Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিনামা2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিনামা2 এর বাংলা অর্থ হলো -

(p. 616) bināmā2 বিণ. 1 কল্পিত নামযুক্ত; 2 নামহীন, বেনামা (বিনামা চিঠি)।
[সং. বি + নামন্]।
47)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বল-শালী
(p. 580) bala-śālī দ্র বল3। 168)
বাঁটন2, বাঁটা, বাঁচানো
(p. 591) bān̐ṭana2, bān̐ṭā, bān̐cānō যথাক্রমে বাটন, বাটা ও বাটানো -র রূপভেদ। 15)
বিলক্ষণ
(p. 625) bilakṣaṇa বিণ. (বর্ত. অপ্র.) 1 বিভিন্ন, পৃথক ('স্বর্ণ আর লৌহ যৈছে স্বরূপ বিলক্ষণ': চৈ. ভা.); 2 অসাধারণ ('সিংহগ্রীব গজস্কন্ধ বিলক্ষণ বেশ': চৈ. ভা.)। ক্রিবিণ. (বাং.) ভালোরকম, খুব (বিলক্ষণ বুঝেছি, তাকে বিলক্ষণ চিনি)। অব্য. বিস্ময়, বিরক্তি ইত্যাদি সূচক; আচ্ছা বেশ, ভালো কথা, ঢের হয়েছে (বিলক্ষণ, এখন থামো)। [সং. বি (=বিশিষ্ট) বা বিভিন্ন) + লক্ষণ]। 12)
বেশী1
(p. 642) bēśī1 (-শিন্) দ্র বেশ2। 44)
বাচাট
(p. 591) bācāṭa বিণ. (আঞ্চ.) বেশি কথা বলে এমন, বাচাল। [সং. বাচ্ + বাং. আট]। 93)
বিষিত
(p. 627) biṣita বিণ. বিষযুক্ত, বিষাক্ত, poisoned (বি. প.)। [সং. বিষ + ইত]। 46)
বার্লি
(p. 602) bārli বি. 1 যব; 2 যবের গুঁড়ো। [ইং. barley]। 56)
বালি2
(p. 602) bāli2 বি. সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা। [তু. অসম. ওড়ি. বালি]। বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার ('বড়র পীরিতি বালির বাঁধ': ভা. চ.)। ̃ ঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ। 77)
বোঝা1
(p. 646) bōjhā1 দ্র বুঝা। 24)
বন-বন1
(p. 575) bana-bana1 বি. অতি দ্রুতবেগে ঘোরার ভাব (লাট্টুটা বনবন করে ঘুরছে)। [ধ্বন্যা.]। 63)
বৃষ্য
(p. 633) bṛṣya বিণ. বীর্যবর্ধক। বি. আমলকী। [সং. √ বৃষ্ + য]। 84)
বিবুধ
(p. 621) bibudha বি. 1 পণ্ডিত (বিবুধমণ্ডলী); 2 দেবতা। [সং. বি + √ বুধ্ (=জানা) + অ]। 16)
ব্রহ্ম2
(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার। [সং. √ বৃংহ্ + মন্]। ̃ .চর্য বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম। ̃ .চর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা। ̃ .চারী (-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার। স্ত্রী. ̃ .চারিণী। ̃ জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ̃ .জ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। ̃ .জ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী। ̃ .ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)। ̃ .তালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ। ̃ .তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি। ̃ ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। ̃ .দেব বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .দৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত। ̃ .নাভ বি. বিষ্ণু। ̃ .পুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ। ̃ .বন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ। ̃ .বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস। ̃ .বাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ̃ .বাদিনী। ̃ .বিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র। ̃ .বিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধউপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়। ̃ .বৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ .ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)। ̃ .রন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ। ̃ র্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ। ̃ .লোক-ব্রহ্মপুরী -র অনুরূপ। ̃ .শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ। ̃ .শির, ̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ। ̃ .সংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত। ̃ .সংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ। ̃ .সাবর্ণি বি. দশম মনু। ̃ .সূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র। ̃ .স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি। ̃ .হত্যা বি. ব্রাহ্মণবধ। 24)
বর্তক
(p. 580) bartaka বি. তিতিরজাতীয় পাখি, বটের, quail. [সং. √ বৃত্ + অক]। 110)
বশিতা, বশিত্ব
বরানু-গমন
(p. 580) barānu-gamana বি. বরযাত্রী হয়ে বরের সঙ্গে বিবাহমণ্ডপে যাওয়া। [সং. বর + অনুগমন]। 68)
বিভ্রান্ত, বিভ্রান্তি
(p. 621) bibhrānta, bibhrānti দ্র বিভ্রম। 55)
বেআদব, বেয়াদব
বোর্ড
বিষা
(p. 627) biṣā ক্রি. বিষাক্ত করা ('যাহারা তোমার বিষাইছে বায়ু': রবীন্দ্র)। [সং. বিষ + বাং. আ]। 40)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2089890
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1774822
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1372551
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723691
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 701253
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596730
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 553180
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543581

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন