Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাঁশি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতা ও জড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
ঐ2ওই
(p. 150) ai2ōi ওই, সেই, উল্লিখিত, সম্মুখস্হ (ঐ লোকটি ওই বিষয়)। অব্য. 1 অদূরে, সেখানে, দূরে কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্যভাবে ('সখী, ওই বুঝি বাঁশি বাজে': রবীন্দ্র); 2 সম্বোধন স্মরণ খেদ ইত্যাদি সূচক ধ্বনি (ঐ দেখ, ভুলে গেছি; ঐ যা, বইটা আনিনি)। [সং. অদস্]। 3)
কর্ম
(p. 169) karma (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। ̃ কর্তা (-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। ̃ কর্তৃ-বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। ̃ কাণ্ড বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ। ̃ কারী (-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। ̃ কুশল বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। ̃ ক্ষম বি. কাজের জায়গা। ̃ চারী (-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে। ̃ ঠ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ। ̃ ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী। ̃ ত্যাগ বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া। ̃ দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট। ̃ নাশা বিণ. কাজ পণ্ড করে এমন। বি. নদীবিশেষ। ̃ নিষ্ঠ বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ। ̃ ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)। ̃ বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। ̃ বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে। ̃ বাদী (-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন। ̃ বিপাক বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ। ̃ বিরতি বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work. ̃ বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার। ̃ ভূমি বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার। ̃ ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম। ̃ মুখী বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)। ̃ যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। &tilde ; যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী। ̃ শালা বি. কর্মস্হান; কারখানা। ̃ শীল বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন। ̃ সচিব বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী। ̃ সাক্ষী (-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি। ̃ সিদ্ধি বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ। ̃ সূত্র বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি। ̃ সূত্রে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ। ̃ স্হল বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস। 20)
কাজলি2
(p. 178) kājali2 বি. ছোট সাদা মাছবিশেষ, বাঁশপাতা মাছ। [দেশি]। 23)
চটা৩
(p. 275) caṭā3 ক্রি. 1 চিড় খাওয়া, ফাট ধরা, বিদীর্ণ হওয়া; 2 হ্রাস পাওয়া, নষ্ট হওয়া (রং চটে গেছে, ভক্তি চটেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ (ভেদ করা, বিদীর্ণ করা) + বাং. আ]। ̃ নো ক্রি. 1 ফাটানো (বাঁশটা চটাতে হবে); 2 চাকলা উঠানো। বি. বিণ. উক্ত অর্থে। 28)
ঝাড়1
(p. 336) jhāḍ়1 বি. 1 ঝোপ, ঘন ডালপালার গুচ্ছ (বাঁশঝাড়, গোলাপের ঝাড়); 2 গোষ্ঠী, বংশ (শয়তানের ঝাড়, ঝাড়েরবংশে শেষ হয়ে যাওয়া); 3 বহু শাখাযুক্ত দীপাধার বা লণ্ঠন (বলোয়ারি ঝাড়)। [সং. ঝাট (রাশীকৃত, একত্রবদ্ধ)]। 24)
তলতা, তলদা
(p. 371) talatā, taladā বি. সরু, নরম ও ফাঁপা বাঁশবিশেষ। [দেশি]। 14)
তুবড়ি
(p. 375) tubaḍ়i বি. 1 আতশবাজিবিশেষ; 2 সাপুড়ের ব্যবহৃত লাউয়ের খোলে দুটি নল লাগানো বাঁশি। [তু. সং. তুম্ব]। কথার তুবড়ি তুবড়িবাজির আগুনের ফিনকির মতো অনর্গল বাক্যস্রোত (তুমি তো কেবল কথার তুবড়ি ছোটাতে পার)। 194)
পোঁ
(p. 533) pō বি. সানাই বা বাঁশির একটানা শব্দ। [ধ্বন্যা.]। পোঁ ধরা ক্রি. বি. সব ব্যাপারে কারও কথা অন্ধভাবে সমর্থন করা; মোসাহেবি করা। পোঁ পোঁ অব্য. বিণ. অতি দ্রুত (পোঁ পোঁ দৌড়)। 27)
ফুঁকা, ফোঁকা
(p. 565) phun̐kā, phōn̐kā ক্রি. বি. 1 ফুঁ দেওয়া; 2 ফুঁ দিয়ে বাজানো (শিঙা ফোঁকা, বাঁশি ফোঁকা); 3 (ঈষত্ মন্দার্থে) ধূমপান করা (সিগারেট ফোঁকা); 4 অপব্যয় করা, বাজে খরচ করে উড়ানো (এতগুলো টাকা ফুঁকে দিলে?)। [হি. √ ফুঁক ফুক্কা সং. ফুত্কার]। 40)
ফুলুট
(p. 567) phuluṭa বি. (আঞ্চ.) বাঁশি (যাত্রাদলে ফুলুট বাজায়)। [ইং. flute]। 26)
বংশ1
(p. 572) baṃśa1 বি. 1 বাঁশ; 2 বাঁশি; 3 পিঠের দাঁড়া (পৃষ্ঠবংশ)। [সং. √ বম্ + শ]। ̃ দণ্ড বি. বাঁশের লাঠি। ̃ পত্র বি. বাঁশপাতা। ̃ লোচন বি. বাঁশের মধ্যে উত্পন্ন কর্পূরের মতো সাদা দ্রব্যবিশেষ, বংশরোচনা। 14)
বংশিকা
(p. 572) baṃśikā বি. বাঁশি; বাঁশের বাঁশি। [সং. বংশিক + আ (স্ত্রী.)]। 22)
বংশী
(p. 572) baṃśī বি. বাঁশি (বংশীধ্বনি)। [সং. বংশ + ঈ]। ̃ ধর, ̃ ধারী (-রিন্), ̃ বদন বি. শ্রীকৃষ্ণ। ̃ বট বি. বৃন্দাবনে যে বটবৃক্ষের মূলে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। 23)
বাঁশ
(p. 591) bām̐śa বি. তৃণজাতীয় লম্বা গাছবিশেষ, বেণু। [সং. বংশ]। ̃ গাড়ি বি. জমির সীমা নির্দেশ করে বাঁশের খুঁটি পোঁতা। বাঁশ দেওয়া ক্রি. বি. (কথ্য) সর্বনাশ করা; অসুবিধায় সৃষ্টি করা, বাগড়া দেওয়া। ̃ পাতা বি. 1 বাঁশের পাতার মতো পাতলা আঁশহীন মাছবিশেষ; 2 সবুজ রঙের পাখিবিশেষ। বাঁশবনে ডোম কানা বাঁশের কাজে অভ্যস্ত হয়েও ডোম যেমন বহু বাঁশের মধ্যে ভালো বাঁশ বেছে নিতে পারে না তেমনই, অসংখ্য ভালো জিনিসের মধ্যে উপযুক্ত একটি বেছে নিতে অক্ষম হওয়া; দিশাহারা। বাঁশের চেয়ে কঞ্চি দড় আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি। 29)
বাঁশরি
(p. 591) bām̐śari বি. (প্রধানত কাব্যে) বাঁশি ('বাঁশরি বাজাতে চাহি': রবীন্দ্র)। [বাং. বাঁশ + র + ই]। 30)
বাঁশি
(p. 591) bām̐śi বি. ফুঁ দিয়ে বাজাবার বাদ্যযন্ত্রবিশেষ, মুরলী। [সং. বংশী]। 31)
বাজা
(p. 595) bājā ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ̃ নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা। 17)
বেউড় বাঁশ
(p. 633) bēuḍ় bām̐śa বি. কাঁটাযুক্ত বাঁশবিশেষ, যা দিয়ে বেড়া দেওয়া হয়। [দেশি]। 101)
বেণু
(p. 633) bēṇu বি. 1 বাঁশ (বেণুবন, বেণুকুঞ্জ); 2 বাঁশি বা বাঁশের বাশি ('সকরুণ বেণু বাজায়ে কে যায়': রবীন্দ্র)। [সং. √ বেণ্ + উ]। ̃ ক বি. পাচনবাড়ি, গোরু তা়ড়াবার লাঠি। 163)
বেতস
(p. 633) bētasa বি. 1 নদীতীরের বা নদীর নিকটবর্তী সরু বেতগাছ; 2 বেতগাছ; 3 বাঁশ ('এই বাতসের বাঁশিতে': রবীন্দ্র)। [সং. √ বে + অস ত্ আগম]। ̃ বৃত্তি বি. 1 বেতগাছের মতো নমনশীলতা; 2 সহজেই নতিস্বীকারের ভাব। 170)
বেসুর
(p. 642) bēsura বি. ভুল সুর ('বেসুরে ধরিনু গান': য. সে.)। বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন; 2 শ্রুতিকটু। [ফা. বে + বাং. সুর]। বেসুরো বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; 2 সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন (বেসুরো বাঁশি); 3 শ্রুতিকটু (বেসুরো গান); 4 ব্যাহত, খাপছাড়া বা অসহ্য (বেসুরো জীবন)। 55)
ভগ্ন
(p. 655) bhagna বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ̃ .কণ্ঠ-ভগ্নস্বর -এর অনুরূপ। ̃ .চিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ̃ .দশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা। ̃ .দূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ̃ .দেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ̃ .পৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ̃ .প্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ̃ .স্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়ি ও অন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা। ̃ .স্বর, ̃ .কণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন। বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর। ̃ .স্বাস্হ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন। ̃ .হৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction. ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি। ভগ্নাব-শেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)। বিণ. ভগ্নাব-শিষ্ট। ভগ্নাবস্হা বি. ভাঙাচোরা অবস্হা, ভগ্নদশা। ভগ্নোত্-সাহ, ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ। 19)
ভুঁড়ি
(p. 667) bhun̐ḍ়i বি. বড়ো বা মোটা পেট, চর্বিতে ফুলে-ওঠা পেট। [দেশি]। ভুঁড়ো বিণ. ভুঁড়িযুক্ত, ভুঁড়িওয়ালা ('বাঁশবনের কাছে ভুঁড়ো শেয়ালি নাচে': ছড়া)। 19)
ভেঁপু
(p. 670) bhēm̐pu বি. তালপাতা বা অন্য জিনিস দিয়ে তৈরি লম্বা বাঁশিবিশেষ। [দেশি]। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074268
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768720
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366126
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721080
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698082
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594673
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545229
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন