বিণ. 1 যবনসম্বন্ধীয়; 2 যবনদেশে জাত।
[সং. যবন + অ]।
যাবনিক বিণ. যবনসম্বন্ধীয়, যাবন।
যাবনী বি. যবনভাষা; আরবি বা ফারসি ভাষা।
38)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যে-কে-সেই
(p. 728) yē-kē-sēi দ্র যে। 24)
যদবধি
(p. 723) yadabadhi ক্রি-বিণ. 1 যে সময় পর্যন্ত 2 যে সময় থেকে। [সং. যদ্ + অবধি]। 14)
যাব, যাবনা
(p. 726) yāba, yābanā বি. গবাদি পশুর খাদ্য, জাব। [সং. যবসতু. হি. জাব]। 32)
যখন
(p. 722) yakhana ক্রি-বিণ. 1 যে সময়ে (যখন আসবে তখন দেব); 2 যেহেতু (দেরি যখন হলই তখন কথাটা শুনেই যাও)। [সং. যত্ক্ষণ]। ̃ ই, যখনি ক্রি-বিণ. যেইমাত্র (যখনই খিদে পাবে তখনই খেয়ে নেবে)। কার বিণ. যেসময়ের (যখনকার কাজ তখন করবে। যখনকার যা তখনকার তা সময়ের কাজ সময়ে করা উচিত। যখনতখন ক্রি-বিণ. 1 সময়-অসময় বিচার না করে (যখনতখন তাগাদা দেয়); 2 ঘনঘন, প্রায়ই (যখন-তখন জ্বর আসছে)। যখন যেমন তখন তেমন অবস্হানুযায়ী আচরণ বা ব্যবস্হা। 7)
যাওন
(p. 723) yāōna বি. (আঞ্চ.) যাওয়া, গমন। [যাওয়া দ্র]। 58)
যস্য
(p. 723) yasya বিণ. (বর্ত. আদা.) যার। [সং. যদ্ + ষ্ঠীর একবচন]। 54)
যুগা, যুগানো
(p. 726) yugā, yugānō যথাক্রমে জুগা ও জুগানো -র বানানভেদ।
যেহেতু
(p. 728) yēhētu অব্য. কারণ-নির্দেশক (সে আসেনি যেহেতু সে অসুস্হ)। [বাং. যে + সং. হেতু]। 30)
যোগালিয়া
(p. 728) yōgāliẏā বি. রাজমিস্ত্রিকে কাজের উপকরণাদি তৈরি করে হাতে তুলে দেওয়ার জন্য নিযুক্ত মজুর। [বাং. যোগাড় যোগাল + ইয়া]। 41)
যষ্টি
(p. 723) yaṣṭi বি. 1 লাঠি, ছড়ি; 2 দণ্ড; 3 বৃক্ষশাখা। সং. যজ্ + তি।.মধু বি. বৃক্ষবিশেষের মিষ্টি শিক়ড়। 52)
যাবচ্চন্দ্র-দিবাকর
যোষা
(p. 728) yōṣā বি. 1 স্ত্রী, পত্নী; 2 নারী। [সং. √ যুষ্ + অ + আ]। যোষিত্ বি. পত্নী; নারী। যোষিতা-যোষিত্ ও যোষা- র অনুরূপ। 57)
যশ
(p. 723) yaśa (যশস্, যশঃ) বি. কীর্তি, খ্যাতি। [সং. √ অশ্ + অস্ য্ আগম]। ̃ .কীর্তন, যশঃ-কীর্তন বি. খ্যাতি বা গৌরব প্রচার। ̃ .স্কর, -স্য বিণ. যশস্বী বা কীর্তিমান করে এমন, খ্যাতিজনক। ̃ .স্কাম বিণ. খ্যাতি কামনা করে এমন। ̃ .স্বান, স্বী (-স্বিন্), যশো-ধন বিণ. কীর্তিমান, খ্যাতিসম্পন্ন। স্ত্রী. ̃ .স্বতী, স্বিনী। যশাকাঙ্ক্ষা বি. খ্যাতির আকাঙ্ক্ষা বা আশা। যশো-গাথা, যশো-গীতি, যশো-গান বি. কীর্তির বর্ণনাপূর্ণ সংগীত। যশোদ বিণ. কীর্তিদায়ক, যশস্কর। বি. পারদ। যশোদা বিণ. (স্ত্রী.) খ্যাতিদায়িনী। বি. শ্রীকৃষ্ণের পালিকা মাতা, নন্দের স্ত্রী। যশোদা-নন্দন বি. শ্রীকৃষ্ণ। যশো-ধন বিণ বিখ্যাত, যশস্বী। যশো-ভাক (-ভাজ্) বিণ. যশ বা খ্যাতির অংশীদার। যশো-ভাগ্য বি. যশোলাভের সৌভাগ্য। যশো-মতী বি. যশোদা। যশো-রাশি বি. বহু যশ। যশো-লিপ্সা বি. খ্যাতির লোভ। যশো-হানি বি. খ্যাতিনাশ, অখ্যাতি। 48)
যাজন
(p. 726) yājana বি. 1 যজ্ঞ বা পূজা করানো; 2 পৌরোহিত্য, ঋত্বিকের বৃত্তি। [সং. √ যজ্ + ণিচ্ + অন]। যাজক বি. যজ্ঞকর্তা, ঋত্বিক, পুরোহিত। স্ত্রী. যাজিকা। যাজনিক বিণ. 1 পৌরোহিত্যসম্বন্ধীয়; 2 যজ্ঞসম্বন্ধীয়। যাজি, যাজী বিণ. যজ্ঞ কারী, যাজক। যাজ্য বিণ. যাজনযোগ্য; যজ্ঞ ক্রিয়ার যোগ্য; যার জন্য যাগযজ্ঞ করা হয়। 6)
যাথা-তথ্য
(p. 726) yāthā-tathya বি. প্রকৃত তথ্য, সত্য ঘটনা (যাথাতথ্য প্রকাশিত হওয়া)। [সং. যথাতথ + য]। 20)
যাঁহা
(p. 723) yām̐hā অব্য. ক্রি-বিণ. (ব্রজ. ও কথ্য) 1 যেখানে ('যাঁহা যাঁহা নিকসয়ে তনু তনু জ্যোতি': গো. দা.); 2 যেইমাত্র, যখনই (যাঁহা শোনা অমনি দৌড়)। [হি.]। 60)
যোধন
(p. 728) yōdhana বি. 1 যুদ্ধ; 2 যোদ্ধা; 3 যুদ্ধের অস্ত্র। [সং. √ যুধ্ + অন। 55)
যথা-যথ্য
(p. 726) yathā-yathya বি. যথার্থতা, যথাযথতা, [সং. যথার্থ + য]। 21)
যুক্তি
(p. 726) yukti বি. 1 সংযোগ, মিলন, সংযুক্তি (দুই ভূখণ্ডের যুক্তি); 2 কারণ, হেতু (যুক্তিপ্রদর্শন); 3 ন্যায়, বিচার (যুক্তিযুক্ত); 4 পরামর্শ, মন্ত্রণা ('সকলে মিলি যুক্তি করি শেষে': রবীন্দ্র)। [সং. √ যুজ্ + তি]। ̃ .গ্রাহ্য, ̃.যুক্ত, ̃.সংগত, ̃.সম্মত, ̃.সহ বিণ. যথোচিত, ন্যায়সংগত, নায্য। ̃ .দাতা (-তৃ) বিণ. পরামর্শদাতা, যে মন্ত্রণা বা পরামর্শ দেয়। স্ত্রী ̃ .দাত্রী। ̃.নির্ভর বিণ. যুক্তির উপর প্রতিষ্ঠিত। ̃ .পূর্ণ বিণ. যুক্তিসংগত, যথোচিত। ̃ .পূর্বক ক্রি-বিণ. পরামর্শ করবার পর। ̃ .বিদ্যা বি. তর্কবিদ্যা, লজিক। ̃ .বিরুদ্ধ বিণ. যুক্তিসংগত নয় এমন। ̃ .সংগত, ̃.সম্মত বিণ. যুক্তির উপর প্রতিষ্ঠিত। ̃ .হীন বিণ. অন্যায়, যাতে সংগত কারণ বা প্রমাণ নেই (যুক্তিহীন বিচার)। 50)
যো2
(p. 728) yō2 বি. সুযোগ, উপায়, জো (পালাবার যো নেই)। [<: সং. যোগ]। জো দ্র। 33)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584242
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192200
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795344
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038924
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903730
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849636
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710413
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 624987

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us