Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভূমি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভূমি এর বাংলা অর্থ হলো -

(p. 668) bhūmi বি. 1 পৃথিবী; 2 ভূপৃষ্ঠ, মাটি; 3 মেঝে (ভূমিশয্যা); 4 ক্ষেত্র, জমি (নিষ্কর ভূমি, ভূমিহীন প্রজা); 5 আধার (বিশ্বাসভূমি); 6 দেশ (জন্মভূমি); 7 তল, তলা (সপ্তভূমিক অট্টালিকা); 8 (জ্যামি.) ত্রিভূজের শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহু, basc. [সং. √ ভূ + মি]।
.কম্প
বি. ভূমির অর্থাত্ পৃথিবীর কম্পন।
গর্ভ
বি. পৃথিবীর অভ্যন্তর, ভূপৃষ্ঠে নিম্নবর্তী স্হান।
জ বিণ. মাটিতে বা খেতে উত্পন্ন; কৃষিজাতা।
.তল বি. ভূপৃষ্ঠ, মাটির বা জমির উপরিতল, ভূতল।
.দাস বি. অন্যের জমিতে বাধ্যতামূলক ভাবে যে শ্রমিক বেগার খাটে, সার্ফ।
.শয্যা
বি. মাটিতে পড়ে যাওয়া, ধরাশায়ী হওয়া; ভূমিরূপ শয্যা।
.সংস্কার
বি. চাষের জমির এবং চাষির অবস্হার উন্নতিসাধন।
.সাত্
বিণ. ভূমিতে পতিত; মাটির সঙ্গে মিশে গেছে এমন (ঘরবাড়ি সব ভূমিসাত্ হয়ে গেছে)।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভাতি2
ভীম-রতি
(p. 667) bhīma-rati বি. 1 বার্ধক্যজনিত ঈষত্ বুদ্ধিভ্রংশ বা খ্যাপামি; 2 (মূল অর্থ) 77 বছর 7 মাস বয়সের সপ্তম রাত্রি (বর্ত. এই অর্থ অপ্র.)। [সং. ভীমরথী? ভ্রমার্তি ?]। 11)
ভঞ্জা
(p. 655) bhañjā (কাব্যে) ক্রি. ভঞ্জন করা, ভাঙা; দূর করা, ঘুচানো ('দাসীর কলঙ্কভঞ্জ': মধু)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। 30)
ভুজ
ভাঙানি
(p. 661) bhāṅāni বি. 1 ভাংচি দিয়ে প্রতিকূল করা, গোপনে বিরুদ্ধতা করে অসুবিধার সৃষ্টি করা (লাগানি-ভাঙানি); 2 খুচরো পয়সা (দশ টাকার ভাঙানি)। [বাং. ভাঙা + আনি]। 4)
ভেপসা-ভ্যাপসা
ভিন্ন
ভ্যানর-ভ্যানর
ভদ্র
(p. 655) bhadra বিণ. 1 রুচি মার্জিত এমন (ভদ্র পোশাক); 2 সদাচার সম্পন্ন (ভদ্র রীতি); 3 শিষ্ট, সভ্য (ভদ্র লোক); 4 শুভ, মঙ্গলজনক। বি. মঙ্গল, শিব। [সং. √ ভন্দ্ + র]। স্ত্রী. ভদ্রা। ̃ .কালী বি. দুর্গাদেবীর রূপভেদবিশেষ। তা বি. ভদ্র ভাব বা আচরণ। ̃ .জনোচিত বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোকের আচরণীয়, ভদ্রতাপূর্ণ। ̃ .মহিলা বি. (স্ত্রী.) ভদ্র বা ভদ্রবংশীয় স্ত্রীলোক। ̃ .সন্তান বি. ভদ্রবংশের লোক। ̃ .সমাজ বি ভদ্র বা সভ্য লোকদের সমাজ (ভদ্র সমাজে এসব চলে না)। 44)
ভীমা, ভীমাকৃতি
(p. 667) bhīmā, bhīmākṛti দ্র ভীম। 12)
ভাদ্দুরে
(p. 661) bhāddurē বিণ. (কথ্য) ভাদ্রমাসীয়। [ভাদ্দর দ্র]। 43)
ভাঙন1
(p. 660) bhāṅana1 বি. 1 ভেঙে পড়া, ভাঙা; 2 নদীর পাড় ধসা (ভাঙন-ধরা নদী); 3 (আল.) অবনতি, ক্ষয় বা পতনের সূত্রপাত (সংসারে ভাঙন ধরা)। [ভাঙা দ্র]। 29)
ভান1
(p. 661) bhāna1 বি. ছল, কৃত্রিম আচরণ (ঘুমের ভান করা, না দেখার ভান করা)। [সং. √ ভা + অন]। 46)
ভ্যাঙানো
(p. 670) bhyāṅānō দ্র. ভেঙানো। 102)
ভেজা2
(p. 670) bhējā2 ক্রি. ভেজানো। [প্রাকৃ.ভিজ্জ]। ̃ .নো ক্রি. বি. দরজা ইত্যাদি আলতো করে বন্ধ করা, দরজার কপাট খিল না দিয়ে জোড়া লাগানো। বিণ. উক্ত অর্থে (ভেজানো দরজা)। 22)
ভ্যাদা
(p. 670) bhyādā বি. ন্যাদস মাছ। [দেশি]। 105)
ভাব করা
(p. 663) bhāba karā ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। ̃ .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। ̃ .গতিক, ̃ .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। ̃ .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। ̃ .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । ̃ .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। ̃ .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। ̃ .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ̃ .প্রবণতা। ̃ .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। ̃ .ভঙ্গি দ্র ভাবগতিক। ̃ .ব্যঞ্জক, ̃ .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। ̃ .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা। 2)
ভাইস-রয়
ভূম
(p. 668) bhūma বি. (কাব্যে) ভূমি ('শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে': রবীন্দ্র)। [ সং. ভূমি]। 32)
ভাবিনী
(p. 663) bhābinī বি. কামিনী, ভাবময়ী নারী ('ভাবের ভাবিনী রাধা')। [সং. ভাব + ইন্ + ঈ]। 13)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072652
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768158
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365567
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720886
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697760
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594434
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544676
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542207

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন