Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বর্ণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বর্ণ এর বাংলা অর্থ হলো -

(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)।
[সং. √ বর্ণ্ + অ]।
ক্ষত্রিয়
বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়।
চোরা
বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)।
চ্ছটা
বি. রঙের বাহার।
জ্ঞান-হীন
বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর।
জ্যেষ্ঠ
বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ।
তত্ত্ব
বি. জাতিতত্ত্ব, ethnology.পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান।
বিদ্বেষ
বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ।
বিদ্বেষী
(-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন।
বিপর্যয়
বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা।
বৈচিত্র্য
বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)।
ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত।
মালা
বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ।
লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া।
শ্রেষ্ঠ
বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ।
সংকর
বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা।
হিন্দু
বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়।
হীন বিণ. রংহীন, বিবর্ণ।
বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা।
বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম।
বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হসন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম।
বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)।
97)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বচসা
(p. 573) bacasā বি. তর্কাতর্কি; ঝগড়া (সামান্য ব্যাপার নিয়ে বচসা বেধে গেল)। [সং. বচস্ + বাং. আ (স্বার্থে)]। 58)
বদরীনাথ, বদ্রীনাথ
(p. 575) badarīnātha, badrīnātha বি. বদরী-নামক পর্বতশৃঙ্গে বিরাজিত মহাদেবের মূর্তি। [সং. বদরী + নাথ, বদ্রী + নাথ]। 51)
ব্যাণ্ডেজ
(p. 651) byāṇḍēja বি. 1 শরীরের ক্ষত বা আহত স্হান বাঁধার জন্য কাপড়ের পটি বা ফালি; 2 শরীরের আহত বা ক্ষতস্হান বাঁধা। [ই. bandage]। 9)
বৃদ্ধ্যাজীব
(p. 633) bṛddhyājība বিণ. বি. সুদখোর, মহাজন। [সং. বৃদ্ধি (=সুদ) + আজীব]। 70)
বসন্ত
(p. 580) basanta বি. 1 ফাল্গুনচৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল ('বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা': রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ। [সং. √ বস্ + অন্ত]। ̃ তিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ দূত বি. কোকিল। স্ত্রী. ̃ দূতী। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়। ̃ বায়, ̃ বায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস ('বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল': রবীন্দ্র)। ̃ বাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্তবাহার এই দুই রাগের মিশ্র রূপ। ̃ মুখারি বি. সংগীতের রাগবিশেষ। ̃ সখ বি. বসন্তের সখা, কোকিল। ̃ সখা বি. বসন্ত যার সখা, কামদেব। বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু। বসন্তোত্-সব বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উত্সব। 215)
বিসর্জন
বিদ্যুজ্জিহ্ব
বুড়ো-ধাড়ি
বিস্মাপন, বিস্মায়ন
(p. 630) bismāpana, bismāẏana বি. বিস্ময় উত্পাদন। [সং. বি. + √ স্মি + ণিচ্ + অন]। 30)
বক্র
(p. 573) bakra বিণ. 1 বাঁকা, সোজা বা সরল নয় এমন (বক্রপথ, বক্রগতি); 2 কুটিল (বক্র ইঙ্গিত, বক্রকটাক্ষ)। বি. 1 বাঁক, মোড়; 2 (বিরল) মঙ্গলগ্রহ। [সং. √ বঙ্ক্ + র]। ̃ গামী (-মিন্) বিণ. বাঁকা পথে চলে এমন। ̃ গ্রীব বিণ. যার বাঁকা গলা। ̃ ণ বি. বক্রীকরণ। ̃ তা বি. বাঁকাভাব, অসরলতা; বাঁক। ̃ দংষ্ট্র বিণ. বাঁকা দাঁতযুক্ত। ̃ দৃষ্টি বি. বাঁকা চাহনি বা কুটিল চাহনি; কটাক্ষ। বিণ. বাঁকা চাহনিযুক্ত। ̃ নাস বিণ. (টিয়া প্রভৃতি পাখির মতো) বাঁকা নাকওয়ালা। ̃ রেখা বি. বাঁকা রেখা, যে রেখা সরল বা সোজা নয়। বক্রাক্ষ বিণ. টেরা, বাঁকা দৃষ্টিযুক্ত। বক্রিমা (-মন্) বি. বক্রতা। 29)
বাঁটুল1
(p. 591) bān̐ṭula1 বি. 1 খেলার গুলি বা বল; 2 লোহা বা সিসের তৈরি ছোটো বল যা গুলতি ইত্যাদিতে ব্যবহার করা হয়। [সং. বর্তুল]। 17)
বংশাবলি
(p. 572) baṃśābali বি. বংশের তালিকা, কুলজি। [সং. বংশ + আবলি]। 20)
বিজ্ঞাপন
বয়ন2
(p. 580) baẏana2 বি. (প্রা. কা.) মুখ, বদন ('বয়নে বসন দিয়া বলে লুকাইনু': বা. ঘো.)। [সং. বদন]। 7)
বিকিরণ
বোয়াল
(p. 646) bōẏāla বি. আঁশহীন বড়ো মাছবিশেষ। [সং. বোদাল]। 53)
বিজোড়, (কথ্য) বেজোড়
(p. 611) bijōḍ়, (kathya) bējōḍ় বিণ. 1 অযুগ্ম, জোড়হীন; 2 দুই দিয়ে ভাগ করলে মিলে যায় না এমন অর্থাত্ দুই দিয়ে বিভাজ্য নয় এমন; 3 বিষম। [বাং. বি (=নয়) + জোড়]। বিজোড় সংখ্যা বি. 1 3 5 7 9 ইত্যাদি অযুগ্ম সংখ্যা। 45)
বিষিত
(p. 627) biṣita বিণ. বিষযুক্ত, বিষাক্ত, poisoned (বি. প.)। [সং. বিষ + ইত]। 46)
বমিত
(p. 575) bamita বিণ. বমি করে তুলে ফেলা হয়েছে এমন, উদ্গীর্ণ, বান্ত। [সং. √ বম্ + ণিচ্ + ত]।
ব্যাঘ্র
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073815
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768598
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365979
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721023
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698016
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594607
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545092
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542281

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন