Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাহুত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষমা2
(p. 4) akṣamā2 বি. 1 ক্ষমার অভাব, ক্ষমাহীনতা; 2 অসহিষ্ণুতা; 3 ক্রোধ। [সং. ন+ক্ষমা]। 30)
অঙ্কুশ
(p. 8) aṅkuśa বি. মাহুতের ব্যবহৃত হস্তিতাড়নযন্ত্র; আঁকশির মুখের মতো ছুঁচলো বাঁকা লোহার অস্ত্র যার সাহায্যে হাতির মাথায় খোঁচা দেওয়া হয়; ডাঙস; আঁকশি, hook. [সং. অন্ক্+উশ]। 34)
অনুপম
(p. 28) anupama বিণ. উপমাহীন, তুলনাহীন, অতুলনীয়, সর্বোত্কৃষ্ট (অনুপম সৌন্দর্য)। [সং. ন + উপমা]। স্ত্রী. অনুপমা। অনুপ-মেয় বিণ. উপমা দেওয়া বা তুলনা করা যায় না এমন। 30)
অপরি-সীম
(p. 39) apari-sīma বিণ. সীমা নেই এমন; সীমাহীন, অসীম, অশেষ (অপরিসীম আনন্দ, অপরিসীম করুণা)। [সং. ন + পরিসীমা]। 5)
অমর্যাদা
(p. 57) amaryādā বি. মর্যাদা বা সম্মানের অভাব; অপমান, অনাদর; অবজ্ঞা। [সং. ন + মর্যাদা]। অমর্যাদ বিণ. মর্যাদাহীন; সীমাহীন। 7)
অমর্ষ, অমর্ষণ
(p. 57) amarṣa, amarṣaṇa বি. 1 ক্রোধ; 2 অক্ষমা, অসহিষ্ণুতা। বিণ. 1 ক্রুদ্ধ; 2 ক্ষমাহীন। [সং. ন + √ মৃষ্ + অ, + অন]। অমর্ষিত, অমর্ষী (-র্ষিন্) বিণ. রাগী, ক্রোধী; ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। 8)
অমিত
(p. 57) amita বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। ̃ .তেজা (-তেজস্) বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। ̃ .বিক্রম বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। ̃ .বাক, ̃ .বাক্, ̃ .ভাষী (-ষিন্) বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। ̃ .ব্যয় বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ। ̃ .ব্যয়িতা বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. বেহিসাবি খরচ করে এমন। ̃ .শক্তি বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাক্ষর বি. অমিত্রাক্ষর যেখানে শেষ অক্ষরে মিল বা অন্ত্যমিল থাকে না। অমিতাচার বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্) বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা। অমিতাভ দ্র অমিতাভ। 30)
অসহ
(p. 70) asaha বিণ. 1 সহ্য করতে পারে না এমন, অসহিষ্ণু; ক্ষমাহীন; 2 সহ্য করা যায় না এমন, অসহ্য ('এ কুসুম-মালা হয়েছে অসহ': রবীন্দ্র)। [সং. ন + √ সহ্ + অ]। ̃ ন বি. অসহিষ্ণুতা, সহ্য না করা। বিণ. 1 অসহিষ্ণু, ক্ষমাহীন; 2 অসহ্য। ̃ নীয় বিণ. সহ্য করা যায় না এমন, দুঃসহ, অসহ্য (অসহনীয় দুঃখ)। ̃ মান বিণ. সহ্য করে না এমন; ক্ষমা করে না এমন। 40)
অসীম
(p. 72) asīma বিণ. সীমাহীন; অনন্ত, অশেষ ('অসীম ধন তো আছে তোমার': রবীন্দ্র); প্রচুর। বি. বিশ্বচরাচরব্যাপী সত্তা ('তোমা মাঝে অসীমের চিরবিস্ময়': রবীন্দ্র)। [সং. ন + সীমা]। স্ত্রী. অসীমা। 12)
জামা মসজিদ
(p. 322) jāmā masajida বি. 1 বড় মসজিদ; 2 দিল্লির প্রসিদ্ধ মসজিদ। [আ. জামাহ্ + মস্জিদ]। 44)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নিরবধি
(p. 461) nirabadhi বিণ. সীমাহীন, শেষহীন, অনন্ত ('কালের সমুদ্রে শেষ কাল নিরবধি': বিষ্ণু)। ক্রি-বিণ. নিরন্তর, সর্বদা (নিরবধি বয়ে চলেছে)। [সং. নির্ + অবধি]। 144)
নিষাদী2
(p. 473) niṣādī2 (-দিন্) বি. 1 মাহুত, হাতির চালক; 2 হাতির সওয়ার, গজারোহী। [সং. নি + √ সদ্ + ইন্]। 49)
বিমা, (বর্জি.) বীমা
(p. 621) bimā, (barji.) bīmā বি. কিস্তিতে কিস্তিতে প্রদেয় চাঁদার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কিংবা মৃত্যু বা দুর্ঘটনা ঘটলে মেয়াদের পূর্বেই জীবন সম্পত্তি বা মূল্যবান দ্রব্যাদির ক্ষতিপূরণবাবদ অর্থ পাবার চুক্তি, insurance. [ফা. বিমাহ্]। ̃ পত্র বি. বিমার দলিল, insurance policy. 64)
মহা2
(p. 688) mahā2 বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহত্, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহত্ দ্র]। ̃ কবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। ̃ করণ বি প্রধান সরকারি দফতরখানা secretariat (স.প) ̃ কর্ষ বি. 2 (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation ̃ কাব্যে বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহত্ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। ̃ কায় বিণ অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। ̃ কাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)। ̃ কালী বি. (স্ত্রী.) 1 মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী। ̃ কাশ-মহাকাশ দ্র। ̃ কুষ্ঠ বি. প্রাণঘাতী বা অত্যন্ত বিপজ্জনক কুষ্ঠরোগবিশেষ। ̃ কোশল বি. দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যবিশেষ। ̃ খর্ব বি. বহুসহস্র কোটি সংখ্যা। ̃ গুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি। ̃ গৌরী বি দুর্গাদেবী। ̃ জগত্ বি. মহাবিশ্ব universe ̃ জন বি. 1 অতি ধার্মিক বা মহত্ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা। ̃ .জনি বি. তেজারতি (সে মহাজনি করে) বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)। ̃ .জাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)। ̃ .জ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়। ̃ ঢ্য বিণ. অতি ধনী, ধনাঢ্য। ̃ .তপা (-পস্), (বর্জি.) ̃ .তপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী। ̃ .তেজস্বী (-স্বিন্), ̃ .তেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন। ̃ .তৈল বি. মানুষের দেহের চর্বি। ̃ .ত্মা (-ত্মন্) বিণ. অতি মহত্, উন্নত বা মহত্ মনসম্পন্ন। বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা। ̃ .দেব বি. দেবাদি দেব শিব। ̃ .দেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি। ̃ .দেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)। ̃ .দেশীয় বিণ. মহাদেশসম্বন্ধীয়। ̃ .দ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid. ̃ .দ্রুম বি. বড়ো গাছ, বনস্পতি। ̃ .ধাতু বি. সোনা। ̃ .নগর, ̃ .নগরী বি. অতি বৃহত্ নগর। ̃ .নন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। বিণ. অতিশয় আনন্দিত। ̃ .নবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন। ̃ .নস বি. রন্ধনশালা, রান্নাঘর। ̃ .নাদ বি. ভয়ংকর শব্দ, অতি উচ্চ ধ্বনি। বিণ. অতি উচ্চ ধ্বনিযুক্ত; মহানাদকারী। ̃ .নিদ্রা বিণ. মৃত্যু। ̃ .নির্বাণ (বৌদ্ধমতে) 1 সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ; 2 বুদ্ধের মৃত্যু। ̃ .নিশা বি. রাত্রির মধ্যভাগ, মধ্যরাত্রি; রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহর বা দ্বিতীয় প্রহরের শেষভাগ এবং তৃতীয় প্রহরের প্রথমভাগ। ̃ .নীল বিণ. গাঢ় নীল রং। বি. সিংহলে প্রাপ্ত নীলকান্তমণি। ̃ .নু-ভব, ̃ .নু-ভাব বিণ. উদারচিত্ত; মহিমান্বিত। বি. ̃ .নু-ভবতা, ̃ .নু-ভাবতা। ̃ .পথ বি. 1 রাজপথ; 2 যুধিষ্ঠিরাদির স্বর্গারোহণের পথ; 3 মৃত্যু। ̃ .পদ্ম বি. বিণ. শতকোটি লক্ষ সংখ্যা বা সংখ্যক। ̃ .পাতক, ̃ .পাপ বি. 1 অতি জঘন্য পাপ; 2 ব্রহ্মহত্যা সুরাপান গুরুপত্নীহরণ প্রভৃতি অন্যায় কাজ এবং এই সব কাজে লিপ্ত ব্যাক্তির সঙ্গে সংসর্গ। পাতকী, ̃ .পাপী (-পিন্) বিণ. বি. মহাপাপকারী। ̃ .পাত্র বি. প্রধান অমাত্য। ̃ .পুরাণ বি. বেদব্যাস-রচিত অষ্টাদশ পুরাণ। ̃ .প্রভু বি. 1 শিব; 2 পরমেশ্বর; 3 চৈতন্যদেব; 4 পুরীর জগন্নাথদেব। ̃ .প্রয়াণ বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্য যাত্রা। ̃ .প্রলয় বি. 2 বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস; 2 ব্রহ্মা ও তাঁর সৃষ্টির বিনাশ। ̃ .প্রসাদ বি. 1 জগন্নাথদেবের প্রসাদ; 2 শ্রেষ্ঠ প্রসাদ; 3 দেবতাকে নিবেদিত অন্নাদি; 4 (বাং.) দেবীকে নিবেদিত ছাগমাংস। ̃ .প্রস্হান বি. 1 মৃত্যু; 2 মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা, মহাযাত্রা। ̃ .প্রাণ বিণ. 1 উদারহৃদয়, উদারচেতা; 2 (ব্যাক.) অধিক প্রাণ বা বায়ুর সাহায্যে উচ্চারিত (মহাপ্রাণ ধ্বনি)। বি. মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি, প্রতি বর্গের 2 য় ও 4 র্থ বর্ণ এবং ঢ ও হ। ̃ .বন বি. 1 বৃহত্ ও গভীর বন; 2 বৃন্দাবনের বনবিশেষ। ̃ .বল বিণ. অতি শক্তিশালী। ̃ .বাক্য বি. মহাপুরুষ ঋষি প্রভৃতির বাক্য বা বাণী। ̃ .বাহু বিণ. 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 মহাবল। ̃ .বিদ্যা বি. 1 কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা-দুর্গার এই দশ মুর্তি বা রূপ; 2 (কৌতুকে) চুরি, চুরিবিদ্যা (চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা)। ̃ .বিদ্যালয় বি. কলেজ। ̃ .বিশ্ব বি. আমাদের সৌরজগত্ আরও যে বহু কোটি নক্ষত্র ও বহু ছায়াপথযুক্ত প্রায়সীমাহীন মহাকাশের অংশ; মহাকাশ। ̃ .বিষুব বি. সূর্যের মেষরাশিতে সংক্রমণ, চৈত্রসংক্রান্তি, vernal equinox. ̃ .বীর বিণ. অত্যন্ত বীর্যবান বা বিক্রমশালী। বি. 1 জৈন তীর্থঙ্করবিশেষ; 2 রামায়ণোক্ত হনুমান; 2 গরুড়। ̃ .বেগ বি. প্রবল বেগ বা গতি (মহাবেগে ঘূর্ণিত বায়ু)। ̃ .বৈদ্য বি. 1 শ্রেষ্ঠ চিকিত্সক; 2 (ব্যাঙ্গে) হাতুড়ে ডাক্তার; 3 (ব্যঙ্গে) যম। ̃ .বোধি বি. বুদ্ধদেব। ̃ .ব্যাধি বি. 1 কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি; 2 কুষ্ঠরোগ। ̃ .ব্যাহৃতি বি. (ওঙ্কারপূর্বক) 'ভূঃ ভুবঃ স্বঃ' এই মন্ত্র। ̃ .ব্যোম বি. মহাকাশ; মহাবিশ্ব; নভোমণ্ডল। ̃ .ব্রাহ্মণ বি. শ্মশানক্রিয়া-সম্পাদনকারী বা নিকৃষ্ট ব্রাহ্মণ। ̃ .ভাগ বি. বিণ. পরম সৌভাগ্যবান; দয়া প্রেম ইত্যাদি সদ্গুণশালী। ̃ .ভাব বি. প্রেম ভক্তি প্রভৃতির চরম অবস্হা ('মহাভাবস্বরূপা শ্রীরাধাঠাকুরাণী': চৈ. চ.)। ̃ .ভারত বি. 1 বেদব্যাস রচিত কুরুপাণ্ডবের কাহিনিসংবলিত মহাকাব্য; 2 (আল.) অতি বিস্তৃত কাহিনি বা গল্প (মহাভারত ফেঁদে বসা)। মহাভারত অশুদ্ধ হওয়া পবিত্র অনুষ্ঠান বা ভালো কাজ নষ্ট বা দোষযুক্ত হওয়া। ̃ .ভূজ বিণ 1 দীর্ঘ ও শক্তিশালী বাহুযুক্ত; 2 অতি শক্তিশালী, মহাবল। ̃ .ভৈরব বি. মহাদেবের মূর্তিবিশেষ। ̃ .মণ্ডল বি. 1 রাষ্ট্রাধ্যক্ষ; 2 (বাং.) প্রধান মোড়ল ('আমি মহামণ্ডল, আমার আগে তোলা': ক. ক.); 3 (বাং.) অতি বৃহত্ সমবায় বা সংঘ। ̃ .মতি, ̃ .মনা (-নস্) বিণ. মহানুভব, মহাত্মা। ̃ .মহিম, ̃ .মহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ। ̃ .মহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ। ̃ .মাংস বি. নরমাংস। ̃ .মাত্য বি. প্রধান অমাত্য বা মন্ত্রী; প্রাচীন ভারতের প্রধান মন্ত্রী বা অমাত্য। ̃ .মাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]। ̃ .মানব বি. সমগ্র মনুষ্যজাতি ('মহামানবের সাগরতীরে': রবীন্দ্র)। ̃ .মানী (-নিন্) বিণ. অতি গৌরবযুক্ত বা মান্য। ̃ .মান্য বিণ. অত্যন্ত মাননীয় বা সম্মানের পাত্র। ̃ .মায়া বি. 1 অবিদ্যা; 2 প্রকৃতি; 3 দুর্গা, ভগবতী, আদ্যাশক্তি। ̃ .মার বিণ. অতি দৌরাত্ম্যকারী ('মোর দেশে পরদল আইল মহামার': বি. গু.)। বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ। ̃ .মারী বি. মড়ক, সংক্রামক রোগহেতু ব্যাপক মৃত্যু (কলেরার মহামারী আকার ধারণ)। মহামারী কাণ্ড (আল.) সাংঘাতিক কাণ্ড; প্রচণ্ড হইচই। ̃ .মুদ্রা বি. যৌগিক ব্যায়ামবিশেষ। ̃ .মুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব। ̃ .মূর্খ বিণ. অতি মূর্খ, আকাট মূর্খ। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)। ̃ .মোহ বি. বিষয়বাসনরূপ অজ্ঞানতা। ̃ .যজ্ঞ বি. বেদপাঠ অগ্নিহোত্র তর্পন অতিথিসেবা এবং জীবগণকে খাদ্যদান-এই পাঁচরকম সত্কর্ম। ̃ .যশা বিণ. অতি কীর্তিমান। ̃ .যাত্রা বি. মহাপ্রয়াণ, মৃত্যু। ̃ .যান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়। ̃ .যোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)। ̃ .রজত বি. স্বর্ণ, সোনা। ̃ .রণ বি. 1 বিরাট যুদ্ধ; 2 (আল.) প্রবল বা উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা (কাল শুরু হবে মহারণ)। ̃ .রণ্য বি. অতি বৃহত্ ও ঘন বন, মহাবন। ̃ .রত্ন বি. 1 শ্রেষ্ঠ বা অতি মূল্যবান রত্ন; 2 হীরক পদ্মরাগ নীলকান্ত মরকত ও মুক্তা-এই পাঁচ রত্ন। ̃ .রথ বি. অসাধারণ যুদ্ধকুশল বীর, শ্রেষ্ঠ বীর, মহাবীর। ̃ .রথী (-থিন্) বি. মহারথ -এর অনুরূপ। ̃ .রস বি. 1 খেজুর; 2 আখ; 3 কেশুর; 4 পারদ; 5 অষ্টধাতু; 6 আমানি বা কাঁজি, পান্তাভাতের জল। ̃ .রাজ বি. 1 বড়ো রাজা, অধিরাজ, সম্রাট; 2 (বাং.) সন্ন্যাসীর আখ্যাবিশেষ। [সং. মহান্ + রাজা]। ̃ .রাজ্ঞী বি. (স্ত্রী.) রাজমহিষী, বড়ো রানি। ̃ .রাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ। ̃ .রানি (বর্জি.) (̃ .রানী) বি. (স্ত্রী.) মহারাজ ও মহারাজা -র স্ত্রীলিঙ্গ। ̃ .রাজাধি-রাজ বি. সম্রাট, রাজচক্রবর্তী, বড়ো রাজা। ̃ .রানা, (বর্জি.) ̃ .রাণা বি রাজস্হানের বিশেষত উদয়পুরের শাসক উপাধি। ̃ .রাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ। ̃ .রাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি। ̃ .রাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 3 মহারাষ্ট্রে জাত বা উত্পন্ন। ̃ .রুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি। ̃ .রোগ বি. ষক্ষাকুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি। ̃ .রৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ। ̃ .র্ঘ, ̃ .র্হ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা। মহার্ঘ ভাতা বি. দূর্মূল্যভাতা dearness alloweance ̃ র্ণব বি. মহাসাগর। ̃ লয়া বি. হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববতী অমাবস্যাতিথি। ̃ .শক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। বিণ. অতি পরাক্রান্ত। ̃ .শঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহত্ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা। ̃ শয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া। ̃ .শূন্য বি. 1 অনন্ত আকাশ বা নভস্তল; 2 (বিজ্ঞা.) সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্রযুক্ত আকাশ। ̃ .শ্বেতা বি. সরস্বতীদেবী। ̃ .শ্মশান বি. 1 লোকালয় থেকে দূরে অবস্হিত বিশাল শ্মশান; 2 বারাণসী, কাশী। ̃ .ষ্টমী বি. শারদীয় দুর্গোত্সবের অষ্টমী তিথি। ̃ .সংকট বি. ঘোর বিপদ। ̃ .সত্ত্ব বি. অতিকার জীব। বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা। ̃ .সভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্হাপক সভা। ̃ .সমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)। ̃ .সমুদ্র, ̃ .সাগর, ̃ .সিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহত্ সমুদ্র। ̃ .সুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)। ̃ স্হবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি। 59)
মাতৃ
(p. 692) mātṛ বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। ক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। কা বি. 1 মাতা; গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। ̃ কুল বি. মায়ের বংশ। ̃ গণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরী ও চর্চিকা-এই অষ্ট শক্তি। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। ̃ দায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। ̃ দুগ্ধ বি. মায়ের স্তনের দুধ। ̃ পক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ। ̃ .বত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)। ̃ .বন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন। ̃ .বিয়োগ বি. মায়ের মৃত্যু। ̃ .ভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল। ̃ .ভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। ̃ .ভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা। ̃ .ভূমি বি. স্বদেশ, জন্মভূমি। ̃ .শাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy. ̃ .শ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি। ̃ .ষ্বসা দ্র মাতুঃষ্বসা। ̃ .ষ্বস্রীয়া বি. মাসতুতো বোন। ̃ .সদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ। ̃ .সমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)। ̃ .সেবা বি. মায়ের পরিচর্যা। ̃ .স্নেহ বি. মায়ের ভালোবাসা। ̃ .স্তন্য বি. মায়ের বুকের দুধ। ̃ .হত্যা বি. মায়ের প্রাণনাশ করা। ̃ .হন্তা (ন্তৃ), ̃ .হন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী। ̃ .হীন বিণ. মা-মরা। স্ত্রী. ̃ .হীনা। মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]। 113)
মাথা
(p. 692) māthā বি. 1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো); 2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়); 3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা); 4 প্রান্ত, আরম্ভস্হল (মোড়ের মাথায়, রস্তার মাথায়); 5 মোড়, বাঁক; 6 নৌকোর অগ্রভাগ বা গলুই; 7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে); 8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা); 9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়); 1 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)। [প্রাকৃ. মত্থঅ সং. মস্তক]। মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.) 1 সতেজ হয়ে ওঠা; 2 উন্নতি করা; 3 অভ্যুত্থিত হওয়া; 4 সগৌরবে নিজেকে জাহির করা; 5 বিদ্রোহী হওয়া; 6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা। ̃ .ওয়ালা বিণ. বুদ্ধিমান। মাথা কাটা ক্রি. বি. 1 বধ বা হত্যা করা; 2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা। মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া। মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)। মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি. 1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা; 2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা। মাথা খাও মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ। মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উত্সন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)। মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা। ̃ .খারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্হ। মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্হির বা বিভ্রান্ত হওয়া। মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা ̃ .গরম বি. রাগ, ক্রোধ। বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)। মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া। মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা। মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা। মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা। বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ। মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা ঘোরা ক্রি. বি. 1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া; 2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা -র অনুরূপ। মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্হির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো। মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্হ হওয়া, উত্তেজনা দূর করা। মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্হিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া। মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা -র অনুরূপ। মাথা দেওয়া ক্রি. বি. 1 জীবন উত্সর্গ করা; 2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া। মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া। মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা মাথা নেই তার মাথা ব্যথা উক্তি অকারণ দুশ্চিন্তা। মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা। ̃ .পাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে ̃ .পিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে। মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা। মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা। ̃ .ব্যথা বি 1 মাথার মধ্যে যন্ত্রণা; 2 আল. দুশ্চিন্তা; 3 গরজ। ̃ .মুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না। মোটা বিণ. স্হূলবুদ্ধি বোকা মাথামোটা লোক মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া -র অনুরূপ। মাথায় করা ক্রি বি. 1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া; 2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা; 3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল মাথায় কাঠাল ভাঙা কি. বি ভাঙা দ্রব্য। মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া। মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি। মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া। মাথায় ঘোলা ঢালা দ্র ঘোলা। মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া। মাথায় ঢোকা ক্রি বোধগম্য হওয়া। মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া। মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল মাথায় রাখা ক্রি. বি. 1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা; 2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু। মাথায় হাত বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা দাম শুনে তাঁর তো মাথায় হাত। মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা। মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া। মাথার খুলি করোটি। মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা। মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি। মাথার ঠাকুর বি অতি শ্রদ্ধেয় ব্যক্তি মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া। মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাত্ আমার মৃত্যুর কারণ হও এই শপথ। ̃ লো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া। 118)
মাহুত
(p. 704) māhuta বি. হস্তিচালক (হাতির পিঠে মাহুত)। [হি. মহাবত]। 8)
মাহেন্দ্র
(p. 704) māhēndra বিণ. মহেন্দ্র বা দেবরাজ ইন্দ্র-সম্বন্ধীয় (মাহেন্দ্র রথ) [সং. মহেন্দ্র+অ]। ̃. ক্ষণ, ̃. যোগ বি. (জ্যোতিষ.) শুভযোগবিশেষ; উপযুক্ত সময়। 9)
মাহেশ
(p. 704) māhēśa বিণ. মহেশ বা শিব সম্বন্ধীয়। বি. শিবের উপাসক, শৈব। [স. মহেশ+অ]। 10)
যন্তা
(p. 723) yantā (যন্তৃ) বি. 1 সারথি; 2 পরিচালক; 3 মাহুত। [সং. √ যম্ + তৃ]। [তু. নিয়ন্তা]। 20)
সমা-হৃত
(p. 808) samā-hṛta বিণ. 1 সংগৃহীত, একত্রীকৃত (সমাহৃত পূজোপকরণ); 2 সংক্ষিপ্ত। [সং. সম্ + আহৃত]। সমা-হৃতি বি. 1 সংগ্রহ, একত্রীকরণ; 2 সংক্ষেপণ। 126)
হদ্দ
(p. 858) hadda বি. সীমা (তু. বেহদ্দ =সীমাহীন); এলাকা (হদ্দের বাইরে যাওয়া)। বিণ. 1 চরম, চূড়ান্ত (হদ্দ মজা); 2 অনধিক, মোট (হদ্দ চার কাঠা)। [আ. হদ্দ্]। ̃ মুদ্দ ক্রি-বিণ. যথাসাধ্য; বড়োজোর, খুব বেশি হলে। বিণ. প্রচণ্ড (হদ্দমুদ্দ লড়াই)। হদ্দ হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্লান্ত বা জেরবার হওয়া (খুঁজতে খুঁজতে হদ্দ হওয়া)। 42)
হস্তী
(p. 862) hastī বি. শুঁড়বিশিষ্ট অতিকায় নিরামিষাশী জন্তুবিশেষ, হাতি, গজ, করী, মাতঙ্গ। [সং. হস্ত + ইন্]। স্ত্রী. হস্তিনী। হস্তী-দন্ত বি. হাতির দাঁত। হস্তিপ, হস্তী-পক বি. হস্তীপালক, মাহুত। হস্তী-মদ বি. হাতি খেপলে তার গণ্ডদেশ শুঁড় ইত্যাদি থেকে যে জল ক্ষরিত হয়। হস্তী-মূর্খ বিণ. আকাট মূর্খ। হস্তী-শালা বি. হাতির আস্তাবল, পিলখানা। হস্ত্যশ্ব বি. হাতি ও ঘোড়া। হস্ত্যজীব বি. হাতিব্যবসায়ী; হস্তীপালক, হাতিশিকারি। হস্ত্যায়ুর্বেদ বি. হাতির চিকিত্সা সম্বন্ধীয় শাস্ত্র। হস্ত্যারোহ বি. 1 হাতির পিঠে আরোহী ব্যক্তি; 2 মাহুত। হস্ত্যারোহী (-হিন্) বিণ. হাতির পিঠে আরূঢ়। 13)
হাত
(p. 865) hāta বি. 1 প্রধানত কিছু ধরার জন্য এবং উঠানোনামানোর জন্য দেহের যে অঙ্গ ব্যবহার করা হয়, কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 2 চব্বিশ অঙ্গুলি বা আঠারো ইঞ্চি পরিমিত দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 (আল.) অধিকার, বশবর্তিতা (হাতে আসা, হাতের জিনিস); 4 প্রভাব (হাত থাকা, হাত এড়ানো); 5 সাহায্য বা বিরোধিতার জন্য যোগদান (কোনো ব্যাপারে হাত দেওয়া)। [প্রা. হত্থ সং. হস্ত]। হাত আসা ক্রি. বি. অভ্যাস হওয়া। হাত কচলানো ক্রি. বি. দুই করতল ক্রমাগত ঘষে মিনতি করা বা প্রার্থনা করা। ̃ কড়া, ̃ কড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s). হাত করা ক্রি. বি. অধিকারে বা স্বপক্ষে আনা। &tilde ; করাত বি. যে করাত একজনে হাত দিয়ে চালাতে পারে। ̃ কাটা বিণ. 1 হাত কাটা গিয়েছে এমন, ছিন্নহস্ত (হাতকাটা লোক); 2 বগল থেকে কনুই পর্যন্ত হাতওয়ালা অথবা হাতাশূন্য (হাতকাটা জামা)। হাত কামড়ানো ক্রি. বি. আপশোস করা। ̃ খরচ, ̃ খরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়। ̃ খালি বিণ. 1 রিক্তহস্ত; 2 হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন; 3 নিরাভরণ হাতবিশিষ্ট। ̃ খোলা বিণ. খরচের ব্যাপারে উদার; ব্যয়শীল; দানশীল। হাত গুটানো ক্রি. বি. নিরস্ত হওয়া। হাত গোনা ক্রি. হস্তরেখা বিচারকপূর্বক ভাগ্য নির্ণয় করা। ̃ ঘড়ি বি. যে-ঘড়ি কবজিতে বাঁধা যায়, রিস্ট ওয়াচ (wrist-watch). হাত চলা ক্রি. বি. হাত দিয়ে প্রহার করা। ̃ চালা বি. অপহৃত দ্রব্য বার করার জন্য বা চোর ধরার জন্য আভিচারিক মন্ত্রবলে হস্তচালনা। হাত চালানো ক্রি. বি. দ্রুত কাজ করা। ̃ চিঠা, (কথ্য) &tilde ; চিঠে বি. ছোটো চিঠি বা রসিদ। ̃ ছাড়া বিণ. 1 বেহাত, হস্তচ্যুত, বেদখল (সুযোগ টাকা বা জমি হাতছাড়া হওয়া); 2 আয়ত্তের বাইরে গিয়েছে এমন (ছেলে হাতছাড়া হওয়া)। ̃ ছানি বি. হাত নেডে ইশারা। হাতজোড় করা ক্রি. বি. (দুই করতল যুক্ত করে) ক্ষমাপ্রার্থনা অনুনয় বা নমস্কার করা। হাত জোড়া থাকা ক্রি. বি. কাজে ব্যস্ত থাকা। হাত তোলা ক্রি. বি. প্রহারের জন্য বা সমর্থনের জন্য হাত উঁচু করা। ̃ টান বি. কৃপণতা; (ছিঁচকে) চুরির অভ্যাস। ̃ ড়া, ̃ ড়ানো ক্রি. হাত বুলিয়ে বুলিয়ে খোঁজা (হাতড়ে বেড়ানো)। [বাং. √ হাতড়া]। ̃ তালি বি. (আনন্দ প্রশংসা উপহাস প্রভৃতিতে বা গানে তাল রাখার জন্য) দুই করতলে সশব্দ আঘাত, তাই। ̃ তোলা বি. দয়া করে অন্যে দেয় এমন বস্তু। বিণ. (পরের) অনুগ্রহপ্রদত্ত; (পরের) অনুগ্রহের উপর নির্ভরশীল। হাত দেওয়া ক্রি. বি. 1 সাহায্য করার বা বাধা দেওয়ার জন্য যোগ দেওয়া। হাত দেখা ক্রি. বি. 1 হাত গোনা, কররেখাদ্বারা ভাগ্যবিচার করা; 2 নাড়ি পরীক্ষাপূর্বক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করা। ̃ ধরা বিণ. বশীভূত। হাত ধুয়ে বসা ক্রি. বি. 1 আশা বা সম্পর্ক ত্যাগ করা; 2 দায়িত্ব না রাখা; 3 (উপহাসে) ভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আহারের জন্য অত্যধিক ব্যস্ত হওয়া। হাত পড়া ক্রি. বি. 1 হস্তক্ষেপ হওয়া; 2 স্পৃষ্ট হওয়া, ছোঁয়া লাগা। হাত পাকানো ক্রি. বি. 1 অভ্যাসদ্বারা পটু হওয়া; 2 প্রহার করবার জন্য প্রস্তুত হওয়া। &tilde ; পাখা বি. (সচ.) তালপাতার তৈরি যে পাখা দিয়ে বাতাস করা হয়। হাত-পা চলা ক্রি. বি. যুগপত্ হাত ও পা দিয়ে মারা; কিল চড় ঘুসি ও লাথি মারা। হাত-পা না ওঠা ক্রি. বি. অত্যন্ত ভীত ও ভরসাহীন হওয়া। হাত-পা-বাঁধা বিণ. নিরুপায়। হাত-পা বেঁধে জলে ফেলা ক্রি. বি. 1 উদ্ধারলাভের পথ বন্ধ করে সর্বনাশের পথে ঠেলে দেওয়া; 2 নিতান্ত অপাত্রে কন্যাদান করা। হাত পাতা ক্রি. বি. করতল প্রসারিত করা; প্রার্থী হওয়া। হাত পা বার হওয়া ক্রি. বি. 1 অতিশয় অতিরঞ্জিত হওয়া; 2 কর্মশক্তি অসম্ভব বৃদ্ধি পাওয়া। ̃ বদল বি. অধিকার পরিবর্তন; হস্তান্তর। ̃ বাক্স বি. (প্রধানত টাকাকডি রাখবার জন্য) ছোটো বাক্সবিশেষ। হাত বাড়ানো ক্রি. বি. 1 কিছু ধরবার জন্য হাত প্রসারিত করা; 2 (আল.) লোভ করা; পাবার চেষ্টা করা। ̃ ভরা বিণ. করতল ভরে যায় এমন। ̃ ভারী বিণ. কৃপণস্বভাব, সহজে টাকা বার করতে বা দিতে নারাজ। ̃ মোজা বি. দস্তানা। ̃ যশ বি. (প্রধানত চিকিত্সকের) দক্ষ বা পারদর্শী বলে খ্যাতি।থ ̃ সই বিণ. হস্তপ্রমাণ, এক হাত মাপবিশিষ্ট। বি. হাতের ভালো টিপ বা নিশানা, হাতের টিপ। ̃ সাফাই বি. হস্তলাঘব; হাতের পটুতা; হাত দিয়ে চুরির কাজে ক্ষমতা। ̃ সুতা, (কথ্য) ̃ সুতো বি. মাছ ধরার কাজে ছিপের বদলে ব্যবহৃত কৃত বা আয়ত্ত (হাতে-কলমে শিক্ষা), practical. ক্রি-বিণ. (হাতে-কলমে শেখা)। হাতেখড়ি বি. 1 খড়ি দিয়ে লিখিয়ে শিশুর বিদ্যারম্ভ; 2 (আল.) শিক্ষারম্ভ বা কর্মারম্ভ। হাতে-গড়া বিণ. হাত দিয়ে তৈরি। হাতে ধরা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা বা মিনতি করা। হাতে নয় ভাতে মারা ক্রি. বি. প্রহার না করে কেবল উপবাসী রেখে দুর্বল করা। হাতেনাতে ক্রি-বিণ. 1 অপরাধের প্রমাণসহ; 2 বমাল; 3 অপরাধে রত থাকবার সময়ে (হাতে-নাতে ধরা)। হাতে নেওয়া ক্রি. বি. হাত দিয়ে গ্রহণ করা; দায়িত্ব গ্রহণ করা। হাতে পাওয়া ক্রি. বি. অধিকারে বা তাঁরে পাওয়া। হাতে পাঁজি মঙ্গলবার (আল.) বৃথা তর্ক না করে হাতের কাছে যে সন্দেহ-নিরসনের উপায় আছে তা অবলম্বন করা হোক। হাতেপাতে ক্রি-বিণ. (টাকাকড়ি-সম্বন্ধে) সম্বলরূপে। হাতে-পায়ে ক্রি-বিণ. 1 একান্ত মিনতি জানিয়ে (টাকার জন্য হাতে-পায়ে পড়া, হাতে-পায়ে ধরে ক্ষমাভিক্ষা); 2 স্বাবলম্বী হয়ে (হাতে-পায়ে দাঁড়ানো)। হাতে বেড়ি পড়া ক্রি. বি. (আল.) অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া। হাতে মাথা কাটা ক্রি. বি. 1 শুধু হাত দিয়েই মাথা কাটা; 2 (আল.) অতিশয় কঠোরভাবাপন্ন বা ক্ষমাহীন হওয়া। হাতে মারা ক্রি. বি. প্রহার করা (কথায় না মেরে হাতে মারা=তিরস্কার না করে প্রহার করা)। হাতের জল না গলা ক্রি. বি. অতিশয় কৃপণ হওয়া। হাতের ঢিল ছুড়ে দিলে আর ফেরে না সুযোগ হারালে আর পাওয়া যায় না। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা ক্রি. বি. হেলায় সুযোগ হারানো। হাতেহাতে ক্রি-বিণ. 1 সঙ্গে সঙ্গে, অবিলম্বে; 2 সরাসরি (হাতেহাতে ফলপ্রাপ্তি, দাম হাতে-হাতে চুকানো, প্রমাণ হাতে-হাতে); 3 এক হাত থেকে আর এর হাতে (ব্যাগটা হাতে-হাতে চলে গেল)। এক হাত নেওয়া ক্রি. বি. অপ্রীতিকর কথা শুনানো; পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়া। [এক দ্র]। কপালে হাত দেওয়া ক্রি. বি. ভাগ্যের দোহাই দেওয়া। কাঁচা হাত 1 অপটু হাত; 2 দক্ষতার অভাব; 3 অনভিজ্ঞতা। পাকা হাত 1 পটু হাত; 2 দক্ষতা; 3 অভিজ্ঞতা। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086486
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773329
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370918
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723106
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700482
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596293
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551179
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543263

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন