Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনর্থ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকারণ
(p. 3) akāraṇa বিণ. কারণবিহীন (অকারণ বিদ্বেষ, অকারণ হাসি। ক্রি-বিণ. অনর্থক, মিছিমিছি, শুধুশুধু (অকারণ হেসে চলেছে)। [সং. ন+কারণ]। অকারণে ক্রি-বিণ. অনর্থক, মিছিমিছি ('অকারণে অকালে মোর পড়ল যখন ডাক': রবীন্দ্র)। 5)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অতর্ক
(p. 14) atarka বি. কুতর্ক, বাজে তর্ক, অনর্থক তর্ক। [সং. ন +তর্ক]। অতর্ক্য বিণ. তর্কের দ্বারা যার মীমাংসা হয় না। 18)
অনর্গল
(p. 23) anargala বিণ. অর্গল বা বাধা নেই এমন, মুক্ত, অবারিত (অনর্গল বাক্যস্রোত)। ক্রি-বিণ. অবিরাম (অনর্গল কথা বলা)। [সং. ন+অর্গল]। 23)
অনর্ঘ
(p. 23) anargha বিণ. অমূল্য, অত্যন্ত মূল্যবান। [সং. ন+অর্ঘ]। 24)
অনর্থ
(p. 23) anartha বি. 1 অমঙ্গল, অশুভ, অনিষ্ঠ (অনর্থের সৃষ্টি); 2 ভুল অর্থ; 3 কুকাজ, দুর্ঘটনা (মহা অনর্থ ঘটবে, অনর্থ বাধিয়ে দেবে)। বিণ. অর্থহীন। [সং. ন+অর্থ]। ̃ কর বিণ. অনিষ্টকর, ক্ষতিকর। ̃ পাত বি. দুর্ঘটনা, বিপদ। 25)
অনর্থক
(p. 23) anarthaka বিণ. ব্যর্থ, কারণহীন (অনর্থক পরিশ্রম, অনর্থক বিলম্ব)। ক্রি-বিণ. বৃথা, অকারণে, (সেখানে অনর্থক গেলে)। [সং. ন+অর্থ+(সমাসান্ত) ক]। 26)
অনর্থকর, অনর্থপাত
(p. 23) anarthakara, anarthapāta দ্র অনর্থ। 27)
অনর্হ
(p. 23) anarha বিণ. 1 উপযুক্ত নয় বা যোগ্য নয় এমন; 2 পূজার যোগ্য নয় এমন। [সং. ন+অর্হ]। 28)
অনু-রথ
(p. 30) anu-ratha (ম. বাং. বর্ত. অপ্র.) বি. 1 অনর্থ, বিপদ; 2 অপবাদ, কলঙ্ক; 3 দৌরাত্ম্য, দুষ্টুমি; 4 ধূর্ততা; 5 অনর্থক বা ব্যর্থ ব্যাপার। [সং. অনর্থ অনরথ (স্বরাগমে) অনুরথ]।
অফল
(p. 43) aphala বিণ. ফল নেই এমন, নিষ্ফল; ব্যর্থ (অফল পরিশ্রম)। (আ. বাং.) বি. ফল নয় (অ-ফল)। [সং. ন + ফল]। ̃ দায়ক, ̃ প্রসূ বিণ. কোনো ফল দেয় না এমন; নিষ্ফল, ব্যর্থ; অনর্থক। 15)
অবাধ
(p. 46) abādha বিণ. বাধাহীন, অবারিত; অনর্গল (অবাধ মেলামেশা, প্রবেশ অবাধ)। [বাং. অ + বাধা]. অবাধ বাণিজ্য বি. সংরক্ষণহীন বা বিধিনিষেধহীন বাণিজ্য, free trade. 55)
অর্গল
(p. 61) argala বি. 1 দরজার খিল, হুড়কো; 2 বাধা, প্রতিবন্ধক (অনর্গল কথা)। [সং. √. অর্জ্ + অল]। অর্গলিত বিণ. বন্ধ (অর্গলিত দ্বার); অবরুদ্ধ। 24)
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অশ্রেয়, অশ্রেয়ঃ
(p. 67) aśrēẏa, aśrēẏḥ (-য়স্) বিণ. শ্রেয় বা হিতকর নয় এমন, অহিতকর, অমঙ্গলজনক; অধম। বি. অমঙ্গল, অনর্থ। [সং. ন + শ্রেয়স্]। অশ্রেয়স্কর বিণ. অশুভ; অমঙ্গলজনক। 14)
অহেতুক
(p. 76) ahētuka বিণ. 1 অকারণ, অনর্থক; 2 নিঃস্বার্থ (অহেতুক আনন্দ)। ক্রি-বিণ. বিনা কারণে, শুধু শুধু (অহেতুক রেগে গেহ)। [সং. ন + হেতু + ক]। স্ত্রী. অহেতুকী (অহেতুকী ভক্তি)। 8)
আনর্থ, আনর্থ্য, আনর্থক্য
(p. 94) ānartha, ānarthya, ānarthakya বি. অনর্থকতা, নিস্ফলতা, ব্যর্থতা। [সং. অনর্থ + অ, য; অনর্থক + য]। 12)
কর্ম
(p. 169) karma (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। ̃ কর্তা (-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। ̃ কর্তৃ-বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। ̃ কাণ্ড বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ। ̃ কারী (-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। ̃ কুশল বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। ̃ ক্ষম বি. কাজের জায়গা। ̃ চারী (-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে। ̃ ঠ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ। ̃ ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী। ̃ ত্যাগ বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া। ̃ দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট। ̃ নাশা বিণ. কাজ পণ্ড করে এমন। বি. নদীবিশেষ। ̃ নিষ্ঠ বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ। ̃ ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)। ̃ বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। ̃ বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে। ̃ বাদী (-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন। ̃ বিপাক বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ। ̃ বিরতি বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work. ̃ বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার। ̃ ভূমি বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার। ̃ ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম। ̃ মুখী বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)। ̃ যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। &tilde ; যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী। ̃ শালা বি. কর্মস্হান; কারখানা। ̃ শীল বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন। ̃ সচিব বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী। ̃ সাক্ষী (-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি। ̃ সিদ্ধি বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ। ̃ সূত্র বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি। ̃ সূত্রে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ। ̃ স্হল বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস। 20)
কুহরা
(p. 202) kuharā ক্রি. (কোকিলের মতো) মধুর স্বরে ডাকা, কুহুরব করা ('কুহরে পিক অনর্গল': স. দ.)। [বাং. √ কুহর্ + আ]। কুহরই (প্রা. কাব্যে) ক্রি. কুহুরব করে। কুহরন, কুহরণ বি. কুহুধ্বনি, কূজন, কোকিলের রব। কুহরিত বিণ. কূজিত; ধ্বনিত। 13)
খই
(p. 221) khi বি. ধান ভেজে প্রস্তুত মুড়িজাতীয় খাদ্যবিশেষ, লাজ। [সং. খদিকা]। ̃ চালা বি. ভাজা খই থেকে তুষ ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস বার করে দেবার চালনি। ̃ চুর বি. চিনির রসে পাক দেওয়া মিষ্টান্নবিশেষ। ̃ ঢেকুর বি. চোঁয়া ঢেকুর। ̃ য়া, ̃ য়ে বিণ. খইয়ের মতো আকার বা রংবিশিষ্ট (খইয়ে গোখরো)। (মুখে) খই ফোটা অনবরত বকবক করা, অনর্গল কথা বলা (ছেলেটার মুখে যেন খই ফুটছে)। 4)
খামকা, খামোকা, খামোখা
(p. 226) khāmakā, khāmōkā, khāmōkhā ক্রি-বিণ. 1 অকারণে, অনর্থক (খামোকা ছেলেটাকে বকছ কেন?); 2 হঠাত্। [ফা. খো আমখো + বাং. আ]। 66)
খালি2
(p. 229) khāli2 বিণ. 1 শূন্য, রিক্ত, নিঃশেষ (খালি হাত, খালি কলসি); 2 ফাঁকা (খালি কামরা); 3 কেবল, ক্রমাগত (খালি বায়না, খালি কান্না)। ক্রি-বিণ. 1 কেবল, শুধু, মাত্র (খালি বসব, আমি খালি দেখব); 2 সর্বদা (ছেলেটা খালি কাঁদছে)। [আ. খালী]। খালি খালি ক্রি-বিণ. অনর্থক (খালি খালি আমাকে বকছ)। বিণ. প্রায় ফাঁকা (ঘরটা খালি খালি ঠেকছে)। 4)
গচ্চা, গচ্ছা
(p. 236) gaccā, gacchā বি. ক্ষতিপূরণ; অনর্থক দণ্ড; অসাবধানতার জন্য লোকসান (একগাদা টাকা গচ্চা গেল; গচ্চা দিতে হল)। [দেশি]। 10)
ঘুরা, ঘোরা
(p. 270) ghurā, ghōrā ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। বি. উক্ত সব অর্থে। বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। বি. উক্ত সব অর্থে। ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো। 8)
তুবড়ি
(p. 375) tubaḍ়i বি. 1 আতশবাজিবিশেষ; 2 সাপুড়ের ব্যবহৃত লাউয়ের খোলে দুটি নল লাগানো বাঁশি। [তু. সং. তুম্ব]। কথার তুবড়ি তুবড়িবাজির আগুনের ফিনকির মতো অনর্গল বাক্যস্রোত (তুমি তো কেবল কথার তুবড়ি ছোটাতে পার)। 194)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074438
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768769
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366205
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721101
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698144
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594695
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545313
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন