Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভয়ংকর); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
আসুর, আসুরিক
(p. 110) āsura, āsurika বিণ. 1 অসুরসম্বন্ধীয়; 2 অসুরতুল্য (আসুরিক শক্তি); 3 গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); 4 অপবিত্র; 5 ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে। 14)
উগ্র
(p. 119) ugra বিণ. 1 প্রচণ্ড, ঘোর, তীব্র, চড়া (উগ্র তেজ, উগ্র গন্ধ); 2 কর্কশ, কোপন (উগ্র স্বভাব); 3 রূঢ়, নিষ্ঠুর। [সং. √ উচ্ + র]। বি. ̃ তা। ̃ কণ্ঠ, ̃ স্বর বিণ. কর্কশ ও ক্রুদ্ধ কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কর্মা (-র্মন্) বিণ. ভয়ানক বা হিংসাজনক কাজ করে এমন। ̃ ক্ষত্রিয় বি. (মূলত বর্ধমান জেলার ও তত্সন্নিহিত রাঢ় অঞ্চলের) হিন্দু সম্প্রদায়বিশেষ, আগুরি। ̃ চণ্ডা বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট। উগ্র জাতীয়তা-বাদ বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ। ̃ পন্হী বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. ̃ পন্হা। ̃ প্রকৃতি, ̃ স্বভাব বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত। ̃ বীর্য বিণ. তীব্র তেজঃপূর্ণ। ̃ মূর্তি বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট। উগ্রা বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. 1 প্রখরা নারী; 2 যোগিনীবিশেষ। 22)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কালা-পাহাড়
(p. 186) kālā-pāhāḍ় বি. 1 মুসলমান আমলের ইতিহাসবিশ্রুত হিন্দু ব্রাহ্মণ যিনি ইসলামধর্ম গ্রহণ করেন এবং বহু মন্দির ধ্বংস করে কালাপাহাড় নামে পরিচিত হন; 2 (আল.) স্বধর্মদ্বেষী অত্যাচারী ও ভয়ংকর ব্যক্তি; 3 প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরোধী ব্যক্তি। [বাং. কালা2 + পাহাড়]। কালা-পাহাড়ি বিণ. বি. কালাপাহাড়ের মতো; কালাপাহাড়ের মতো আচরণ। 50)
খাণ্ডব
(p. 226) khāṇḍaba বি. মহাভারতের বর্ণিত ইন্দ্রপ্রস্হের নিকটস্হ অরণ্যবিশেষ। [সং. খণ্ডু + অ]। ̃ দাহন বি. কৃষ্ণার্জুনের সহায়তায় অগ্নির দ্বারা খাণ্ডব বন দাহন। খাণ্ডবানল বি. যে অগ্নিতে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল; (আল.) ভয়ংকর অগ্নিকাণ্ড। 23)
ঘোর
(p. 272) ghōra বিণ-বিণ. বিণ. 1 ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ); 2 অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ; 3 উত্কট (ঘোর মাতাল); 4 দুর্গম ('এ কী এ ঘোর বন': রবীন্দ্র); 5 গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)। বি. 1 জড়তা (ঘুমের ঘোর) ; 2 আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি); 3 অন্ধকার (সন্ধ্যার ঘোর); 4 মোহ (চোখের ঘোর)। [সং. √ঘুর্ + অ]। স্ত্রী. ঘোরা ('ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা': রবীন্দ্র)। ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ̃ ফের বি. 1 জটিলতা; 2 কুটিল অভিসন্ধি। ̃ তর বিণ. 1 অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল); 2 দুইয়ের মধ্যে বেশি ঘোর। ̃ দর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)। 15)
ঘোরালো, ঘোরাল
(p. 272) ghōrālō, ghōrāla বিণ. 1 গাঢ় অন্ধকারময় (ঘোরালো রাত্রি); 2 গাঢ় (ঘোরালো রং); 3 ক্রোধ অভিমান ইত্যাদিতে অত্যন্ত গম্ভীর (ঘোরালো মুখ); 4 ভয়ংকর (ঘোরালো বিপদ) ; 5 অত্যন্ত জটিল (ঘোরালো ব্যাপার)। [বাং. ঘোর + আলো, আল]। 18)
জখম
(p. 311) jakhama বি. ক্ষত, ঘা, আঘাত, চোট। বিণ. আহত (জখম হয়েছে)। [ফা. যখম্]। জখমি বিণ. 1 আহত, আঘাতপ্রাপ্ত (জখমি বাঘ খুবই ভয়ংকর); 2 আঘাতসংক্রান্ত। 13)
জলাতঙ্ক
(p. 312) jalātaṅka বি. যে ভাইরাসঘটিত ভয়ংকর রোগে রোগী জল দেখলেই ভয় পায়, hydrophobia, rabies. [সং. জল + আতঙ্ক]। 161)
ত্রাস
(p. 387) trāsa বি. ভয়, শঙ্কা। [সং. √ ত্রস্ + অ]। ̃ জনক বিণ. ভীতিজনক, ভয়ংকর। ̃ ন বি. ভীতিসঞ্চার। ত্রাসিত বিণ. ভীত করা হয়েছে এমন, আতঙ্কিত, যাকে ভয় দেখানো হয়েছে এমন। স্ত্রী. ত্রাসিতা। 88)
দংষ্ট্রা
(p. 395) daṃṣṭrā বি. 1 বড় ও ভয়ংকর দাঁত; 2 দাড়া। [সং. √ দন্শ্ + ত্র + আ]। ̃ ল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো। 14)
দুশ-মন
(p. 416) duśa-mana বি. শত্রু; দুর্বৃত্ত। বিণ. বিকট, ভয়ংকর (দুশমন চেহারা)। [ফা. দুশ্মন]। দুশমনি বি. শত্রুতা, দুর্বৃত্ততা। 21)
বাঘা
(p. 591) bāghā বি. বাঘ। বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বাঘা কুকুর); 2 কড়া, তীব্র (বাঘা তেঁতুল)। [বাং. বাঘ + আ]। বাঘা বাঘা বিণ. (সচ. বহুবচনে) প্রবল পরাক্রান্ত ও ভয়ংকর (বাঘা বাঘা জমিদার, বাঘা বাঘা সাহেব)। 78)
বিকট
(p. 605) bikaṭa বিণ. 1 অদ্ভুত ও ভয়ংকর (বিকট আওয়াজ); 2 বিশাল বা বিরাট ও ভয়ংকর (বিকট চেহারা, বিকট দাঁত); 3 উত্কট, কদর্য (বিকট ভঙ্গি)। [সং. বি. + √ কট্ + অ]। বি. ̃ তা। বিকটাকার বিণ. বিকট মূর্তি বা আকারবিশিষ্ট। বি. বিকট মূর্তি। 77)
বিকরাল
(p. 605) bikarāla বিণ. অতি ভয়ংকর, অত্যন্ত ভয়াল। [সং. বি + করাল]। 81)
বিভীষণ
(p. 621) bibhīṣaṇa বিণ. অতি ভয়ংকর। বি. 1 রাবণের কনিষ্ঠ ভ্রাতা; 2 (আল.) ঘরের শত্রু (বিভীষণদের সম্পর্কে সাবধান থেকো)। [সং. বি + ভীষণ]। বিভীষণ-বাহিনী বি. দেশের ভিতরে শত্রুতর দল, যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষে স্বদেশের শত্রুদের সঙ্গে যোগ দেয়, fifth column. ঘরের শত্রু বিভীষণ যে ব্যক্তি (শত্রুপক্ষে যোগ দিয়ে) নিজ দেশের বা পরিবারের বা প্রতিষ্ঠানের সর্বনাশ করে। 44)
বিভীষিকা
(p. 621) bibhīṣikā বি. 1 ভীষণ ভয় বা আতঙ্ক; 2 ভয় প্রদর্শন; 3 ভীতিপূর্ণ বা ঘটনা (ভূমিকস্পের বিভীষিকা)। [সং. বি √ ভী + ণিচ্ + অক + আ]। ̃ পূর্ণ, ̃ ময় বিণ. অতি ভয়ংকর (বিভীষিকাময় দিনগুলির স্মৃতি)। 45)
ভীম
(p. 667) bhīma বিণ. ভীষণ, ভয়ংকর, প্রচণ্ড (ভীমাকৃতি, ভীমদর্শন রাক্ষস)। বি. মহাভারতের মধ্যমপাণ্ডব ভীমসেন। [সং. √ ভী + ম। স্ত্রী. ভীমা। ̃ .বিক্রম বি. প্রচণ্ড পরাক্রম। 9)
ভীষণ
(p. 667) bhīṣaṇa বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)। [সং. √ ভী + ণিচ্ + অন]। বি. ̃ তা, ̃ .ত্ব। স্ত্রী. ভীষণা। ̃ .দর্শন বিণ. দেখতে ভয়ংকর (ভীষণদর্শন রাক্ষস)। 14)
ভয়ং-কর, ভয়ঙ্কর
(p. 655) bhaẏa-ṅkara, bhaẏaṅkara বিণ. 1 ভীতিজনক ভীষণ (ভয়ংকর দৃশ্য); 2 (কথ্য) অত্যন্ত, খুব (ভয়ংকর খিদে পেয়েছে)। [সং. ভয় + √ কৃ + অ। স্ত্রী. ভয়ং-করী। 70)
ভয়দ
(p. 655) bhaẏada বিণ. ভীতিজনক, ভয়ংকর। [সং. ভয় + √ দা + অ]। 71)
ভয়ানোক
(p. 658) bhaẏānōka বিণ. 1 অতি ভয়ংকর, ভীতিজনক (ভয়ানোক দৃশ্য); 2 (কথ্য) খুব, অত্যন্ত (ভয়ানোক দুঃখ পেয়েছে, ভয়ানোক খিদে পেয়েছে)। বি. (আল.) রসবিশেষ যার স্হায়ীভাব ভয়। [সং. √ ভী + আনক]। 2)
ভয়াবহ
(p. 658) bhaẏābaha বিণ. ভীতিজনক, ভয়ংকর (ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড)। [সং. ভয় + আবহ]। বি. ̃ তা। 3)
ভয়াল
(p. 658) bhaẏāla বিণ. ভয়ংকর, অত্যন্ত ভীতিজনক (ভয়াল দৃশ্য, ভয়ালযুদ্ধ)। [সং. ভয় + বাং. আল]। 5)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079244
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770475
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368150
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721944
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595344
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547652
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542704

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন