Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হ1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হ1 এর বাংলা অর্থ হলো -

(p. 858) ha1 বাংলা ভাষার তেত্রিশতম ব্যঞ্জনবর্ণ এবং কণ্ঠনালীয় হ্ধ্বনির বর্ণরূপ।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হরে-দরে
হত
(p. 858) hata বিণ. 1 হত্যা করা বা বধ করা হয়েছে এমন (যুদ্ধে হত সৈনিক); 2 নষ্ট, নাশপ্রাপ্ত (হতগৌরব); 3 লুপ্ত, লোপপ্রাপ্ত (হতচেতন, হতবুদ্ধি); 4 ব্যাহত (হতোদ্যম); 5 মন্দ (হতভাগা)। [সং. √ হন্ + ত]। ̃ চেতন, ̃ জ্ঞান বিণ. অচেতন; মূর্ছিত। ̃ চ্ছাড়া বিণ. লক্ষ্মীছাড়া, হতভাগ্য, দুর্দশাগ্রস্ত। ̃ দর্প বিণ. (যার) দর্প বা অহংকার নষ্ট হয়েছে এমন। ̃ প্রায় বিণ. প্রায় বিনষ্ট; মরোমরো। ̃ বল বিণ. নষ্টশক্তি, বলহীন। ̃ বাক বিণ. 1 বাক্যহারা; 2 অবাক, বিস্মিত। ̃ বুদ্ধি, ̃ ভম্ব বিণ. বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন, কিংকর্তব্যবিমূঢ়। ̃ ভাগ্য, ̃ ভাগা বিণ. ভাগ্য খারাপ এমন, মন্দভাগ্য, দুর্ভাগা। স্ত্রী. ̃ ভাগ্যা, ̃ ভাগিনী, ̃ ভাগী। ̃ মান বিণ. সম্মানহারা; অবমানিত। ̃ শ্রদ্ধ বিণ. যার শ্রদ্ধা বা আস্হা লুপ্ত হয়েছে। ̃ শ্রদ্ধা বি. (বাং.) অশ্রদ্ধা, অবজ্ঞা। ̃ শ্রী বিণ. শ্রীভ্রষ্ট; সম্পদহারা (হতশ্রী পল্লি, হতশ্রী গ্রাম)। 30)
হিংসুক
(p. 869) hiṃsuka বিণ. ঈর্ষাবিদ্বেষপরায়ণ, পরশ্রীকাতর। [সং. হিংসা + বাং. উক]। 4)
হাজা-মজা
(p. 862) hājā-majā দ্র হাজা। 70)
হাতা1
(p. 865) hātā1 বি. 1 এলাকা, ঘেরাও করা সীমা (বাড়ির হাতা); 2 (আল.) অধিকার, কবল। [আ. হত্তা]। 7)
হাঁদা
(p. 862) hān̐dā বিণ. 1 মোটা (হাঁদাপেট); 2 স্হূলবুদ্ধি, মূর্খ। [দেশি]। ̃ রাম বিণ. নিরেট, মস্তিষ্কহীন। বি. বোকা লোক। 53)
হাবুজ-খানা
হাই
হতাশ্বাস
(p. 858) hatāśbāsa বিণ. যে ভরসা হারিয়েছে, কোনো সান্ত্বনা যার নেই। [সং. হত + আশ্বাস]। 33)
হাফ-টোন
(p. 865) hāpha-ṭōna বি. বিভিন্ন আকারের বিন্দুসহযোগে রচিত আলোকচিত্র। [ইং. half-tone]। 28)
হাঁকা-হাঁকি
(p. 862) hān̐kā-hān̐ki বি. 1 চেঁচিয়ে ডাকাডাকি (এত রাতে হাঁকাহাঁকি); 2 বচসা। [হাঁক দ্র]। 42)
হিট-স্ট্রোক
(p. 869) hiṭa-sṭrōka বি. সর্দি-গরমি। [ইং. heatstroke]। 18)
হাউই
(p. 862) hāui বি. হুশ শব্দে আকাশে ওঠে এমন আতশবাজিবিশেষ। [ফা. হবাঈ]। 24)
হার2
(p. 867) hāra2 বি. পরাজয়, পরাভব (হার-জিত, হার মানা)। [হারা দ্র]। ̃ কাত বি. খেলায় হারের দিক বা পরাজিত পক্ষ। 26)
হাড়ি-কাট, হাড়ি-কাঠ
হনন
(p. 858) hanana বি. হত্যা, বধ (শত্রুহনন)। [সং. √ হন্ + অন]। হননীয় বিণ. বধযোগ্য। 43)
হত্যা
(p. 858) hatyā বি. 1 প্রাণনাশ, বধ (জীবহত্যা করা); 2 (বাং.) অভীষ্টসিদ্ধির জন্য আমৃত্যু দেবতার নিকট ধরনা (মন্দিরে হত্যা দিয়ে পড়ে থাকা)। [সং. √ হন্ + ক্যপ্ + আ]। ̃ কাণ্ড বি. খুনোখুনি; খুনের ঘটনা। ̃ কারী (-রিন্) বিণ. খুনি। ̃ প-রাধ বি. খুন করার অপরাধ। 38)
-হারী2
হওয়া
(p. 858) hōẏā ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। বি. উক্ত সব অর্থে। বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [ সং. √ ভূ বা √ অস্]। 7)
হস্ত
(p. 862) hasta বি. 1 হাত, কর, পাণি; বাহু, ভুজ; 2 কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 3 চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; 4 হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। ̃ কৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। ̃ গত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। ̃ গ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। ̃ চ্যুত বিণ. 1 হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; 2 হাত থেকে পড়ে গিয়েছে এমন। ̃ ধারণ বি. হাত ধরা। ̃ রেখা বি. করতলের রেখা। ̃ লাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। ̃ লিখিত বিণ. হাতেলেখা অর্থাত্ মুদ্রিত নয়। ̃ .লিপি, ̃ .লেখ বি. হাতের লেখা।; হস্তাক্ষর বি. হাতের লেখার ছাঁদ; হাতের লেখা। হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)। হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত। হস্তাব-লেপ বি. 1 হাত বুলানো; 2 (বিরল) হস্তসঞ্চালনের দ্বারা গর্বপ্রকাশ। হস্তাম-লক বি. 1 করতলস্হিত আমলকী; 2 (আল.) সম্পূর্ণ আয়ত্ত বস্তু বা সহজে আয়ত্ত হয় এমন বস্তু; 3 শংকরাচার্যকৃত বেদান্তগ্রন্হবিশেষ। হস্তার্পণ বি. হস্তক্ষেপ -এর অনুরূপ। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072297
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768057
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720846
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697675
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594394
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544572
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542161

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন