Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মৃত্যুও দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অক্কা
(p. 4) akkā বি. 1 প্রভু, ঈশ্বর; 2 মাতা; 3 মৃত্যু। [আ. অকা। তু. লা. acca. লাতিনে acca শব্দের অর্থ মাতা বা দেবী, Acca Larentia এক রোমান দেবীর নাম]। অক্কা পাওয়া ক্রি. বি. (কৌতু.) মৃত্যুমুখে পতিত হওয়া, মরে যাওয়া। ̃ প্রাপ্তি বি. (কৌতু.) মৃত্যু। 11)
অজ1
(p. 8) aja1 বিণ. 1 যার জন্ম নেই বা হয় না, জন্মহীন; 2 কারও গর্ভে যার জন্ম হয় না। বি. 1 ঈশ্বর; 2 ব্রহ্মা; 3 বিষ্ণু; 4 শিব; 5 রামচন্দ্রের পিতামহ অথবা রঘুর পুত্র; 6 কামদেব, মদন; 7 দক্ষ; 8 জীবাত্মা, যাঁর জন্ম মৃত্যু বিনাশ নেই। [সং. ন+√ জন্+অ]। অজা1 বি. (স্ত্রী) ত্রিগুণময়ী প্রকৃতি, সত্ত্ব, রজঃ ও তমঃ এই ত্রিগুণের অধিকারিণী আদ্যাশক্তি। 90)
অজর
(p. 8) ajara বিণ. জরাগ্রস্ত হয় না এমন। বি. যাদের বার্ধক্য নেই, অর্থাত্ দেবতা। [সং. ন+জরা]। অজরামর বিণ. জরা ও মৃত্যু নেই এমন, বার্ধক্যহীন ও মৃত্যুহীন। 104)
অজামিল
(p. 8) ajāmila বি. ভাগবতোক্ত কান্যকুব়্জবাসী জনৈক ইন্দ্রিয়াসক্ত ব্রাহ্মণ, যিনি মৃত্যুকালে নারায়ণভক্তির পুরস্কারস্বরূপ বিষ্ণুলোকে গিয়েছিলেন। 114)
অত্যয়
(p. 14) atyaẏa বি. 1 মৃত্যু, বিনাশ, ধ্বংস (দেহাত্যয়); 2 অতিক্রম, অপগম (কালাত্যয়); 3 অপচয়, 4 দোষ, অপরাধ; 5 বিপদ, আকস্মিক বিপদ; 6 emergency (স.প.)। [সং. অতি + √ ই+অ]। অত্যয় প্রমাণপত্র বি. আকস্মিক বিপত্কালীন প্রমাণপত্র, আপত্কালীন প্রমাণপত্র, emergency certificate. ̃ .সংচিতি বি. জরুরি অবস্হার জন্য সঞ্চয়, emergency reserve (স. প.)। 40)
অনন্ত
(p. 22) ananta বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. 1 বিষ্ণু; 2 সর্পরাজ শেষনাগ; 3 বলরাম; 4 (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]। ̃ কাল বি. ক্রি-বিণ. চিরকাল; চিরকাল ধরে। ̃ চতুর্দশী বি. ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ। ̃ নিদ্রা বি. যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু। ̃ মূল বি. শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা। ̃ রূপী (-পিন্) বিণ. অসংখ্য আকৃতি আছে এমন। ̃ বি. বিষ্ণু। ̃ শয়ন, ̃ শয্যা বি. 1 মৃত্যু, শেষ শয্যা; 2 ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন। 13)
অনু-মরণ
(p. 30) anu-maraṇa বি. সহমরণ; স্বামীর সঙ্গে চিতায় আরোহণ করে মৃত্যুবরণ কিংবা স্বামীর মৃত্যুর পরই স্বেচ্ছায় মৃত্যুবরণ। [সং. অনু (পরে) + মরণ]। 11)
অন্ত
(p. 32) anta বি. 1 মৃত্যু; বিনাশ (দেহান্ত); 2 শেষ, অবসান (নিশান্ত, অন্তহীন রাত্রি); 3 প্রান্ত, সীমা (বনান্ত, দিগন্ত) 4 স্বরূপ, হদিশ (অন্ত পাওয়া ভার); 5 জীবনশেষ ('অন্তে দিও গো পদাশ্রয়': সু. দ.)। [সং. অম্ + ত]। ̃ ক বি. যম। বিণ. 1 নাশক; 2 শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)। ̃ কাল বি. মৃত্যুর সময়। &tilde ; ত, (-বর্জি.) ̃ তঃ অব্য. কমপক্ষে। ̃ স্হ বিণ. প্রান্তস্হ। 29)
অন্তিম
(p. 34) antima বিণ. 1 শেষ; 2 মৃত্যুকালীন (বৃদ্ধের অন্তিম ইচ্ছা)। বি. পরিণতি (অন্তিমে অক্ষয় স্বর্গলাভ). [সং. অন্ত + ইম ('ভব' অর্থে)]। ̃ কাল, ̃ সময় বি. মরণকাল। ̃ দশা বি. শেষ অবস্হা; মুমূর্ষু অবস্হা। ̃ শয্যা বি. যে শয্যায় শায়িত অবস্হায় মৃত্যু ঘটে। 32)
অন্ধ
(p. 34) andha বি. 1 চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; 2 গাঢ় অন্ধকারময় ('অন্ধতামস': রবীন্দ্র); 3 অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কূপ বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy. ̃ তমস বি. গাঢ় অন্ধকার। ̃ তমিস্র বি. গাঢ় অন্ধকার। বিণ. গাঢ় অন্ধকারময়। ̃ বিশ্বাস বি. বিচার বিবেচনা না ক'রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্হা। ̃ বেগ বি. বেপরোয়া দ্রুত বেগ। অন্ধের নড়ি, অন্ধের যস্টি অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়। 41)
অপ-গম, অপ-গমন
(p. 34) apa-gama, apa-gamana বি. 1 প্রস্হান; 2 অপসরণ; 3 পলায়ন; 4 মৃত্যু। [সং. অপ + √ গম্ + অ, অন]। 72)
অপ-ঘাত
(p. 34) apa-ghāta বি. 1 আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যু, অপমৃত্যু; 2 আকস্মিক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি (অপঘাতে মৃত্যু)। অপ-ঘাতী (-তিন্) বিণ. অপঘাত ঘটায় এমন। 76)
অপ-মৃত্যু
(p. 34) apa-mṛtyu বি. অস্বাভাবিকভাবে বা অপঘাতে মৃত্যু। [সং. অপ + মৃত্যু]। অপ-মৃত বিণ. অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন ('অপমৃত বিধাতার লগ্নভ্রষ্ট প্রেত': সু. দ.)। 118)
অপায়
(p. 40) apāẏa বি. 1 বিচ্ছেদ; 2 দুঃখ; ক্ষতি; অমঙ্গল; 3 মৃত্যু; বিনাশ; 4 বাধা, বিঘ্ন। [সং. অপ + √ ই + অ]। 14)
অপুত্রক
(p. 40) aputraka বিণ. পুত্র নেই এমন, পুত্রহীন (অপুত্রক অবস্হায় তাঁর মৃত্যু হল)। [সং. ন + পুত্র + (সমাসান্ত) ক]। 31)
অপূরণীয়
(p. 40) apūraṇīẏa বিণ. পূরণ করা যায় না এমন (তাঁর মৃত্যু দেশের পক্ষে এক অপূরণীয় ক্ষতি)। [সং. ন + পূরণীয়]। 38)
অব-সান
(p. 46) aba-sāna বি. 1 শেষ, সমাপ্তি (দিবা অবসান, রাত্রি অবসান); 2 সমাধান, অন্ত (তর্কের অবসান); 3 মৃত্যু (জীবনাবসান)। [সং. অব + √ সো + অন]। অব-সিত বিণ. সমাপ্ত, অবসানপ্রাপ্ত; ফুরিয়ে গেছে এমন। 30)
অবধি
(p. 44) abadhi অব্য. 1 থেকে, হতে (জন্মাবধি, সেই অবধি, 'জনম অবধি হাম': বিদ্যা.); 2 পর্যন্ত (আজ অবধি, মৃত্যু অবধি)। বি. সীমা; অন্ত, অবসান (দুঃখের অবধি রইল না)। [সং. অব + √ ধা + ই]। ̃ বাধিত বিণ. (আইনে) মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দোষে দুষ্ট, barred by limitation (স. প.)। 25)
অবর্ত-মান
(p. 46) abarta-māna বিণ. 1 অতীত বা ভবিষ্যত্, বর্তমান নয় এমন; 2 অনুপস্হিত; 3 মৃত; গত। [সং. ন + বর্তমান]। অবর্ত-মানে ক্রি. বিণ. অনুপস্হিতিতে; মৃত্যুর পর (পিতার অবর্তমানে পুত্রই অধিকারী। 3)
অবশ্য2
(p. 46) abaśya2 অব্য. ক্রি-বিণ. বিণ-বিণ. 1 নিশ্চয়, নিশ্চিতভাবে (অবশ্যপালনীয়, অবশ্য করতে হবে); নিংসংশয়ে, বলা বাহুল্য; 2 তবে, পক্ষান্তরে (মাংস খাওয়া ভালো, অবশ্য পরিমিত মাত্রায়)। [সং. অবশ্যম্]. অবশ্য অবশ্য ক্রি-বিণ. নিশ্চয়ই, বলা বাহুল্য। ̃ করণীয়, ̃ কর্তব্য, ̃ কার্য বিণ. করতেই হবে এমন। ̃ ম্ভাবী (-বিন্) বিণ. নিশ্চয় ঘটবে এমন (মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা)। অবশ্যম্ভাবিতা বি. নিশ্চয়তা। 25)
অবি-নশ্বর, অবি-নাশী
(p. 48) abi-naśbara, abi-nāśī (-শিন্) বিণ. অমর; অক্ষয়; শাশ্বত; ধ্বংস মৃত্যু বা ক্ষয় নেই এমন (অবিনশ্বর আত্মা, অবিনশ্বর কীর্তি)। [সং. ন + বি + নশ্বর, ন + বি + নাশিন্]। 33)
অমর
(p. 55) amara বিণ. মরে না এমন, মৃত্যুহীন, চিরজীবী; অবিনশ্বর; অক্ষয়, চিরস্মরণীয় (অমর কীর্তি)। বি. দেবতা। [সং. ন + মর]। ̃ তা, ̃ ত্ব বি. মৃত্যুহীনতা, চিরস্হায়িত্ব ('লভিয়াছে অমরতা এ মর ধরায়': নবীন)। ̃ .ধাম, ̃ .লোক বি. 1 যেখানে মৃত্যু নেই, দেবলোক, স্বর্গ; ইন্দ্রপুরী; 2 পরলোক। 53)
অমৃত
(p. 57) amṛta বি. 1 যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; 2 দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); 3 দেবলোক, স্বর্গ; 4 মোক্ষ; মুক্তি। বিণ. অত্যন্ত মধুর (অমৃত ফল); 2 জীবনরক্ষাকারী; 3 অমর। [সং. ন + মৃত]। ̃ .কুণ্ডু বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য থাকে এমন পাত্র। ̃ .ফল বি. আম। ̃ .বল্লী বি. গুলঞ্চ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ .ভাষীণী। ̃ .মন্হন বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। ̃ .রস বি. সুধারস; অতি মধুর রস। ̃ .লোক বি. দেবলোক, স্বর্গ। ̃ ..হ্রদ বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ। অমৃতা বি. 1 হরীতকী; 2 নাড়ীবিশেষ। অমৃতি বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?) অমৃতোপম বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর। 49)
অরিষ্ট
(p. 61) ariṣṭa বিণ. 1 মঙ্গলজনক; কুশল; 2 অক্ষত; 3 হিংসা করা হয়নি এমন; 4 ক্ষয়হীন; অমর। বি. 1 উপদ্রব; 2 মদজাতীয় আয়ুর্বেদীয় ওষুধবিশেষ (দ্রাক্ষারিষ্ট); 3 মৃত্যুর লক্ষণ। [সং. ন + রিষ্ট]। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074147
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768676
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366066
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721058
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698061
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594642
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545170
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542302

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন