Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সময়ের। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

>ওভার-টাইম
(p. 153) >ōbhāra-ṭāima বি. 1 নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজের জন্য মজুরি; 2 নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজ। [ইং. overtime]। 21)
অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অণু
(p. 14) aṇu বিণ. 1 ক্ষুদ্র; 2 অল্প, ঈষত্ (অণু পরিমাণ)। বি. 1 সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; 2 পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম অংশ, molecule; 3 (অশু.) পরমাণু, atom. [সং. √ অণ্+উ]। ̃ চ্ছেদ বি. পরিচ্ছেদের অংশ, paragraph. ̃ .তরঙ্গ বি. ক্ষুদ্র (শব্দ) তরঙ্গ, microwave (পরি.)। ̃ .বীক্ষণ বি. চক্ষুর অগোচর অতি সূক্ষ্ম পদার্থ দেখবার যন্ত্রবিশেষ, microscope (পরি.)। ̃ ভা বি. বিদ্যুত্, অতি অল্পসময়ের জন্য যা আলো দেয়। ̃ .মঞ্জরি বি. ফুলের বৃহত্তম ছড়ার অংশভূত ক্ষুদ্রতর ছড়া, spikelet (বি. প.)। ̃ .মাত্র বিণ. সামান্য, অল্প পরিমাণ। 7)
অনব-কাশ
(p. 22) anaba-kāśa বি. অবকাশ বা অবসর বা সময়ের অভাব। বিণ. অবসরহীন। [সং. ন+অবকাশ]। 26)
অসম-কালীন
(p. 70) asama-kālīna বি. একই সময়ের নয় এমন, সমকালীন নয় এমন। [সং. ন + সমকালীন]। 3)
অসময়
(p. 70) asamaẏa বি. 1 অনুপযুক্ত সময় (বিবাহের পক্ষে অসময়); 2 অপ্রকৃত সময়, অকাল (অসময়ের ফল, অসময়ের বৃষ্টি); 3 দুঃসময় (দেশের এখন বড় অসময়, তার এখন বড় অসময় চলছে); 4 যথাসময়ের বা উপযুক্ত কালের আগে বা পরে (অসময়ের সন্তান)। [সং. ন + সময়]। ক্রি-বিণ. অসময়ে। 9)
অসাময়িক
(p. 70) asāmaẏika বিণ. সময়ের উপযোগী নয় এমন, কালের সঙ্গে মানানসই নয় এমন। [সং. অসময় + ইক]। বিণ. (স্ত্রী.) অসাময়িকী। 57)
আক-বরি, আকব্বরি
(p. 80) āka-bari, ākabbari বিণ. মোগল সম্রাট আকবরের সময়ের বা তাঁর নামাঙ্কিত (আকবরি মোহর)। [আ. আক্বর + বাং. ই]। 30)
আধুনিক
(p. 89) ādhunika বিণ. বর্তমানকালীন; সাম্প্রতিক, হালের, আধুনাতন, নব্য। [সং. অধুনা + ইক]। বি. ̃ তা। স্ত্রী. আধুনিকী, (বাং. প্রয়োগ হিসাবে প্রচলিত) আধুনিকা। আধুনিকী-করণ বি. বর্তমান সময়ের বা যুগের উপযোগী কর। 109)
আপত্
(p. 95) āpat দ্র আপদ। ̃ .কাল বি. বিপদের সময়, দুঃসময়। ̃কালীন বিণ. বিপদের সময়ের (আপত্কালীন সতর্কতা)। 42)
ইতিহাস
(p. 114) itihāsa বি. অতীত বৃত্তান্ত, বর্তমান সময়ের আগে যেসব ঘটনা ঘটেছে তার বৃত্তান্ত। [সং. ইতিহ + √ অস্ + অ]। 13)
উসুল, উশুল
(p. 139) usula, uśula বি. 1 আদায়; সংগ্রহ; 2 ক্ষতি পুষিয়ে দেওয়া, ক্ষতিপূরণ (এই ক্ষতি সে অল্প সময়ের মধ্যেই উসুল করে নেবে)। [আ. ওঅসূল]। 20)
এতত্
(p. 146) ētat (-তদ্) সর্ব. বিণ. এই, ইনি, উপস্হিত ব্যক্তি বা বস্তু (এতদ্বিষয়ে, এতদ্দেশে, এতদ্দ্বারা)। [সং. এতদ্]। ̃ কালীন বিণ. এইসময়ের; একালের, ইদানীন্তন। এতদতিরিক্ত বিণ. এর বেশি; এ ছাড়া। এতদবস্হা বি. এই অবস্হা। এতদর্থে ক্রি-বিণ. এই জন্য; এই মর্মে। এতদীয় বিণ. এই ব্যক্তি বা বস্তুসম্বন্ধীয়, এতত্সংক্রান্ত। এতদুদ্দেশ্যে ক্রি-বিণ. এই অভিপ্রায়ে; এই জন্য; এই উপলক্ষ্যে। এতদ্দেশ বি. এই দেশ। এতদ্দেশীয় বিণ. এই দেশের। এতদ্রূপ বিণ. এইরূপ, এইরকম। এতদ্ব্যতীত অব্য. এ ছাড়া। এতদ্ভিন্ন অব্য. এ ছাড়া। 41)
কক্ষনও, কক্ষনো, কক্খনও, কক্খনো
(p. 156) kakṣanō, kakṣanō, kakkhanō, kakkhanō অব্য. ক্রি-বিণ. 1 কখনও, কখনো, কোনো সময়েই; 2 কোনো কারণেই, কোনো অবস্হাতেই। [বাং. 'কখনও' বা 'কখনো' শব্দের পরিবর্তিত এবং জোরসূচক রূপ]। 22)
কখন
(p. 156) kakhana অব্য. ক্রি-বিণ. 1 কোন সময়ে (কখন যাবে?); 2 বহুক্ষণ আগে (সে তো কখন চলে গেছে)। [বাং. কোন্ + খন (সং. ক্ষণ)]। কখনোই, কখনো অব্য. ক্রি-বিণ. কোনো সময়েই, কোনো অবস্হাতেই, কোনো কারণেই। কখনো কখনো, কখনোসখনো অব্য. ক্রি-বিণ. সময়ে সময়ে, মাঝে মাঝে। 24)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
কালানু-ক্রমিক
(p. 186) kālānu-kramika বিণ. কালের বা সময়ের পারস্পর্য অনুসারে, কালের পারস্পর্য অনুসরণকারী (কালানুক্রমিক বর্ণনা), chronological. [সং. কাল2 + অনুক্রম + ইক]। 46)
কালোচিত
(p. 188) kālōcita বিণ. বিশেষ সময়ের পক্ষে উপযুক্ত, সময়োচিত (কালোচিত ব্যবস্হা)। [সং. কাল2 + উচিত]। 22)
কুক
(p. 192) kuka বি. 1 (ছোটদের খেলার সময়ের) তীব্র সংকেতধ্বনিবিশেষ; 2 ডাকাতদের সংকেতধ্বনিবিশেষ। [দেশি]। কুক দেওয়া ক্রি. বি. 1 ছোটদের খেলার সময় বা ডাকাতদের সংকেতধ্বনি দেওয়া; 2 আর্তনাদ করা (কুক দিয়ে কাঁদছে)। 42)
কুযাত্রা
(p. 198) kuyātrā বি. অসময়ের বা অশুভ সময়ে যাত্রা; যে যাত্রায় ভালো ফল হয় না। [সং. কু + যাত্রা]। 20)
কৃত2
(p. 202) kṛta2 বিণ. 1 সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); 2 রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); 3 নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); 4 শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); 5 নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। ̃ ক বিণ. 1 কল্পিত; 2 কৃত্রিম। ̃ ক-পুত্র বি. পালিত পুত্র। ̃ কর্মা (-র্মন্) বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। ̃ কাম বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। ̃ কার্য বিণ. সফল। ̃ কার্যতা বি. সাফল্য। ̃ কীর্তি বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। ̃ কৃত্য বিণ. কৃতকার্য।, কর্তব্যকর্মে সফল। ̃ তীর্থ বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে এমন। ̃ দার বিণ. দার গ্রহণ করেছে এমন, বিবাহিত। ̃ দাস বি. নির্দিষ্ট সময়ের জন্য দাসত্বে আবদ্ধ ব্যক্তি। ̃ ধী, ̃ বুদ্ধি বিণ. স্হিরচিত্ত; মার্জিতবুদ্ধি। ̃ নিশ্চয় বিণ. স্হিরসংকল্প; সাফল্য সম্পর্কে সংশয়হীন। বি. ̃ নিশ্চয়তা। ̃ পূর্ব বিণ. পূর্বেই করা হয়ে গেছে এমন। ̃ প্রতিজ্ঞ বিণ. যে প্রতিজ্ঞা গ্রহণ বা পালন করেছে। ̃ বিদ্য বিণ. সুশিক্ষিত; বিদ্বান। বি. ̃ বিদ্যতা। ̃ শ্রম বিণ. পরিশ্রম করে কোনো বিষয় অধ্যয়ন করেছে এমন (ব্যাকরণে কৃতশ্রম)। ̃ সংকল্প বিণ. স্হিরনিশ্চয়; সংকল্প বা প্রতিজ্ঞা করেছে এমন। 46)
কোষ্ঠী
(p. 210) kōṣṭhī বি. (জ্যোতিষ শাস্ত্রানুযায়ী) জন্মপত্রিকা, যাতে জন্ম সময়ের গ্রহরাশি ও নক্ষত্রাদির অবস্হান বিচার করে মানবজীবনের শুভাশুভ নিরূপণ করা হয়। [সং. কোষ্ঠ + ঈ]। ̃ বিচার বি. কোষ্ঠী বা জন্মপত্রিকা বিশ্লেষণ করে জাতকের অতীত বর্তমান ভবিষ্যত্ গণনা করা। 69)
চাঁদা৪
(p. 281) cān̐dā4 বি. কোনো বিশেষ উদ্দেশ্যে বহু লোকের কাছ থেকে সংগৃহীত অর্থ (পূজার চাঁদা); নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেয় মূল্য বা অর্থসাহায্য (লাইব্রেরির চাঁদা, ক্লাবের মাসিক চাঁদা)। [ফা. চন্দ্]। 48)
ঝটিকা
(p. 334) jhaṭikā বি. ঝড়। [প্রাকৃ. ঝড়ী]। ̃ বর্ত বি. ঘূর্ণিবাতাস, cyclone. ̃ সফর বি. ঝড়ের গতিতে পর্যটন বা প্রচার অভিযান; খুব অল্প সময়ের জন্য সফর। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080416
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770821
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368528
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722105
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699290
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595476
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548080
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542772

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন