Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সমীপে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভাবী
(p. 50) abhābī (-বিন্) বিণ. অভাবগ্রস্ত, অনটনের মধ্যে রয়েছে এমন; দরিদ্র। [সং. অভাব + ইন্]। অভি- অব্য. সম্মুখ সমীপ চতুর্দিক সাদৃশ্য ইত্যাদি সূচক উপসর্গ। 66)
অভি-গত
(p. 50) abhi-gata বিণ. 1 অভিমুখে বা সমীপে গেছে এমন; কাছে গেছে এমন; 2 অনুকূলভাবে পাওয়া গেছে এমন। [সং. অভি + √ গম্ +ত]। 74)
অভ্যাগত
(p. 55) abhyāgata বিণ. অভিমুখে অর্থাত্ কোনো কিছুর দিকে এসেছে এমন; সমীপে আগত; অতিথিরূপে আগত। বি. অতিথি, নিমন্ত্রিত ব্যাক্তি (অতিথি-অভ্যাগতদের দেখাশুনা করা)। [সং অভি + আগত]। 18)
অসমী-করণ
(p. 70) asamī-karaṇa বি. (গণি.) সমীকরণ বা সদৃশীকরণের অভাব, inequation. [সং. ন + সমীকরণ]। 21)
অসমীক্ষা, অসমীক্ষণ
(p. 70) asamīkṣā, asamīkṣaṇa বি. সমীক্ষার বা সম্পূর্ণভাবে বিচারবিবেচনার অভাব। [সং. ন + সমীক্ষা]। অসমীক্ষিত বিণ. সমীক্ষা করা বা সম্পূর্ণভাবে বিচারবিবেচনা করা হয়নি এমন; অপরীক্ষিত; বিশ্লেষণ করা হয়নি এমন। 22)
অসমীক্ষ্য-কারী
(p. 70) asamīkṣya-kārī (-রিন্) বিণ. ফলাফল বিচার না করে কাজ করে এমন, অবিমৃশ্যকারী, হঠকারী। [সং. ন + সমীক্ষ্যকারিন্]। অসমীক্ষ্য-কারিতা বি. অগ্রপশ্চাত্ বিবেচনা করে কাজ না করা, হঠকারিতা, অবিমৃশ্যকারিতা। 23)
অসমীচীন
(p. 70) asamīcīna বিণ. অনুচিত, অসংগত (অসমীচীন কাজ, অসমীচীন আচরণ); অন্যায়; অনুপযুক্ত। [সং. ন + সমীচীন]। ̃ তা বি. অযথার্থতা, অনৌচিত্য। 24)
অস্হিত-পঞ্চ, অস্হিত-পঞ্চক, অস্হিত-পঞ্চম, অস্হির-পঞ্চক, অস্হির-পঞ্চম
(p. 73) ashita-pañca, ashita-pañcaka, ashita-pañcama, ashira-pañcaka, ashira-pañcama বি. 1 সমীকরণজাতীয় অঙ্কবিশেষ; 2 জটিল সমস্যা; 3 কিংকর্তব্যবিমূঢ় অবস্হা। [সং. ন + স্হিত, স্হির + পঞ্চ, পঞ্চক, পঞ্চম]। 27)
উপ-কণ্ঠ
(p. 130) upa-kaṇṭha বি. গ্রাম শহর ইত্যাদির প্রান্ত, উপান্ত; সমীপ, নিকট (তাঁর বাস এই শহরের উপকণ্ঠে)। ক্রি-বিণ. আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। [সং. উপ + কণ্ঠ]। 28)
উপস্হ
(p. 133) upasha বিণ. 1 সমীপস্হ, নিকটস্হ; 2 উপরিস্হিত। বি. জননেন্দ্রিয়, লিঙ্গ বা যোনি। [সং. উপ + √ স্হা + অ]। 74)
উপাগত
(p. 133) upāgata বিণ. 1 সমীপে বা নিকটে আগত, উপস্হিত; 2 প্রাপ্ত। [সং. উর + আগত]। 88)
উপাগম
(p. 133) upāgama বি. 1 সমীপে বা নিকটে আগমন; উপস্হিতি; 2 প্রাপ্তি। [সং. উপ + আগম]। 89)
উপান্ত
(p. 133) upānta বি. 1 প্রান্ত, উপকণ্ঠ (নগরের উপান্তে); 2 সমীপ; 3 যা অন্ত বা শেষের অব্যবহিত পূর্বে অবস্হিত। [সং. উপ + অন্ত]। উপান্ত্য বিণ. উপান্তে অবস্হিত; অন্তের অব্যবহিত পূর্বে অবস্হিত, penultimate (উপান্ত্য বর্ণ)। 101)
কাছ
(p. 178) kācha বি. নিকট, সমীপ (কাছের লোক, তার কাছ থেকে এনেছি)। [প্রাকৃ. কচ্ছ সং. কক্ষ]। কাছে ক্রি-বিণ. অব্য. 1 নিকটে, সমীপে (ঘরের কাছে); 2 নাগালে (হাতের কাছে); 3 পাশে ('সে যে কাছে এসে বসেছিল': রবীন্দ্র); 4 তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); 5 বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); 6 সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)। কাছে কাছে ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)। কাছে-পিঠে ক্রি-বিণ. কাছাকাছি (কাছেপিঠে তখন লোক ছিল না)। 10)
কেয়ার
(p. 207) kēẏāra বি. 1 অবধান, যত্ন, মনোযোগ (শরীর সম্বন্ধে যথেষ্ট কেয়ার নিয়ো); 2 গ্রাহ্য, সমীহ (বাপকে মোটেই কেয়ার করে না); 3 তত্ত্বাবধান (ছেলেটি এখন আমার কেয়ারে আছে); 4 ঠিকানা (রামবাবুর কেয়ারে পত্র দিয়ো)। [ইং. care]। 8)
গ্রাহ্য
(p. 261) grāhya বিণ. 1 গ্রহণযোগ্য, স্বীকার্য (এই ব্যাখ্যা গ্রাহ্য নয়); 2 জ্ঞেয় (বুদ্ধিগ্রাহ্য) ; 3 বিবেচ্য; 4 গণনীয়। [সং. √গ্রহ্ + য]। গ্রাহ্য করা ক্রি. বি. মেনে নেওয়া বা সমীহ করা (আমার কথা কেউ গ্রাহ্য করে না)। গ্রাহ্য হওয়া ক্রি. বি. 1 স্বীকৃত হওয়া; 2 বিবেচনার যোগ্য বলে গৃহীত হওয়া (আবেদন গ্রাহ্য হবে না)। 68)
তটস্হ2
(p. 364) taṭasha2 বিণ. 1 তীরে অবস্হিত, তীরস্হ (নদীতটস্হ গাছপালা) 2 সমীপস্হ; 3 নিরপেক্ষ; 4 উদাসীন, নির্লিপ্ত ('তটস্হ হইয়া বিচারিলে আছে তরতম': চৈ. চ.)। [সং. তট + √ স্হা + অ]। তটস্হ লক্ষণ (দর্শ.) ব্রহ্মের জগত্সৃষ্টিরূপ বাহ্যলক্ষণ। তটস্হ শক্তি (দর্শ.) ভগবান যে শক্তিবলে জীব সৃষ্টি করেন, জীবশক্তি। 19)
তোয়াক্কা
(p. 387) tōẏākkā বি. 1 সমীহ; 2 কেয়ার; 3 অপেক্ষা (কারও তোয়াক্কা রাখি না); 4 ভয় (আমি কাউকে তোয়াক্কা করি না)। [তবাক্কু]। 25)
ধান
(p. 433) dhāna বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ̃ ক্ষেত, ̃ খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ̃ দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যত্সামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)। 36)
নিকট
(p. 458) nikaṭa বিণ. 1 সমীপে বা কাছে উপস্হিত, নিকটবর্তী (নিকট মৃত্যু, নিকট বিপদ); 2 ঘনিষ্ঠ (নিকট আত্মীয়, নিকট সম্পর্ক)। বি. 1 সামীপ্য, নৈকট্য, কাছ (রামের নিকট আছে); 2 সমীপবর্তী স্হান (বাড়ির নিকটে)। [সং. নি + √ কট্ + অ]। ̃ বর্তী (-র্তিন্), ̃ স্হ বিণ. 1 নিকটে আছে এমন, সন্নিহিত, সমীপর্তী (নিকটবর্তী গৃহ); 2 আসন্ন। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী, ̃ স্হা। নিকটাত্মীয় বি. ঘনিষ্ঠ আত্মীয়, খুব কাছের জ্ঞাতি। 17)
পরাগত2
(p. 495) parāgata2 বিণ. 1 প্রত্যাগত; 2 পিছনে বা পরে আগত। [সং. পরা2 + আগত]। পরাগত সমীভবন বি. (ভাষাতত্ত্বে) পশ্চাদ্বতী ধ্বনির প্রভাবে পূর্বধ্বনির পরিবর্তন, regresive assimilation যথা ধম্ম ধর্ম, তজ্জন্য তত্জন্য। 18)
পরি-মেয়
(p. 499) pari-mēẏa বিণ. 1 পরিমাণ নির্ধারণ করা যায় এমন, পরিমাণযোগ্য (অপরিমেয় দুঃখ); 2 সমীপ, finite (বি.প.)। [সং. পরি + √ মা + য]। 56)
পার্শ্ব
(p. 513) pārśba বি. 1 পাশ, একদিক (গৃহের পশ্চিম পার্শ্ব); 2 ধার, কিনারা, প্রান্ত (থালার পার্শ্ব); 3 সন্নিহিত স্হান, সন্নিধান, সমীপ (পার্শ্বস্হিত লোকটি)। [সং. √ স্পৃশ্ + ব. অথবা √ স্পৃশ্ + শ্ব]। ̃ চর বি. বিণ. অনুচর; মোসাহেব; সঙ্গী, সহচর। স্ত্রী. ̃ চরী। ̃ চরিত্র বি. নাটকাদিতে মূল চরিত্রের পাশাপাশি অভিনয়কারী অপ্রধান চরিত্র। ̃ দেশ বি. পাশ, ধার, প্রান্ত। ̃ পরি-বর্তন বি. পাশ ফেরা। ̃ বর্তী (-র্তিন্), ̃ স্হ বিণ. পাশে অবস্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। 148)
প্রতি
(p. 538) prati (উপসর্গ বা অনুসর্গরূপে ব্যবহৃত) 1 উপর, সম্বন্ধে, বিষয়ে (ফুলের প্রতি আকর্ষণ); 2 দিকে, অভিমুখে (আমার প্রতি দৃষ্টি দাও, শত্রুর প্রতি কটাক্ষ)। বিণ. 1 প্রত্যেক, সমস্ত (প্রতিক্ষণ); 2 পরিবর্ত (প্রতিনিধি); 3 পালটা (প্রতিহিংসা); 4 সমীপ (প্রতিবেশী); 5 বিপরীত (প্রতিবিধান); 6 বিরুদ্ধ (প্রতিমল্ল); 7 অনুরূপ, অবিকল (প্রতিমূর্তি); 8 স্বীকার (পরিগ্রহ); 9 সমান (প্রতিযোগিতা); 1 অংশ (প্রতিজিহ্বা)। [সং. প্রথ্ + উতি]। 62)
বরাবর
(p. 580) barābara ক্রি-বিণ. 1 চিরকাল, সবসময় (বরাবর এইরকমই হয়ে আসছে, এ নিয়ম বরাবরই ছিল); 2 সোজা, একটানা, সিধে (এখান থেকে বরাবর পাকা রাস্তা); 3 সমীপে, নিকটে, দিকে (নদীবরাবর চলে যাও)। বিণ. তুল্য ('সুধা বিষে বরাবর': ভা. চ.)। [হি. ফা. বরাবর]। বরাবরেষু ক্রি-বিণ. নিকটে, সমীপেষু, মান্য ব্যক্তির উদ্দেশে (বাংলা পত্রলিখনে ব্যবহৃত শিরোনামবিশেষ)। 69)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074018
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768658
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366045
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721047
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698033
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594633
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545150
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542295

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন