Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গতে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গতে এর বাংলা অর্থ হলো -

(p. 239) gatē ক্রি-বিণ. (বর্ত. বিরল) অব্য. গত হলে (বেলা তিনটা গতে)।
[গত দ্র]।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গোলালো
(p. 261) gōlālō বিণ. 1 প্রায় গোলাকার; 2 গোলগাল। [সং. গোল3 + বাং. আলো]। 8)
গোতম
গণ্ড
(p. 236) gaṇḍa বি. 1 গাল, কপোল (গণ্ডদেশ); 2 আব, বড় ফোঁড়া, মাংসস্ফীতি (গলগণ্ড) ; 3 গ্রন্হি; 4 চিহ্ন; 5 যোগবিশেষ। বিণ. 1 প্রধান; 2 ক্ষুদ্রদূরবর্তী (কোন গণ্ডগ্রামে তার বাড়ি)। [সং. √গণ্ড্ + অ]। ̃ কূপ বি. 1 অধিত্যকা; 2 গালের টোল। ̃ গ্রাম বি. 1 জনবহুল বড় গ্রাম; 2 দূরবর্তীক্ষুদ্র গ্রাম। ̃ দেশ বি. গাল, কপোল। ̃ মালা বি. গলদেশের গ্রন্হিস্ফীতি রোগ। ̃ মূর্খ বি. একেবারে মূর্খ, আকাট মূর্খ। ̃ যোগ বি. (জ্যোতিষ.) যে যোগে জন্ম হলে জাতকের মাতা-পিতার মৃত্যু হয়। ̃ শৈল বি. 1 পাহাড়ের গা থেকে উত্ক্ষিপ্ত বড় পাথর ; 2 ছোট পাহাড়। ̃ স্হল বি. গাল, কপোল। 56)
গ্লান
(p. 264) glāna দ্র গ্লানি। 5)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
গনা, গণা
(p. 240) ganā, gaṇā ক্রি. 1 গণনা করা, গোনা; 2 গণ্য করা (মানুষ বলেই গনে না) ; 3 অনুমান করা, আঁচ করা (বিপদ গনলাম)। বি. 1 গণন (গনাগুনতি); 2 গণ্য করা; 3 অনুমান। বিণ. 1 গণিত (গনা ফল); 2 ঠিক ঠিক, পুরোপুরি (গনা দশ বছর)। [সং. √গণ + বাং. আ]। ̃ গনতি, ̃ গুনতি, ̃ গাঁথা বিণ. একেবারে ঠিক ঠিক, কমও নয় বেশিও নয় এমন। 8)
গ্রন্হিক
গামার1, গাম্ভারি
(p. 246) gāmāra1, gāmbhāri বি. গাম্ভারি গাছ বা তার কাঠ (গামার কাঠ)। [সং. গাম্ভারিকা]। 73)
গুণী
(p. 250) guṇī (-ণিন্) বিণ. 1 গুণসম্পন্ন, গুণবান; 2 কলা বা শিল্পে পারদর্শী, কলাবিত্; 3 ধর্মী (রজোগুণী); 4 মন্ত্রতন্ত্র জানে এমন, বশ করতে পরে এমন। [সং. গুণ + ইন্]। 82)
গাঁথা
(p. 246) gān̐thā ক্রি. 1 পরপর স্হাপনপূর্বক রচনা বা নির্মাণ করা (ফুল দিয়ে মালা গাঁথা, ইট দিয়ে বাড়ি গাঁথা, ভিত গাঁথা); 2 দৃঢ়সংলগ্ন থাকা, চিরদিন অটুট বা জাগরূক থাকা (কথাটা মনে গেঁথে গেছে) ; 3 আবদ্ধ বা যুক্ত করা (বঁড়শিতে মাছ গাঁথা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √গাঁথ্ (সং. √গ্রন্হ্) + আ]। 14)
গোমতী
(p. 256) gōmatī বি. অযোধ্যা অঞ্চলের নদীবিশেষ। [সং. গো + মত্ + ই]। 119)
গুলি2
(p. 253) guli2 বি. 1 যেকোনো ক্ষুদ্র গোলাকার বস্তু, গুটিকা (গুলি খেলা) ; 2 ওষুধের বড়ি, pill (হজমি গুলি, আমাশার গুলি) ; 4 আফিম থেকে প্রস্তুত মাদকবিশেষ, চণ্ডু (গুলিখোর); 5 বন্দুকের ছর্রা বা ধাতুগোলক, bullet. [হি. গোলী সং. √গুড়্ + অ + ই]। ̃ খোর বি. বিণ. চণ্ডুসেবনকারী। ̃ ডাণ্ডা বি. খেলাবিশেষ ও তার উপকরণ; ডাংগুলি। ̃ কা বি. গুটিকা; বটিকা; বন্দুকের গুলি। গুলি মারা (অশা.) ক্রি. বি. তোয়াক্কা না করা; উপেক্ষা করা (গুলি মারো ওই চাকরিকে)। 51)
গাণিতিক
(p. 246) gāṇitika বি. বিণ. গণিতজ্ঞ, গণিত শাস্ত্রে পণ্ডিত এমন (ব্যক্তি)। বিণ. গণিতবিষয়ক (গাণিতিক সমস্যা)। [সং. গণিত + ইক]। 39)
গেঁজ
(p. 256) gēn̐ja বি. 1 অঙ্কুর, গজ, কল; 2 অর্বুদ, আব। [দেশি]। 6)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গোত্তা, গোপ্তা
(p. 256) gōttā, gōptā বি. নীচের দিকে মাথা দিয়ে বেগে পতন (ঘুড়িটা গোত্তা খেয়ে পড়ল)। [আ. গউতহ্]। 77)
গভর্ন-মেণ্ট
গ্যাঁড়ানো
(p. 261) gyān̐ḍ়ānō দ্র গেঁড়া। 37)
গং
গড়ু
(p. 236) gaḍ়u বি. দেহের কোনো অংশের মাংসস্ফীতি-যেমন কুঁজ, গলগণ্ড ইত্যাদি (গলার গড়ু, পিঠের গড়ু)। বিণ. কুব্জ। [সং. √গড়্ + উ]। 42)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072439
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768101
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365521
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720863
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697706
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594404
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544617
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542187

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন