Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রাজ্যের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অযোধ্যা
(p. 60) ayōdhyā বি. প্রাচীন কোশলরাজ্যের সূর্যবংশীয় রাজাদের রাজধানী। 15)
অহিচ্ছত্র
(p. 75) ahicchatra বি. প্রাচীন পঞ্চাল রাজ্যের উত্তরাংশ। [সং. অহি + ছত্র]। 29)
আমির
(p. 101) āmira বি. 1 সম্ভ্রান্ত ও ধনী মুসলমান; 2 সম্ভ্রান্ত মুসলমানের বা নৃপতির উপাধিবিশেষ; 3 ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তি। [আ. আমীর]। ̃ ওমরাহ, ̃ ওমরা বি. 1 সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ; 2 মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী। আমিরি বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা। বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)। 44)
ঈশ্বর
(p. 118) īśbara বি. 1 ভগবান; 2 জগতের স্রষ্টা; 3 প্রভু, স্বামী (প্রাণেশ্বর); 4 রাজা, অধিপতি (রাজ্যেশ্বর); 5 শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (যোগীশ্বর); 6 মৃত ব্যক্তির বা পুণ্যতীর্থের নামের আগে মহিমাসূচক চিহ্ন -* (*ভূদেব মুখোপাধ্যায়, *বারাণসী)। [সং. √ ঈশ্ + বর]। স্ত্রী. ঈশ্বরী। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ দত্ত বিণ. ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন, ঈশ্বরের কৃপায় প্রাপ্ত (ঈশ্বরদত্ত কণ্ঠ)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. ঈশ্বরের বিরোধী; ঈশ্বরের ক্ষমতা বা মহিমা বা অস্তিত্ব অস্বীকার করে এমন; নাস্তিক। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. ঈশ্বরভক্ত, ধার্মিক। বি. ̃ নিষ্ঠা, ̃ পরায়ণতা। ̃ প্রাপ্তি বি. ঈশ্বরকে পাওয়া; মৃত্যু। ̃ বিরোধী-ঈস্বরদ্বেষী -র অনুরূপ। ̃ ভক্ত, &tilde ; ভক্তি যথাক্রমে ঈশ্বরনিষ্ঠ ও ঈশ্বরনিষ্ঠা -র অনুরূপ। ঈশ্বরাজ্ঞা, ঈশ্বরাদেশ বি. ঈশ্বরের নির্দেশ। ঈশ্বরাধীন বিণ. ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল; দৈবাধীন। ঈশ্বরীয় বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক। 13)
কৃতাভি-ষেক
(p. 204) kṛtābhi-ṣēka বিণ. অভিষিক্ত হয়েছে এমন (রাম তখন যৌবরাজ্যে কৃতাভিষিক্ত হলেন)।[সং. কৃত + অভিষেক]। 6)
চক্র
(p. 274) cakra বি. 1 চাকা (রথচক্র); 2 চাকার মতো আকারবিশিষ্ট বস্তু (কুম্ভকারের চক্র); 3 যথানিয়মে যা ঘুরছে (কালচক্র); 4 ভ্রমণ, ঘুরপাক (চক্র দিচ্ছে); 5 চক্রাকার পৌরাণিক অস্ত্রবিশেষ (সুদর্শন চক্র); 6 চাকার মতো আকৃতিযুক্ত ও বিস্তারবিশিষ্ট বস্তু (আলোকচক্র); 7 গ্রহমণ্ডল; 8 তান্ত্রিক সাধনার মণ্ডলী (ভৈরবচক্র); 9 (জ্যোতিষ.) রাশি বা গ্রহগুলির অবস্হাননির্দেশক ছক (রাশিচক্র); 1 পতাকীচক্র ইত্যাদির চিত্র; 11 হাতের তালুতে বা আঙুলে এবং পদতলে মণ্ডলাকার রেখা; 12 গ্রামসমূহের সমষ্টি, চাকলা; 13 বহুবিস্তৃত রাজ্য বা দেশসমূহ; 14 চক্রান্ত, ষড়যন্ত্র (দশচক্র); 15 ক্রম, পরম্পরা (ঘটনাচক্র); 16 গুচ্ছ, বর্গ; 17 সাপের ফণা। [সং. √কৃ + অ (ক ঘঞর্থে) নি.]। ̃ গতি বি. আবর্তন, ঘূর্ণন, গোল হয়ে ঘোরা। ̃ ধর বি. 1 বিষ্ণু; 2 রাজা, নৃপতি; 3 ফণাযুক্ত সাপ। ̃ ধুরা বি. চাকার মধ্যবর্তী দণ্ড, অক্ষদণ্ড। ̃ নাভি বি. চক্রের কেন্দ্রস্হিত অংশ। ̃ নেমি বি. চাকার বেড়। ̃ পাণি বি. 1 কৃষ্ণ; 2 বিষ্ণু। ̃ বক্র বি. কূটকৌশল, ছল; ফন্দিফিকির। ̃ বর্তী (-র্তিন্) বি. 1 বহুধাবিস্তৃত রাজ্যের রাজা, সম্রাট, সার্বভৌম নৃপতি; 2 ব্রাহ্মণের পদবিবিশেষ। ̃ বাক বি. হাঁসজাতীয় পাখিবিশেষ, চখা। স্ত্রী. ̃ বাকী। ̃ বাত বি. ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবাত, cyclone. ̃ বাল, (বিরল) ̃ বাড় বি. দিঙ্মণ্ডল, দিগন্তবৃত্ত, আকাশকক্ষ, দূর থেকে তাকালে যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে মিশেছে বলে মনে হয়, horizon. ̃ ব্যূহ বি. চক্রাকারে বা মণ্ডলাকারে সৈন্যসমাবেশ। ̃ বৃদ্ধি বি. সুদের সুদ, compound interest. 18)
জীবদ্দশা
(p. 326) jībaddaśā বি. জীবনকাল, যে পর্যন্ত প্রাণ থাকে (তাঁর জীবদ্দশাতেই রাজ্যের পতন শুরু হয়)। [সং. জীবত্ + দশা]। 20)
জুম, জুমিয়া
(p. 327) juma, jumiẏā বিণ. বি. আসাম রাজ্যের পর্বতময় অঞ্চলে পাহাড়ের গায়ে যে চাষ হয়। 42)
ঠাকুর
(p. 350) ṭhākura বি. 1 দেবতা (ঠাকুর-দেবতা মানে না); 2 দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); 3 ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); 4 রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); 5 পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); 6 গুরু; 7 ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; 8 ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন। ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ̃ ঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ̃ জামাই বি. নন্দাই। ̃ ঝি বি. ননদ। ̃ দাদা বি. পিতামহ। ̃ দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ। ̃ পো বি. দেবর। ̃ বাড়ি বি. মন্দির। ̃ মহাশয়, ̃ মশাই বি. পুরোহিত। ̃ মা বি. পিতামহী। ̃ সেবা বি. দেবতার পূজা। ঠাকুরাল, ঠাকুরালি বি. 1 প্রভুত্ব; প্রাধান্য; 2 দেবতাসুলভ মহিমা বা ছলনা ('ছাড় তোমার ঠাকুরালি')। 17)
দ্বৈত
(p. 426) dbaita বি. 1 দ্বিত্ব; দ্বিবিধত্ব; 2 দুইয়ের সত্তা; 3 প্রাচীন ভারতের অরণ্যবিশেষ। বিণ. 1 দ্বিবিধ (দ্বৈত সত্তা, দ্বৈত ভূমিকা); 2 দুজনে মিলে করা হয় এমন (দ্বৈতসংগীত)। ̃ বাদ বি. জীবাত্মা ও পরমাত্মা কিংবা প্রকৃতি ও পুরুষ ভিন্ন-এই দার্শনিক মত। ̃ বাদী (-দিন্) বিণ. দ্বৈতবাদে বিশ্বাসী; দ্বৈতবাদ মানে এমন। ̃ শাসন বি. এক রাষ্ট্রে বা রাজ্যে দুই শাসনকর্তার যুগপত্ শাসন। ̃ সংগীত বি. দুজনে মিলে গাওয়া হয় এমন গান, duet. দ্বৈতাদ্বৈত বি. জীবাত্মা ও পরমাত্মার ভেদ ও অভেদ; দার্শনিক নিম্বার্কাচার্যের মতবাদ। 32)
ধর্ম
(p. 433) dharma বি. 1 ঈশ্বরোপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব (হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম); 2 পুণ্যকর্ম, সত্কর্ম, কর্তব্যকর্ম (ক্ষমা পরম ধর্ম); 3 অবশ্যপালনীয় কর্তব্য (নারীধর্ম, বীরের ধর্ম, রাজধর্ম); 4 স্বভাব, গুণ, শক্তি (কালের ধর্ম, আগুনের ধর্ম); 5 নৈতিক সততা (ধর্মহীন আচরণ); 6 সুনীতি, ন্যায়বিচার (ধর্মাধিকরণ); 7 ধর্মের অধিদেবতা যম (বকবেশধারী ধর্ম); 8 বিশেষ লক্ষণ (কলির ধর্ম); 9 সতীত্ব (স্ত্রীলোকের ধর্মনাশ); 1 (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে নবম স্হান। [সং. √ ধৃ + ম]। ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি। ̃ কর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম। ̃ কাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী। ̃ ক্ষেত্র বি. পুণ্যস্হান, তীর্থ। ̃ গুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু। ̃ গ্রন্হ, ̃ পুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র। ̃ ঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা। ̃ ঘটি বিণ. ধর্মঘটকারী। ̃ চক্র বি. 1 দুঃখের কারণ ও তার নিরসনের উপায় সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য নামেও পরিচিত; 2 বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা পথ; 3 ধর্মের চক্র বা আবর্তন। ̃ চর্চা বি. ধর্ম সম্বন্ধে আলাপ-আলোচনা। ̃ চর্যা বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা। ̃ চারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক। ̃ চিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা। ̃ চ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট। ̃ জীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন। ̃ জ্ঞ বিণ. ধর্মতত্ত্ব জানে এমন। ̃ ঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)। ̃ তত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন। ̃ তলা বি. ধর্মঠাকুরের নিয়মিত পূজার স্হান। ̃ ত্যাগ বি. 1 ধর্মের পথ ত্যাগ; 2 কোনো একটি ধর্ম ত্যাগ এবং অন্য ধর্ম গ্রহণ। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. 1 (অন্যের) ধর্মের নিন্দা করে বা বিরোধিতা করে এমন; 2 অধার্মিক। ̃ দ্রোহী, (-হিনঃ বিণ. ধর্মদ্বেষী -র অনুরূপ। বি. ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা। ̃ ধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন। ̃ ধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি। ̃ ধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী; 2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক। ̃ নাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতীত্বনাশ। ̃ নিষ্ঠ বিণ. ধার্মিক। ̃ নিষ্ঠা বি. ধার্মিকতা। ̃ পত্নী বি. বিবাহিতা স্ত্রী, সহধর্মিণী। ̃ পরায়ণ বিণ. ধার্মিক, ধর্ম অনুসরণ করে চলে এমন (যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ)। বি. ̃ পরায়ণতা। ̃ পালন, ধর্মাচরণ বি. পুণ্যকর্ম করা; ধর্মসংগত বা শাস্ত্রবিহিত কর্ম করা। ̃ পিতা (-তৃ), ̃ বাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা। ̃ পুত্র বি. 1 ধর্মের অধিদেবতা যমরাজের অংশজাত যুধিষ্ঠির; 2 ধর্মত যাকে পুত্র বলে স্বীকার করা হয়েছে। ধর্মপুত্র (ধর্মপুত্তুর) যুধিষ্ঠির (ব্যঙ্গে) যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলে যে নিজেকে জাহির করতে চায়। ̃ প্রবণ বিণ. ধর্মানুরাগী। বি. ̃ প্রবণতা। ̃ প্রবর্তক বিণ. বি. কোনো ধর্মের উদ্গাতা বা প্রতিষ্ঠাতা। ̃ প্রাণ বিণ. ধর্মকে নিজের প্রাণস্বরূপ মনে করে এমন; অত্যন্ত ধার্মিক। বি. ̃ প্রাণতা। ̃ বিদ, ̃ বিদ্ (-বিত্) বিণ. ধর্মের তত্ত্ব ও দর্শন জানে এমন। ̃ বিপ্লব বি. ধর্মসংক্রান্ত বিরাট পরিবর্তন। ̃ বিশ্বাস বি. ধর্মের প্রতি আস্হা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)। ̃ বুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা। ̃ ভয় বি. ধর্মহানির বা পাপের ভয়। ̃ ভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ̃ ভীরুতা। ̃ ভ্রষ্ট বিণ. ধর্মের পথ থেকে বিচ্যুত বা পতিত। ̃ ভ্রাতা (-তৃ), ̃ ভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই। ̃ মঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্হ। ̃ মত বি. ধর্মীয় বিশ্বাস। ̃ যাজক বি. ধর্মাচার্য; পুরোহিত। ̃ যুদ্ধ বি. ধর্মরক্ষার্থে যুদ্ধ, জেহাদ। ̃ রক্ষা বি. 1 স্বধর্ম বজায় রাখা; 2 ধর্মাচরণ; 3 সতীত্ব রক্ষা। ̃ রাজ বি. 1 যুধিষ্ঠির; 2 যম; 3 ধর্মঠাকুর; 4 বুদ্ধ। ̃ রাজ্য বি. যে রাজ্যে ন্যায়বিচার বিরাজমান; ন্যায়ের রাজ্য। ̃ লক্ষণ বি. ধার্মিকতার দশটি লক্ষণ, যথা ধৃতি ক্ষমা আত্মসংযম সততা পরিচ্ছন্নতা ইন্দ্রিয়দমন ধী বিদ্যা অক্রোধ এবং সত্যপ্রিয়তা। ̃ লোপ বি. ধর্মের অস্তিত্বহানি, ধর্মনাশ। ̃ শালা বি. 1 বিচারালয়; 2 অতিথিশালা; 3 পথিক বা সাধারণ লোকের আশ্রয়স্হান। ̃ শাসন বি. ধর্মের বা শাস্ত্রের অনুশাসন, ধর্মের নির্দেশ। ̃ শাস্ত্র বি. ধর্মবিষয়ক গ্রন্হ; স্মৃতিশাস্ত্র। ̃ শিক্ষা বি. ধর্মবিষয়ক শিক্ষা; যে-শিক্ষায় মনে ধর্মভাবের বা ধর্মজ্ঞানের উদয় হয়। ̃ শীল বিণ. ধার্মিক। ̃ সংগত বিণ. ধর্মশাস্ত্র বা নীতির সঙ্গে সংগতি আছে এমন। ̃ সংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন। ̃ সংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস। ̃ সংস্কারক বি. বিণ. যিনি ধর্মসংস্কার করেন। ̃ সংস্হাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন। ̃ সংস্হাপন বি. ধর্মের প্রতিষ্ঠা। ̃ সংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্হ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্হ। ̃ সভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্হাপিত বা আয়োজিত সভা। ̃ সম্মত বিণ. ধর্মসংগত। ̃ সাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়। বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করে বলছি)। ̃ সাধন বি. ধর্মচর্চা, ধর্মপালন। ̃ স্হান বি. 1 দেবতার স্হান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্হান। ̃ হানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ। ̃ হীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী। ধর্মাচরণ-ধর্মচর্যা -র অনুরূপ। ধর্মাচারী-ধর্মচারী -র অনুরূপ। ধর্মাত্মা (-ত্মন্) বিণ. বি. অতিশয় ধার্মিক। ধর্মাধর্ম বি. ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্য। ধর্মাধি-করণ বি. 1 বিচারালয়; 2 বিচারক। ধর্মাধি-করণিক বি. বিচারক। ধর্মাধি-কার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ। ধর্মাধি-কারী (-রিন্) বি. বিচারক। ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি। ধর্মানু-গত, ধর্মানু-মোদিত, ধর্মানু-যায়ী (-য়িন্) বিণ. ধর্মসংগত, ধর্মসম্মত; ন্যায়সংগত; শাস্ত্রবিহিত। ধর্মানুষ্ঠান বি. ধর্মপালন; শাস্ত্রবিহিত আচার-অনুষ্ঠান। ধর্মান্তর বি. অন্য বা ভিন্ন ধর্ম। ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)। ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী। বি. ধর্মান্ধতা। ধর্মাব-তার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত। ধর্মাব-লম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)। ধর্মারণ্য বি. তপোবন। ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ। ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)। ধর্মার্থে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মালয় বি. বিচারালয়, আদালত। ধর্মাসন বি. বিচারকের আসন। ধর্মিষ্ঠ বিণ. ধর্মের প্রতি নিষ্ঠাশীল, অত্যন্ত ধার্মিক ('আবার সপ্তম স্বর্গে স্হান পাবে ধর্মিষ্ঠ নহুষ': সু. দ.)। স্ত্রী. ধর্মিষ্ঠা। ধর্মী (-র্মিন্) বিণ. 1 বিশেষ কোনো স্বভাবযুক্ত বা গুণযুক্ত (প্রকাশধর্মী, আবেগধর্মী কবিতা); 2 ধার্মিক। ধর্মীয় বিণ. ধর্মসংক্রান্ত, ধর্মসম্বন্ধীয় (ধর্মীয় মত, ধর্মীয় আলোচনা)। ধর্মে সওয়া ক্রি. ধর্মের বা ভগবানের দণ্ড বা শাস্তি এড়ানো (এত অন্যায় ধর্মে সইবে না)। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না। ধর্মের ষাঁড় বি. 1 ধর্মের নামে উত্সর্গীকৃত মুক্ত ষাঁড়; 2 (ব্যঙ্গে) যে মুক্ত ব্যক্তিকে বাধা দেবার কেউ নেই। ধর্মের সংসার বি. যে সংসারে পাপাচরণ বা অন্যায় হয় না। ধর্মোদ্দেশে ক্রি-বিণ. ধর্মের জন্য। ধর্মোপ-দেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ। ধর্মোপ-দেশক, ধর্মোপ-দেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন। ধর্মোপাসনা বি. ধর্মবিহিত উপাসনা বা পূজা; বিশেষ কোনো ধর্মসম্প্রদায়ে প্রচলিত উপাসনা। ধর্মোপাসক বি. বিণ. ধর্মাবলম্বী। স্ত্রী. ধর্মোপাসিকা। ধর্মোপেত বিণ. ধর্মসংগত, ধর্মানুমোদিত। ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য। 5)
ধ্বংস
(p. 441) dhbaṃsa বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতন ও বিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ̃ ক বিণ. ধ্বংসকারী। ̃ ন, ̃ সাধন বি. ধ্বংস করা। ̃ নীয় বিণ. ধ্বংসের যোগ্য। ̃ প্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ̃ মুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ̃ লীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর, প্রাসাদ ইত্যাদি ভেঙে যাবার পরে যে-চিহ্ন টিকে থাকে। ধ্বংসিত বিণ. বিনাশিত; উন্মূলিত। ধ্বংসী (-সিন্) বিণ. 1 ধ্বংসকারী; 2 বিনাশশীল, নশ্বর। ধ্বংসোম্মুখ বিণ. যা ধ্বংস হতে বসেছে; ভগ্নপ্রায়; বিলীয়মান। 17)
নিরতীত
(p. 461) niratīta বিণ. অতীত হয়ে যায়নি এমন ('নিরতীত নৈরাজ্যের রূঢ় নিমন্ত্রণ': সু.দ.)। [সং. নির্ + অতীত]। 131)
নিষধ
(p. 473) niṣadha বি. প্রাচীন ভারতের রাজ্যবিশেষ; উক্ত রাজ্যের অধিবাসী। [সং.-তু. নিষাদ]। 47)
পতন
(p. 488) patana বি. 1 পড়ে যাওয়া, পড়া, পাত (পতন ও মূর্ছা); 2 অধোগতি, অবনতি, নীচের দিকে পড়া (গাছ থেকে পতন); 3 বর্ষণ (বৃষ্টিধারার পতন); 4 দুর্দশাপ্রাপ্তি (সাম্রাজ্যের পতন); 5 বিনাশ, মৃত্যু (শত্রুর পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে); 6 শত্রুকর্তৃক অধিকৃত হওয়া (দুর্গের পতন); [সং. √ পত্ + অন]। ̃ শীল বিণ. পড়ে যায় বা যাচ্ছে এমন (পতনশীল প্রতিষ্ঠান)। পতনোন্মুখ বিণ. পড়ে যাবার উপক্রম করেছে এমন, পড়োপড়ে। 11)
পেশোয়া
(p. 533) pēśōẏā বি. 1 পূর্বতন মারাঠা রাজ্যের প্রধানমন্ত্রী বা তাঁর বংশ; 2 মারাঠা রাজ্যের নেতৃবংশ। [ফা. পেশ্বা]। 11)
বিদেশ
(p. 614) bidēśa বি. 1 প্রবাস, স্বদেশ ভিন্ন অন্য দেশ; 2 বিচ্ছিন্ন বা দূরবর্তী স্হান ('ঘর হইতে আঙিনা বিদেশ')। [সং. বি + দেশ]। ̃ নীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy. ̃ বাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা। ̃ বিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)। ̃ যাত্রা বি. অন্য দেশের উদ্দেশে যাত্রা। বিদেশাগত বিণ. অন্য দেশ থেকে এসেছে এমন। বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)। বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী ('আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী': রবীন্দ্র)। বিদেশীয়, বৈদেশিক বিণ. বিদেশসম্বন্ধীয়; ভিন্ন দেশজাত; ভিন্নদেশবাসী। 27)
ভানু
(p. 661) bhānu বি. 1 সূর্য বা সূর্যের কিরণ; রোদ ('জানু-ভানু-কৃশানু শীতের পরিত্রাণ': ক. ক); 2 কান্তি, শোভা। [সং. √ ভা + নু]। ̃ .কর বি. সূর্যের কিরণ; রোদ। ̃ .মতী বিণ. কান্তিময়ী, সুন্দরী। ভানুমতীর খেলা ভোজবাজি, ইন্দ্রজাল, ভেলকি (রাজা বিক্রমাদিত্যের পত্নী ও ভোজরাজ্যের কন্য ভানুমতী জাদুবিদ্যায় পারদর্শিণী ছিলেন বলে)। ̃ .মান বিণ. সূর্য। 49)
ভুবন
(p. 668) bhubana বি. 1 পুরাণে বর্ণিত সপ্তস্বর্গ ও সপ্তপাতাল এই চতুর্দশ লোক; 2 জগত্, পৃথিবী। [সং. √ ভূ + অন। ̃ .জয়ী (-য়িন্) বিণ. ভুবনকে জয় করেছে এমন। ̃ .বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে বিখ্যাত, বিশ্ববিখ্যাত। ̃ মোহন বিণ. সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এমন। স্ত্রী. ̃ .মোহিনী। ভুবনেশ্বর বি. 1 ত্রিভুবনের অধিপতি 2 ঈশ্বর; 3 ওড়িশা রাজ্যের রাজধানী 4 ওই স্হানের শিবলিঙ্গবিশেষ। ভুবনেশ্বরী বি. (স্ত্রী.) 1 সারা পৃথিবীর অধিশ্বরী; 2 দশমহাবিদ্যার অন্যতমা। 13)
মণ্ডল
(p. 676) maṇḍala বি. 1 গোলাকার স্হান, গোলক (ভূমণ্ডল); 2 চক্র, বেড়, পরিধি (বায়ুমণ্ডল); 3 সমূহ, সংঘ (মন্ত্রীমণ্ডল, নক্ষত্রমণ্ডল); 4 দেবতার অধিষ্ঠানচক্র; 5 বৃহত্ রাজ্য, সাম্রাজ্য (মণ্ডলেশ্বর); 6 দেশ, সীমাবদ্ধ ভূমিভাগ (ব্রজমণ্ডল); 7 (বাং.) গ্রামের প্রধান ব্যক্তি, মোড়ল। [সং √ মণ্ড্ + অল়]। মণ্ডলাকার বিণ. গোল, গোলাকার। মণ্ডলাধীশ, মণ্ডলেশ্বর বি. সম্রাট, রাজচক্রবর্তী; চল্লিশ যোজন বিস্তৃত রাজ্যের অধিপতি। মণ্ডলী বি. 1 সমূহ (জ্যোতিষ্কমণ্ডলী); 2 চক্র, বৃত্ত (মণ্ডলী হয়ে বসা)। 55)
মিথিলা
(p. 705) mithilā বি. প্রাচীন বিদেহ রাজ্যের রাজা জনকের রাজধানী, আধুনিক ত্রিহুত। ̃ ধি-পতি, ̃ .পতি বি রাজা জনক। 14)
যৌবরাজ্য
(p. 728) yaubarājya বি. যুবরাজের পদ; শাসক নৃপতির সহায়তাকারী পুত্রের রাজপদ (যৌবরাজ্যে অভিষিক্ত হলেন)। [সং. যুবরাজ + য]।
রাজ্য
(p. 742) rājya বি. 1 রাজার অধিকারভুক্ত দেশ বা ভূখণ্ড; 2 রাজত্ব; 3 কেন্দ্রিয় সরকারের অধীনে কিন্তু স্বতন্ত্র শাসনব্যবস্হা-সমন্বিত প্রদেশ, state; 4 দেশ 5 (আল.) পৃথিবী (রাজ্যের দুঃখ, যত রাজ্যের লোক এসে জুটেছে)। [সং.রাজন্ + য]। ̃ .চ্যুত, ̃.ভ্রষ্ট, ̃.হারা বিণ. স্বীয় রাজ্য বা রাজপদ থেকে বঞ্চিত, রাজ্য হাতছাড়া হয়েছে এমন। ̃ .পাল বি. স্বতন্ত্র শাসনব্যবস্হা সমন্বিত প্রদেশের বা রাজ্যের শাসক, গভর্ণর। ̃ .ভার বি. রাজ্যশাসনের দায়িত্ব। ̃ .ভ্রষ্ট দ্র রাজ্যচ্যুত। ̃ .শাসন বি. রাষ্ট্র বা দেশ পরিচালনা। ̃ .সভা বি. দুইকক্ষবিশিষ্ট ভারতীয় সংসদের দ্বিতীয় কক্ষ। ̃ .সরকার বি. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্হায় প্রদেশের শাসক। ̃ .সীমা বি. দেশের বা রাজ্যের অধিকারভুক্ত এলাকা। ̃ .রাজ্যেশ্বর বি. রাজ্যের অধিপতি, রাজা। স্ত্রী. রাজ্যেশ্বরী। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074025
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768659
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366048
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721047
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698034
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594633
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545152
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন