Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্ত্রী]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

খেলুড়ে, খেলুড়িয়া
(p. 232) khēluḍ়ē, khēluḍ়iẏā বি. 1 খেলোয়াড়, যে খেলে (ও তো ভালো দাবা-খেলুড়ে); 2 খেলার সাথি। [বাং. খেলা + ড়িয়া ড়ে]। স্ত্রী. খেলুড়ি। 44)
তারকা
(p. 375) tārakā বি. 1 তারা, নক্ষত্র; 2 চোখের তারা; 3 '*' এই চিহ্ন; 4 সিনেমা ইত্যাদির বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী-ইংরেজি star শব্দের অনুকরণে। [সং. √ তৃ. + ণিচ্ + অক + আ]। ̃ য়িত বিণ. 1 তারকাযুক্ত, তারকাখচিত; 2 তারকায় পরিণত অর্থাত্ বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিগণিত। ̃ রি বি. তারকাসুরবধকারী কার্তিকেয়। তারকিনী বিণ. (স্ত্রী.) তারকাময়ী। বি. রাত্রি। 63)
তৃপ্ত
(p. 375) tṛpta বিণ. সন্তুষ্ট, কামনা ও ইচ্ছা পূর্ণ হওয়ার ফলে আনন্দিত। [সং. √ তৃপ্ + ত]। স্ত্রী. তৃপ্তা। তৃপ্তি বি. সন্তুষ্টি, তৃষ্ণা বা কামনার নিবৃত্তি। 248)
-আত্মক
(p. 89) -ātmaka বিণ. (সমাসের উত্তরপদে অর্থাত্ পরপদে) গুণবিশিষ্ট, প্রকৃতিবিশিষ্ট (হিংসাত্মক, ধংসাত্মক, রসাত্মক)। স্ত্রী. -আত্মিকা। 20)
-চারী
(p. 281) -cārī (-রিন্) বিণ. (উপপদের পরে) 1 বিচরণকারী (আকাশচারী, গগনচারী); 2 আচরণকারী (ব্রতচারী)। [সং. √চর্ + ইন্] স্ত্রী. চারিণী। 155)
-জাদা
(p. 322) -jādā বি. (শব্দান্তে প্রত্যয়রূপে ব্যবহৃত) ছেলে, পুত্র, (হারামজাদা, শাহজাদা)। [ফা. জাদ্হ্]। স্ত্রী. জাদি। 3)
-নয়নী
(p. 447) -naẏanī বিণ. (সমাসের উত্তরপদরূপে, স্ত্রীলিঙ্গে ব্যবহৃত) নয়নবিশিষ্টা (সুনয়নী, ত্রিনয়নী)। [সং. নয়ন2 + ঈ]। 60)
-প্রদ
(p. 546) -prada বিণ. দানকারী, দেয় এমন (সুখপ্রদ)। [সং. প্র + √ দা + অ]। স্ত্রী. প্রদা। 14)
-বর্ষীয়
(p. 580) -barṣīẏa বিণ. (সমাসে পরপদে) বয়সযুক্ত (ষোড়শবর্ষীয় বালক)। [সং. √ বর্ষ + ঈয়]। স্ত্রী. -বর্ষীয়া। 146)
-বাসী2
(p. 605) -bāsī2 (-সিন্) বিণ. (সমাসের উত্তরপদে) যে বসবাস করে, বাসকারী (দেশবাসী)। [সং. √ বস্ + ইন্]। স্ত্রী. -বাসিনী। 22)
-বাহ
(p. 605) -bāha বিণ. বহনকারী (মেঘবাহ, বারিবাহ)। বি. অশ্ব, রথ ইত্যাদি বাহন। [সং. √ বহ্ + অ]। বিণ. স্ত্রী. ̃ বাহী। 33)
-ভাষী
(p. 664) -bhāṣī (-র্ষিন্) বিণ. ভাষা ব্যবহারকারী, ভাষক, কথক (হিন্দিভাষী, রূঢ়ভাষী)। [সং. √ ভাষ্ + ইন্]। স্ত্রী. ভাষিনী (রূঢ়ভাষিণী)। 30)
-মর্দী
(p. 687) -mardī বিণ. বি. মর্দনকারী। [সং. √ মৃদ + ইন্]। ̃ মর্দিনী বিণ. বি. (স্ত্রী.) মর্দনকারিণী, দমনকারিণী (মহিষমর্দিনী)। 7)
-মান1
(p. 698) -māna1 (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্হানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। 6)
-ময়1
(p. 685) -maẏa1 বিণ. (সমাসে উত্তরপদে) 1 পরিপূর্ণ (জলময় স্হান); 2 যুক্ত, সমন্বিত (করুণাময়, স্নেহময়); 3 নির্মিত (দারুময় পালঙ্ক, লৌহময় বর্ম); 4 (বাং.) ব্যাপী (মুখময় দাগ, দেশময় অখ্যাতি)। [সং. ময়ট্] (প্রত্যয়বিশেষ)। স্ত্রী-ময়ী। 10)
-হারী2
(p. 867) -hārī2 (-রিন্) বিণ. হরণকারী, নাশক (চিত্তহারী, (দর্পহারী)। [সং. √ হৃ + ইন্]। স্ত্রী. ̃ হারিণী (ত্রিতাপহারিণী)। 39)
অংশু
(p. 1) aṃśu বি. 1 কিরণ, রশ্মি, প্রভা; 2 আঁশ, তন্তু, সুতোর সূক্ষ্ম অংশ। [সং. অন্শ্+উ]। ̃ ক বি. বস্ত্র, সূক্ষ্ম বস্ত্র; রেশম পাট ইত্যাদিতে প্রস্তুত বস্ত্র (চীনাংশুক)। ̃ জাল বি. কিরণরাশি, কিরণমালা। ̃ ধর বি. অংশুর ধার; সূর্য। ̃ মতী বিণ. (স্ত্রী) কিরণময়ী, জ্যোতির্ময়ী। ̃ মান (-মত্) 1 সূর্য; 2 সূর্যবংশীয় সগর রাজার পৌত্র। ̃ মালা বি. রশ্মিজাল, কিরণমালা। ̃ মালী (-লিন্) বি. সূর্য। ̃ ল বিণ. কিরণময়, কিরণবিশিষ্ট। 14)
অকরণী
(p. 2) akaraṇī বি. (গণি.) যে রাশি করণী নয় অর্থাত্ যার মূল বার করলে কোনো ভাগশেষ থাকে না, rational quantity (যেমন 25=5)। [সং. ন+করণ+ঈ (স্ত্রী)]। 13)
অক্ষত
(p. 4) akṣata বিণ. 1 ক্ষত বা আঘাতপ্রাপ্ত হয়নি এমন, অনাহত; অচ্ছিন্ন; 2 নিখুঁত। বি. 1 আতপ চাল; 2 যব; 3 খই। [সং. ন+ক্ষত]। ̃ .দেহ, ̃ শরীর বি. ক্ষতহীন দেহ বা শরীর। বিণ. ক্ষতহীন দেহবিশিষ্ট। ̃ যোনি বিণ. (স্ত্রী.) যৌনসংগম করেনি এমন, যৌনসংগমের দ্বারা যার যোনি ক্ষত হয়নি; নির্দোষ কুমারী। 27)
অক্ষমা1
(p. 4) akṣamā1 -অক্ষম এর স্ত্রীলিঙ্গ। 29)
অখল
(p. 6) akhala বিণ. খল বা কুটিল নয় এমন; ছলনাশূন্য, সরল; কুটিলতাহীন ('না ঠেলহ ছলে অবলা অখলে': চণ্ডী.)। [সং. ন+খল]। বিণ. (স্ত্রী) অখলা। 2)
অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অঘটন-ঘটন-পটীয়সী
(p. 8) aghaṭana-ghaṭana-paṭīẏasī বিণ. (স্ত্রী) অসাধ্যসাধনে পটু, অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম (যে নারী) (সাধারণত 'মায়া' বা শক্তির বিণ. রূপে ব্যবহৃত)। অঘটনীয় বিণ. যা ঘটবার নয়; ঘটা সম্ভব নয় এমন। 16)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অচঞ্চল
(p. 8) acañcala বিণ. 1 চঞ্চলতা বা চপলতা নেই এমন, অচপল; 2 আন্দোলিত হয় না বা নড়ে না এমন, স্হির; 3 স্হায়ী; 4 অব্যাকুল, ধীর। [সং. ন+চঞ্চল]। স্ত্রী. অচঞ্চলতা। 54)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2085196
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772703
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370401
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722913
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700228
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596072
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550530
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543179

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন