Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্যালক; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

>কুম্ভিল, কুম্ভিলক, কুম্ভীলক
(p. 198) >kumbhila, kumbhilaka, kumbhīlaka বি. 1 চোর; 2 যে অপরের রচিত সাহিত্য থেকে ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের বলে চালায়, plagiarist; 3 শ্যালক; 4 শালমাছ। [সং. কুম্ভীরক প্রাকৃ. কুম্ভিলক; তু. সং. কুম্ভিল]। 17)
কীচক
(p. 191) kīcaka বি. 1 ছিদ্রযুক্ত বাঁশ, বায়ুপ্রবাহে শব্দকারক বাঁশ; 2 মহাভারতোক্ত বিরাটরাজের শ্যালক ও সেনাপতি, যাঁকে ভীম বধ করেছিলেন। ̃ বধ বি. কীচক যেভাবে ভীমের দ্বারা নিহত হয়েছিলেন সেইরকম কাউকে হত্যা করে তালগোল পাকিয়ে দেওয়া। [সা. √ চীক্ + (কীচ্) + অক]। 21)
কুটুম্ব (কথ্য) কুটুম
(p. 194) kuṭumba (kathya) kuṭuma বি. 1 আত্মীয়; 2 পোষ্যবর্গ, পরিবারভুক্ত লোকজন; 3 বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ব্যক্তি (বাড়িতে কুটুম এসেছে)। [সং. √ কুটুম্ব্ + অ]। নতুন কুটুম বি. সম্প্রতি যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপিত হয়েছে। বড় কুটুম বি. (কৌতু.) শ্যালক, সম্বন্ধী। কুটুম্বী (-ম্বিন্) বিণ. (স্ত্রী.) কুটুম্ববিশিষ্টা। বি. 1 পতিপুত্রযুক্তা স্ত্রী; 2 গৃহিণী; 3 মেয়েকুটুম। কুটুম্বিতা বি. 1 আত্মীয়তা; 2 বৈবাহিক সম্পর্ক ও তজ্জনিত আদান-প্রদান বা লৌকিকতা। 47)
পরিবৃত
(p. 499) paribṛta বিণ. সম্যক পরিবেষ্টিত বা আবৃত (শত্রুসৈন্য পরিবৃত, শ্যালক-শ্যালিকা পরিবৃত হয়ে)। [সং. পরি + √ বৃ + ত]। পরিবৃতি বি. সম্যক বেষ্টন বা আবরণ। 24)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বেশ্যা
(p. 642) bēśyā বি. যে স্ত্রীলোক যৌন সহবাসের বিনিময়ে অর্থ উপার্জন করে, গণিকা, দেহোপজীবিনী (বেশ্যাবৃত্তি)। [সং. বেশ + য + আ]। ̃ গমন বি. বেশ্যালয়ে গমন ও বেশ্যার সঙ্গে সহবাস। ̃ বৃত্তি বি. গণিকা বা বেশ্যার দেহব্যবসায়। 47)
মাগি
(p. 692) māgi বি. (অশি. অবজ্ঞায়) 1 প্রাপ্তবয়স্কা নারী (ওই মাগিটা আমার এখানে এসেছে কেন?); 2 বেশ্যা। [বাং. মাগ + ই]। ̃ .বাড়ি বি. বেশ্যালয়। 56)
রাঁড়
(p. 738) rān̐ḍ় বি. 1 বিধবা নারী; 2 বেশ্যা; 3 রক্ষিতা, উপপত্নী। [সং. রণ্ডা]। রাঁড়ের বাড়ি বি. বেশ্যালয়। 25)
শালা2
(p. 776) śālā2 বি. 1 শ্যালক, পত্নীর ভ্রাতা বা তত্স্হানীয় ব্যক্তি, সম্বন্ধী (শালাবাবুর দোকান); 2 গালিবিশেষ। [সং. শ্যালক]। শালি, (বর্জি.) শালী বি. (স্ত্রী.) 1 শ্যালিকা, পত্নীর ভগিনী বা তত্স্হানীয় নারী; 2 গালিবিশেষ। ̃ জ, ̃ বউ বি. (স্ত্রী.) শ্যালকের পত্নী। 10)
শ্বশুর্য
(p. 786) śbaśurya বি. শ্বশুরের পুত্র, শ্যালক। [সং. শ্বশুর + য]। 30)
শ্যালক
(p. 786) śyālaka বি. পত্নীর ভ্রাতা বা তত্স্হানীয় ব্যক্তি, শালা। [সং. শ্যল + ক]। শ্যালী, শ্যালিকা বি. (স্ত্রী.) পত্নীর ভগিনী বা তত্স্হানীয়া নারী। শ্যালী-পতি বি. ভায়রাভাই। 48)
সম্বন্ধী
(p. 815) sambandhī (-ন্ধিন্) বিণ. সম্বন্ধযুক্ত। বি. (বাং.) 1 শ্যালক; স্ত্রীর দাদা; 2 কুটুম্ব। ̃ য় বিণ. বিষয়ক, সম্পর্কিত (চরিত্রসম্বন্ধীয় কুত্সা)। স্ত্রী. ̃ য়া। 25)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086549
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773356
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370949
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723128
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596304
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551220
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543270

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন