Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বলবান; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ওজস্বী
(p. 152) ōjasbī (-স্বিন্) বিণ. 1 তেজস্বী, দৃপ্ত; 2 বলবান; 3 ওজোগুণবিশিষ্ট, উদ্দীপক (ওজস্বী বক্তৃতা); 4 দীপ্তিমান। [সং. ওজস্ + বিন্]। স্ত্রী. ওজস্বিনী। বি. ওজস্বিতা। 27)
জবর
(p. 312) jabara বিণ. 1 জাঁকালো (জবর আয়োজন, জবর মজা, জবর উত্সব); 2 চমত্কার, উত্কৃষ্ট (জবর জিনিস); 3 জোরালো (জবর মার, জবর ঘা দিয়েছি); 4 বলিষ্ঠ (জবর পালোয়ান); 5 কঠিন, কঠোর (জবর শাস্তি); 6 নাছোড়বান্দা (জবর লোক); 7 উত্তেজনাজনক; 8 জরুরি (জবর খবর)। [আ. যবর]। ̃ দখল বি. জোর করে দখল, বলপ্রয়োগের দ্বারা বা বেআইনি দখল। বিণ. বলপ্রয়োগের দ্বারা বা বেআইনিভাবে অধিকৃত (জবরদখল জমি)। ̃ দস্ত বিণ. 1 দুর্দান্ত; 2 অত্যন্ত বলবান; 3 অত্যন্ত জুলুমবাজ; অত্যন্ত নাছোড়বান্দা। ̃ দস্তি বি. জুলুম, কঠিন অত্যাচার বা বলপ্রয়োগ। ক্রি-বিণ. বলপ্রয়োগের দ্বারা, জুলুম করে (জবরদস্তি কেড়ে নেওয়া)। 92)
জোর
(p. 330) jōra বি. 1 বল, শক্তি (গায়ের জোর, বুদ্ধির জোরে করেছে); 2 বলপ্রয়োগ (জোরে ধাক্কা দেওয়া); 3 তীব্রতা, উচ্চতা (গলার জোর); 4 দৃঢ়তা (মনের জোরে); 5 অধিকার দাবি (সন্তানের উপর মায়ের জোর)। বিণ. 1 উচ্চ, চড়া, তীব্র (জোর আওয়াজ); 2 বলবান, শক্তিশালী (জোর হাওয়া); 3 কড়া (জোর হুকুম); 4 দ্রুত, দ্রুতগতি (জোর পায়ে চলা, জোর কদম); 5 আশাতীতরকম ভালো (জোর বরাত); 6 প্রচুর, দারুণ (জোর মারপিট হল)। [ফা. যোর]। ̃ কপাল, ̃ বরাত. বি. ভাগ্যের জোর বা অনুকূলতা। ̃ জবর-দস্তি, ̃ জুলুম বি. 1 জোরাজুরি, জবরদস্তি; 2 অত্যাচার; 3 পীড়াপীড়ি। ̃ জার বি. জবরদস্তি। ̃ তলব বি. জরুরি তলব, তাড়াতাড়ি যাবার বা আসবার জন্য কড়া হুকুম। জোরা-জুরি বি. ক্রমাগত বলপ্রয়োগ বা চাপসৃষ্টি। ̃ দার, জোরানো বিণ. বলবান, শক্তিশালী; প্রবল (জোরালো আন্দোলন)। 22)
জোয়ান2
(p. 330) jōẏāna2 বি. 1 যুবক; 2 বলবান ব্যক্তি; 3 যোদ্ধা (জোয়ানরা দেশের জন্য লড়ছে)। বিণ. হৃষ্টপৃষ্ট; বলিষ্ঠ (জোয়ানমর্দ)। [ফা. জবান-তু. সং. যুবন্]। 17)
ডাকিনী
(p. 355) ḍākinī বি. শিব বা দুর্গার অনুচরীবিশেষ, পিশাচীবিশেষ। [সং. ডাক4 + ইনী]। ̃ বিদ্যা বি. ভবিষ্যত্ বলবার শক্তিসহ গুপ্তজ্ঞান বা মন্ত্রের অধিকার। 21)
তরস্বান, (-স্বত্), তরস্বী
(p. 367) tarasbāna, (-sbat), tarasbī (-স্বিন্) বিণ. 1 বেগবান (তরস্বান বায়ু); 2 বলবান। [সং. তরস্ + বত্, বিন্]। বিণ. (স্ত্রী.) তরস্বতী, তরস্বিনী। 117)
তেজি2
(p. 375) tēji2 বিণ. 1 তেজস্বী, বলবান, বিক্রমশীল (তেজি লোক, তেজি ঘোড়া); 2 তেজস্কর, বলবর্ধক (তেজি ওষুধ); 3 মূল্যবৃদ্ধির লক্ষণযুক্ত, চড়া, তেজি (তেজি বাজার)। [বাং. তেজ]। 280)
পালোয়ান
(p. 518) pālōẏāna বি. কুস্তিগিরি, মল্ল। বিণ. 1 বলবান; 2 ব্যায়ামপটু; 3 বীর। [ফা. পহ্ল্বান]। 16)
প্রবীর
(p. 548) prabīra বি. 1 প্রকৃষ্ট বীর, মহাবীর (কুরুপ্রবীর); 2 (মহা.) নীলধ্বজ রাজা ও জনার পুত্র। বিণ. প্রধান; শ্রেষ্ঠ; অতিশয় বলবান। [সং. প্র + বীর]। 11)
বলপূর্বক, বলবত্, বলবতী, বলবত্তা, বলবন্ত, বলবান, বলবর্ধক, বলবর্ধন, বলবিদ্যা, বলবিন্যাস
(p. 580) balapūrbaka, balabat, balabatī, balabattā, balabanta, balabāna, balabardhaka, balabardhana, balabidyā, balabinyāsa দ্র বল3। 163)
বলিষ্ঠ
(p. 580) baliṣṭha বিণ. 1 অত্যন্ত বলবান বা শক্তিশালী (বলিষ্ঠ দেহ); 2 অতি দৃঢ় (বলিষ্ঠ চরিত্র)। [সং. বলবত্ + ইষ্ঠ]। 186)
বলী2
(p. 580) balī2 (-লিন্) বিণ. বলবান (কোন বলে বলী? 'সম্মুখে বলী দেবাকৃতি রথী': মধু)। [সং. বল3 + ইন্]। ̃ ন্দ্র বিণ. সর্বাপেক্ষা অধিক শক্তিশালী; বীরশ্রেষ্ঠ। 188)
বলীয়ান, (বর্জি.) বলীয়ান্
(p. 580) balīẏāna, (barji.) balīẏān (-য়স্) বিণ. 1 অতিশয় বলশালী; 2 বলবান, শক্তিশালী (ধনবলে বলীয়ান)। [সং. বলবত্ + ঈয়স্]। 190)
বল৩
(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ̃ কর, ̃ কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ̃ গর্বিত, ̃ দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ̃ দ বিণ. বলকারক। ̃ পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ̃ প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ̃ বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)। ̃ বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ̃ বন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]। ̃ বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ̃ বতী। ̃ বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বর্ধন বি. শক্তির বৃদ্ধি। বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ̃ বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা। ̃ ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ̃ শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ হীন বিণ. দুর্বল। বি. ̃ হীনতা। 153)
বীর
(p. 630) bīra বিণ. 1 বলবান ও সাহসী, শূর; 2 রণকুশল; 3 তেজস্বী; 4 প্রধান, শ্রেষ্ঠ (ধর্মবীর, দানবীর); 5 তান্ত্রিক বীরাচারী। বি. 1 বলবীর্যসম্পন্ন পুরুষ, বীরপুরুষ; 2 কাব্যের রসবিশেষ; 3 তান্ত্রিক কুলাচারবিশেষ; 4 (বাং.) বানরদলের নেতা, গোদা। [সং. √ বীর্ + অ]। বি. ̃ ত্ব। ̃ গাথা বি. বীরপুরুষদের কীর্তির কাহিনিসংবলিত গান বা কাব্য। ̃ নারী বি. বীরত্বপূর্ণা নারী; বীরের স্ত্রী। ̃ প্রসবিনী, ̃ প্রসূ বিণ. বীর সন্তান প্রসবকারিণী। ̃ বর বি. শ্রেষ্ঠ বীর। ̃ বৌলি বি. পুরুষের কানের গহনাবিশেষ, কুণ্ডল। ̃ ভদ্র বি. 1 শিবানুচর বা রুদ্রবিশেষ; 2 নিত্যানন্দ প্রভুর পুত্র। ̃ ভোগ্যা বিণ. কেবল বীরপুরুষের ভোগের উপযুক্তা (বীরভোগ্যা বসুন্ধরা)। ̃ রস বি. বীরত্বব্যঞ্জক বা উদ্দীপনাজ্ঞাপক রস বা স্হায়ী ভাব। 74)
বৃষ, বৃষভ
(p. 633) bṛṣa, bṛṣabha বি. 1 ষাঁড়, ষণ্ড, বলদ (বৃষস্কন্ধ); 2 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বিতীয় রাশি (সচ. বৃষরাশি)। [সং. √ বৃষ্ + অ, √ বৃষ্ + অভ]। ̃ কাষ্ঠ বি. বৃষোত্সর্গ শ্রাদ্ধে বৃষকে বাঁধবার খুঁটি। ̃ ধ্বজ, ̃ বাহন বি. শিব। ̃ স্কন্ধ বিণ. 1 ষাঁড়ের মতো স্হূল ও প্রশস্ত স্কন্ধবিশিষ্ট; 2 অতিশয় বলবান। 78)
মুষ্ক2
(p. 712) muṣka2 বি. বিণ. ষণ্ডাগুণ্ডা গোছের, অত্যন্ত জোয়ান বা বলবান (মুষ্ক জোয়ান)। [সং. √ মুষ্ + ক (বলবান অর্থে)]। 43)
শক্ত1
(p. 768) śakta1 বিণ. 1 সমর্থ, কার্যক্ষম (বৃদ্ধ বয়সেও সে যথেষ্ট শক্ত আছে); 2 শক্তিযুক্ত, বলবান (শক্ত দেহ); 3 কর্মকুশল, বিচক্ষণ, পাকা, ধুরন্ধর (শক্ত লোকের পাল্লায় পড়া)। [সং. √ শক্ + ত]। 18)
শক্তি
(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্য ও মারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ী ও প্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। 20)
শরভ
(p. 772) śarabha বি. 1 মৃগবিশেষ; 2 পৌরাণিক অষ্টপদ ও সিংহের চেয়ে বলবান মৃগবিশেষ; 3 উট; 4 হস্তিশাবক; 5 পতঙ্গবিশেষ, শলভ। [সং. √ শৃ + অভ]। 9)
ষণ্ডা
(p. 790) ṣaṇḍā বিণ. 1 ষাঁড়ের মতো গোঁয়ার ও বলবান; 2 বলিষ্ঠ। [সং. ষণ্ড + বাং. আ]। 25)
সপক্ষ2
(p. 806) sapakṣa2 বিণ. 1 একপক্ষাবলম্বী, একই পক্ষভুক্ত; 2 অনুকূলতা (আমার সপক্ষে বলবার কেউ নেই)। [সং. সমান + পক্ষ]। বি. ̃ তা। 17)
সবল
(p. 808) sabala বিণ. 1 বলশালী, বলবান; 2 সুস্হ; 3 সসৈন্য। [সং. সহ + বল]। স্ত্রী. সবলা। বি. ̃ তা। সবলে ক্রি-বিণ. 1 শক্তি প্রয়োগ করে, সজোরে (সবলে আকর্ষণ করা); 2 সসৈন্যে; 3 দলবল সঙ্গে নিয়ে। 9)
সময়
(p. 808) samaẏa বি. 1 কাল, বেলা (পাঁচটার সময়, সন্ধ্যার সময়); 2 ফুরসত, অবসর (কথা বলবারও সময় নেই); 3 উপযুক্ত বা নির্দিষ্ট কাল (এখন আমার সময় হয়নি, সময়ের কাজ সময়ে করা, খাবার সময় হয়েছে); 4 সুযোগ (সময় বুঝে কাজ করা); 5 আমল, যুগ (অশোকের সময়); 6 দিনকাল (সময়টা খারাপ); 7 সুদিন (সময়ের বন্ধু); 8 অন্তিমকাল (বুড়োর সময় হয়েছে); 9 আয়ুষ্কাল (সময় ফুরোলে সবাই মরবে); 1 রীতি, প্রথা, প্রচলন (কবিসময় প্রসিদ্ধি)। [সং. সম্ + √ ই + অ]। ̃ নিষ্ঠ বিণ. নির্দিষ্ট সময়ে কাজ করে বা আসে এমন, punctual. বি. ̃ নিষ্ঠা। সময়-সময়, সময়ে সময়ে ক্রি-বিণ. কখনো কখনো, মাঝে মাঝে ('ভেঙে পড়ে সময়-সময়': বিষ্ণু.)। ̃ সারণি বি. সময়জ্ঞাপক নির্ঘণ্ট বা তালিকা, timetable. ̃ সেবী (-বিন্), ̃ সেবক বিণ. সময় বুঝে স্বীয় মত ও কর্মপ্রণালীর পরিবর্তন করে এমন, সুবিধাবাদী। সময়ান্তর বি. ভিন্ন সময়। সময়াভাব বি. সময়ের অভাব। সময়োচিত, সময়োপ-যোগী (-গিন্) বিণ. বিশেষ এক সময়ের পক্ষে উচিত বা উপযুক্ত (সময়োচিত পদক্ষেপ)। 60)
হলফ, হলপ
(p. 860) halapha, halapa বি. সত্য বলবার জন্য শপথ বা ঈশ্বরের নামে দিব্যি (হলফ করে বলা)। [আ.]। 57)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074594
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768851
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366285
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721115
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698168
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594732
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545374
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542325

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন