Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সাহস)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকুতো-ভয়
(p. 3) akutō-bhaẏa বিণ. কিছুতেই ভয় নেই এমন, সম্পূর্ণ নির্ভীক; পুরোপুরি শঙ্কাহীন। [সং. ন+কুতঃ+ভয়]। ̃ তা বি. নির্ভীকতা, শঙ্কাহীনতা। অকুতো-ভয়ে ক্রি-বিণ. নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে। 15)
অনু-প্রাণন
(p. 29) anu-prāṇana বি. শক্তিসঞ্চারণ, প্রেরণাদান; উত্সাহসঞ্চার। [সং. অনু + প্র + √ অন্ + ণিচ্ + অন]। অনু-প্রাণনা বি. শক্তিসঞ্চার, প্রেরণা, inspiration, animation. 12)
অব-দান
(p. 44) aba-dāna বি. 1 প্রশংসনীয় কর্ম; মহত্ কর্ম; কীর্তি; 2 কর্ম; কৃতকর্ম; 3 সাহসিকতাপূর্ণ কাজ। [সং. অব + √ দৈ (=দা) + অন]। 18)
অভয়
(p. 50) abhaẏa বি. 1 ভয়হীনতা, নির্ভীকতা; সাহস; 2 আশ্বাস, ভরসা (তাকে অভয় দিয়ে এলাম); 3 (কালিকাদেবীর) মুদ্রাবিশেষ (বরাভয়)। বিণ. নির্ভীক, সাহসী; ভয়হীন; ভয়নাশক ('দাও গো অভয় মণ্ত্র' : রবীন্দ্র)। [সং. ন + ভয়]। অভয়া বি. (স্ত্রী.) ভয় দূরকারিণী বা ভয়নাশিনী দেবী দুর্গা। ̃ অরণ্য, অভয়ারণ্য বি. যে বনে পশুপাখি নিরাপদ আশ্রয় পায় এবং যেখানে শিকার নিষিদ্ধ। ̃ .দান বি. সাহস দেওয়া, 'ভয় নেই' এই আশ্বাস দেওয়া। ̃ .বচন, ̃ .বাক্য বি. যে কথা দিয়ে ভয় দূর করা হয়। ̃ বাণী - অভয়বচন ও অভয়বাক্য -র অনুরূপ। 54)
অমিত
(p. 57) amita বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। ̃ .তেজা (-তেজস্) বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। ̃ .বিক্রম বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। ̃ .বাক, ̃ .বাক্, ̃ .ভাষী (-ষিন্) বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। ̃ .ব্যয় বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ। ̃ .ব্যয়িতা বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. বেহিসাবি খরচ করে এমন। ̃ .শক্তি বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাক্ষর বি. অমিত্রাক্ষর যেখানে শেষ অক্ষরে মিল বা অন্ত্যমিল থাকে না। অমিতাচার বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্) বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা। অমিতাভ দ্র অমিতাভ। 30)
অসম
(p. 67) asama বিণ. 1 সমান নয় এমন, অসমান; সাদৃশ্যহীন, অসদৃশ; অন্যরকম; 2 অসমতল; উঁচু-নিচু। [সং. ন + সম]। বি. ̃ তা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পক্ষপাত করে এমন, সকলকে সমান দেখে না এমন; একচোখো। বি. ̃ দর্শিতা। ̃ সাহস বি. দুর্জয় সাহস; নির্ভিয়তা, ভয়ের সম্পূর্ণ অভাব। ̃ সাহসিক, ̃ সাহসী (-সিন্) বিণ. দুঃসাহসী. নির্ভীক, দুর্জয় সাহস আছে এমন।
অসমসাহস, অসমসাহসী
(p. 70) asamasāhasa, asamasāhasī দ্র অসম। 14)
কলিজা, (কথ্য.) কলজে
(p. 172) kalijā, (kathya.) kalajē বি. 1 যকৃত্; 2 হৃত্পিণ্ড; 3 বুক; 4 (আল.) সাহস। [তু. হি. কলেজা]। কলজে-পুরু বিণ. উচ্চহৃদয়, হৃদয়বান; উদার; অকৃপণ। কলজের জোর (আল.) সাহস। 15)
কাপুরুষ
(p. 181) kāpuruṣa বি. সাহসহীন ও পুরুষ নামের অযোগ্য ব্যক্তি; ভয়ে কর্তব্য বা আত্মসম্মান বিসর্জন দেয় এমন অপদার্থ ব্যক্তি। বিণ. ভীরু, সাহসহীন; অপদার্থ। [সং. কু (কা) + পুরুষ]। বি. ̃ তা, ̃ ত্ব। 62)
ক্ষত্র
(p. 217) kṣatra বি. ক্ষত্রিয় জাতি। [সং. ক্ষত্ + √ঐ + অ]। ̃ কর্ম বি. ক্ষত্রিয়ের পক্ষে উচিত কর্ম, ক্ষত্রিয়ের যোগ্য কাজ। ̃ তেজ বি. ক্ষত্রিয়ের পক্ষে যোগ্য পরাক্রম। ̃ ধর্ম ক্ষত্রিয়ের পালনীয় ধর্ম; (ক্ষত্রিয়ের) সাহস, পুরুষকার বীরত্ব ইত্যাদি। ̃ বন্ধু বি. অপকৃষ্ট ক্ষত্রিয়। 12)
গোঁয়ার
(p. 256) gōm̐ẏāra বিণ. 1 একগুঁয়ে, জেদি; 2 হঠকারী, উদ্ধত, কাণ্ডজ্ঞানহীন; 3 দুঃসাহসী; 4 অশিক্ষিত, অমার্জিত। [বাং. গাঁও + আর-তু. হি. গমার]। ̃ গোবিন্দ বিণ. বি. হঠকারী, কাণ্ডজ্ঞানহীন ও দুঃসাহসী। ̃ তুমি, গোঁয়ার্তুমি বি. গোঁয়ারের ভাব বা কাজ। কাঠ-গোঁয়ার বিণ. ভালো-মন্দজ্ঞানহীন, রসকষহীন ও একগুঁয়ে। 58)
ঘাড়
(p. 266) ghāḍ় বি. গ্রীবা, কণ্ঠের পশ্চাদ্ভাগ, কাঁধ (বোঝা ঘাড়ে নেওয়া)। [প্রাকৃ. ঘাড় সং. ঘাটা (=গ্রীবার পশ্চাদ্ভাগ)]। ঘাড় ভাঙা দ্র ভাঙা। ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া ক্রি. বি. 1 কাঁধে তুলে নেওয়া; 2 (আল.) দায়িত্ব বা ভার গ্রহণ করা। ঘাড়ে চাপা ক্রি. বি. 1 আশ্রয় করা; 2 গলগ্রহ হওয়া। ঘাড়ে দুটো মাথা থাকা ক্রি. অত্যন্ত দুঃসাহস হওয়া (আমার ঘাড়ে তো দুটো মাথা নেই)। ̃ ধাক্কা বি. গলাধাক্কা; (আল.) তাড়িয়ে দেওয়া (গলাধাক্কা খাওয়া, গলাধাক্কা দেওয়া)। ঘাড়ে-গর্দানে বিণ গজস্কন্ধ; অত্যন্ত স্হূল বা মোটাসোটা (ঘাড়ে-গর্দানে চেহারা; বেশ ঘাড়ে-গর্দানে হয়েছে)। 57)
ছাতি2
(p. 304) chāti2 বি. 1 বুকের পাটা বা বিস্তার, ছিনা; 2 (আল.) সাহস। [হি. ছাতী]। ছাতি ফাটা ক্রি. বি. বুক বিদীর্ণ হওয়া (পিপাসায় ছাতি ফাটা)। ছাতি ফোলানো ক্রি. বি. 1 বুক ফোলানো; 2 (আল.) গর্ব বা শক্তিমত্তা জাহির করা। 13)
ড-ভেঞ্চার
(p. 76) ḍa-bhēñcāra বি. উত্তেজনাপূর্ণ ও দুঃসাহসিক কর্মপ্রচেষ্টা; অভিযান। [ইং. adventure]। 21)
ডাকা-বুকো
(p. 355) ḍākā-bukō বিণ. ভয়হীন; অসমসাহসী। [বাং. ডাকা (ডাকাততুল্য) + বুকা (বুকযুক্ত, বুকের পাটাযুক্ত)]। 20)
ডাকাত, (বর্ত. অপ্র.) ডাকাইত
(p. 355) ḍākāta, (barta. apra.) ḍākāita বি. দস্যু, প্রকাশ্যে বলপূর্বক হরণকারী। [হি. ডকৈত, ডাকুয়া]। ডাকাত পড়া ক্রি. বি. ডাকাতের আক্রমণ হওয়া (জমিদারবাড়িতে ডাকাত পড়েছে)। ডাকাতি বি. 1 দস্যুবৃত্তি (ডাকাতি করে বড়লোক হয়েছে); 2 দস্যুবৃত্তির ঘটনা (প্রায়ই ডাকাতি হয়)। বিণ. 1 ডাকাতসংক্রান্ত; 2 ডাকাতিসংক্রান্ত। ডাকাতে বিণ. 1 ডাকাতসংক্রান্ত; ডাকাতদের; 2 ডাকাততুল্য (ডাকাতে সাহস)। ডাকাতে কালী ডাকাতদের উপাস্যা কালী বা কালিকাদেবী। 19)
ডানপিটে
(p. 355) ḍānapiṭē বিণ. 1 অসমসাহসী; 2 দুর্দান্ত ('বাপরে কি ডানপিটে ছেলে': সু. রা.); 3 গোঁয়ার, একগুঁয়ে। [বাং. ডাং পিটায় এই অর্থে]। 29)
তাল2
(p. 375) tāla2 বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা। তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা। ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা। ̃ কানা বিণ. 1 (সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন। ̃ ভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি। 82)
দমা
(p. 398) damā ক্রি. বি. 1 দমিত হওয়া (সাহস দমল না, বুদ্ধি দমেনি); 2 হার মানা, বশ মানা (শত্রু এখনও দমেনি); 3 উত্সাহ হারানো, নিরুত্সাহ হওয়া, হতাশ হওয়া (এত সহজে আমি দমবার পাত্র নই); 4 বসে যাওয়া, নিচু হয়ে যাওয়া (ছাদটা দমে গেছে)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দম্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা। বিণ. উক্ত সব অর্থে। 25)
দিন2
(p. 408) dina2 বি. 1 সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; 2 দিবস, একবার সূর্যোদয় থেকে পুনরায় সূর্যোদয় পর্যন্ত সময় (=24ঘণ্টা সময়), দিবারাত্র (দিনে একবার খায়); 3 (জ্যোতিষ.) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ বা তিথি (=8 প্রহর)। ক্রি-বিণ. (আঞ্চ.) প্রতিদিন (দিন আনি দিন খাই, সে দিন বাজারে যায়)। দিন আসা ক্রি. বি. সুদিন আসা; সুযোগ আসা (আমারও দিন আসবে)। ̃. কর, ̃. নাথ, ̃. পতি, ̃. মণি বি. সূর্য। দিন কাটা ক্রি. দিন বা সময় অতিবাহিত হওয়া। ̃ কাল (আল.) বি. সময় ও অবস্হা (দিনকাল বড় খারাপ)। ̃ ক্ষণ বি. দিনের শুভ-অশুভ অবস্হা (দিনক্ষণ দেখে বাড়ি থেকে বেরিয়ো)। ̃ ক্ষয় বি. 1 তিথিক্ষয়, ত্র্যহস্পর্শ; 2 সন্ধ্যাকাল। ̃ গত পাপক্ষয় বি. প্রাত্যহিক জীবনযাত্রার নিত্যকর্ম, বিনা আনন্দে শুধু শুকনো কর্তব্যপালন। দিন গোনা ক্রি. বি. দীর্ঘকাল ধরে সাগ্রহে প্রতীক্ষা করা। দিন চলা ক্রি. বি. জীবনযাত্রার দৈনন্দিন খরচ জোগাড় হওয়া। ̃ দগ্ধা বি. (জ্যোতিষ.) বার ও তিথির যে মিলনে শুভকাজ নিষিদ্ধ। দিন-দিন ক্রি-বিণ. 1 দিনের বেলায়, প্রকাশ্যে। ̃ পত্রী বি. প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা, ডায়েরি। ̃ পাত, ̃ যাপন বি. কালযাপন, কাল কাটানো। দিন ফুরানো ক্রি. বি. 1 দিন বা সময় শেষ হওয়া; 2 আয়ু শেষ হওয়া। দিন যাওয়া - দিন কাটা -র অনুরূপ। ̃ মজুরি বি. দিন হিসাবে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ। ̃ মণি দ্র দিনকর। ̃ মান বি. দিবাভাগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। ̃ রাত্রি বি. দিন ও রাত্রি। ক্রি-বিণ. সারা দিনে ও রাতে। ̃ লিপি বি. ডায়েরি, রোজনামচা। ̃ শেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা। দিনে ডাকাতি বি. 1 প্রকাশ্য দিবালোকে ডাকাতি; 2 (আল.) অত্যন্ত দুঃসাহসী কুকর্ম। দিনে দিনে ক্রি-বিণ. উত্তরোত্তর, ক্রমশ। 22)
দুঃ
(p. 411) duḥ অব্য. দুষ্ট মন্দ নিষিদ্ধ দুঃখজনক প্রভৃতি অর্থসূচক উপসর্গ। [সং. দুর্, দুস্]। ̃ শাসন বি. 1 পীড়নপূর্ণ শাসন; 2 কুশাসন; 3 ধৃতরাষ্ট্রের দ্বিতীয় পুত্র। বিণ. সহজে শাসন বা বশীভূত করা যায় না এমন। ̃ শীল বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট। ̃ শ্রব বিণ. 1 অশ্রাব্য; শুনলে মনে কষ্ট হয় এমন; 2 আওয়াজের ক্ষীণতার জন্য শুনতে পাওয়া যায় না এমন। ̃ সময় বি. 1 অসময়; 2 অশুভ সময়; 3 দুখের সময়। ̃ সহ বিণ. সহ্য করা কঠিন এমন, অসহ্য। ̃ সাধ্য বিণ. 1 কষ্টসাধ্য; অসাধ্য, সম্পন্ন করা যায় না এমন (দুঃসাধ্য সংকল্প); 2 যার প্রতিবিধান অসম্ভব, অচিকিত্স্য (দুঃসাধ্য ব্যাধি)। ̃ সাহস বি. অনুচিত বা অত্যধিক সাহস। ̃ সাহসিক বিণ. দুঃসাহসী; সম্পাদনের জন্য দুঃসাহসের প্রয়োজন হয় এমন (দুঃসাহসিক অভিযান)। ̃ সাহসিকতা বি. অনুচিত বা অত্যধিক সাহসের প্রবৃত্তি। ̃ সাহসী (-সিন্) দুঃসাহসসম্পন্ন (দুঃসাহসী ডাকাত)। ̃ স্হ, দুস্হ বিণ. 1 দরিদ্র ও দুরবস্হাপন্ন; 2 (বিরল) দুঃখপীড়িত। ̃ স্হিত, দুস্হিত বিণ. 1 দুঃখপীড়িত; 2 (পদার্থ.) স্হির থাকে না এমন, unstable (বি.প.)। বি. ̃ স্হিতি, দুস্হিতি। ̃ স্পর্শ, দুস্পর্শ বিণ. স্পর্শ করা কঠিন এমন। ̃ স্বপ্ন বি. অশুভ ঘটনার স্বপ্ন; খারাপ স্বপ্ন। 3)
দুরন্ত
(p. 413) duranta বিণ. 1 অশান্ত, দামাল (দুরন্ত শিশু); 2 ভীষণ, দুর্দম (দুরন্ত সাহস); 3 উগ্র (দুরন্ত ক্রোধ); 4 প্রতিকার বা প্রতিবিধান কষ্টসাধ্য এমন (দুরন্ত ব্যাধি); 5 প্রবল ('বসন্তের দুরন্ত বাতাসে': রবীন্দ্র); 6 প্রচণ্ড তাপপূর্ণ (দুরন্ত রোদ)। [সং. দুর্ + অন্ত]। ̃ পনা বি. দুষ্টুমি; দুর্দান্ত আচরণ, অবাধ্যতা, দৌরাত্ম্য। 7)
দুর্জয়
(p. 414) durjaẏa বিণ. 1 জয় করা শক্ত এমন, অজেয় (দুর্জয় শত্রু); 2 অদম্য (দুর্জয় সাহস)। [সং. দুর্ + √ জি + অ]। 22)
নির্ভীক
(p. 468) nirbhīka বিণ. ভয় নেই এমন, ভয়হীন; সাহসী। [সং. নির্ + √ ভী + ক]। ̃ তা বি. ভয়হীনতা; সাহসিকতা। 127)
নির্ভয়
(p. 468) nirbhaẏa বিণ. ভয়হীন, অভয়, নিঃশঙ্ক। [সং. নির্ + ভয়]। বি. ̃ তা। নির্ভয়ে ক্রি-বিণ. ভয় না পেয়ে; সাহসের সঙ্গে। 123)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076313
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769578
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367124
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721382
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698431
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594931
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546302
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542453

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন