Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বড়2, বড়ো এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বড়2, বড়ো এর বাংলা অর্থ হলো -

(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)।
বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)।
ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)।
অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)।
[প্রাকৃ. বড্ড সং. বড্র]।
বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)।
বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)।
বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)।
কর্তা
বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান।
বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা।
বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার।
বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ।
বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)।
ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব।
বাবু
বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা।
লাট বি. লাট দ্র।
সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)।
বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)।
হাজরি
- হাজরি দ্র।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিচি-কিচ্ছি
বিদ্রুত
(p. 616) bidruta বিণ. 1 দ্রবীভূত, গলিত; 2 পলায়িত। [সং. বি + √ দ্রু + ত]। 6)
বিদ্বিষ্ট
বিমথিত
(p. 621) bimathita বিণ. 1 দলিত (শত্রুসৈন্যদলকে বিমথিত করা); 2 বিধ্বস্ত। [সং. বি + মথিত]। 58)
বিভাজক
(p. 621) bibhājaka বিণ. 1 ভাগকারী বা বিভাগকারী; 2 যার দ্বারা ভাগ করা যায় এমন, divisor. [সং. বি + √ ভাজি + অক]। স্ত্রী. বিভাজিকা। বিভাজন বি. 1 ভাগকরণ; 2 অংশ নিরূপণ। বিভাজনীয় বিণ. বিভাজন করা উচিত এমন। বিভাজিত বিণ. ভাগ বা বিভাগ করা হয়েছে এমন। বিভাজ্য বিণ. 1 ভাগ করতে হবে বা ভাগ করা যায় এমন, ভাগযোগ্য; বণ্টনীয়; 2 (গণি-রাশি সম্বন্ধে) নির্দিষ্ট কোনো রাশির দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না এমন। বিভাজ্যতা বি. 1 ভাগযোগ্যতা (পরমাণুর বিভাজ্যতা); 2 নিঃশেষে অর্থাত্ অবশিষ্ট থাকে না এমনভাবে ভাগ হওয়া। 32)
বর্ণপরিচয়, বর্ণবিদ্বেষ, বর্ণবিপর্যয়, বর্ণবৈচিত্র্য, বর্ণমালা, বর্ণশ্রেষ্ঠ
বাণ্ডিল
(p. 599) bāṇḍila দ্র বানডিল। 24)
বাড়া
(p. 596) bāḍ়ā ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক ('সে মাটি মায়ের বাড়া': রবীন্দ্র)। [সং. √ বৃধ্ প্রাকৃ. বড্ঢি হি. বাঢ় + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্হা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্হা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)। ̃ বাড়ি বি. 1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি); 2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)। বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া। 25)
বেশবাস, বেশবিন্যাস, বেশভূষা
(p. 642) bēśabāsa, bēśabinyāsa, bēśabhūṣā দ্র বেশ2। 39)
বিমুক্ত
বিভার
(p. 621) bibhāra বি. উত্তর আমেরিকার ইঁদুরজাতীয় উভচর জন্তুবিশেষ। [ইং. beaver]। 38)
বেপাড়া
(p. 641) bēpāḍ়ā বি. ভিন্ন পাড়া বা পল্লি (বেপাড়ায় এসে মস্তানি করে যাওয়া চলবে না)। [ফা. বে + বাং. পাড়া]। 10)
বিকশিত, বিকসিত
(p. 605) bikaśita, bikasita বিণ. 1 বিকাশ লাভ করেছে এমন, উন্মীলিত; 2 প্রকাশিত ('যৌবনবিকশিত'); 3 প্রস্ফুটিত, ফুল্ল (বিকশিত কুসুম)। [সং. বি + √ কশ্, √ কস্ + ত]। 92)
বৈবাহিক
বিপশ্চিত্
(p. 619) bipaścit বিণ. বি. জ্ঞানী, বিদ্বান, পণ্ডিত। [সং. বি + প্র + √ চি ক্বিপ্ ত্ আগম নি.]। 17)
বোবা
(p. 646) bōbā বিণ. 1 বাক্শক্তিহীন, মূক, কথা বলতে পারে না এমন; 2 প্রকাশের অসাধ্য, চাপা (বোবা কান্না)। [দেশি]। ̃ কান্না বি. যে কান্নার বহিঃপ্রকাশ নেই; ভিতরে ভিতরে চাপা কান্না, রুদ্ধ কান্না। 43)
বাসভবন, বাসভূমি
(p. 605) bāsabhabana, bāsabhūmi দ্র বাস2। 9)
বিষণ্ণ
(p. 627) biṣaṇṇa বিণ. 1 বিষাদযুক্ত, দুঃখিত; 2 ম্লান (বিষণ্ণবদন)। [সং. বি + √ সদ্ + ত]। স্ত্রী. বিষণ্ণা। বি. ̃ তা। 36)
বয়ে2
(p. 580) baẏē2 অস-ক্রি. বহে, বহিয়া। [সং. √ বহ্ + বাং. আ]। বয়ে যাওয়া ক্রি. বি. (কথ্য) 1 ক্ষতি বা লোকসান হওয়া (তোমার চাকরি গেলে আমার কী বয়ে যাবে?); 2 কোনো প্রয়োজন বা ইচ্ছা না হওয়া (সেখানে যেতে আমার ভারি বয়ে গেছে)। 21)
বখেয়া-বকেয়া2
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072857
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768213
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365623
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720912
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697808
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594487
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544743
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542226

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন