Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রেণু। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধরিক
(p. 17) adharika বিণ. নিচুস্তরের, নিম্নশ্রেণীর, inferior (স. প.)। ̃ কৃত্যক বি. নিম্নশ্রেণীর সরকারি চাকরি, inferior service (স. প.)। 41)
অবরেণ্য
(p. 45) abarēṇya বিণ. সমাদরের অযোগ্য; বরণীয় বা শ্রেষ্ঠ নয় এমন ('অবরেণ্যে বরি': মধু.)। [সং. ন + বরেণ্য]। 28)
অস্নাত
(p. 73) asnāta বিণ. স্নান করেনি এমন। [সং. ন + স্নাত]। ̃ ক বি. 1 যে ব্যক্তি বিধিমতো ব্রহ্মচর্য পালনের পর সমাবর্তকালে রীতি অনুযায়ী স্নান করেনি; 2 (বর্ত.) যে ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি লাভ করেনি। 36)
আউ-ওল
(p. 77) āu-ōla বিণ. অতি উত্কৃষ্ট; প্রথম শ্রেণীর। [আ. আওয়ল]। আউওল জমি বি. সবরকমের শস্যই পুরো ও ভালো উত্পন্ন হয় এমন জমি; ভালো জমি। 20)
আরোহ
(p. 104) ārōha বি. 1 উচ্চতা; 2 দৈর্ঘ্য; 3 কটিদেশ; 4 নিতম্ব (বরারোহা); 5 শ্রেণী; 6 (দর্শ.) ফল বা কার্য থেকে কারণ অনুমাণ, induction. [সং. আ + √রুহ্ + অ]। ̃ ণ বি. উপরে ওঠা। ̃ ণী বি. সিঁড়ি, সোপান। আরোহী (-হিন্) বিণ. 1 আরোহণকারী; 2 (সংগীতে) ক্রমান্বয়ে ঊর্ধ্বদিকে গতিযুক্ত, ক্রমশ চড়ার দিকে যাচ্ছে এমন (আরোহী সুর); 3 (দর্শ.) কার্য দেখে কারণ বিচারের প্রণালীসম্মত, inductive. স্ত্রী. আরোহিণী। 30)
আলি৩
(p. 106) āli3 বি. 1 জমির বাঁধ, আল, আইল; 2 সারি, শ্রেণী (গীতালি)। [সং. আ + √ অল্ + ই -তু. আবলি]। 31)
ইতর
(p. 114) itara বিণ. 1 (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর); 2 নীচ, অধম (ইতর লোক); 3 নিম্নশ্রেণীভুক্ত (ইতর প্রাণী)। [সং. √ ই + তর]। বি. ̃ তা। ̃ বিশেষ বি. কিছুমাত্র পার্থক্য, সামান্য তফাত (দুজনের রুচির তেমন ইতরবিশেষ নেই)। ইতর ভাষা বি. অপভাষা, অশিষ্ট ভাষা। ইতরামি, ইতরাম বি. নীচ বা অশিষ্ট আচরণ। ইতরেতর বিণ. পরস্পর, অন্যোন্য। 10)
উন্নীত
(p. 130) unnīta বিণ. উত্তোলিত, ঊর্ধ্বে নীতি; উন্নতিপ্রাপ্ত হয়েছে এমন (উচ্চতর শ্রেণীতে উন্নীত)। [সং. উত্ + নীত]। 6)
উরু
(p. 133) uru বিণ. বিশাল; মহান। [সং. √ উর্ + উ]। ̃ কীর্তি বিণ. বিশাল বা বিরাট কীর্তি অর্জন করেছে এমন। ̃ ক্রম বি. বামনদেব। ̃ বুক বি. এরণ্ড বা ভেরেণ্ডা গাছ। ̃ মার্গ বি. বিশাল বা প্রশস্ত পথ। 146)
এটর্নি
(p. 146) ēṭarni বি. 1 বিশেষ এক শ্রেণীর আইনজীবী; 2 বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী, আমমোক্তার। [ইং. attorney]। 29)
এরণ্ড
(p. 149) ēraṇḍa বি. ভেরেণ্ডা গাছ, রেড়ি গাছ। [সং. এরণ্ড + অ (অপ্) প্রত্যয়লোপ]। ̃ তেল, ̃ তৈল বি. রেড়ির তেল, castor oil. এরণ্ডা বি. পিপ্পলি বা পিপুল গাছ। 2)
ওয়ারেণ্ট, ওআরেণ্ট
(p. 153) ōẏārēṇṭa, ōārēṇṭa বি. গ্রেপ্তারি পরোয়ানা। [ইং. warrant]। 35)
কণা, কণ, কণিকা
(p. 159) kaṇā, kaṇa, kaṇikā বি. 1 অতিক্ষুদ্র বা সূক্ষ্ম অংশ (কণামাত্র, এক কণাও নয়); 2 রেণু, গুঁড়ো (ধূলিকণা); 3 শস্যের ক্ষুদ্র অংশ; চালের খুদ। [সং. √ কণ্ + অ + আ, ক + আ (স্ত্রী)। 17)
করেণু
(p. 167) karēṇu বি. 1 হাতি; 2 হাতির শাবক। [সং. √ কৃ + এণু]। ̃ কা বি. (স্ত্রী.) হস্তিনী। 43)
কারেণ্ট1
(p. 186) kārēṇṭa1 বি. 1 জলস্রোত; 2 বিদ্যুত্প্রবাহ। [ইং. current]। 2)
কারেণ্ট2
(p. 186) kārēṇṭa2 বিণ. চলতি, চলছে বা ব্যবহৃত হচ্ছে এমন। [ইং. current]। কারেণ্ট আকাউণ্ট বি. ব্যাংকে চলতি আমানত বা জমা। 3)
কিঞ্জল, কিঞ্জল্ক
(p. 188) kiñjala, kiñjalka বি. 1 ফুলের কেশর; 2 পরাগ; পুষ্পরেণু। [সং. কিম্ + জল + অ, + ক]। 68)
কেয়া1
(p. 207) kēẏā1 বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)। [সং. কেতক]। কেয়া-কাঁদি বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে। 5)
কৈবর্ত
(p. 207) kaibarta বি. কৃষিজীবী ও মত্সজীবী এই দুই শ্রেণীতে বিভক্ত হিন্দু সম্প্রদায়বিশেষ।[সং. কেবর্ত + অ]। 46)
ক্রেঙ্কার
(p. 215) krēṅkāra বি. হাঁসের ডাক। [সং. ক্রেণ্ + কার]। 23)
খুশকি, খুসকি, খুস্কি
(p. 231) khuśaki, khusaki, khuski বি. মরামাস; মাথার চামড়া থেকে উঠে-যাওয়া শুকনো চর্মরেণু। [ফা. খুশক]। 36)
গায়ত্রী
(p. 246) gāẏatrī বি. 1 বেদমাতা; 2 সন্ধ্যাহ্নিক প্রভৃতিতে জপ্য ত্রিপাদ মন্ত্রবিশেষ (যথা-'তত্ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। ধিয়ো যো নঃ প্রচোদয়াত্'); 3 বৈদিক ছন্দোবিশেষ। [সং. গায়ত্ + √ত্রৈ + অ + ঈ]। 79)
গুঁড়া, গুঁড়ো
(p. 250) gun̐ḍ়ā, gun̐ḍ়ō বি. চূর্ণ, রেণু (লঙ্কার গুঁড়ো)। বিণ. চূর্ণীকৃত, গুঁড়ানো (গুঁড়ো মশলা)। ক্রি. চূর্ণ করা (হাড় গুঁড়িয়ে দেব)। [সং. √গুণ্ড্ (চূর্ণকরণ)]। ̃ নো ক্রি. চূর্ণ করা। বি. চূর্ণন। বিণ. চূর্ণিত। 26)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
চরণ
(p. 279) caraṇa বি. 1 পা, পদ; 2 কবিতার পদ বা পঙ্ক্তি, শ্লোকের একচতুর্থাংশ; 3 ভ্রমণ, বিচরণ; 4 শীল, আচরণ, অনুষ্ঠান। [সং. √চর্ + অন]। ̃ কমল বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ চারণ বি. পদচারণা, পায়চারি। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পদব্রজে গমনকারী। ̃ চিহ্ন বি. পায়ের চিহ্ন। ̃ ধুলা, ̃ ধূলি, ̃ রেণু বি. পদধূলি। ̃ পদ্ম বি. পাদপদ্ম। ̃ প্রান্ত বি. পদপ্রান্ত, পাদমূল, পায়ের কাছে। ̃ বন্দনা বি. পাদপূজা, পায়ের আরাধনা। ̃ রেখা বি. পদচিহ্ন। ̃ সেবা বি. পাদপূজা; পা টেপা। চরণামৃত বি. বিগ্রহাদি বা পূজনীয় ব্যক্তির পা-ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ বি. পাদপদ্ম। চরণাশ্রয় বি. পায়ের কাছে আশ্রয়, পা-কে আশ্রয় করা। চরণাশ্রিত বিণ. পায়ে আশ্রয় নিয়েছে এমন। চরণোপান্ত বি. পদপ্রান্ত। 28)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076031
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769514
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367026
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721359
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698390
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594905
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546257
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542434

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন