Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফাঁদি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফাঁদি এর বাংলা অর্থ হলো -

(p. 563) phān̐di বিণ. ফাঁদালো, চওড়া বা বড়ো ব্যাসযুক্ত (ফাঁদি বালা, ফাঁদি নথ)।
[বাং. ফাঁদ + ই]।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফুট৪
(p. 565) phuṭa4 বি. 1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট); 2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে); 3 ফাট, চিড়। [সং. √ স্ফুট্ + বাং. অ]। ̃ কড়াই, ̃ কলাই বি. ফুটানো বা ভাজা মটর। 56)
ফরসি
ফেলসানি
ফাণ্টুস
(p. 564) phāṇṭusa বি. (কথ্য) শূন্যগর্ভ চালবাজ লোক। [দেশি-তু ফাঁট]। 20)
ফুটানো
(p. 567) phuṭānō দ্র ফুটা2। 9)
ফলাও
(p. 562) phalāō বিণ. 1 ব্যাপক, ঢালাও (ফলাও কারবার); 2 প্রচুর, মেলা (ফলাও ভোজ); 3 বিস্তারিত, বিশদ (ফলাও বর্ণনা)। [আ. ফলাহ্]। ফলাও করা ক্রি. বি. উন্নতিসাধন করা; অতিরঞ্জিত করা (ফলাও করে বর্ণনা করা)। 5)
ফ্লু
ফেট্টি
(p. 567) phēṭṭi বি. 1 ফেটি, কাপড়ের পটি বা ফালি, ব্যাণ্ডেজ (মাথায় ফেট্টি বাঁধা); 2 পাগড়ি। [ফেটি দ্র]। 46)
ফেঁকড়া, ফ্যাঁকড়া
(p. 567) phēn̐kaḍ়ā, phyān̐kaḍ়ā বি. 1 প্রশাখা; 2 মূল বিষয় থেকে উদ্ভূত অন্য বিষয় (ফেঁকড়া তোলা, ফেঁকড়া বার করা); 3 ফ্যাসাদ, বাধা, ঝামেলা। [দেশি-তু. সং. ফর্ফরীক]। ফেঁকড়ি বি. অতি ক্ষুদ্র শাখা বা প্রশাখা। 38)
ফটো, ফোটো
ফটকিরি
ফলন্ত, ফলপাকান্ত, ফলপ্রদ, ফলপ্রসূ, ফলপ্রাপ্তি, ফলবতী, ফলবান, ফলভাগী, ফলভোগ, ফললাভ, ফলশালী, ফলশ্রুতি
(p. 560) phalanta, phalapākānta, phalaprada, phalaprasū, phalaprāpti, phalabatī, phalabāna, phalabhāgī, phalabhōga, phalalābha, phalaśālī, phalaśruti দ্র ফল।
ফোঁপা, ফোঁপানো, ফোঁপানি
(p. 570) phōm̐pā, phōm̐pānō, phōm̐pāni যথাক্রমে ফুঁপা, ফুঁপানোফুঁপানি -র চলিত ও কথ্য রূপ। 5)
ফাংশান
(p. 563) phāṃśāna বি. অনুষ্ঠান, উত্সব। [ইং. function]। 6)
ফিরা, ফেরা
(p. 565) phirā, phērā ক্রি. বি. 1 প্রত্যাবর্তন করা (অফিস থেকে কখন ফিরলে?); 2 অভিমুখী হওয়া, ঘোরা (ডাইনে ফেরো); 3 ফেরত আসা; 4 ভালোর দিকে পরিবর্তিত হওয়া, উন্নতি লাভ করা (কপাল ফেরা, অবস্হা ফেরা); 5 ঘুরে বেড়ানো (পথে পথে গান গেয়ে ফেরা); 6 বিফলমনোরথ হয়ে প্রত্যাবর্তন করা বা প্রস্হান করা (দুয়ার থেকে ফেরা); 7 ফিরানো, ফিরিয়ে দেওয়া ('এবার ফিরাও মোরে': রবীন্দ্র)। [হি. √ ফির্ বাং. √ ফির্ + আ]। ̃ নো ক্রি. বি. 1 পুনরায় আসতে বা প্রত্যাগমন করতে বাধ্য করা (সন্ন্যাসীকে ফিরিয়ে আনো); 2 ঘোরানো (মুখ ফিরিয়ে দেখো); 3 উন্নতি করা (ভাগ্য ফেরানো); 4 নিবৃত্ত করা (অভ্যাস ফেরানো দরকার); 5 প্রার্থনা বা বাসনা পূরণ না করে বিদায় দেওয়া (ভিখারিকে ফিরিয়ে দেওয়া); 6 প্রত্যাহত বা ব্যর্থ করা; 7 নতুন করে লেপন করা বা প্রলেপ দেওয়া (দেওয়ালে কলি ফেরানো); 8 আঁচড়ানো বা উলটে আঁচড়ানো (চুল ফিরিয়ে বাঁধো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ ফিরি বি. বারবার ফেরত বা বদল। 26)
ফাইলে-রিয়া
(p. 562) phāilē-riẏā বি. শ্লীপদ রোগ, গোদ, পা-ফোলা রোগ। [ইং. filariasis filaria]।
ফল
(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ দ, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য। 56)
ফুস
(p. 567) phusa বিণ. (কথ্য) অদৃশ্য, অসার, কিছুই নেই এমন (এতগুলো টাকা এরই মধ্যে ফুস হয়ে গেল?)। [ধ্বন্যা.]। 30)
ফিনাইল
ফোঁসা
(p. 570) phōm̐sā ক্রি. বি. ফোঁস শব্দ করা; চাপা গর্জন করা; চাপা গর্জনসহ ফুলে ওঠা (রাগে ফুঁসছে)। [বাং. ফোঁস (√ ফুঁস্) + আ]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2584286
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2192229
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1795425
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1038980
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 903743
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 849648
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 710427
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 625004

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us