Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বহু৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বহু৩ এর বাংলা অর্থ হলো -

(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)।
[সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]।
কাল বি. দীর্ঘকাল; বহু বছর।
জাতিক
বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)।
জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ।
ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)।
তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)।
তা,ত্ব
বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য।
ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে।
দর্শী
(-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ।
বি.দর্শিতা।
স্ত্রী.দর্শিনী।
দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)।
বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)।
ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)।
পত্নীক
বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট।
প্রতীক্ষিত
বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে।
প্রসবিনী
বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী।
বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ।
বর্ণ
বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)।
বি. নানা রং।
বল্লভ
বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ।
স্ত্রী.বল্লভা।
বার ক্রি-বিণ. অনেকবার, বারবার।
বিচিত্র
বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)।
বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)।
বিবাহ
বি. একাধিকবার বিবাহ, polygamy.বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ।
ব্রীহি
বি. (ব্যাক.) সমাসবিশেষ।
ভাগ,ভাগ্য
বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ।
বি. অতিশয় প্রসন্ন ভাগ্য।
ভাষী
(-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন।
ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon.মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত।
মান বি. অতিশয় সমাদর।
মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী.মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)।
মুত্র
বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes.মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি।
রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)।
বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)।
বি.তা।
রূপী
(বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী।
বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি।
শ (-শস্) ক্রিবিণ. অনেকবার।
শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)।
শ্রুত
বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত।
স্ত্রীক
বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন।
স্বামিক
বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাস৩
(p. 602) bāsa3 বি. সুগন্ধ, সৌরভ (ফুলের বাস)। [সং. √বাস্ + অ]। 94)
বর্ণিত
(p. 580) barṇita দ্র বর্ণন। 107)
বাপা, বাপান্ত
(p. 600) bāpā, bāpānta দ্র বাপ। 5)
বিভাগ
বিজর
(p. 611) bijara বিণ. জরাহীন; বার্ধক্যহীন। [সং. বি + জরা]। 34)
বার্তাকু, বার্তাকী
(p. 602) bārtāku, bārtākī বি. বেগুন। [সং. বার্তাক + উ, ইন্]। 47)
বল2
(p. 580) bala2 বি. ইয়োরোপীয় নাচবিশেষ (বলনাচ)। [ইং. ball]। 152)
বীজ
(p. 630) bīja বি. 1 শস্যাদির বিচি বা আঁটি যা থেকে অঙ্কুর উত্পন্ন হয়; 2 সংরক্ষিত শস্য যা রোপণ করে নতুন ফসল উত্পাদন করা হয় (ধান্যবীজ); 3 জীবাণু (রোগের বীজ); 4 মূল কারণ (বিবাদের বীজ, হিংসার বীজ); 5 সন্তানোত্পাদক শুক্র বা বীর্য। [সং. বি + √ জন্ + অ]। ̃ ক বি. বীজ। ̃ কোষ বি. ফুলের যে অংশে বীজ থাকে। ̃ ঘ্ন বিণ. জীবাণুনাশক, disinfectant (বি. প.)। ̃ তলা বি. খেতের যে নির্দিষ্ট জায়গায় চারা জন্মানো হয়। ̃ ধান বি. নতুন বীজ উত্পাদনের উপযোগী ধান। ̃ পত্র বি. বীজদল, উদ্ভিদ-ভ্রুণের দুই পাশের মোটা পদার্থ। ̃ পুরুষ বি. বংশের প্রবর্তক বা আদিপুরুষ। ̃ বারক বিণ. জীবাণুর উত্পত্তি নিবারণ করে এমন, antiseptic (বি. প.)। ̃ বারণ বি. জীবাণুর উত্পত্তি নিবারণ। 55)
বান-চাল
(p. 599) bāna-cāla বিণ. 1 (নৌকাদি সম্বন্ধে) তলা ফুটো হয়ে গেছে এমন (নৌকো বানচাল হওয়া); 2 বিপর্যস্ত, পণ্ড (সমস্ত প্ল্যানটাই বানচাল হয়ে গেল); 3 ওলটপালট (ঝড়ে সব ব্যবস্হা বানচাল হয়ে গেছে)। [দেশি]। 12)
বখা
(p. 573) bakhā ক্রি. 1 কুসংসর্গে নষ্ট হওয়া, বয়ে যাওয়া, দুশ্চরিত্র হওয়া (ছেলেটা একেবারেই বখে গেছে); 2 বখানো। বি. উক্ত উভয় অর্থে। বিণ. 1 বখে গেছে এমন (বখা ছেলের সঙ্গে মিশতে দিয়ো না); 2 বাচাল, ফাজিল। [সং. বহ্ + বাং. আ; অথবা সং. √ বচ্ + বাং. আ]। ̃ ট, ̃ টে বিণ. বখে গেছে এমন। ̃ নো ক্রি. বি. বখাটে করা (তুমিই ছেলেটাকে বখিয়েছ)। বিণ. উক্ত অর্থে। ̃ মি, ̃ মো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা। 39)
বরদার
বৃদ্ধি
বিঁড়া, (কথ্য) বিঁড়ে
(p. 605) bin̐ḍ়ā, (kathya) bin̐ḍ়ē বি. বিড়া -র রূপভেদ। 71)
বরাভরণ
বাগুড়া
বুর্জোয়া
বহ্নি
(p. 590) bahni বি. অগ্নি, আগুন (চিতা বহ্নিমান)। [সং. √ বহ্ + নি]। ̃ জ্বালা বি. আগুনের শিখা, আঁচ বা তাপ। ̃ মান বিণ. জ্বলন্ত, প্রজ্বলিত। ̃ মিত্র বি. আগুনের মিত্র বা সহায়ক অর্থাত্ বাতাস। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ সংস্কার বি. শবদাহ। ̃ সখ বি. বায়ু। বহ্ন্যুত্-সব বি. 1 হোলি বা দোলের আগের দিন আগুন জ্বেলে আমোদপ্রমোদ; 2 আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া। 3)
ব্যব-হার
(p. 648) byaba-hāra বি. 1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার); 2 আইন (ব্যবহারজীবী); 3 মামলা, মোকদ্দমা; 4 প্রয়োগ (ওষুধ ব্যবহার); 5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো); 6 বিষয়কর্ম; 7 (বিরল) বাণিজ্য; 8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু। [সং. বি + অব + √ হৃ + অ]। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী। ̃ দেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)। ̃ বিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি। ̃ যোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য। ̃ শাস্ত্র বি. 1 আইনগ্রন্হ; 2 স্মৃতিগ্রন্হ। ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)। ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন। ব্যব-হর্তা (-র্তৃ) বিণ. 1 ব্যবহারকারী; 2 বিচারক। ব্যব-হৃত বিণ. ব্যবহার করা হয়েছে এমন। 39)
বিঘত
বিপ্র-যুক্ত
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072630
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768152
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365560
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720876
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697759
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594430
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544665
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542207

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন