Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সীমাবদ্ধ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরিচ্ছিন্ন
(p. 34) aparicchinna বিণ. 1 ছিন্ন বা বিভক্ত নয় এমন; 2 একটানা; 3 অনিয়মিত; 4 অনির্ণীত; 5 সীমাবদ্ধ নয় এমন। [সং. ন (অ) + পরিচ্ছিন্ন]। 137)
অবচ্ছিন্ন
(p. 44) abacchinna বিণ. 1 বিশিষ্ট, যুক্ত (মেঘাবচ্ছিন্ন, দুঃখাবচ্ছিন্ন); 2 বিভক্ত, বিচ্ছিন্ন (নিরবচ্ছিন্ন); খণ্ডিত; 3 সীমাবদ্ধ, limited (দেহাবচ্ছিন্ন প্রাণ)। [সং. অব + ছিন্ন]। 4)
এশীয়
(p. 149) ēśīẏa বিণ. এশিয়া মহাদেশসম্বন্ধীয়; এশিয়া মহাদেশের মধ্যে সীমাবদ্ধ। [এশিয়া + ঈয়]। 26)
ক্ষেত্র
(p. 217) kṣētra বি. 1 জমি, ভূমি, শস্য-উত্পাদনের মাঠ (শস্যক্ষেত্র, ধান্যক্ষেত্র); 2 স্হান (যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র); 3 সিদ্ধভূমি, তীর্থ (কুরুক্ষেত্র, জগন্নাথক্ষেত্র); 4 (দর্শ.) শরীর; 5 ইন্দ্রিয়; 6 মন; 7 (জ্যামি.) রেখার দ্বারা সীমাবদ্ধ স্হান; 8 স্ত্রী, পত্নী (পরক্ষেত্রে জাত সন্তান); 9 অবস্হা বা পরিস্হিতি (এক্ষেত্রে নীরব থাকাই ভালো)। [সং. √ ক্ষি + ত্র]। ̃ কর্ম বি. চাষবাস; অবস্হানুযায়ী কাজ। ̃ জ বিণ. 1 জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ; 2 কৃষিজাত; 3 স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত। ̃ জ্ঞ বি. (দর্শ.) জীবাত্মা, অন্তর্যামী পুরুষ। বিণ. 1 কোন অবস্হায় কী কর্তব্য তা জানে এমন, অভিজ্ঞ; পণ্ডিত; 2 নিপূণ ; 3 কৃষিকর্ম সম্পর্কে অভিজ্ঞ। ̃ পতি বি. জমির মালিক। ̃ পাল বি. জমির রক্ষক বা পালক। ̃ ফল বি. জমির কালি বা পরিমাণ ফল। ̃ মিতি বি. জ্যামিতি। ̃ স্বামী (-মিন্) ক্ষেত্রাধি-কারী (-রিন্) বি. জমির মালিক। 57)
গদ্য
(p. 240) gadya বি. 1 ছন্দোবদ্ধ নয় এমন রচনা; ছন্দ বা অন্ত্যমিল দ্বারা সীমাবদ্ধ নয় এমন রচনা ; 2 কথোপকথনের ভাষা। বিণ. কথনীয়। [সং. √গদ্ (=কথনে) + য]। ̃ ছন্দ বি. গদ্য রচনার মধ্যে যে সুরের আমেজ। 5)
তিথি
(p. 375) tithi বি. 1 চান্দ্র দিন, চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি দ্বারা নিরূপিত ও সীমাবদ্ধ কাল-প্রতিপদ, দ্বিতীয়া ইত্যাদি; 2 সময়, মাহাত্ম্যপূর্ণ বা শুভ সময় (শুভ তিথি দেখে যাত্রা করব)। [সং. তত্ + ইথি]। ̃ কৃত্য বি. তিথিবিশেষে বিহিত কার্য। ̃ ক্ষয় বি. 1 এক দিনে তিন তিথির মিলন, ত্রাহস্পর্শ; 2 অমাবস্যা। ̃ পালন বি. তিথি অনুযায়ী বিহিত কাজ করা। 125)
পরিচ্ছিন্ন
(p. 497) paricchinna বিণ. 1 বিভক্ত; 2 বিছিন্ন; 3 সীমাবদ্ধ; 4 পরিচিত। [সং. পরি + জ্ঞাত]। 25)
প্রাদেশিক
(p. 554) prādēśika বিণ. 1 প্রদেশসম্বন্ধীয়; 2 প্রদেশজাত, প্রদেশে তৈরি, প্রদেশে উত্পন্ন; 3 দেশের অংশবিশেষে সীমাবদ্ধ (প্রাদেশিক শব্দ); 4 সমগ্র দেশে বিস্তৃত না হয়ে নিজ প্রদেশে নিবদ্ধ (প্রাদেশিক মনোভাব)। [সং. প্রদেশ + ইক]। ̃ তা বি. 1 প্রাদেশিক বৈশিষ্ট্য; 2 ভাষার প্রাদেশিক বিকার; 3 নিজ প্রদেশের প্রতি অন্যায় পক্ষপাত এবং অপর প্রদেশের প্রতি বিদ্বেষ। 47)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বৃত্ত
(p. 633) bṛtta বি. 1 (জ্যামি.) যে গোলাকার ক্ষেত্রের মধ্যবিন্দু থেকে পরিধিরেখা সর্বত্র সমব্যবধানবিশিষ্ট; 2 চরিত্র, স্বভাব (দুর্বৃত্ত, রাজবৃত্ত); 3 অক্ষর বা মাত্রার সংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ (স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত)। বিণ. 1 গোলাকার, বর্তুল; 2 নিযুক্ত; 3 সংঘটিত (পুরাবৃত্ত, পুনরাবৃত্ত); 4 অভ্যস্ত; 5 জাত। [সং. √ বৃত্ + ত]। ̃ কলা বি. (জ্যামি.) দুই ব্যাসার্ধদ্বারা সীমাবদ্ধ বৃত্তাংশ; বৃত্তাংশ, sector. ̃ গন্ধি বি. যে গদ্যরচনার অংশবিশেষকে অক্ষরবদ্ধ পদ্যের মতো মনে হয়। ̃ স্হ বিণ. বৃত্তের অন্তর্ভুক্ত, বৃত্তের ভিতরকার। বৃত্তাংশ বি. বৃত্তের অংশ। 60)
মণ্ডল
(p. 676) maṇḍala বি. 1 গোলাকার স্হান, গোলক (ভূমণ্ডল); 2 চক্র, বেড়, পরিধি (বায়ুমণ্ডল); 3 সমূহ, সংঘ (মন্ত্রীমণ্ডল, নক্ষত্রমণ্ডল); 4 দেবতার অধিষ্ঠানচক্র; 5 বৃহত্ রাজ্য, সাম্রাজ্য (মণ্ডলেশ্বর); 6 দেশ, সীমাবদ্ধ ভূমিভাগ (ব্রজমণ্ডল); 7 (বাং.) গ্রামের প্রধান ব্যক্তি, মোড়ল। [সং √ মণ্ড্ + অল়]। মণ্ডলাকার বিণ. গোল, গোলাকার। মণ্ডলাধীশ, মণ্ডলেশ্বর বি. সম্রাট, রাজচক্রবর্তী; চল্লিশ যোজন বিস্তৃত রাজ্যের অধিপতি। মণ্ডলী বি. 1 সমূহ (জ্যোতিষ্কমণ্ডলী); 2 চক্র, বৃত্ত (মণ্ডলী হয়ে বসা)। 55)
মোল্লা
(p. 719) mōllā বি. 1 মুসলমান পণ্ডিত পুরোহিত বা ব্যবস্হাপক (মোল্লার নির্দেশ); 2 পণ্ডিত মুসলমানদের উপাধিবিশেষ (মোল্লা নাসিরুদ্দিন)। [তুর. মল্লা] মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মোল্লার জ্ঞান ও ক্ষমতা ও জ্ঞান নিজ নিজ ছোটো গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। 33)
যোগ
(p. 728) yōga বি. 1 মিলন ('সেইখানে যোগ তোমার সাথে আমারও': রবীন্দ্র); 2 সম্বন্ধ, সম্পর্ক (রক্তের যোগ); 3 সংস্রব, সংসর্গ (দলের সঙ্গে যোগ রেখে চলা, এই ব্যাপারের সঙ্গে তার কোনো যোগ নেই); 4 সহযোগিতা (একযোগে); 5 ধ্যান, সাধনা, তপস্যা, যম নিয়ম প্রাণায়ামাদি (যোগে বসা, যোগসাধনা); 6 সমাধি বা তন্ময়তা 7 উপায়, অবলম্বন (নৌকাযোগে); 8 মারফত (ডাকযোগে); 9 সাধনার পন্হা (কর্মযোগ); 1 সময় (রজনীযোগে); 11 (জ্যোতিষ.) তিথিনক্ষত্রের মিলনবিশেষ (বিষ্কুম্ভযোগ, মৃত্যুযোগ) 12 শুভকাল (বিবাহের যোগ); 13 ওষুধ (মুষ্টিযোগ); 14 সৌভাগ্য (প্রাপতিযোগ, লাভের যোগ চলছে); 15 প্রয়োগ, নিবেশ (মনোযোগ); 16 (গণি.) সংকলন, সমষ্টি (দুইয়ে আর দুইয়ে যোগ); 17 সংকলনের চিহ্ন, '+'; 18 সংগীতের রাগবিশেষ। [সং. √ যুজ্ + অ]। ̃ .ক্ষেম বি. অলব্ধ বস্তুর লাভ ও লব্ধ বস্তুর সংরক্ষণ। ̃ .দান বি. 1 সহযোগ 2 শামিল হওয়া। ̃ .নিদ্রা বি. প্রলয়কালে বিষ্ণুর আংশিক নিদ্রিতভাব ও আংশিক যোগাবস্হা, যোগরূপ নিদ্রা। ̃ .ফল বি. (গণি.) সংকলনের ফলে প্রাপ্ত রাশি। ̃ .বল বি. যোগলব্ধ ক্ষমতা, যোগের প্রভাব। ̃ .বাহী (-হিন্) বিণ. সংযোগকারী সংযোগী। ̃ .ব্যায়াম বি. যৌগিক আসন। ̃ .ভঙ্গ বি. যোগসাধনে বিরতি বা ব্যাঘাত। ̃ .ভ্রষ্ট বিণ 1 সিদ্ধিলাভের পূর্বেই তপস্যা ত্যাগ করছে এমন; 2 যোগমার্গ থেকে স্খলিত বা বিচ্যুত। ̃ .মায়া বি. 1 সত্ত্বরজস্তমোগুণের যোগরূপ মায়া; 2 সৃষ্টিকার্যে ভগবানের অনন্ত শক্তি; 3 দুর্গাদেবী; 4 আদ্যাশক্তি। ̃ .মার্গ বি. যোগসাধনার বা যোগসাধনরূপ পথ। ̃ .যুক্ত বিণ সমাধিযুক্ত। ̃ .রূঢ় বিণ. প্রকৃতি-প্রত্যয়যোগে গঠিত অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ, যেমন, পঙ্কজ, জলদ। ̃ .শাস্ত্র বি. যোগসাধনাবিষয়ক শাস্ত্র বা গ্রন্হ। ̃ .সাজশ বি. 1 (সচ. অন্যায় কাজে) গোপন সংস্রব ও সহযোগিতা; 2 ষড়যন্ত্র (দুজনে যোগসাজশ করে একাজ করেছে)।̃ .সাধন, ̃.সাধনা বি. 1 দেহ ও মনের সম্পূর্ণ গতিরোধ 2 যম-নিয়ম-প্রাণায়ামাদি অভ্যাস। ̃ .সিদ্ধি বি. যোগসাধনায় সাফল্য। ̃ .সূত্র বি. 1 যোগাযোগ, সম্পর্ক; 2 বন্ধন। যোগাদ্যা বি. আদ্যাশক্তি; ভগবতী; কালী। যোগাযোগ বি. 1 মিলন, ঐক্য; 2 কার্যকারণের সামঞ্জস্য 3 যোগ, সংস্রব; 4 খবরাখবর লেনদেন 5 দেখাশোনা 6 সহযোগিতা। যোগারূঢ় বিণ. 1 যোগসাধনায় মগ্ন; 2 যোগাসনে উপবিষ্ট। যোগাসন বি. 1 যোগসাধনায় বসবার প্রণালী 2 যোগসাধনার্থ উপবেশন; 3 যৌগিক ব্যায়ামের প্রণালী। যোগাসীন বিণ. যোগসাধনায় বা যৌগিক ব্যায়ামে উপবিষ্ট, যোগরত। 37)
সরাসরি
(p. 818) sarāsari ক্রি-বিণ. বিণ. 1 কোনো মধ্যস্হের সাহায্য না নিয়ে সোজাসুজি (সরাসরি আদালতে যাওয়া); 2 সংক্ষিপ্ত (সরাসরি বিচার); 3 দুটিমাত্র প্রতিদ্বন্দ্বীর মধ্যে সীমাবদ্ধ (সরাসরি লড়াই)। [ফা. সরাসর]। 7)
সীমিত
(p. 834) sīmita বিণ. সীমাবদ্ধ, অপ্রচুর (সীমিত শক্তি, ক্ষেপণাস্ত্র সীমিতকরণ)। [সীমা দ্র]। 33)
স্হান
(p. 849) shāna বি. 1 স্হল, জায়গা, ঠাঁই (স্হানত্যাগ, বাসস্হান); 2 অঞ্চল, দেশ, প্রদেশ (তীর্থস্হান, গোরস্হান); 3 আশ্রয় (কোথাও তার স্হান নেই); 4 আধার, পাত্র (ভরসাস্হান); 5 বিষয়, ক্ষেত্র (শোকস্হান, ভয়স্হান); 6 তীর্থ, পীঠ, অধিষ্ঠানক্ষেত্র (বাবা তারকনাথের স্হান); 7 পদ, পরিবর্ত (তত্স্হানে); 8 বাসস্হান, আলয়, আবাস (হিংস্র পশুর স্হান)। [সং. √ স্হা + অন]। ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. স্বীয় অবস্হানস্হল বা বাসভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছে এমন। ̃ পরিবর্তন বি. জায়গা-বদল; বাসস্হান-বদল। স্হানাঙ্ক বি. (গণি.) co-ordinate. স্হানান্তর বি. অন্য স্হান। স্হানান্তরিত বিণ. ভিন্ন স্হানে নীত; এক কর্মস্হান থেকে বদলি হয়ে ভিন্ন কর্মস্হানে নিযুক্ত। স্ত্রী. স্হানান্তরিতা। স্হানাভাব বি. জায়গায় কমতি। স্হানিক বি. (প্রাচীন ভারতে) কোনো স্হানের অধ্যক্ষ। বিণ. স্হানীয়। স্হানী (-নিন্) বিণ. স্হানযুক্ত; স্হিতিশীল। স্হানীয় বিণ. 1 (নির্দিষ্ট) স্হানসম্বন্ধীয়; 2 (নির্দিষ্ট) স্হানের; 3 স্হানবিশেষে সীমাবদ্ধ (স্হানীয় সাক্ষী, স্হানীয় অভাব-অভিযোগ); তুল্য (পুত্রস্হানীয়)। স্হানীয় কাল local time. স্হানে অস্হানে নির্বিচারে যোগ্য ও অযোগ্য স্হানে। স্হানে স্হানে ক্রি-বিণ. বিভিন্ন স্হানে। 7)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074064
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768665
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366053
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698046
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594635
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545161
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন