Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘাড় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘাড় এর বাংলা অর্থ হলো -

(p. 266) ghāḍ় বি. গ্রীবা, কণ্ঠের পশ্চাদ্ভাগ, কাঁধ (বোঝা ঘাড়ে নেওয়া)।
[প্রাকৃ. ঘাড় সং. ঘাটা (=গ্রীবার পশ্চাদ্ভাগ)]।
ঘাড় ভাঙা দ্র ভাঙা।
ঘাড়ে করা, ঘাড়ে নেওয়া ক্রি. বি. 1 কাঁধে তুলে নেওয়া; 2 (আল.) দায়িত্ব বা ভার গ্রহণ করা।
ঘাড়ে চাপা ক্রি. বি. 1 আশ্রয় করা; 2 গলগ্রহ হওয়া।
ঘাড়ে দুটো মাথা থাকা ক্রি. অত্যন্ত দুঃসাহস হওয়া (আমার ঘাড়ে তো দুটো মাথা নেই)।
ধাক্কা
বি. গলাধাক্কা; (আল.) তাড়িয়ে দেওয়া (গলাধাক্কা খাওয়া, গলাধাক্কা দেওয়া)।
ঘাড়ে-গর্দানে বিণ গজস্কন্ধ; অত্যন্ত স্হূল বা মোটাসোটা (ঘাড়ে-গর্দানে চেহারা; বেশ ঘাড়ে-গর্দানে হয়েছে)।
57)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘেসো
(p. 270) ghēsō বিণ. 1 ঘাসে পূর্ণ (ঘেসো জমি); 2 ঘাসের মতো (ঘেসো গন্ধ) ; 3 অসার, বাজে (ঘেসো জিনিস, ঘেসো মাল); 4 ঘাস থেকে বা ঘাসজাতীয় জিনিস থেকে প্রস্তুত (ঘেসো কাগজ)। [বাং. ঘাস + উয়া ও]। 48)
ঘেঁচড়ানো
(p. 270) ghēn̐caḍ়ānō ক্রি. বি. 1 বারবার ঘষা; 2 (আল.) একই জিনিসের বিরক্তিকর পুনরাবৃত্তি করা; বারবার একই কথা বোঝানো বা একই পড়া মুখস্হ করা (একই পড়া রোজ রোজ ঘেঁচড়াতে আর ভালো লাগে না)। [দেশি ঘেঁচড়া + বাং. আনো]। 35)
ঘড়াঞ্চি
ঘটা2
(p. 265) ghaṭā2 ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ̃ নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)। 14)
ঘটাটোপ
ঘটনীয়
(p. 265) ghaṭanīẏa বিণ. 1 সংঘটনযোগ্য; 2 ঘটবে এমন; 3 সম্ভাব্য। [সং. √ঘট্ + অনীয়]। 10)
ঘুটিং
(p. 269) ghuṭi বি. একপ্রকার কাঁকর বা ছোট নুড়ি যা পুড়িয়ে চুন তৈরি হয়। [হি. ঘুট]। 26)
ঘনী-ভবন
(p. 266) ghanī-bhabana বি. ঘন হওয়া। [সং. ঘন + ঈ (চিব) + √ভূ + অন]। 26)
ঘ্যাগ
(p. 272) ghyāga বি. গলগণ্ড। [দেশি]। 27)
ঘুরপ্যাঁচ
(p. 270) ghurapyān̐ca দ্র ঘুর। 7)
ঘুঙট, ঘোঙট, ঘোঙ্গট
ঘটি
(p. 265) ghaṭi বি. ঘটের মতো ধাতুনির্মিত ছোট জলপাত্রবিশেষ (ঘটিবাটি)। [সং. ঘটী]। 16)
ঘোড়া
(p. 272) ghōḍ়ā বি. 1 অশ্ব, তৃণভোজী দ্রুতগামী চতুষ্পদ প্রাণিবিশেষ-ভারবাহীযাত্রীবাহী হিসাবে বহুলব্যবহৃত; 2 দাবা খেলার বলবিশেষ; 3 বন্দুকের বারুদে আগুন ধরাবার বা গুলিনিক্ষেপের চাবি। [সং. ঘোটক]। স্ত্রী. ঘুড়ি, ঘোড়ি। ঘোড়া ঘোড়া খেলা বি. ছোট ছেলেমেয়েদের ঘোড়া সেজে ছোটাছুটি করা খেলাবিশেষ। ঘোড়ার ডিম - ডিম দ্র। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ক্রি. বি. (আল.) যথার্থ ক্ষমতাশালী ব্যক্তিকে অতিক্রম করে কার্যোদ্ধারের চেষ্টা করা। ঘোড়া দেখে খোঁড়া হওয়া ক্রি. বি. আরাম পাবার উপায় থাকলে তারই ভরসায় নিশ্চেষ্ট হয়ে থাকা। ̃ মুখো বিণ. ঘোড়ার মতো লম্বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখি। ̃ মুগ বি. নিকৃষ্ট ধরনের মুগকলাইবিশেষ। ̃ রোগ বি. 1 উত্কট বাতিক; 2 গরিবের অত্যধিক খরচ করে বড়মানুষি করার প্রবৃত্তি; 3 ঘোড়দৌড়, বাজি জেতার নেশা, রেস খেলার নেশা। ̃ শাল বি. আস্তাবল, ঘোড়ার থাকার জায়গা। 11)
ঘুগনি
(p. 269) ghugani বি. আলু, সিদ্ধ মটর, নারকেল প্রভৃতি মিশিয়ে তৈরি খাবারবিশেষ। [হি. ঘুঁঘ্নী]। ̃ দানা বি. ঘুগনি। 21)
ঘুণ
(p. 269) ghuṇa বি. কাঠ ধ্বংসকারী পোকাবিশেষ (ঘুণ করা)। বিণ. (কথ্য. বাং.) 1 অভিজ্ঞ; 2 নিপুণ (এ কাজে সে খুবই ঘুণ)। [সং. √ঘুণ্ + অ]। ঘুণাক্ষর বি. কাঠে ঘুণপোকা অক্ষরের মতো অস্পষ্ট যে ক্ষতচিহ্ন করে; (আল.) সামান্য ইঙ্গিত, আভাস (ঘুণাক্ষরেও টের পাইনি)। 29)
ঘুড়ি2
ঘটিত
(p. 265) ghaṭita বিণ. 1 সংঘটিত; 2 সম্পাদিত; 3 জনিত, সংক্রান্ত (নারীঘটিত, অর্থঘটিত) ; 4 যুক্ত, যোজিত (স্বর্ণঘটিত)। [সং. √ঘট্ + ত]। ̃ ব্য বিণ. ঘটবে এমন; সম্ভাবিত। 18)
ঘাইট, ঘাইল
(p. 266) ghāiṭa, ghāila যথাক্রমে ঘাট1 ও ঘায়েল -এর অপ্র. রূপ। 45)
ঘট
(p. 265) ghaṭa বি. 1 ছোট কলসি ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র); 2 পাত্র, আধার (সর্ব ঘটে); 3 মাথা, মগজ (ঘটে বুদ্ধি নেই); 4 দেহ ('ঘটের মধ্যে সাঁই বিরাজে': বাউল গান)। [সং. √ঘট্ + অ]। ̃ কর্পর বি. 1 ঘটের ভাঙা টুকরো, ভাঙা খাপরা; 2 বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম। ̃ কার বি. কুম্ভকার, কুমোর। 4)
ঘণ্টা-ধ্বনি
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584243
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192202
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795344
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038926
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903734
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849636
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710413
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 624987

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us