Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লাগানোর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকার্য
(p. 3) akārya বি. 1 অকাজ, বাজে কাজ; 2 কুকাজ, অনুচিত কাজ; 3 অবৈধ কাজ। বিণ. অকরণীয়, অকর্তব্য। ̃ কর বিণ. 1 কাজে লাগানো যায় না এমন, বাজে; 2 ব্যর্থ। [সং. ন+কার্য]। 6)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অব্যব-হার
(p. 50) abyaba-hāra বি. ব্যবহার বা প্রয়োগের অভাব; কাজে না লাগানো। [সং. ন + ব্যবহার]. অব্যবহার্য বিণ. ব্যবহার করার পক্ষে অযোগ্য, ব্যবহার করা যায় না এমন, কাজের নয় এমন। অব্যবহৃত বিণ. ব্যবহার করা হয়নি এমন, কাজে লাগানো হয়নি এমন; নতুন। 29)
অস্হি
(p. 73) ashi বি. হাড়; যা দিয়ে মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি হয়। [সং. √ অস্ + থি]। ̃ চর্ম বি. হাড় ও চামড়া; হাড়-মাস। ̃ চর্ম-সার বিণ. শরীরে কেবল হাড় আর চামড়াই আছে, আর কিছুই নেই এমন; অত্যন্ত শীর্ণ। ̃ দান বি. গঙ্গা সমুদ্র প্রভৃতির পবিত্র জলে মৃতের অস্হি নিক্ষেপ। ̃ পঞ্জর বি. শুধু হাড় ও পাঁজরা দিয়ে গঠিত দেহের কাঠামো; কঙ্কাল, skeleton. ̃ পঞ্জর-সার বিণ. হাড়-পাঁজরা বেরিয়ে রয়েছে এমন, হাড়-জিরজিরে, অত্যন্ত শীর্ণ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. (নর-) দেহের অস্হিসম্বন্ধীয় শাস্ত্র, osteology, ̃ ভঙ্গ বি. হাড় ভেঙে যাওয়া। জটিল অস্হিভঙ্গ বি. দেহের হাড় ভেঙে চামড়া ভেদ করেছে এমন অবস্হা, compound fracture of bone. সরল অস্হিভঙ্গ বি. হাড় ভেঙেছে কিন্তু চামড়া ভেদ করেনি এমন অবস্হা, single fracture of bone. ̃ সন্ধি বি. 1 দুটি হাড়ের সংযোগস্হল, গাঁট; 2 ভাঙা হাড় জোড়া লাগানো। ̃ সার বিণ. কেবল হাড়ই আছে এমন; অত্যন্ত শীর্ণ। বি. মজ্জা, bone marrow. 25)
আঁটা
(p. 79) ān̐ṭā ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)। 18)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
আটকানো
(p. 85) āṭakānō ক্রি. 1 আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো); 2 বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না); 3 লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো); 4 বাধা দেওয়া (বন্যা আটকানো); 5 বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আটক নামধাতু √ আটকা + আনো]। 64)
আতপ-চাল, আতপ-তণ্ডুল
(p. 85) ātapa-cāla, ātapa-taṇḍula বি. আলোচাল। আতপ-স্নান বি. শরীরে রোদ লাগানো, sunbath. 114)
কড়ি-য়ালি, কড়ি-য়াল2
(p. 159) kaḍ়i-ẏāli, kaḍ়i-ẏāla2 বি. লাগাম বা বলগার মতো যা ঘোড়ার মুখে লাগানো থাকে। [কড়ি (=কড়া1) + আল]। 11)
ক্ষত
(p. 217) kṣata বি. 1 ঘা (পুরোনো ক্ষত); 2 চোট; 3 শরীরের আঘাতপ্রাপ্ত স্হান ; 4 ব্রণ। বিণ. 1 আঘাতপ্রাপ্ত; 2 ছিন্ন। [সং. √ ক্ষণ্ (=হিংসা) + ত়]। ̃ চিহ্ন বি. ঘা বা আঘাত সেরে যাবার পর যে দাগ থাকে। ̃ বিক্ষত বিণ. (সর্বাঙ্গ) আঘাতে আঘাতে ছিন্নভিন্ন হয়েছে এমন। ̃ স্হান বি. যে স্হানে আঘাত লেগেছে; যে স্হান ক্ষত হয়েছে (ক্ষতস্হানে ওষুধ লাগানো)। ক্ষতশৌচ বি. দেহ আঘাতপ্রাপ্ত হওয়ার দরুন অথবা দেহ থেকে রক্তস্রাবজনিত অশুদ্ধি। 9)
খঞ্জনি
(p. 221) khañjani বি. চামড়া দিয়ে একমুখ-ঢাকা এবং করতাল-লাগানো ছোট গোলাকার বাদ্যযন্ত্রবিশেষ। [দেশি]। 25)
খাটা
(p. 226) khāṭā ক্রি. 1 পরিশ্রম করা (পরীক্ষার জন্য খুব খাটছে); 2 কাজ করা (বাড়িতে এখন মিস্ত্রি খাটছে) ; 3 মানানসই হওয়া (ঘরের সঙ্গে আসবাবপত্র ঠিক খাটছে না); 4 নিয়োজিত বা বিনিযুক্ত হওয়া (ব্যবসায়ে আমার টাকা খাটছে); 5 যথাযথ হওয়া (তোমার সম্বন্ধে একথা খাটে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 খেটেছে এমন (খাটা কথা, খাটা টাকা); 2 যার জন্য (মেথরকে) খাটতে হয় (খাটা পায়খানা)। [বাং. √খাট্ + আ]। ̃ নো ক্রি. 1 অপরকে দিয়ে খাটিয়ে নেওয়া; 2 পরিশ্রম করানো (শরীরটাকে একটু খাটাও, মাথা খাটানো); 3 কাজ করানো (মিস্ত্রি খাটিয়ে খাই); 4 বিনিয়োগ করা (টাকা খাটানো, বুদ্ধি খাটানো); 5 স্হাপন করা (তাঁবু খাটানো); 6 লাগানো, পরানো (ছবিতে ফ্রেম খাটানো); 7 টাঙানো (আলনা খাটানো, মশারি খাটানো)। বি. উক্ত সব অর্থে। খাটা পায়খানা বি. যে পায়খানা মেথরে খেটে বা পরিশ্রম করে সাফ করে। 11)
গাবা1
(p. 246) gābā1 ক্রি. 1 কলঙ্কযুক্ত করা বা হওয়া; 2 নৌকায় গাবের কষ লাগানো। [বাং. গাব + আ]। ̃ নো1 ক্রি. গাবা। বি. বিণ. উক্ত অর্থে। 64)
ঘা
(p. 266) ghā বি. 1 আঘাত, চোট (মাথায় ঘা লেগেছে); 2 প্রহার (দিয়েছি ঘা-কতক) ; 3 ক্ষত (ঘায়ে মলম লাগানো); 4 মনঃকষ্ট (অভিমানে ঘা লাগ); 5 শোক; 6 ক্ষতি (ব্যাবসায় ঘা। [সং. ঘাত-তু. সাঁও. ঘাও]। ঘা করা ক্রি. বি. ক্ষত সৃষ্টি করা (খুঁচিয়ে ঘা করা)। ঘা খাওয়া ক্রি. বি. (প্রধানত মনে) আঘাত বা বেদনা পাওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া। ঘা দেওয়া ক্রি. বি. 1 (প্রধানত মনে) আঘাত বা বেদনা দেওয়া; 2 (সর্পের দংশন সম্বন্ধে) দংশন করা (জাতসাপে ঘা দিয়েছে)। ঘা মারা ক্রি. বি. আঘাত করা। ঘা শুকানো ক্রি. বি. ক্ষত আরোগ্য হওয়া (এ ঘা শুকোতে সময় লাগবে)। ঘা সওয়া ক্রি. বি. আঘাত বা ক্ষতি সহ্য করা (এ জীবনে অনেক ঘা সয়েছি)। ঘা-সওয়া বিণ. আঘাত বা ক্ষতি সহ্য করেছে এমন। ঘা হওয়া ক্রি. বি. ক্ষত হওয়া। ঘা-কতক বি. বেশকিছু প্রহার। ঘা-কতক খাওয়া ক্রি. বি. ভালোরকম মার খাওয়া। ঘা-কতক দেওয়া, ঘা-কতক বসিয়ে দেওয়া ক্রি. বি. ভালোরকম মার দেওয়া, উত্তম-মধ্যম প্রহার করা। খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা। 43)
ঘুম
(p. 270) ghuma বি. নিদ্রা, শরীর ও মনের যে (রাত্রীকালীন) অবস্হায় চোখ বন্ধ থাকে, নার্ভতন্ত্র নিষ্ক্রিয় থাকে এবং পেশি থাকে শিথিল। [দেশি]। ঘুম চটে যাওয়া ক্রি. বি. ঘুমের আবেশ কেটে যাওয়া। ঘুম দেওয়া, ঘুম যাওয়া, ঘুম লাগানো ক্রি. বি. ঘুমানো। ঘুম পাড়ানো ক্রি. বি. (কাউকে) নিদ্রিত করা। ̃ কাতুরে বিণ. নিদ্রালস; সর্বদাই ঘুমাতে চায় এমন; অনেকক্ষণ ঘুমাতে না পারলে কাতর হয় এমন। ̃ ঘোর বি. 1 গভীর ঘুম; 2 ঘুমের আবেশ (তখনও তার ঘুমঘোর কাটেনি)। ̃ ন্ত বিণ. নিদ্রিত (ঘুমন্ত শিশু, ঘুমন্ত বাঘ)। ̃ পাড়ানি বিণ. নিদ্রিত করায় এমন, ঘুমিয়ে পড়তে সাহায্য করে এমন (ঘুমপাড়ানি গান)। ঘুমা ক্রি. ঘুমানো। ঘুমিয়ে থাকা ক্রি. বি. (আল.) অলস বা অসতর্ক হয়ে থাকা (সামনে বিপদ। এখনও ঘুমিয়ে থাকবে?)। ঘুমানো ক্রি. নিদ্রিত হওয়া; নিদ্রিত থাকা। বি. উক্ত অর্থে। কাঁচা ঘুম বি. অপূর্ণ ঘুম। 3)
চড়ানো1
(p. 276) caḍ়ānō1 বি. ক্রি. 1 আরোহণ করানো (ঘোড়ায় চড়ানো) 2 বাড়ানো, উচ্চতর করা (দাম চড়িয়েছে, সুর চড়ানো হয়েছে); 3 পরানো, লাগানো (ধনুকে ছিলা চড়ানো, রং চড়ানো, গায়ে জামা চড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। [চড়া3 দ্র]। 20)
চোটা৩
(p. 297) cōṭā3 ক্রি. চোটানো, চোট লাগানো। [হি. চোট + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 আঘাত দেওয়া; 2 রাগ করে ধমক দেওয়া; 3 কোপানো, কোদলানো (মাটি চোটানো)। বিণ. উক্ত সব অর্থে।
জাগরণ
(p. 320) jāgaraṇa বি. 1 নিদ্রাভঙ্গ; 2 নিদ্রাহীনতা; 3 জাগ্রত অবস্হা; 4 কীর্তনাদি পালাগানের অঙ্গবিশেষ; 5 (আল.) নিষ্ক্রিয় বা অচেতন অবস্হা থেকে মুক্তি; 6 উদ্দিপনা; 7 চৈতন্যলাভ (জাতির জাগরণ, নবজাগরণ)। [সং. √ জাগৃ + অন]। জাগরণী বি. জাগরণগান; জাগরণপর্ব। বিণ. জাগরণবিষয়ক। 14)
জোড়া-তালি
(p. 330) jōḍ়ā-tāli বি. 1 সেলাই করে জোড়া লাগানো এবং প্রয়োজনবোধে তালি দেওয়ার কাজ; 2 কোনোরকমে কাজ চালাবার মতো ব্যবস্হা, জোড়াতাড়া। [বাং. জোড়া + তালি]। 9)
ডবকা
(p. 354) ḍabakā বিণ. নবযৌবনপ্রাপ্ত ও হৃষ্টপৃষ্ট, উদ্ভিন্নযৌবন; সোমত্ত (ডবকা ছোঁড়া)। [তু. হি. ডবকানো=চমক লাগানো; মরা. ডবগা=উত্তম ফসলযুক্ত জমি]। 13)
তাতাল
(p. 375) tātāla বি. লোহার দণ্ডবিশেষ, যা তাতিয়ে রাংঝাল লাগানো হয়। [তাত2 দ্র]। 10)
তুবড়ি
(p. 375) tubaḍ়i বি. 1 আতশবাজিবিশেষ; 2 সাপুড়ের ব্যবহৃত লাউয়ের খোলে দুটি নল লাগানো বাঁশি। [তু. সং. তুম্ব]। কথার তুবড়ি তুবড়িবাজির আগুনের ফিনকির মতো অনর্গল বাক্যস্রোত (তুমি তো কেবল কথার তুবড়ি ছোটাতে পার)। 194)
তেল
(p. 375) tēla বি. 1 তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস; 2 (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)। [সং. তৈল]। তেল দেওয়া ক্রি. বি. 1 যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেস মাখানো বি. ক্রি. 1 (অন্যের শরীরে) তেল লাগানো; 2 (আল.) হীনভাবে তোষামোদ করা। তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া। ̃ কাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)। ̃ কাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়। ̃ কুচ-কুচে, ̃ চুক-চুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে। ̃ চিটে বিণ. তৈলাক্ত ও মলিন। ̃ তেলা, ̃ তেলে বিণ. তৈলাক্তবত্; মসৃণ বা পিছল। ̃ পড়া বি. (রোগ দূরীকরণের জন্য) মন্ত্রপূত তেল। 310)
তোরা2
(p. 387) tōrā2 বি. 1 উষ্ণীষের ভূষণবিশেষ, টায়রা; 2 পাগড়ির উপর লাগানো পাখির পালক। [আ. তুর্রা]। 31)
দন্তালিকা
(p. 396) dantālikā বি. লাগাম, ঘোড়ার মুখে যে দড়ি লাগানো হয়। [সং. দন্ত + √ অল্ + অ + ক + আ]। 49)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084364
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772359
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370103
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722771
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595928
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550283
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543106

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন