Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চেলা2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চেলা2 এর বাংলা অর্থ হলো -

(p. 294) cēlā2 বি. শিষ্য, ছাত্র; শাগরেদ।
[হি. চেলা]।
78)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চৌদোল
(p. 299) caudōla দ্র চৌ ও চতুর্দোল। 12)
চাগাড়
চোখা
(p. 297) cōkhā বিণ. 1 তীক্ষ্ণ, ধারালো (চোখা বাণ); 2 অতি তীব্র (চোখা চোখা কথা); 3 তুখোড়; বুদ্ধিমান ও চৌকস (চোখা লোক); 4 খাঁটি, বিশুদ্ধ (চোখা মাল)। [সং. চোক্ষ]। ̃ ল, ̃ লো বিণ. তীক্ষ্ণ বা তীব্র স্বাদযুক্ত (চোখালো রান্না); চালাক; তুখোড়; ধারালো (চোখালো বাণ)। চোখা চোখা কথা বি. মর্মভেদী কথা। 6)
চৌমাথা, চৌমোহনা
(p. 299) caumāthā, caumōhanā দ্র চৌ। 21)
চরকি
চোট
(p. 297) cōṭa বি. 1 আঘাত (লাঠির চোট, পায়ে চোট আছে); 2 জোর, শক্তি (কথার চোট, মারের চোটে); 3 ক্রোধ, রাগ, কোপ (চোটপাট করা); 4 বেগ, তোড়, দমক (হাসির চোট); 5 দফা, বার (একচোটে অনেকটা)। [হি. চোট্]। ̃ পাট বি. ক্রোধ প্রকাশ; তিরস্কার, বকুনিঝকুনি। চোট হওয়া ক্রি. বি. (অশোভন) ক্ষতি হওয়া; লোকসান হওয়া (অনেকগুলো টাকা চোট হয়ে গেল)। 12)
চতুরংশ
(p. 277) caturaṃśa বি. চার ভাগ। বিণ. চার ভাগে বিভক্ত। [সং. চতুর্ + অংশ]। চতুরংশিত বিণ. 1 চার ভাগে বিভক্ত; 2 চার পেজি, quarto. 3)
চাবি, চাবি-কাঠি
(p. 281) cābi, cābi-kāṭhi বি. 1 তালা বন্ধ করার বা খোলার শলাকাবিশেষ, কুঞ্চিকা; 2 যন্ত্রাদি চালু করার কলবিশেষ (ঘড়ির চাবি, হারমানিয়ামের চাবি)। [পো. chave]। চাবি দেওয়া ক্রি. বি. তালা বন্ধ করা ('সমস্ত অলঙ্কার লৌহ-সিন্ধুকে পুরিয়া চাবি দিল': শরত্)। 124)
চালাক
চুল্লি
(p. 294) culli বি. 1 উনুন; 2 চিতা। [সং. চুল্লী]। 32)
চালা1
(p. 281) cālā1 ক্রি. 1 সঞ্চালন করা, নাড়া (হাত চালা, মাথা চালা); 2 চালুনির সাহায্যে পরিষ্কার করা বা ঝাড়া (শস্য চালা); 3 দাবা পাশা ইত্যাদি খেলায় ঘুঁটির দান দেওয়া; 4 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালা); 5 খাটানো, প্রয়োগ করা (চাল চালা); 6 চালানো (ব্যাবসা চালাচ্ছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চালি + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি, ইতস্তত সঞ্চালন (কথা চালাচালি)। 172)
চক্ষু
(p. 275) cakṣu (চক্ষুঃ) বি. 1 চোখ, অক্ষি, নয়ন; 2 দৃষ্টি, নজর। [সং. √চক্ষ্ + উস্]। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা ক্রি. বি. কানে-শোনা বিষয় স্বচক্ষে দেখে তার সত্যাসত্য সম্বন্ধে নিশ্চিত হওয়া। চক্ষু খুলে যাওয়া ক্রি. বি. অজ্ঞতা দূর হওয়া। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টির বিষয়ীভূত। ̃ দান, ̃ দান বি. 1 দৃষ্টিশক্তি দান; 2 প্রতিমাদির চোখে জ্যোতি দান করে প্রাণপ্রতিষ্ঠা; 3 (আল.) অজ্ঞানকে জ্ঞানদান; 4 সতর্কীকরণ; 5 (ব্যঙ্গে) চূরি। ̃ রুন্মীলন বি. 1 চক্ষু উন্মুক্ত করা, চোখ মেলা, চেয়ে দেখা; 2 (আল.) অর্ন্তদৃষ্টি; অর্ন্তদৃষ্টির ক্ষমতার উন্মেষ। ̃ রোগ, চক্ষূ-রোগ বি. চোখের অসুখ। ̃ র্লজ্জা, ̃ লজ্জা বি. অন্যের সামনে কিছু করতে বা বলতে সংকোচ। ̃ শূল, চক্ষুঃশূল বি. 1 চোখের বেদনা; 2 (আল.) দেখলে বিরক্তি জন্মে এমন ব্যক্তি। ̃ ষ্মান, ̃ ষ্মান্ (-ষ্মত্) বিণ. 1 বিণ. 1 চক্ষুযুক্ত; দৃষ্টিশক্তিবিশিষ্ট; 2 (আল.) সত্য উপলব্ধি করতে সমর্থ, সত্যদ্রষ্টা। স্ত্রী. ̃ ষ্মতী। চক্ষুস্হির হওয়া ক্রি. বি. ভয়ে বা বিস্ময়ে হতবুদ্ধি হওয়া। 6)
চারু
(p. 281) cāru বিণ. 1 সুন্দর, মনোরম, সুদর্শন (চারুনেত্র); 2 ললিত, সুকুমার (চারুকলা)। [সং. √চর্ + উ]। ̃ কলা - কলা1 দ্র। বি. ̃ তা। ̃ শীলা বিণ. (স্ত্রী.) সত্স্বভাবা। 156)
চিলে-কোঠা
(p. 290) cilē-kōṭhā বি. ছাদে সিঁড়ির ঘর, attie. [দেশি]। 54)
চার-চাকা
চাগা
(p. 281) cāgā ক্রি. 1 সতেজ বা প্রবল হয়ে ওঠা; 2 জেগে ওঠা, উদিত হওয়া, উদ্রিক্ত হওয়া (বাতিক চাগিয়েছে)। [ প্রাকৃ. চঙ্গ]। ̃ নো 1 চাগা; উত্তেজিত করা; উদ্রিক্ত করা, জাগিয়ে তোলা; 2 ওঠানো, তোলা ('দে হাওয়া চাগিয়ে কাপড়': নজরুল)। বি. বিণ. উক্ত সব অর্থে। 72)
চৈতালি
চামড়া
(p. 281) cāmaḍ়ā বি. দেহের বাইরের আবরণ, চর্ম, চাম, ত্বক। [বাং. চাম [ সং. চর্ম) + ড়া (স্বার্থে)]। 130)
চাপ-কান
(p. 281) cāpa-kāna বি. লম্বা ঝুলের ঢিলা জামাবিশেষ (চোগা চাপকান পরে এসেছে)। [ফা. চপ্কন্]। 110)
চুমা, চুমু, চুমো
(p. 294) cumā, cumu, cumō বি. চুম্বন। [তু. হি. চুম্পা]। ̃ চুমি বি. পরস্পর চুম্বন। চুমু খাওয়া, চুমো খাওয়া ক্রি. চুম্বন করা। 8)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073327
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768496
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365813
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720965
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697922
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594557
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544965
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542245

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন