Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

-বাহ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  -বাহ এর বাংলা অর্থ হলো -

(p. 605) -bāha বিণ. বহনকারী (মেঘবাহ, বারিবাহ)।
বি. অশ্ব, রথ ইত্যাদি বাহন।
[সং. √ বহ্ + অ]।
বিণ. স্ত্রী.বাহী।
33)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেলে
(p. 642) bēlē বিণ. বালুকাপূর্ণ (বেলে মাটি)। বি. (বালির মধ্যে থাকে এমন) মাছবিশেষ। [বাং. বালি + ইয়া এ]। ̃ খেলা বি. ছেলে-ভুলানো বা নামেমাত্র খেলা। ̃ পাথর বি. যে পাথরে বালির অংশ থাকে। ̃ মাটি বি. বালুকাপূর্ণ মাটি। 28)
বই2
(p. 572) bi2 বি. কচুর লতা বা লতি। [দেশি]। 4)
বৈরাগ
(p. 644) bairāga দ্র বৈরাগ্য। 62)
বৃষোত্-সর্গ
বন্দী1
বটা
(p. 575) baṭā ক্রি. (আঞ্চ.) হওয়া (তুমি কে বট, তুই কে বটিস, আমি রাজা বটি)। [সং. √ বৃত্ + বাং. আ]। 10)
বিলীয়-মান
বেবন্দোবস্ত
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বৃত্তি
(p. 633) bṛtti বি. 1 মনের ধর্ম শক্তি বা প্রবণতা, faculty (বুদ্ধিবৃত্তি, চিত্তবৃত্তি); 2 প্রবৃত্তি, স্বভাব (নীচবৃত্তি); 3 আচরণ (বকবৃত্তি); 4 জীবিকা (ভিক্ষাবৃত্তি, বৃত্তিমূলক শিক্ষা); 5 পেশা (বৃত্তিভেদ); 6 নিয়মিত জলপানি বা ভাতা (ছাত্রবৃত্তি); 7 অর্থপ্রকাশের ব্যাপারে শব্দের অন্তর্নিহিত শক্তি (লক্ষণাবৃত্তি, ব্যঞ্জনাবৃত্তি); 8 অক্ষরসংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ; 9 সূত্রার্থের ব্যাখ্যান বা টীকা (সূত্রবৃত্তি)। [সং. বৃত্ + তি]। ̃ জীবী (-বিন্) বিণ. চাকুরিজীবী। ̃ ভোগী (-গিন্) বিণ. চাকরি করে সংসার চলায় এমন, বৃত্তিজীবী। ̃ মূলক বিণ. চাকুরিসংক্রান্ত। বৃত্তিমূলক শিক্ষা বি. যে শিক্ষার সমাপনান্তে চাকরি পাবার যোগ্যতা অর্জিত হয়; কোনো বৃত্তি বা চাকরির সঙ্গে সম্পর্কিত শিক্ষা। বৃত্তীয় বিণ. বৃত্তি-সংক্রান্ত। 64)
বুলা1
(p. 633) bulā1 ক্রি. (প্রা. কা.) ভ্রমণ বা বিচরণ করা ('ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে': গো. দা.)। [প্রাকৃ.বোল্ল + বাং. আ]। 46)
বেহদ্দ
(p. 642) bēhadda বিণ. বিণ-বিণ. বেজায়, অত্যন্ত, অধিক, জবর (বেহদ্দ পরিশ্রম)। [ফা. বে + আ. হদ্দ্]। 56)
বিরিখ
(p. 621) birikha বি. (কাব্যে) 'বৃক্ষ'-র কোমল রূপ ('বিরিখের ফল নহে ও বিপরীত': চণ্ডী)। 107)
বাস্তব্য
(p. 605) bāstabya বিণ. 1 বাসস্হানের বা বসবাসের উপযুক্ত, বাসোপযোগী; 2 বাস করানো যায় এমন। [সং. √ বস্ + ণিচ্ + তব্য]। 30)
বেটাচ্ছেলে, বেটাছেলে
বারুই, বারই
(p. 602) bārui, bāri বি. পান চাষকারী হিন্দু জাতিবিশেষ। [তু. সং. বারূজীবী]। 35)
বেশক
ব্যথা
(p. 648) byathā বি. 1 (শরীর বা মনের) কষ্ট, দুঃখ (তার কথায় ব্যথা পেলাম, মাথার ব্যথা); 2 (বাং.) প্রসববেদনা (মেয়েটির ব্যথা উঠেছে)। [সং. √ ব্যথি + অ + আ]। ̃ তুর বিণ. বেদনার্ত, ব্যথায় কাতর (ব্যথাতুর হৃদয়)। 24)
ব্যাটারি
(p. 648) byāṭāri বি. বিদ্যুত্ উত্পাদনসঞ্চালন করে এমন যন্ত্রবিশেষ। [ইং. battery]। 64)
বৈতনিক
(p. 644) baitanika বিণ. 1 বেতনভোগী (বৈতনিক কর্মচারী); 2 বেতন দিতে হয় বা বেতন পাওয়া যায় এমন (বৈতনিক কর্ম)। বিপ. অবৈতনিক। [সং. বেতন + ইক]। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192138
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795222
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038869
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903698
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849622
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710401
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 624964

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us