Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মঞ্জ্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্রাহ্য
(p. 8) agrāhya বিণ. 1 মেনে নেওয়া যায় না এমন, অগ্রহণী. (এ যুক্তি অগ্রাহ্য); 2 অবজ্ঞেয়; 3 বাতিল, নামঞ্জুর (আবেদন অগ্রাহ্য হওয়া)। [সং. ন (অ)+গ্রাহ্য]। অগ্রাহ্য করা ক্রি. বি. অবজ্ঞা করা; বাতিল করা; নামঞ্জুর করা। 10)
অণু
(p. 14) aṇu বিণ. 1 ক্ষুদ্র; 2 অল্প, ঈষত্ (অণু পরিমাণ)। বি. 1 সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; 2 পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম অংশ, molecule; 3 (অশু.) পরমাণু, atom. [সং. √ অণ্+উ]। ̃ চ্ছেদ বি. পরিচ্ছেদের অংশ, paragraph. ̃ .তরঙ্গ বি. ক্ষুদ্র (শব্দ) তরঙ্গ, microwave (পরি.)। ̃ .বীক্ষণ বি. চক্ষুর অগোচর অতি সূক্ষ্ম পদার্থ দেখবার যন্ত্রবিশেষ, microscope (পরি.)। ̃ ভা বি. বিদ্যুত্, অতি অল্পসময়ের জন্য যা আলো দেয়। ̃ .মঞ্জরি বি. ফুলের বৃহত্তম ছড়ার অংশভূত ক্ষুদ্রতর ছড়া, spikelet (বি. প.)। ̃ .মাত্র বিণ. সামান্য, অল্প পরিমাণ। 7)
অনু-মোদন
(p. 30) anu-mōdana বি. 1 সম্মতি; অনুকূল অভিমত; সমর্থন; 2 মঞ্জুরি sanction (কর্তৃপক্ষের অনুমোদন, সরকারি অনুমোদন)। [সং. অনু + √ মুদ্ + অন]। অনু-মোদিত বিণ. 1 সম্মতিপ্রাপ্ত; অনুমতিপ্রাপ্ত (সরকার-অনুমোদিত পাঠ্যপুস্তক); 2 সমর্থিত (শাস্ত্রানুমোদিত); 3 সরকারিভাবে স্বীকৃত বা ক্ষমতাপ্রাপ্ত, authorized; 4 মঞ্জুরিপ্রাপ্ত, sanctioned (স. প.)। 17)
অসমঞ্জস
(p. 70) asamañjasa বিণ. সংগতিহীন, অসংগত; সামঞ্জস্যহীন; বেখাপ, বেখাপ্পা। [সং. ন + সমঞ্জস]। 5)
অসামঞ্জস্য
(p. 70) asāmañjasya বি. সামঞ্জস্য বা সংগতির অভাব, অসংগতি; অমিল। [সং. ন + সামঞ্জস্য]। 56)
আলনা
(p. 104) ālanā বি. কাপড়চোপড় ঝুলিয়ে রাখার বা ভাঁজ করে রাখার কাঠের মঞ্চবিশেষ। [সং. আলম্বন]। 66)
উপ-যোজন
(p. 133) upa-yōjana বি. অবস্হা বা পরিস্হিতির উপযোগী করা; সামঞ্জস্যসাধন, সমন্বয়সাধন। [সং. উপ + √ যুজ্ + অন]। 34)
কাগা-বগা
(p. 177) kāgā-bagā অব্য. বি. ছন্নছাড়া বা উচ্ছৃঙ্খল ভাব; সামঞ্জস্যহীন ভাব। [দেশি]। 27)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কোষ
(p. 210) kōṣa বি. 1 আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ); 2 খাপ (কোষবদ্ধ তরোয়াল); 3 ভাণ্ডার (রাজকোষ); 4 ধনরাশি (কোষাগার); 5 কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ); 6 প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell; 7 (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ); 8 অভিধান (শব্দকোষ); 9 মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি); 1 মঞ্জুষা, পেটিকা; 11 কোষা; 12 রেশমগুটি, গুটিপোকা। [সং. √ কুষ্ + অ]। ̃ কার বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ। ̃ কার বি. অভিধানপ্রণেতা। ̃ বৃদ্ধি বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। 62)
খাপ
(p. 226) khāpa বি. 1 অস্ত্র রাখার আধার (খাপ থেকে তরোয়াল বার করল); 2 কোষ, আধার (চশমার খাপ); 3 মিল, সামঞ্জস্য (খাপ খাওয়া); 4 ঘনত্ব, ঠাসবুনন (কাপড়ের খাপ, খাপযুক্ত কাপড়)। [ ফা. খাম্]। ̃ ছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন, অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)। খাপা ক্রি. 1 খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া; 2 ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে যাবে কি?)। বি. বিণ. উক্ত সব অর্থে। খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো; খাপি করা। খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)। 55)
গুণ
(p. 250) guṇa বি. 1 ধর্ম, প্রকৃতি (দ্রব্যগুণ); 2 সদ্গুণ (গুণমুগ্ধ); 3 উপকার, সুফল (শিক্ষার গুণ); 4 ফলদায়ক শক্তি (ওষুধের গুণ) ; 5 দক্ষতা, যোগ্যতা (হাতের গুণ); 6 (বিজ্ঞা.) পদার্থের স্বাভাবিক ধর্ম; 7 (দর্শ.) প্রকৃতির ত্রিবিধ ধর্ম অর্থাত্ সত্ত্ব, রজঃ, তমঃ; 8 জাদু. তুকতাক, বশীকরণ (ওঝা গুণ জানে, আমার ছেলেটাকে সে গুণ করেছে); 9 (অল.) রচনার উত্কর্ষসাধক ত্রিবিধ ধর্ম অর্থাত্ প্রসাদ, ওজঃ, মাধুর্য; 1 (গণি.) পূরণ, গুণন (5 কে 2 দিয়ে গুণ করা); 11 বার, গুণিত (পাঁচ গুণ, বহুগুণ বেশি); 12 ধনুকের জ্যা বা ছিলা (ধনুর্গুণ); 13 দড়ি, সুতো ('গাঁথে বিদ্যা গুণে': ভা.চ.) ; 14 নৌকা টেনে নিয়ে যাওয়ার দড়ি; 15 (ব্যাক.) নির্দিষ্ট ক্রম অনুসারে ই এ, উ ও ইত্যাদি স্বরধ্বনির পরিবর্তন। [সং. √গুণ্ + অ]। গুণ করা ক্রি. বি. 1 জাদু দিয়ে বশ করা; 2 পূরণ করা। গুণ টানা ক্রি. বি. দড়ি তার ইত্যাদি বেঁধে নৌকা টেনে নিয়ে যাওয়া। গুণে ঘাট নেই 1 কোনো বিষয়েই হীন নয়; সর্বগুণে গুণান্বিত; 2 (বিদ্রুপে) সর্বপ্রকার দোষযুক্ত। ̃ ক বি. যে রাশির দ্বারা গুণ করা হয়। বিণ. গুণকারক। ̃ কীর্তন বি. যশোগান, গুণের প্রচার। ̃ গরিমা, ̃ গৌরব বি. সদ্গুণাবলির মহিমা। ̃ গ্রহণ বি. পরের গুণ উপলব্ধি করা ও তার মর্যাদা দেওয়া। ̃ গ্রাম বি. গুণাবলি। ̃ গ্রাহী (-হিন্) বিণ. অন্যের গুণের সমাদর করে এমন। স্ত্রী. ̃ গ্রাহিণী বি. ̃ গ্রাহিতা। ̃ চট বি. শণের সুতো দিয়ে তৈরি চট বা থলি। ̃ জ্ঞ বিণ. গুণগ্রাহী। ̃ ধর বিণ. 1 গুণবান; 2 (ব্যঙ্গে) হীনচরিত্র, মন্দ কাজ করে এমন (গুণধর ছেলে)। ̃ ধাম, ̃ নিধি বি. গুণী ব্যক্তি। ̃ ন বি. (গণি.) গুণ করা, পূরণ, multiplication. ̃ নীয়, গুণ্য বিণ. গুণ করতে হবে এমন। বি. ওইরূপ রাশি, multiplicand. ̃ নীয়ক বি. যে রাশির দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, factor. ̃ পনা বি. নৈপুণ্য, দক্ষতা। ̃ ফল বি. (গণি.) গুণনের দ্বারা উত্পন্ন রাশি, product. ̃ বত্তা বি. গুণশালিতা; গুণের অস্তিত্ব। ̃ বাচক বিণ. গুণপ্রকাশক। ̃ বাদ বি. গুণবর্ণন। ̃ বান (-বত্) বিণ. গুণযুক্ত, গুণী। স্ত্রী. ̃ বতী। ̃ বৃক্ষ বি. নৌকার মাস্তুল, যাতে গুণ বাঁধা হয়। ̃ বৈষম্য বি. গুণের অসামঞ্জস্য। ̃ মণি বি. বিশিষ্ট গুণী ব্যক্তি। ̃ ময় বিণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ ময়ী। ̃ মুগ্ধ বিণ. গুণের দ্বারা আকৃষ্ট। স্ত্রী. ̃ মুগ্ধা। ̃ শালী (-লিন্) বণ. গুণসম্পন্ন। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ শূন্য, ̃ হীন বিণ. যার গুণ নেই। ̃ সম্পন্ন বিণ. গুণযুক্ত। ̃ সাগর বি. গুণের সাগর; পরম গুণবান ব্যক্তি। 67)
গ্রিন-রুম
(p. 261) grina-ruma বি. রঙ্গমঞ্চে অভিনেতাদের বিশ্রামকক্ষ বা সাজঘর। [ইং. greenroom]। 70)
ঘূর্ণায়মান মঞ্চ
(p. 270) ghūrṇāẏamāna mañca বি. যে মঞ্চ ঘোরে, revolving stage. [সং. √ঘূর্ণ্ + ণিচ্ + শানচ্ = ঘূর্ণায়মান + মঞ্চ]। 22)
চূত
(p. 294) cūta বি. 1 আমগাছ; 2 আম। [সং. √চুত্ + অ (দীর্ঘ-ঊ)। ̃ মঞ্জরি বি. আমের শিষ বা মুকুল। ̃ লতা বি. যে লতা আমগাছকে বেষ্টন করে থাকে। 37)
জনাস্তিকে
(p. 312) janāstikē ক্রি-বিণ. 1 অন্য লোকের অনতিদূরে কিন্তু আড়ালে, একপাশে; 2 (নাটকে) লোকের সমক্ষে কিন্তু রঙ্গমঞ্চের অন্যান্য অভিনেতা শুনতে না পায় এমনভাবে। [সং. জন + অন্তিক + বাং. এ]। 55)
জেটি
(p. 327) jēṭi বি. জাহাজ, স্টিমার প্রভৃতি থেকে মালপত্র নামাবার বা যাত্রী নামাবার মঞ্চবিশেষ। [ইং. jetty]। 62)
টুঙি, টুঙ্গি
(p. 346) ṭuṅi, ṭuṅgi বি. 1 উঁচু মঞ্চ; 2 মঞ্চের উপর বা উঁচু জায়গায় নির্মিত ঘর। [সং. তুঙ্গ]। জল-টুঙ্গি দ্র জল। 18)
তাল2
(p. 375) tāla2 বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা। তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা। ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা। ̃ কানা বিণ. 1 (সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন। ̃ ভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি। 82)
তুলসী
(p. 375) tulasī বি. হিন্দুদের কাছে পবিত্র বলে পরিগণিত গাছবিশেষ বা তার পাতা, basil. [সং. তুলা + √ সো + অ + ঈ]। তুলসী চড়ানো, তুলসী দেওয়া ক্রি. বি. নারায়ণের প্রসন্নতা বা আশীর্বাদ লাভের জন্য তাঁর চরণে তুলসীপাতা দেওয়া। ̃ মঞ্চ বি. মাটির বা বাঁধানো যে বেদির উপর তুলসী গাছ রোপণ করে নিত্যপূজা করা হয়। তুলসীবনের বাঘ সাধু বলে পরিচিত অসাধু ব্যক্তি বা দুর্জন। 222)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
দন্ত
(p. 396) danta বি. দাঁত। [সং. √ দম্ + ত]। দন্ত-কচ-কচি বি. খিচিমিচি, ঝগড়া। ̃ কাষ্ঠ বি. দাঁতন, যে কাঠি দিয়ে দাঁত মাজা হয়। ̃ ধাবন বি. 1 দাঁতের মাজন; 2 দাঁতন; 3 দাঁত মাজা। ̃ পঙ্ক্তি বি. দাঁতের সারি, দাঁতের পাটি। ̃ বিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি। ̃ মঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন। ̃ মাংস, ̃ বেষ্ট বি. দাঁতের মাঢ়ী। ̃ মূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়। বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স। ̃ রুচি বি. দাঁতের শোভা; (ব্যঙ্গে) হাসি। ̃ শূল বি. দাঁতের যন্ত্রণা। ̃ স্ফুট বি. 1 কামড়; 2 (আল.) দুর্বোধ্য বিষয়ের মধ্যে প্রবেশ (দন্তস্ফুট করা যায় না)। দন্তাঘাত বি. দাঁতের আঘাত; কামড়। দন্তাদন্তি বি. কামড়াকামড়ি। 46)
দৃশ্য
(p. 418) dṛśya বি. 1 দর্শনযোগ্য বা দৃশ্যমান বস্তু বা বিষয় (এ দৃশ্য দেখা যায় না, ভয়ানক দৃশ্য, অপূর্ব দৃশ্য); 2 নাটকের অঙ্কের অন্তর্গত ভাগ বা পরিচ্ছেদ (প্রথম অঙ্কের চতুর্থ দৃশ্য); 3 নাটকের পারিপার্শ্বিক অবস্হানুযায়ী অভিনয়মঞ্চের সজ্জা, সিন, scene. বিণ. 1 দর্শনীয় (কুদৃশ্য, অদৃশ্য); 2 অভিনয় দেখতে হয় এমন (দৃশ্যকাব্য); 3 প্রকাশ্য (দৃশ্যত)। [সং. √ দৃশ্ + য]। ̃ কাব্য বি. কাব্যের শ্রেণিবিশেষ, কাব্যনাটকবিশেষ, যার রস উপভোগের জন্য অভিনয় দেখতে হয়। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. আপাতদৃষ্টিতে (দৃশ্যত সুন্দর)।̃ পট বি. থিয়েটার বা রঙ্গমঞ্চের সিন বা চিত্রপট, scene. ̃ মান বিণ. যা দেখা যাচ্ছে এমন, দৃষ্ট হচ্ছে এমন (দৃশ্যমান জগত্)। ̃ সংগীত বি. নৃত্য। দৃশ্যান্তর বি. অন্য দৃশ্য। 7)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074482
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768772
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366216
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545319
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন