Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জরুর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জরুর এর বাংলা অর্থ হলো -

(p. 312) jarura অব্য. ক্রি-বিণ. নিশ্চয়, অবশ্যই (জরুর হবে; কেন যাবে না, জরুর যাবে)।
[আ. জরুর্]।
ত বি. প্রয়োজন, দরকার।
জরুরি বিণ. 1 অত্যন্ত দরকারি; আশু প্রয়োজনীয় (জরুরি কথা, জরুরি কাজ); 2 এই মুহুর্তে করণীয়, urgent (জরুরি তলব)।
148)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জোঁদা
(p. 327) jōn̐dā বিণ. অত্যন্ত টক, অতি টক স্বাদযুক্ত। [দেশি]। 95)
জুটা, জোটা
(p. 327) juṭā, jōṭā ক্রি. 1 সংগ্রহ হওয়া, মেলা (দুমুঠো অন্ন জোটে না, অন্ন জুটবে না); 2 একত্র হওয়া (বহুলোক জুটেছে); 3 উপস্হিত হওয়া (হঠাত্ এসে জুটল)। বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. √ জুট সং. যূথ]। ̃ নো ক্রি. 1 সংগ্রহ করা; 2 একত্র করা; 3 উপস্হিত করা, নিয়ে আসা। বি. বিণ. উক্ত সব অর্থে। 27)
জিনিয়া1
জাম-বাটি
(p. 322) jāma-bāṭi বি. কাঁসার বড় বাটি। [ফা. জাম (=পাত্র) + বাং. বাটি]। 38)
জঘন
জ্ঞাত
(p. 331) jñāta বিণ. 1 জানে এমন (আপনি জ্ঞাত আছেন); 2 বিদিত, অবগত (এ ব্যাপার সকলেরই জ্ঞাত)। [সং. √ জ্ঞা + ত]। ̃ সারে ক্রি-বিণ. 1 সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); 2 গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)। 8)
জাগ্রত্
(p. 320) jāgrat বিণ. 1 জেগে আছে এমন, জাগ্রত, সজাগ; 2 সতর্ক, সচেতন (সদাজাগ্রত্)। [সং. √ জাগৃ + অত্]। 20)
জাঁদরেল
জিতা, জেতা
(p. 325) jitā, jētā ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ̃ নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। বিণ. উক্ত অর্থে। 9)
জিতেন্দ্রিয়
জড়2
(p. 312) jaḍ়2 বিণ. 1 চেতনাহীন (জড় পদার্থ); 2 ইন্দ্রিয়গ্রাহ্য, পঞ্চভূতের দ্বারা সৃষ্ট, material (জড় জগত্, জড় দেহ); 3 চেষ্টাহীন, নিষ্ক্রিয় (জড় হয়ে থাকা); 4 মূর্খ, অজ্ঞান (জ়ড় বুদ্ধি)। বি. 1 জ্ঞানশক্তিহীন নিষ্ক্রিয় ব্যক্তি; 2 মূর্খ বা সুখদুঃখবোধহীন লোক; 3 অচেতন পদার্থ (জীব ও জড়ের পার্থক্য); 4 পঞ্চভূত যথা ক্ষিতি অপ্ তেজ মরুত্ ব্যোম। [সং. √ জল্ (ল্=ড়) + অ]। ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র। ̃ তা, ̃ ত্ব বি. 1 জড়ের ভাব, জাড্য; 2 বুদ্ধি বা চৈতন্যের অভাব; 3 আড়ষ্টতা (জড়তা কাটিয়ে ওঠা); 4 অস্পষ্টতা (কথার জড়তা); 5 স্ফূর্তিহীনতা। ̃ পদার্থ বি. অচেতন প্রাকৃতিক বস্তু যথা পর্বত, মাটি, জল। ̃ পিণ্ড বি. স্হূল বা পিণ্ডে পরিণত জড়পদার্থ। ̃ পুত্তলি বি. প্রাণহীন পুতুল; (আল.) গতিহীন, আড়ষ্ট বা স্হূলবুদ্ধি ব্যক্তি। ̃ বাদ বি. জড়জগতের বা জড়প্রকৃতির বাইরে কোনোকিছুর স্বতন্ত্র অস্তিত্ব নেই, এই মতবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদে বিশ্বাসী। ̃ বিজ্ঞান বি. ভৌতবিজ্ঞান। ̃ বুদ্ধি বিণ. বোধহীন, হাবাগবা (জড়বুদ্ধি লোক)। ̃ ভরত বি. 1 ভরত নামে প্রাচীন চন্দ্রবংশীয় রাজা যিনি মোক্ষলাভের জন্য জড়ত্ব অবলম্বন করেছিলেন; 2 (আল.) জড়বুদ্ধি বা জড়ভাবাপন্ন লোক। বিণ. 1 অকর্মণ্য, নিষ্ক্রিয় জ়ড়ভরত হয়ে বসে আছ কেন?); 2 জবুথবু, নিশ্চল শীতে জড়ভরত হওয়া)। ̃ সড় বিণ. আড়ষ্ট; সংকুচিত। 26)
জেদ
জোয়ারি2
(p. 330) jōẏāri2 বি. যে ফলকটি তানপুরা সেতার প্রভৃতি বাদ্যযন্ত্রের তার ধারণ করে, bridge. [হি. জবারী]। জোয়ারি করা ক্রি. বি. জোয়ারি পরিষ্কার করা; জোয়ারি সাফ করে সুরে বাঁধা। 20)
জুত1
(p. 327) juta1 বি. 1 জ্যোতি (চোখের জুত); 2 শক্তি, তেজ। [সং. জ্যোতিঃ]। 34)
জলেন্দ্র, জলেশ, জলেশ্বর
(p. 312) jalēndra, jalēśa, jalēśbara বি. 1 সমুদ্র; 2 বরুণদেব। [সং. জল + ইন্দ্র, ঈশ, ঈশ্বর]। 172)
জম্বির, জম্বীর
(p. 312) jambira, jambīra বি. জামির, গোঁড়া লেবু। [সং. √ জম্ + ইর, ঈর]। 117)
জাম্পার
(p. 322) jāmpāra বি. উলের জামাবিশেষ, সোয়েটার। [ইং. jumper]। 48)
জামাই
জহ্নু
(p. 312) jahnu বি. পৌরাণিক রাজর্ষিবিশেষ। [সং. √ হা +নু]। ̃ কন্যা, ̃ তনয়া, ̃ সুতা বি. গঙ্গা। 188)
জীমূত
(p. 327) jīmūta বি. 1 মেঘ; 2 পর্বত। [সং. জী (=জীবন, জল) + √ মূ (ধারণ বা বদ্ধ করা) + ত]। ̃ নাদ, ̃ মন্দ্র বি. মেঘগর্জন, মেঘের ডাক। ̃ বাহন বি. ইন্দ্র। 17)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073308
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768388
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365804
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720963
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697917
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594552
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544960
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542245

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন