Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নৌবল, নৌবহর, নৌবাহ, নৌবাহিনী, নৌবাহ্য, নৌবিদ্যা, নৌযুদ্ধ, নৌসেনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নৌবল, নৌবহর, নৌবাহ, নৌবাহিনী, নৌবাহ্য, নৌবিদ্যা, নৌযুদ্ধ, নৌসেনা এর বাংলা অর্থ হলো -

(p. 481) naubala, naubahara, naubāha, naubāhinī, naubāhya, naubidyā, nauyuddha, nausēnā দ্র নৌ।
23)আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নাকসাট
(p. 452) nākasāṭa বি. নাসিকাগর্জন। [পাকসাট বা পাখসাট-এর অনুকরণে]। 2)
নির্মূলী-করণ
(p. 468) nirmūlī-karaṇa বি. নির্মূলিত করা, উত্পাটন; উত্সাদন; নির্মূলন। [সং. নির্ + √ মূল্ + চিব + √ কৃ + অন]। 147)
নকশা
(p. 443) nakaśā বি. 1 চিত্রাদির কাঠামো বা খসড়া, স্কেচ; 2 রেখার দ্বারা অঙ্কিত চিত্র, রেখাচিত্র, পরিকল্পনা বা প্ল্যানের রেখাচিত্র (বাড়ির নকশা); 3 জায়গা-জমি বাড়ি ইত্যাদির অবস্হান পরিমাণ বিভাগ ইত্যাদি সংবলিত মানচিত্রবিশেষ; 4 চিত্রিত অলংকরণ (নকশা-কাটা চাদর); 5 হাস্যরসাত্মক রচনা; 6 ব্যঙ্গচিত্র, কার্টুন; 7 ন্যাকামি, ঢং (নে নে খেয়ে ফেল, তার নকশা করিস না)। [আ. নক্শ্ + বাং. আ]। ̃ কাটা, ̃ দার বিণ. নকশা দিয়ে অলংকৃত। ̃ কার বি. যে নকশা প্রস্তুত করে, draftsman. নকশা-পাড় বিণ. (বস্ত্রাদি সম্বন্ধে) বিচিত্র পাড়ওয়ালা (নকশা-পাড় শাড়ি)। 19)
নাহয়, না হয়
(p. 458) nāhaẏa, nā haẏa অব্য. 1 বরং (নাহয় তুমিই সেখানে গেলে, নাহয় আমার বদলে তুমিই খেলে); 2 অথবা, কিংবা (তুমি নাহয় সে, একজন নিশ্চয় দায়ী); 3 নতুবা, অন্যথা (হয় কর, না হয় মর); 4 তর্কে স্বীকারপূর্বক (নাহয় আমিই হেরেছি); 5 বড়জোর (নাহয় দশটা টাকা লাগবে)। [বাং. না + হয়]। 6)
নিচুল
(p. 460) nicula বি. 1 বেত গাছ; 2 উত্তরীয় বস্ত্র, নিচোল; 3 প্রাচীন ভারতের সংস্কৃত কবিবিশেষ। [সং. নি + √ চুল্ + অ]। 22)
নিরমা, নিরমান
(p. 461) niramā, niramāna যথাক্রমে নির্মা ও নির্মাণ -এর কোমল রূপ।
নির্বীর
(p. 468) nirbīra বিণ. বীরশূন্য, বীরহীন। [সং. নির্ + বীর]। নির্বীরা বিণ. (স্ত্রী.) 1 বীরহীনা (নির্বীরা অযোধ্যা); 2 পতিপুত্রহীনা স্ত্রী, অবীরা। 113)
নৈরাশ্য, নৈরাশ,
(p. 480) nairāśya, nairāśa, (কাব্যে) নৈরাশা বি. আশাহীনতা, হতাশা (নৈরাশ্যে ভুগছে; 'যে নৈরাশা গভীর অশ্রুজলে ডুবেছিল': রবীন্দ্র)। [সং. নিরাশ + য, অ; নৈরাশা বাং.]। 35)
নির্বান্ধব
(p. 468) nirbāndhaba বিণ. 1 বন্ধুহীন; 2 নিঃসঙ্গ; 3 নির্জন (নির্বান্ধব পুরী, নির্বান্ধব প্রান্তর)। [সং. নির্ + বান্ধব]। 93)
নিজ
(p. 460) nija বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)। সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)। [সং. নি + √ জন্ + অ]। ̃ কীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য। ̃ ত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)। ̃ মূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)। ̃ স্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)। বি. স্বকীয় ধন বা সম্পত্তি। নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)। নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)। নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা। 27)
নাগরিকা2
(p. 452) nāgarikā2 বি. নাগরী, প্রণয়িনী ('আড়াল থেকে রঙ্গনিপুণ নাগরিকার প্রায়': সু. দ.)। [সং. নাগর + ক + আ]। 26)
নিষ্কাম
(p. 475) niṣkāma বিণ. 1 কামশূন্য; 2 কামনা বা ভোগের আকাঙ্ক্ষা নেই এমন (নিষ্কাম কর্ম)। [সং. নির্ + কাম]। 6)
নালিক
(p. 454) nālika বি. 1 (কামান বা বন্দুকের মতো) নলযুক্ত প্রাচীন অস্ত্রবিশেষ; 2 পদ্মের ডাঁটা বা নাল। [সং. নাল + ইক]। নালিকা বি. পদ্মের ডাঁটা বা নাল। 84)
নিড়া
(p. 461) niḍ়ā ক্রি. নিড়ানো। [হি. নিড়ানা]। ̃ নো ক্রি. শস্যক্ষেত্রে আগাছা ও ঘাস উপড়ে ফেলা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ নি, নিড়েন, নিড়েনি বি. 1 নিড়ানোর যন্ত্র; 2 নিড়ানোর কাজ। 5)
নগুরে
(p. 444) nagurē বিণ. 1 নগরে বাস করে এমন; 2 নগরসম্বন্ধীয়, শহুরে। [সং. নগর + বাং. ইয়া এ]। 14)
নম, নমঃ (-মস্), (কথ্য আঞ্চ.)
(p. 447) nama, namḥ (-mas), (kathya āñca.) বি. প্রণাম, নমস্কার। [সং. √ নম্ + অস্]। নমা ক্রি. (কাব্যে) প্রণাম বা প্রণতি করা ('নমি তব পদাম্বুজে': মধু.)। নম নম (নমো নমো) করে সারা ক্রি. বি. সংক্ষেপে, দায়সারাভাবে বা তাড়াতাড়ি কোনোরকমে শেষ করা। 35)
নিরন্তর
(p. 461) nirantara বিণ. 1 নিরবচ্ছিন্ন, অবিরাম (নিরন্তর প্রবাহ, নিরন্তর সংগ্রাম); 2 নিবিড়, নিশ্ছিদ্র। ক্রি-বিণ. সর্বদা, অবিরামভাবে, অনবরত ('বহে নিরন্তর অনন্ত আনন্দধারা': রবীন্দ্র)। [সং. নির্ + অন্তর]। 134)
নচ্ছার
(p. 444) nacchāra বিণ. 1 অপদার্থ; 2 পাজি, দুষ্ট, লক্ষ্মীছাড়া; 3 দুর্বুদ্ধি; 4 নীচ। [বাং. তু. হি. লুচ্ছা (=লম্পট, নীচ, দুষ্ট)]। 20)
নাভি
(p. 454) nābhi বি. 1 পেটের মাঝখানে ছোটো আবর্তবিশেষ, নাই; 2 চক্রের কেন্দ্রাংশ। [সং. √ নহ্ + ই]। ̃ কুণ্ডল, ̃ কুণ্ডলী বি. নাভি, নাভির গোল আবর্ত বা চক্র। ̃ চক্র বি. নাভিতে অবস্হিত মণিপুরচক্র। ̃ পদ্ম বি. 1 পদ্মসদৃশ নাভি; 2 (তন্ত্রে) নাভিস্হ পদ্ম বা মণিপুরচক্র। ̃ শ্বাস বি. 1 মুমূর্ষু ব্যক্তির শ্বাসের ঊর্ধ্বমুখী টান; 2 (আল.) মৃত্যুযন্ত্রণা; 3 শেষ অবস্হা (ব্যাবসার এখন নাভিশ্বাস উঠেছে)। 43)
নবোঢ়া
(p. 447) nabōḍh়ā বিণ. (স্ত্রী.) নববিবাহিতা, নতুন বিবাহ হয়েছে এমন (নবোঢ়া কন্যা)। [সং. নব + ঊঢ়া]। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 665954
Kalpana Bangla Font
Kalpana
Download
View Count : 346237
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 343660
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 339572
Charukola Round Head Bangla Font
Charukola Round Head
Download
View Count : 327234
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 325460
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 312984
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 310603

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন