Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাহ্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-অহ্ন
(p. 76) -ahna বি. দিন (পূর্ব, পর, অপর ও মধ্য শব্দের পরে অহন্ শব্দের এই রূপ হয (যেমন পূর্ব + অহন্=পূর্বাহ্ন, মধ্য + অহন্=মধ্যাহ্ন)। 12)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অন্তর্মুখ
(p. 34) antarmukha বিণ. 1 ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; 2 আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; 3 বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; 4 ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + মুখ]। স্ত্রী. অন্তর্মুখী। 23)
আস্ফোট, আস্ফোটন
(p. 111) āsphōṭa, āsphōṭana বি. 1 সংঘর্ষণ, সংঘর্ষ; 2 ঠোকাঠুকির বা আছড়াবার শব্দ (বাহ্বাস্ফোট); 3 কুস্তিতে তাল ঠোকা। [সং. আ + √ স্ফোটি + অ]। 8)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
কসবা
(p. 174) kasabā বি. 1 গ্রামের চেয়ে বড় কিন্তু শহরের চেয়ে ছোট বসতি; সমৃদ্ধ গ্রাম; 2 গণ্ডগ্রাম। [আ. কস্বাহ্]। 8)
কাট-মোল্লা
(p. 179) kāṭa-mōllā বি. 1 যে মুসলমান ইসলাম ধর্মের বাহ্য নিয়মগুলিকেই কঠোরভাবে অনুসরণের পক্ষপাতী, ধর্মের মূলতত্ত্ব যে জানে না; 2 তত্বজ্ঞানহীন সংকীর্ণমনা মুসলমান পুরোহিত। [বাং. আকাট + তুর. মুল্লা]। 19)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চৈতন্য
(p. 294) caitanya বি. 1 হুঁশ, সংজ্ঞা, বাহ্যজ্ঞান (আঘাত পেয়ে চৈতন্য হারাল); 2 বোধ, চেতনা, অনুভূতি (কবে আর তোমার চৈতন্য হবে?); 3 টিকি। [সং. চেতন + য]। ̃ দেব বি. বৈষ্ণবধর্মপ্রবর্তক শচীপুত্র নিমাই বা গৌরাঙ্গ। ̃ চরিতামৃত বি. চৈতন্যদেবের জীবনবৃত্তান্ত ও তাঁর প্রবর্তিত ধর্মের তত্ত্ব। চৈতন্যোদয় বি. জ্ঞান বা বুদ্ধির উদয়। 90)
জাড্য
(p. 321) jāḍya বি. 1 জড়তা, অলসতা; 2 জড়বুদ্ধির ভাব, মূর্খতা; 3 শৈত্য; 4 (বিজ্ঞা.) জড় পদার্থের ধর্মবিশেষ, বাহ্যশক্তির সংস্পর্শে না এলে নিশ্চল অবস্হার বা চলত্ অবস্হার পরিবর্তন না হওয়ার ধর্ম, inertia (বি. প.)। [সং. জড় + য]। 2)
জ্ঞানেন্দ্রিয়
(p. 331) jñānēndriẏa বি. যে ইন্দ্রিয়ের দ্বারা বাহ্যবিষয়ের জ্ঞান লাভ করা যায় অর্থাত্ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এই পঞ্চেন্দ্রিয়। [সং. জ্ঞান + ইন্দ্রিয়। তু. কর্মেন্দ্রিয়়]। 17)
ঢাক
(p. 360) ḍhāka বি. 1 বৃহত্ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); 2 ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)। [সং. ঢক্কা]। ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. 1 ঢাক বাজানো; 2 (আল.) সর্বত্র প্রচার করা। ঢাক বাজানো বি. ক্রি. (আল.) 1 সর্বত্র প্রচার করা; 2 নিন্দা বা প্রশংসা প্রচার করা। ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. 1 ঢাক বাজানো; 2 হই চই করা। ঢাকের দায়ে মনসা বিকানো অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো। ঢাকের বাঁয়া সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু। 20)
তটস্হ2
(p. 364) taṭasha2 বিণ. 1 তীরে অবস্হিত, তীরস্হ (নদীতটস্হ গাছপালা) 2 সমীপস্হ; 3 নিরপেক্ষ; 4 উদাসীন, নির্লিপ্ত ('তটস্হ হইয়া বিচারিলে আছে তরতম': চৈ. চ.)। [সং. তট + √ স্হা + অ]। তটস্হ লক্ষণ (দর্শ.) ব্রহ্মের জগত্সৃষ্টিরূপ বাহ্যলক্ষণ। তটস্হ শক্তি (দর্শ.) ভগবান যে শক্তিবলে জীব সৃষ্টি করেন, জীবশক্তি। 19)
দিগ্-ভোলা
(p. 407) dig-bhōlā বিণ. বাহ্য বিষয়ে নিরাসক্ত বা উদাসীন; আত্মভোলা। [সং. দিক্ + বাং. ভোলা]। 27)
নির্বিকল্প
(p. 468) nirbikalpa বিণ. 1 বিকল্পহীন; 2 অভ্রান্ত, নিঃসংশয়, নিশ্চিত; 3 জ্ঞাতৃজ্ঞেয়ত্বভেদহীন। বি. পূর্ণজ্ঞান। [সং. নির্ + বিকল্প]। নির্বিকল্প সমাধি বি. জ্ঞাতৃজ্ঞেয়ত্বভেদশূন্য হয়ে অদ্বিতীয় পরব্রহ্মে একাগ্রচিত্তে অবস্হান; বাহ্যজ্ঞানশূন্য হয়ে ধ্যানমগ্নতা। 99)
নৌ
(p. 481) nau বি. নৌকা; জলযান, পোত (নৌ-চলাচলের উপযোগী নদী)। [সং. √ নুহ্ + ঔ]। ̃ চলাচল বি. নৌকাদি জলযানের যাতায়াত। ̃ চালক বি. নৌকাদি জলযানের চালক। ̃ জীবী, ̃ জীবিক বি. নৌকাচালক, মাঝি। ̃ বল বি. জলযুদ্ধের উপযোগী জাহাজ ও সৈন্যদলের সমষ্টি। ̃ বহর বি. যুদ্ধে ব্যবহৃত নৌকাসমূহ বা জাহাজসমূহ। ̃ বাহ বি. 1 নৌকাবাহক, দাঁড়ি; 2 জাহাজচালনা, navigation (স. প.)। ̃ বাহিনী, ̃ সেনা, ̃ সৈন্য বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য। ̃ বাহী বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)। বি. বিণ. নৌকাচালনাকারী ('নৌবাহী নৌকা টাণঅ গুণে': চর্যা.)। ̃ বাহ্য বিণ. জাহাজাদি চালাবার উপযুক্ত (নৌবাহ্য নদী), navigable. ̃ বিদ্যা বি. নৌকাদি নির্মাণ বা চালনার বিদ্যা। ̃ যুদ্ধ বি. জলযুদ্ধ। 21)
নৌবল, নৌবহর, নৌবাহ, নৌবাহিনী, নৌবাহ্য, নৌবিদ্যা, নৌযুদ্ধ, নৌসেনা
(p. 481) naubala, naubahara, naubāha, naubāhinī, naubāhya, naubidyā, nauyuddha, nausēnā দ্র নৌ। 23)
পরি-ণাহ, পরী-ণাহ
(p. 498) pari-ṇāha, parī-ṇāha বি. 1 বিস্তার, প্রসার ('প্রত্যক্ষের পরীণাহ মেপে যাদের সংসার যাত্রা': সু. দ.); 2 বাহ্যরেখা, সীমান্ত রেখা, contour (বি. প.)। [সং. পরি + √ নহ্ + অ]। 4)
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
পোশাক
(p. 534) pōśāka বি. পরিচ্ছদ; সভ্য বা ভদ্র সমাজের উপযুক্ত জামাকাপড়। [ফা. পোশাক]। পোশাকি বিণ. 1 সভ্য সমাজের উপযুক্ত; 2 আটপৌরের বিপরীত, বিশেষত বিশেষ উপলক্ষ্যে বা অনুষ্ঠানে পরিধেয় (পোশাকি জামা); 3 সুরুচিসম্মত ও ভদ্রতাব্যঞ্জক; 4 (ব্যঙ্গে বাহ্য, আন্তরিকতাহীন (পোশাকি ভদ্রতা)। 30)
পৌর্বাহ্নিক
(p. 534) paurbāhnika বিণ. পূর্বাহ্নকালীন; পূর্বাহ্নসম্বন্ধীয়, প্রাতঃকাল সম্বন্ধীয়। [সং. পূর্বাহ্ন + ইক]। 68)
প্রকৃতি
(p. 537) prakṛti বি. 1 স্বভাব, চরিত্র (মানবপ্রকৃতি, যেমন আকৃতি তেমনি প্রকৃতি); 2 অভ্যস্ত আচরণ (দুষ্ট প্রকৃতি); 3 স্বাভাবিক গুণাগুণ, ধর্ম (বস্তুপ্রকৃতি); 4 বাহ্যজগত্, জগতের অকৃত্রিম পদার্থের সাধারণ নাম, নিসর্গ (প্রকৃতির কোলে বিশ্রাম, প্রকৃতির শোভা); 5 সৃষ্টির মূল বা আদি কারণ, আদ্যাশক্তি; 6 সত্ত্ব রজঃ ও তমঃ-এই ত্রিগুণের সাম্যাবস্হা; 7 সাংখ্যমতে নির্গুণ চৈতন্যময় পুরুষের বিপরীত ত্রিগুণাত্মক জড় তত্ত্ব; 8 প্রজাপুঞ্জ (প্রকৃতিরঞ্জন); 9 নারী (পুরুষ ও প্রকৃতি); 1 অবিদ্যা, মায়া; 11 (ব্যাক.) বিভক্তিহীন শব্দ বা ধাতু (প্রকৃতিপ্রত্যয়)। [সং. প্র + √ কৃ + তি]। ̃ গত বিণ. স্বভাবসিদ্ধ। ̃ জ, ̃ জাত, ̃ দত্ত, ̃ সিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক। ̃ পূজা বি. বৃক্ষ পর্বতাদি জড়-প্রকৃতির উপাসনা। ̃ প্রত্যয় বি. শব্দ বা ধাতুর বিভক্তি ও প্রত্যয়। ̃ বাদ বি. 1 প্রকৃতির দ্বারাই জগতের সৃষ্টি ও নিয়মন সাধিত হচ্ছে এই মত, জড়তত্ত্ব; 2 শব্দের ব্যুত্পত্তিগত বা মূল অর্থের বিচার। ̃ বিজ্ঞান বি. পদার্থবিজ্ঞান, physics, physical science. ̃ বিরুদ্ধ বিণ. স্বভাবগত নয় এমন; অস্বাভাবিক। ̃ স্হ বিণ. স্বাভাবিক অবস্হায় স্হিত (তখন সে প্রকৃতিস্হ ছিল না); সুস্হ, ধাতস্হ। 11)
প্রাহ্ন
(p. 554) prāhna বি. পূর্বাহ্ন, দিনের প্রথম ভাগ, প্রাতঃকাল। [সং. প্র + অহন্]। 91)
বহিঃ
(p. 580) bahiḥ (-হিস্) অব্য. বাহির। [সং. √ বহ্ + ইস্]। ̃ প্রকাশ বি. অভিব্যক্তি, অন্তরের ভাবের বাইরে প্রকাশ। ̃ শত্রু বি. দেশের বাইরের শত্রু। ̃ শুল্ক বি. পণ্য আমদানিরপ্তানির উপর ধার্য শুল্ক, customs duty (স.প.)। ̃ স্হ, বহিস্হ বিণ. 1 বাহ্য; 2 বাইরে রয়েছে বা স্হিত এমন (বহিঃস্হ বিন্দু)। 239)
বহিরঙ্গ
(p. 580) bahiraṅga বি. বাহ্য অঙ্গ। বিণ. বাইরের (বহিরঙ্গ বর্ণনা, বহিরঙ্গ সম্পর্ক)। [সং. বহিস্ + অঙ্গ]। 243)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2077783
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770094
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367643
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721599
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698751
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595132
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546952
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542585

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন